🎉2
Chemistry Phobia।Exam Mate
মার্কনিকভের নীতি অনুসরন করে সংযোজন বিক্রিয়া দেয় না কোনটি?
ব্যাখ্যাঃ
মার্কনিকভের নীতির প্রথম শর্ত হলো অপ্রতিসম অ্যালকিন হতে হবে। এখানে ১ এবং ২ নং অপশনের যৌগগুলো অপ্রতিসম অ্যালকিন। ফলে তারা মার্কনিকভের নীতি অনুসরণ করে সংযোজন বিক্রিয়া দিতে পারে। কিন্তু ৩য় অপশনে থাকা যৌগটি প্রতিসম। অথ্যাৎ অপ্রতিসম নয়। ফলে সে মার্কনিকভের নীতি অনুসরণ করে সংযোজন বিক্রিয়া দিতে পারবে না। বুঝছো?
মার্কনিকভের নীতির প্রথম শর্ত হলো অপ্রতিসম অ্যালকিন হতে হবে। এখানে ১ এবং ২ নং অপশনের যৌগগুলো অপ্রতিসম অ্যালকিন। ফলে তারা মার্কনিকভের নীতি অনুসরণ করে সংযোজন বিক্রিয়া দিতে পারে। কিন্তু ৩য় অপশনে থাকা যৌগটি প্রতিসম। অথ্যাৎ অপ্রতিসম নয়। ফলে সে মার্কনিকভের নীতি অনুসরণ করে সংযোজন বিক্রিয়া দিতে পারবে না। বুঝছো?
❤12
Chemistry Phobia।Exam Mate
কোনটি জারক- বিজারক উভয় হিসেবে কাজ করে?
জারক বিজারক উভয় হিসেবে কাজ করে যারাঃ
মনে রাখবো-
ও সাথী ফিরবে না হায়।
ও ➡️ O3
সাথী➡️ SO2
ফিরবে➡️ FeSO4
না➡️HNO2(নাইট্রাস এসিড), NO2
হায়➡️ H2S, H2O2
মনে রাখবো-
ও সাথী ফিরবে না হায়।
ও ➡️ O3
সাথী➡️ SO2
ফিরবে➡️ FeSO4
না➡️HNO2(নাইট্রাস এসিড), NO2
হায়➡️ H2S, H2O2
🔥21
Chemistry Phobia।Exam Mate
Photo
ব্যাখাঃ
এটা হলো ক্লিমেনসন বিজারন বিক্রিয়া। এই বিক্রিয়া চেনার উপায় হলো জিংক অ্যামালগাম থাকে(Zn-Hg) থাকে। সহজ করে বোঝায়। এই বিক্রিয়ায় অ্যালডিহাইড থাকুক অথবা কিটোন; সবসময়ই উৎপন্ন হবে অ্যালকেন। এখন সমস্যা বাধে কত কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে? সিম্পল। বিক্রিয়কে কতটা কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরী হবে। এই প্রশ্নে বিক্রিয়ক তিনটা কার্বন আছে।তাই তৈরী হবে তিন কার্বন যুক্ত অ্যালকেন। আমরা জানি তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো প্রোপেন।
ক্লিয়ার???
এটা হলো ক্লিমেনসন বিজারন বিক্রিয়া। এই বিক্রিয়া চেনার উপায় হলো জিংক অ্যামালগাম থাকে(Zn-Hg) থাকে। সহজ করে বোঝায়। এই বিক্রিয়ায় অ্যালডিহাইড থাকুক অথবা কিটোন; সবসময়ই উৎপন্ন হবে অ্যালকেন। এখন সমস্যা বাধে কত কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে? সিম্পল। বিক্রিয়কে কতটা কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরী হবে। এই প্রশ্নে বিক্রিয়ক তিনটা কার্বন আছে।তাই তৈরী হবে তিন কার্বন যুক্ত অ্যালকেন। আমরা জানি তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো প্রোপেন।
ক্লিয়ার???
❤24
😢6
Chemistry Phobia।Exam Mate
কোনটি প্রডিউসার গ্যাস?
প্যাঁচ জিনিসটা খুবই বিরক্তিকর . তা যদি কোন ছোট কাট বিষয়ে হয় তাহলে ত কথায় নাই ।
আসুন রসায়নের ছোট একটা প্যাঁচ কিভাবে টেকনিক দিয়ে সামাধান করা যায় তার চেষ্টা করি ।।
ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস এই দুইটা গ্যাস প্রায় সময় mcq দেখা যায় .. কিন্তু গ্যাস দুইটার রাসায়নিক সংকেত প্রায় একই রকম ।
আগে রাসায়নিক সংকেতটা দেখে তারপর
টেকনিকটা একটু দেখে নিন ।
🌸ওয়াটার গ্যাস ➡️CO+H2
🌸প্রডিউসার গ্যাস➡️ CO+N2
টেকনিক
( ওয়াটার মানে পানি আর পানি মানে H2 )
(প্রডিউসার এ সার আছে ..... সার মানে ইউরিয়া
আর ইউরিয়া মানে N2)
ক্লিয়ার তো?
আসুন রসায়নের ছোট একটা প্যাঁচ কিভাবে টেকনিক দিয়ে সামাধান করা যায় তার চেষ্টা করি ।।
ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস এই দুইটা গ্যাস প্রায় সময় mcq দেখা যায় .. কিন্তু গ্যাস দুইটার রাসায়নিক সংকেত প্রায় একই রকম ।
আগে রাসায়নিক সংকেতটা দেখে তারপর
টেকনিকটা একটু দেখে নিন ।
🌸ওয়াটার গ্যাস ➡️CO+H2
🌸প্রডিউসার গ্যাস➡️ CO+N2
টেকনিক
( ওয়াটার মানে পানি আর পানি মানে H2 )
(প্রডিউসার এ সার আছে ..... সার মানে ইউরিয়া
আর ইউরিয়া মানে N2)
ক্লিয়ার তো?
❤65
টাইট্রেশন বিক্রিয়ায় কোন যৌগ দিয়ে প্রাইমারি স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরি করা যাবেনা
Anonymous Quiz
60%
KMnO4
13%
Na2CO3
18%
K2Cr2O7
8%
অক্সালিক এসিড
😢3
একাধিক আয়ন থাকলে তড়িৎ বিশ্লেষণের সময় নিচের কোন আয়নটি আগে চার্জমুক্ত হবে?
Anonymous Quiz
6%
Mg2+
49%
Al3+
13%
Ca2+
32%
Li+
😢5
🤩3
[Co(NH3)4(H2O)2]Cl3 জটিল যৌগটির অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যাটি কত?
Anonymous Quiz
6%
3
24%
4
69%
6
2%
2
🤩1
😢6
😢3
😢4
😢7
বৃষ্টির সময় বজ্রপাতের ফলে মাটিতে কোন লবণের পরিমাণ বৃদ্ধি পায়?
Anonymous Quiz
3%
Cl-
78%
NO3-
3%
OH-
16%
SO4^2-
😢4
পাকা কলায় সুগন্ধ নিচের কোনটির জন্য হয় ?
Anonymous Quiz
72%
পেন্টাইল অ্যাসিটেট এস্টার
10%
অকটাইল অ্যাসিটেট এস্টার
15%
বিউটাইল অ্যাসিটেট এস্টার
2%
মিথাইল অ্যাসিটেট
🤩2