😢4
🔥4
🎉4
❤4
❤7
নিম্নের কোন মৌলদ্বয়ের মধ্যে কর্ণ সম্পর্ক আছে?
Anonymous Quiz
8%
Be ও N
9%
N ও O
79%
Be ও Al
4%
S ও Cl
🥰5
সবল অম্ল ও সবল ক্ষারের প্রশমন তাপ কোনটি?
Anonymous Quiz
6%
77. 32 কিলােক্যারলি
13%
157.32 কিলোজুল
76%
-57.32 কিলোজুল
6%
-67.32 কিলোক্যারলি
🔥6
😢7
Chemistry Phobia।Exam Mate
K₄ |Fe(CN)6| যৌগে আয়রনের যোজ্যতা কত?
1×4 + x+ (-1×6)=0
4+x-6=0
x=2
Clear?
4+x-6=0
x=2
Clear?
🔥24
Chemistry Phobia।Exam Mate
কোন অণু মেরু প্রকৃতির নয়?
একই পরমাণু দ্বারা গঠিত অনুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শুন্য হয়। ফলে মেরু প্রকৃতির হয় না।
🔥16
কোন পদার্থ গ্যাসীয় অবস্থা হতে তরল অবস্থায় উন্নীত হলে -
Anonymous Quiz
55%
পদার্থটি তাপ পরিত্যাগ করে
22%
অণুসমূহ অধিক গতি শক্তি অর্জন করে
13%
অণুসমূহ স্বাধীনভাবে ছুটাছুটি করে
10%
তাপমাত্রা বৃদ্ধি পাইতে থাকে
🔥3
❤🔥7
আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দেন?
Anonymous Quiz
2%
নিউটন
32%
ম্যাক্সওয়েল
3%
রাদারফোর্ড
64%
ম্যাক্স প্ল্যাংক
🕊7
গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণুর সঙ্করিত অরবিটালের আকৃতি কোনটি?
Anonymous Quiz
4%
sp
80%
sp²
14%
sp³
2%
None
🔥4
পানির কোন যৌগ অণু মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন বিদ্যমান?
Anonymous Quiz
55%
অর্থো-নাইট্রোফেনল
32%
প্যারা- নাইট্রোফেনল
13%
মেটা-নাইট্রোফেনল
❤6
🔥4
😱4
নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়?
Anonymous Quiz
7%
n=2, l=1, m=0, s=+1/2
14%
n=3, l=1,m=0, s=-1/2
14%
n=1, l=0 m=0,s=-1/2
66%
n=2,l =0, m=1, s=+1/2
🔥5
Chemistry Phobia।Exam Mate
নিচের কোনটি সত্য নয়?
চলো মজা করে শিখি!
আমার একটা পাজি ভাই আছে৷ রোহান ওর নাম। তাকে দিয়ে অত সহজে কোনো কাজ করানো যায় না। তাকে একদিন আমি আমার ফোনে রিচার্জের জন্য দোকানে পাঠাবো বলে ঠিক করলাম। আমার কাছে ছিলে মাত্র ৫০ টাকা। তো তাকে বললাম আমার ফোনে ৫০ টাকা রিচার্জ দিতে পাশের দোকান থেকে। সে তো যেতে রাজি না। তার দাবী তাকে ১০ টাকা দিতে হবে দোকানে পাঠাতে হলে। কিন্তু আগেই বলেছি আমার কাছে ৫০ টাকার বেশি নেই। তাই বাধ্য হয়ে রাজি হলাম। তাকে ১০ টাকা দিবো আর আমার ফোনে ৪০ টাকা রিচার্জ করিয়ে দিবে। এবার আসো মূল পয়েন্টে। এত বক বক করার কারণ!
দেখো এখানে আমি যখন ভাইকে ১০ টাকা দিলাম তখন আমি রিচার্জ পেলাম ৪০ টাকা। কিন্তু আমি যদি ভাইকে ১০ টাকা না দিয়ে ৫ টাকা দিতাম সেক্ষেত্রে রিচার্জ পেতাম ৪৫ টাকা। তাই না? তাহলে খেয়াল করো আমার ভাইকে সক্রিয় করার জন্য(দোকানে পাঠানোর জন্য) যত বেশি টাকা খরচ করতে হচ্ছে আমার রিচার্জের পরিমান তত কমছে। এখন চলো এটাকে রসায়নের ভাষায় বলি! সক্রিয়ন শক্তি(ভাইয়ের ১০ টাকা) যত বেশি বিক্রিয়ার গতি (আমার রিচার্জ) তত কম।
এইটকু বুঝছো? তাহলে এটার উল্টাটা ভাবো। সক্রিয়ন শক্তি কমলে বিক্রিয়ার গতি বাড়বে।
এখন আমি যখন আমার ভাইকে ১০ টাকা দিলাম তখন সে অধিক আগ্রহের সাথে/সহজে কাজটা করবে। রসায়নের ভাষায় বলি যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি বেশি (ভাইয়ের টাকা বেশি) সে বিক্রিয়া সহজে কম তাপমাত্রায় ঘটবে। আর উল্টাটা ভাবো তো? তাকে কম টাকা দিলাম। ধরো ৫ টাকা। তাহলে সে অত আগ্রহের সাথে কাজটা করা লাগবে না৷ তাকে অনেক বোঝানো লাগবে। এককথায় সহজে করানো যাবে না। তাহলে রসায়নের ভাষায় বলি! যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি কম সে বিক্রিয়ায় সহজে ঘটে না মানে বেশি তাপমাত্রা দরকার হয়।
এইটুকু বুঝছো?🥺
এখন রোহান আমার সাথে যতই দুষ্টুমি করুক সে কিন্তু বাবাকে অনেক ভয় পায়। একদিন বাবার সামনে তাকে বললাম রিচার্জ করিয়ে দিতে৷ বাবার ভয়ে সে ১০ টাকা চাওয়ার সাহস করলো না৷ চাইলো ৫ টাকা। আর আমরা আগেই জানি রোহানকে যে টাকাটা দিতে হয় সেটা হলো ওকে সক্রিয় করার শক্তি। রসায়নের ভাষায় সক্রিয়ন শক্তি।
তো এবার ধরো বাবা হলো প্রভাবক। বাবা থাকায় সে বেশি টাকা চাওয়ার সাহস করেনি। এবার এটাকে রসায়নের ভাষায় বলি প্রভাবকের উপস্তিতিতে সক্রিয়ন শক্তি কমে।
আশাকরি এই টপিকস টা বুঝাতে পেরেছি। কেমন লাগছে জানিও। ভালো না লাগলে ও জানাবা। বুঝলেও জানিও, না বুঝলেও জানিও।
আমার একটা পাজি ভাই আছে৷ রোহান ওর নাম। তাকে দিয়ে অত সহজে কোনো কাজ করানো যায় না। তাকে একদিন আমি আমার ফোনে রিচার্জের জন্য দোকানে পাঠাবো বলে ঠিক করলাম। আমার কাছে ছিলে মাত্র ৫০ টাকা। তো তাকে বললাম আমার ফোনে ৫০ টাকা রিচার্জ দিতে পাশের দোকান থেকে। সে তো যেতে রাজি না। তার দাবী তাকে ১০ টাকা দিতে হবে দোকানে পাঠাতে হলে। কিন্তু আগেই বলেছি আমার কাছে ৫০ টাকার বেশি নেই। তাই বাধ্য হয়ে রাজি হলাম। তাকে ১০ টাকা দিবো আর আমার ফোনে ৪০ টাকা রিচার্জ করিয়ে দিবে। এবার আসো মূল পয়েন্টে। এত বক বক করার কারণ!
দেখো এখানে আমি যখন ভাইকে ১০ টাকা দিলাম তখন আমি রিচার্জ পেলাম ৪০ টাকা। কিন্তু আমি যদি ভাইকে ১০ টাকা না দিয়ে ৫ টাকা দিতাম সেক্ষেত্রে রিচার্জ পেতাম ৪৫ টাকা। তাই না? তাহলে খেয়াল করো আমার ভাইকে সক্রিয় করার জন্য(দোকানে পাঠানোর জন্য) যত বেশি টাকা খরচ করতে হচ্ছে আমার রিচার্জের পরিমান তত কমছে। এখন চলো এটাকে রসায়নের ভাষায় বলি! সক্রিয়ন শক্তি(ভাইয়ের ১০ টাকা) যত বেশি বিক্রিয়ার গতি (আমার রিচার্জ) তত কম।
এইটকু বুঝছো? তাহলে এটার উল্টাটা ভাবো। সক্রিয়ন শক্তি কমলে বিক্রিয়ার গতি বাড়বে।
এখন আমি যখন আমার ভাইকে ১০ টাকা দিলাম তখন সে অধিক আগ্রহের সাথে/সহজে কাজটা করবে। রসায়নের ভাষায় বলি যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি বেশি (ভাইয়ের টাকা বেশি) সে বিক্রিয়া সহজে কম তাপমাত্রায় ঘটবে। আর উল্টাটা ভাবো তো? তাকে কম টাকা দিলাম। ধরো ৫ টাকা। তাহলে সে অত আগ্রহের সাথে কাজটা করা লাগবে না৷ তাকে অনেক বোঝানো লাগবে। এককথায় সহজে করানো যাবে না। তাহলে রসায়নের ভাষায় বলি! যে বিক্রিয়ায় সক্রিয় শক্তি কম সে বিক্রিয়ায় সহজে ঘটে না মানে বেশি তাপমাত্রা দরকার হয়।
এইটুকু বুঝছো?🥺
এখন রোহান আমার সাথে যতই দুষ্টুমি করুক সে কিন্তু বাবাকে অনেক ভয় পায়। একদিন বাবার সামনে তাকে বললাম রিচার্জ করিয়ে দিতে৷ বাবার ভয়ে সে ১০ টাকা চাওয়ার সাহস করলো না৷ চাইলো ৫ টাকা। আর আমরা আগেই জানি রোহানকে যে টাকাটা দিতে হয় সেটা হলো ওকে সক্রিয় করার শক্তি। রসায়নের ভাষায় সক্রিয়ন শক্তি।
তো এবার ধরো বাবা হলো প্রভাবক। বাবা থাকায় সে বেশি টাকা চাওয়ার সাহস করেনি। এবার এটাকে রসায়নের ভাষায় বলি প্রভাবকের উপস্তিতিতে সক্রিয়ন শক্তি কমে।
আশাকরি এই টপিকস টা বুঝাতে পেরেছি। কেমন লাগছে জানিও। ভালো না লাগলে ও জানাবা। বুঝলেও জানিও, না বুঝলেও জানিও।
❤🔥42