যে বিক্রিয়ার সক্রিয়ন শক্তি যত হবে তার গতির হার -
Anonymous Quiz
27%
অধিক হবে
64%
কম হবে
8%
দ্বিগুন হবে
2%
স্থির থাকবে
😢9
Chemistry Phobia।Exam Mate
যে বিক্রিয়ার সক্রিয়ন শক্তি যত হবে তার গতির হার -
চলো মজা করে শিখি!
আমার একটা পাজি ভাই আছে৷ রোহান ওর নাম। তাকে দিয়ে অত সহজে কোনো কাজ করানো যায় না। তাকে একদিন আমি আমার ফোনে রিচার্জের জন্য দোকানে পাঠাবো বলে ঠিক করলাম। আমার কাছে ছিলে মাত্র ৫০ টাকা। তো তাকে বললাম আমার ফোনে ৫০ টাকা রিচার্জ দিতে পাশের দোকান থেকে। সে তো যেতে রাজি না। তার দাবী তাকে ১০ টাকা দিতে হবে দোকানে পাঠাতে হলে। কিন্তু আগেই বলেছি আমার কাছে ৫০ টাকার বেশি নেই। তাই বাধ্য হয়ে রাজি হলাম। তাকে ১০ টাকা দিবো আর আমার ফোনে ৪০ টাকা রিচার্জ করিয়ে দিবে। এবার আসো মূল পয়েন্টে। এত বক বক করার কারণ!
দেখো এখানে আমি যখন ভাইকে ১০ টাকা দিলাম তখন আমি রিচার্জ পেলাম ৪০ টাকা। কিন্তু আমি যদি ভাইকে ১০ টাকা না দিয়ে ৫ টাকা দিতাম সেক্ষেত্রে রিচার্জ পেতাম ৪৫ টাকা। তাই না? তাহলে খেয়াল করো আমার ভাইকে সক্রিয় করার জন্য(দোকানে পাঠানোর জন্য) যত বেশি টাকা খরচ করতে হচ্ছে আমার রিচার্জের পরিমান তত কমছে। এখন চলো এটাকে রসায়নের ভাষায় বলি! সক্রিয়ন শক্তি(ভাইয়ের ১০ টাকা) যত বেশি বিক্রিয়ার গতি (আমার রিচার্জ) তত কম।
এইটকু বুঝছো? তাহলে এটার উল্টাটা ভালো। সক্রিয়ন শক্তি কমলে বিক্রিয়ার গতি বাড়বে।
এখন আমি যখন আমার ভাইকে ১০ টাকা দিলাম তখন সে অধিক আগ্রহের সাথে/সহজে কাজটা করবে। রসায়নের ভাষায় বলি যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি (ভাইয়ের টাকা বেশি) সে বিক্রিয়া সহজে কম তাপমাত্রায় ঘটবে। আর উল্টাটা ভাবো তো? তাকে কম টাকা দিলাম। ধরো ৫ টাকা। তাহলে সে অত আগ্রহের সাথে কাজটা করা লাগবে না৷ তাকে অনেক বোঝানো লাগবে। এককথায় সহজে করানো যাবে না। তাহলে রসায়নের ভাষায় বলি! যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি কম সে বিক্রিয়ায় সহজে ঘটে না মানে বেশি তাপমাত্রা দরকার হয়।
এইটুকু বুঝছো?🥺
এখন রোহান আমার সাথে যতই দুষ্টুমি করুক সে কিন্তু বাবাকে অনেক ভয় পায়। একদিন বাবার সামনে তাকে বললাম রিচার্জ করিয়ে দিতে৷ বাবার ভয়ে সে ১০ টাকা চাওয়ার সাহস করলো না৷ চাইলো ৫ টাকা। আর আমরা আগেই জানি রোহানকে যে টাকাটা দিতে হয় সেটা হলো ওকে সক্রিয় করার শক্তি। রসায়নের ভাষায় সক্রিয়ন শক্তি।
তো এবার ধরো বাবা হলো প্রভাবক। বাবা থাকায় সে বেশি টাকা চাওয়ার সাহস করেনি। এবার এটাকে রসায়নের ভাষায় বলি প্রভাবকের উপস্তিতিতে সক্রিয়ন শক্তি কমে।
আশাকরি এই টপিকস টা বুঝাতে পেরেছি। কেমন লাগছে জানিও। ভালো না লাগলে ও জানাবা। বুঝলেও জানিও, না বুঝলেও জানিও।
আমার একটা পাজি ভাই আছে৷ রোহান ওর নাম। তাকে দিয়ে অত সহজে কোনো কাজ করানো যায় না। তাকে একদিন আমি আমার ফোনে রিচার্জের জন্য দোকানে পাঠাবো বলে ঠিক করলাম। আমার কাছে ছিলে মাত্র ৫০ টাকা। তো তাকে বললাম আমার ফোনে ৫০ টাকা রিচার্জ দিতে পাশের দোকান থেকে। সে তো যেতে রাজি না। তার দাবী তাকে ১০ টাকা দিতে হবে দোকানে পাঠাতে হলে। কিন্তু আগেই বলেছি আমার কাছে ৫০ টাকার বেশি নেই। তাই বাধ্য হয়ে রাজি হলাম। তাকে ১০ টাকা দিবো আর আমার ফোনে ৪০ টাকা রিচার্জ করিয়ে দিবে। এবার আসো মূল পয়েন্টে। এত বক বক করার কারণ!
দেখো এখানে আমি যখন ভাইকে ১০ টাকা দিলাম তখন আমি রিচার্জ পেলাম ৪০ টাকা। কিন্তু আমি যদি ভাইকে ১০ টাকা না দিয়ে ৫ টাকা দিতাম সেক্ষেত্রে রিচার্জ পেতাম ৪৫ টাকা। তাই না? তাহলে খেয়াল করো আমার ভাইকে সক্রিয় করার জন্য(দোকানে পাঠানোর জন্য) যত বেশি টাকা খরচ করতে হচ্ছে আমার রিচার্জের পরিমান তত কমছে। এখন চলো এটাকে রসায়নের ভাষায় বলি! সক্রিয়ন শক্তি(ভাইয়ের ১০ টাকা) যত বেশি বিক্রিয়ার গতি (আমার রিচার্জ) তত কম।
এইটকু বুঝছো? তাহলে এটার উল্টাটা ভালো। সক্রিয়ন শক্তি কমলে বিক্রিয়ার গতি বাড়বে।
এখন আমি যখন আমার ভাইকে ১০ টাকা দিলাম তখন সে অধিক আগ্রহের সাথে/সহজে কাজটা করবে। রসায়নের ভাষায় বলি যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি (ভাইয়ের টাকা বেশি) সে বিক্রিয়া সহজে কম তাপমাত্রায় ঘটবে। আর উল্টাটা ভাবো তো? তাকে কম টাকা দিলাম। ধরো ৫ টাকা। তাহলে সে অত আগ্রহের সাথে কাজটা করা লাগবে না৷ তাকে অনেক বোঝানো লাগবে। এককথায় সহজে করানো যাবে না। তাহলে রসায়নের ভাষায় বলি! যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি কম সে বিক্রিয়ায় সহজে ঘটে না মানে বেশি তাপমাত্রা দরকার হয়।
এইটুকু বুঝছো?🥺
এখন রোহান আমার সাথে যতই দুষ্টুমি করুক সে কিন্তু বাবাকে অনেক ভয় পায়। একদিন বাবার সামনে তাকে বললাম রিচার্জ করিয়ে দিতে৷ বাবার ভয়ে সে ১০ টাকা চাওয়ার সাহস করলো না৷ চাইলো ৫ টাকা। আর আমরা আগেই জানি রোহানকে যে টাকাটা দিতে হয় সেটা হলো ওকে সক্রিয় করার শক্তি। রসায়নের ভাষায় সক্রিয়ন শক্তি।
তো এবার ধরো বাবা হলো প্রভাবক। বাবা থাকায় সে বেশি টাকা চাওয়ার সাহস করেনি। এবার এটাকে রসায়নের ভাষায় বলি প্রভাবকের উপস্তিতিতে সক্রিয়ন শক্তি কমে।
আশাকরি এই টপিকস টা বুঝাতে পেরেছি। কেমন লাগছে জানিও। ভালো না লাগলে ও জানাবা। বুঝলেও জানিও, না বুঝলেও জানিও।
❤80
বিষয়টা এভাবে ব্যখা করার কারন আমার প্যাচ বাধতো। আমি এভাবে মনে রাখতাম। 💁♂️
❤26
বিক্রিয়ার হার বৃদ্ধির ক্ষেত্রে প্রভাবকের প্রধান ভূমিকা কোনটি?
Anonymous Quiz
18%
বিক্রিয়কের সক্রিয়ন শক্তি বৃদ্ধি করা
74%
বিক্রিয়কের সক্রিয়ন শক্তি হ্রাস করা
6%
পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি হ্রাস করা
2%
বিক্রিয়ার সংঘটন কাল বৃদ্ধি করা
❤19
Chemistry Phobia।Exam Mate
বিক্রিয়ার হার বৃদ্ধির ক্ষেত্রে প্রভাবকের প্রধান ভূমিকা কোনটি?
এবার ভুল করলে একটা করে ভার্চুয়াল থাপ্পড়🙂
🤩32
শিল্প কারখানায় কয়লা পোড়ালে CO2 ছাড়া কোন গ্যাস নির্গত হয়?
Anonymous Quiz
12%
SO3
22%
CH4
61%
SO2
5%
N2O
❤8
তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে বাহ্যিক চাপ বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতা-
Anonymous Quiz
29%
বাড়ে
26%
কমে
12%
কখনো বাড়ে, কখনো কমে
33%
চাপের প্রভাব পড়ে না
❤9
🎉9
নিচের কোন যৌগটি অম্লধর্মী?
Anonymous Quiz
15%
CH3-CH=CH-CH3
12%
CH3=C-CH
63%
CH3-C≡CH
10%
CH3-CH=CH2
❤6
নিরাপদ খাদ্য সংরক্ষক-
Anonymous Quiz
79%
সোডিয়াম বেনজয়েট
7%
সোডিয়াম নাইট্রাইট
7%
ক্যালসিয়াম প্রোপানয়েট
7%
ক্যালসিয়াম কার্বাইড
🔥2
🔥8
😢2
❤8
পটাশিয়ামের সর্বশেষ ইলেক্ট্রন প্রবেশ করে-
Anonymous Quiz
8%
3s অরবিটালে
81%
4s অরবিটালে
8%
3p অরবিটালে
3%
4p অরবিটালে
🎉7
বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতির জন্য উপযোগী তাপমাত্রা-
Anonymous Quiz
12%
53°C
58%
63°C
19%
72°C
11%
85°C
😢3
যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নির্গত হয় তখন-
Anonymous Quiz
19%
পারমাণবিক সংখ্যা এক কমে যায়।
11%
ভর সংখ্যা এক কমে যায়
66%
পারমানবিক সংখ্যা এক বাড়ে
4%
পারমাণবিক সংখ্যা ২ কমে
😢9
❤4
অ্যামোনিয়া প্লান্টে হেবারের পদ্ধতিতে N2 ও H3 গ্যাস থেকে NH3 প্রস্তুত করতে কী পরিমাণ তাপমাত্রা উৎপন্ন করতে হয়?
Anonymous Quiz
8%
69.23 KJ
64%
96.23 KJ
23%
67.45 KJ
5%
23.96 KJ
হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম কী?
Anonymous Quiz
64%
F> CI> Br> I
23%
I> Br> CI> F
8%
CI> Br> I> F
4%
I> F > Br >CI
❤5
😱7