Chemistry Phobia।Exam Mate
যেহেতু সমযোজী বৈশিষ্ট্য জানতে চেয়েছে তাই ফাজানের নীতি প্রয়োগ হবে। ফাজানের নীতি অনুসারে ক্যাটায়নের আকার ছোট হয় অ্যানয়নের আকার বড় হয়। যেহেতু অ্যানায়ন সবারই একই তাই ক্যাটায়নের আকার বিবেচনায় আনতে হবে। যেহেতু ক্যাটায়নের আকার ছোট হতে হবে এবং কপারের আকার সবার ছোট…
Cu d-block
Shorcut এ এটা মনে রাখবেন। 🤫d- block হলেই সমযোজী বৈশিষ্ট্য বেশি।
এটা option test Question
Shorcut এ এটা মনে রাখবেন। 🤫d- block হলেই সমযোজী বৈশিষ্ট্য বেশি।
এটা option test Question
🔥42
😢7
🔥6
❤4
😢8
Chemistry Phobia।Exam Mate
তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে কোনটির?
Explanation :
খুব মজার ব্যাখা আর শর্টকাট দিয়ে বিষয়টি বুঝাবো।
তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতার তিনটি অবস্থার সৃষ্টি হতে পারে-
🌸দ্রাব্যতা বৃদ্ধি পেতে পারে।
🌸দ্রাব্যতা হ্রাস পেতে পারে।
🌸প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পেতে পারে।
আর এই পুরো বিষয়টা নির্ভর করে দ্রবের প্রকৃতির উপর।
🌸 তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পায়ঃ
সাধারণভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এর কারণ হলো অধিক তাপমাত্রায় দ্রাবক অণুর গতি বৃদ্ধি পায়।ফলে অধিক দ্রব পানিতে দ্রবীভূত হতে পারে।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা হ্রাস পায়ঃ
এটি হলো ব্যতিক্রম।তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এরুপ ঘটে থাকে। অর্থাৎ যেসকল দ্রব পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপের শোষণ ঘটে তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
যেমন:Ca(OH)2,Ca(NO3)2,NaOH
এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পায়ঃ
তুমি যখন উক্ত দ্রবের দ্রবণকে তাপ দিবে তখন দেখবে 32.4° সে. পর্যন্ত এর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো এর পর দ্রাব্যতা হ্রাস পেতে থাকবে। Na2SO4.10H2O ক্ষেত্রে এমনটি ঘটে।
কারণ হলো উক্ত তাপমাত্রার পরে দ্রবটি নিরুদিত যায়। অর্থাৎ Na2SO4.10H2O থেকে পানি মুক্ত হয়ে যায়। সোদক কেলাস থেকে নিরুদিত কেলাসে রুপান্তরের কারণে দ্রাব্যতার এরুপ পরিবর্তন ঘটে থাকে।
এখন পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কার বাড়ে? এটাতে বেশ কিছু উদাহারন আছে। এটা মনে থাকলে কোনটার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায় সেটা ও চিহ্নিত করতে পারবে অপশন বাদ দিয়ে। এটার জন্য একটা শর্টকাট শেখায় চলো।
তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে যাদের তাদের চিহ্নিত করতে পারবো এভাবেঃ
যে যৌগগুলোতে NO₃, K, Cl থাকবে তাদের সবার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়াবে। যেমনঃ
⚡ KNO3 → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ AgNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ Pb(NO3) → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KI → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KCl → দেখো K, Cl দুটোই আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NH4Cl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaCl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
আশাকরি সবাই ব্যাখা + শর্টকাট দুটোই বুঝতে পেরেছেন। এটা আমার নিজের আবিষ্কার করা। তাই একটু অদ্ভুত লাগতেই পারে। আমি এভাবে মনে রাখি বলে শেয়ার করলাম।আপনি যদি এমনিতেই মনে রাখতে পারেন বিশেষ ধন্যবাদদ।
@Froozenfire
খুব মজার ব্যাখা আর শর্টকাট দিয়ে বিষয়টি বুঝাবো।
তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতার তিনটি অবস্থার সৃষ্টি হতে পারে-
🌸দ্রাব্যতা বৃদ্ধি পেতে পারে।
🌸দ্রাব্যতা হ্রাস পেতে পারে।
🌸প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পেতে পারে।
আর এই পুরো বিষয়টা নির্ভর করে দ্রবের প্রকৃতির উপর।
🌸 তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পায়ঃ
সাধারণভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এর কারণ হলো অধিক তাপমাত্রায় দ্রাবক অণুর গতি বৃদ্ধি পায়।ফলে অধিক দ্রব পানিতে দ্রবীভূত হতে পারে।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা হ্রাস পায়ঃ
এটি হলো ব্যতিক্রম।তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এরুপ ঘটে থাকে। অর্থাৎ যেসকল দ্রব পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপের শোষণ ঘটে তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
যেমন:Ca(OH)2,Ca(NO3)2,NaOH
এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পায়ঃ
তুমি যখন উক্ত দ্রবের দ্রবণকে তাপ দিবে তখন দেখবে 32.4° সে. পর্যন্ত এর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো এর পর দ্রাব্যতা হ্রাস পেতে থাকবে। Na2SO4.10H2O ক্ষেত্রে এমনটি ঘটে।
কারণ হলো উক্ত তাপমাত্রার পরে দ্রবটি নিরুদিত যায়। অর্থাৎ Na2SO4.10H2O থেকে পানি মুক্ত হয়ে যায়। সোদক কেলাস থেকে নিরুদিত কেলাসে রুপান্তরের কারণে দ্রাব্যতার এরুপ পরিবর্তন ঘটে থাকে।
এখন পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কার বাড়ে? এটাতে বেশ কিছু উদাহারন আছে। এটা মনে থাকলে কোনটার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায় সেটা ও চিহ্নিত করতে পারবে অপশন বাদ দিয়ে। এটার জন্য একটা শর্টকাট শেখায় চলো।
তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে যাদের তাদের চিহ্নিত করতে পারবো এভাবেঃ
যে যৌগগুলোতে NO₃, K, Cl থাকবে তাদের সবার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়াবে। যেমনঃ
⚡ KNO3 → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ AgNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ Pb(NO3) → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KI → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KCl → দেখো K, Cl দুটোই আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NH4Cl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaCl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
আশাকরি সবাই ব্যাখা + শর্টকাট দুটোই বুঝতে পেরেছেন। এটা আমার নিজের আবিষ্কার করা। তাই একটু অদ্ভুত লাগতেই পারে। আমি এভাবে মনে রাখি বলে শেয়ার করলাম।আপনি যদি এমনিতেই মনে রাখতে পারেন বিশেষ ধন্যবাদদ।
@Froozenfire
❤54
পোয়াজ কাটার সময় চোখ জ্বালা পোড়ার জন্য দায়ী গ্যাস কোনটি?
Anonymous Quiz
60%
SO2
11%
N2O
28%
SO3
1%
CaO
❤9
🔥6
বয়েলের সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক?
Anonymous Quiz
4%
চাপ স্থির
5%
আয়তন স্থির
90%
তাপমাত্রা স্থির
1%
কোনোটি নয়
❤3
আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির ক্রম-
Anonymous Quiz
33%
H2<N2<CO2<NH3
22%
CO2>NH3>H2>N2
35%
H2<N2<NH3<CO2
10%
N2>H2>CO2>NH3
❤5
Chemistry Phobia।Exam Mate
আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির ক্রম-
📌আদর্শ গ্যাস বিচু্যতির কতিপয় কারণের একটি হচ্ছে আনবিক ভর। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত আনবিক ভর যত বেশি হবে আদর্শ গ্যাস থেকে বিচু্যতি তত বেশি হবে।
Exceptional যদি অপশনে NH3 থাকে তবে সবচেয়ে বেশি বিচু্যতি হবে NH3 এর।
Exceptional যদি অপশনে NH3 থাকে তবে সবচেয়ে বেশি বিচু্যতি হবে NH3 এর।
🔥40
Chemistry Phobia।Exam Mate
Scores out of /20?? আচ্ছা তোমরা কি উপকৃত হচ্ছো এভাবে Topic wise poll দেওয়াতে। Honest review দিবেন সবাই। 🍀Thanks and regards! Chemistry phobia
🔰Next Topic:Periodic Properties and Bonding in Elements
(3.9-3.21)Hazari sir
✅Poll Time: Tomorrow At 7.00pm
NB: ৩টা অধ্যায় শেষে আমি একটা Mega Exam নিতে চাচ্ছি। তবে তোমাদের Response as usual কম।
(3.9-3.21)Hazari sir
✅Poll Time: Tomorrow At 7.00pm
NB: ৩টা অধ্যায় শেষে আমি একটা Mega Exam নিতে চাচ্ছি। তবে তোমাদের Response as usual কম।
🔥65
একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে মাত্র তার -
Anonymous Quiz
8%
আয়তন
82%
তাপমাত্রা
8%
ঘনত্ব
2%
চাপ
ইলেক্টনের অর্বিটালের ত্রিমাত্রিক বিন্যাস প্রকাশের জন্য কোন কোয়ান্টাম সংখ্যাটি ব্যবহৃত হয়?
Anonymous Quiz
25%
স্পিন কোয়ান্টাম নাম্বার
60%
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার
12%
সহকারী কোয়ান্টাম নাম্বার
3%
কোনোটিই নয়
❤5
চারটি হ্যালোজেনের ইলেক্ট্রন আসক্তির মান নিম্নরুপ, কোনটির অ্যানায়ন গঠনের প্রবনতা বেশী
Anonymous Quiz
19%
F(-328)
8%
Br(-325)
55%
Cl(-349)
18%
I(-295)
😢3
আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা ক্রম নিচের কোনটি?
Anonymous Quiz
44%
H+ > Na+ > K+
14%
H+ > K+ > Na+
22%
K+ >Na+ > H+
20%
Na+ > K+ > H+
😢8
নিচের কোনটির আকৃতি সরলরৈখিক?
Anonymous Quiz
88%
কার্বনডাই অক্সাইড
5%
জেনন টেট্রাফ্লোরাইড
5%
ফসফরাস পেন্টাঅক্সাইড
2%
বোরন ট্রাই ফ্লোরাইড
😢11
নিচের কোনটি HCI এসিডের বিয়োজন ধ্রুবক (25°C-এ) কত?
Anonymous Quiz
53%
2.5×10^7
12%
3×10^-2
29%
1.4×10^-2
6%
7.3×10^-3
😢4
কোন পরিবর্তনটি তাপোৎপাদী?
Anonymous Quiz
23%
H2O(l) → H2O(g)
53%
H2O(g) → H2O(I)
15%
H2O(s) → H2O(l)
9%
H2O(s) → H2O(g)
😢8