SN1 VS SN2
দুটো জিনিস compare করে পড়তে হবে
1. SN1 এক লেখা থাকলেও বিক্রিয়াটি দুই ধাপে ঘটে।
অপরদিকে SN2 এক ধাপে।
2. SN1 হলো হিরো আলম আর SN2 অনন্ত জলিল। 😄অনন্ত জলিলের Dialogue অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ।
এজন্য SN2 বিক্রিয়ায় অবস্থান্তর অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয়।
3. যেহেতু SN1 হিরো আলম তাই এটা দুর্বল নিউক্লিওফাইল এবং SN2 অনন্ত জলিল সবল নিউক্লিওফাইল।
4.যেহেতু SN2 তে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় তাই এক্ষেত্রে এর গতির মূলে রয়েছে Steric factor বা ত্রিমাত্রিক স্থানিক বাধা।
এক্ষেত্রে সক্রিয়তা ক্রম ১°>২°>৩°
আর SN1 সক্রিয়তা ক্রম ৩° >২° >১°
রসায়ন এভাবেই পড়তে হয় ।
কেউ আপুর পোষ্টে mind করবেন না। 🙂
দুটো জিনিস compare করে পড়তে হবে
1. SN1 এক লেখা থাকলেও বিক্রিয়াটি দুই ধাপে ঘটে।
অপরদিকে SN2 এক ধাপে।
2. SN1 হলো হিরো আলম আর SN2 অনন্ত জলিল। 😄অনন্ত জলিলের Dialogue অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ।
এজন্য SN2 বিক্রিয়ায় অবস্থান্তর অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয়।
3. যেহেতু SN1 হিরো আলম তাই এটা দুর্বল নিউক্লিওফাইল এবং SN2 অনন্ত জলিল সবল নিউক্লিওফাইল।
4.যেহেতু SN2 তে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় তাই এক্ষেত্রে এর গতির মূলে রয়েছে Steric factor বা ত্রিমাত্রিক স্থানিক বাধা।
এক্ষেত্রে সক্রিয়তা ক্রম ১°>২°>৩°
আর SN1 সক্রিয়তা ক্রম ৩° >২° >১°
রসায়ন এভাবেই পড়তে হয় ।
কেউ আপুর পোষ্টে mind করবেন না। 🙂
❤70
❤6
😢18
😢10
Chemistry Phobia।Exam Mate
স্থায়ীত্ব এবং সক্রিয়তা সবাই অনেক ভুল করেন Alcohol Carbanion SN1 এগুলোর স্থায়িত্বের ক্রম 1°>2 °>3° সক্রিয়তা বললে কিন্তু উল্টাটা হবে বাকি সব 3°> 2°> 1° Exceptional অ্যামিনের ক্ষেত্রে 2°>1°> 3°
I am sorry for this. এখানে একটু ভুল করেছিলাম কালকে ।পোষ্টটা পুনরায় পড়ে সবাই ক্লিয়ার হন
❤19
আয়োডোফর্ম বিক্রিয়া
👇👇👇👇👇
ইথানল শনাক্ত করা হয় এই বিক্রিয়া দ্বারা।
সবার অনেক অনেক Confusion প্রশ্নে যদি বলে কোনটা আয়োডোফর্ম দিবে অনেকেই বুঝেন না।
First of all
1.অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল এই তিনটা আয়োডোফর্ম দিবে
যদি অপশনে থাকে CH3COOH 🙂এই বান্দাকে আগেই বাদ দিবেন কারণ জৈব এসিড আয়োডোফর্ম দিবে না।
2. নিচের কিছু উদাহরণ লক্ষ করুন
কোনটি আয়োডোফর্ম দিবে
CH3COCl(এটি দিবে না কারন এটি অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল কোনোটিই নয়)
CH3COOH ( আগেই বাদ। ও দিবে না )
CH3CHO
CH3CH2CH2CHO
এই দুটো উদাহরণ খেয়াল করুন। এরকম থাকলে বাম থেকে count করে যেই কার্বনের সাথে কিটোন মূলক কিংবা অক্সিজেন যুক্ত কার্বন পাবেন সেটাই আয়োডোফর্ম দিবে।
CH3CH2CH2CHO এটার 2নাম্বার কার্বন CH2 এর সাথে কোনো অক্সিজেন আছে? নেই। তাই এটি আয়োডোফর্ম দিবে না।
👇👇👇👇👇
ইথানল শনাক্ত করা হয় এই বিক্রিয়া দ্বারা।
সবার অনেক অনেক Confusion প্রশ্নে যদি বলে কোনটা আয়োডোফর্ম দিবে অনেকেই বুঝেন না।
First of all
1.অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল এই তিনটা আয়োডোফর্ম দিবে
যদি অপশনে থাকে CH3COOH 🙂এই বান্দাকে আগেই বাদ দিবেন কারণ জৈব এসিড আয়োডোফর্ম দিবে না।
2. নিচের কিছু উদাহরণ লক্ষ করুন
কোনটি আয়োডোফর্ম দিবে
CH3COCl(এটি দিবে না কারন এটি অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল কোনোটিই নয়)
CH3COOH ( আগেই বাদ। ও দিবে না )
CH3CHO
CH3CH2CH2CHO
এই দুটো উদাহরণ খেয়াল করুন। এরকম থাকলে বাম থেকে count করে যেই কার্বনের সাথে কিটোন মূলক কিংবা অক্সিজেন যুক্ত কার্বন পাবেন সেটাই আয়োডোফর্ম দিবে।
CH3CH2CH2CHO এটার 2নাম্বার কার্বন CH2 এর সাথে কোনো অক্সিজেন আছে? নেই। তাই এটি আয়োডোফর্ম দিবে না।
❤49
নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না
Anonymous Quiz
31%
CH3CHO
11%
CH3CO-CH3
17%
CH3CO-CH2CH3
41%
CH3CO-NH2
❤13
Chemistry Phobia।Exam Mate
নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না
যারা বুঝেন নাই কার্বন কিভাবে Count করবেন।
❤26
Chemistry Phobia।Exam Mate
নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না
বই নিজেরা পড়বেন না ভালো কথা। আমি পড়াচ্ছি সেটাও এসে ভুল ধরছেন আপনারা। এটা কেমন ব্যবহার। এত কষ্ট করে ব্যাখ্যা করে রেফারেন্স দিয়ে পড়াই আর এসে আমার ভুল ধরেন!!
I have nothing to say 👌👌
I have nothing to say 👌👌
😢72
😢13
টিক চিহ্ন দেওয়া বিক্রিয়াগুলো পড়বেন product গুলো আর বিক্রিয়ার নাম। টাইপ করা পসিবল না এগুলো। তাই ছবি দিলাম
❤25
বেনজিনের প্রস্তুতি
👇👇👇👇👇
১. সোডিয়াম বেনজোয়েট থেকে বেনজিন
C6H5COONa +NaOH(CaO)======C6H6
২.ফেনল থেকে বেনজিন
ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রনকে উত্তপ্ত করলে বেনজিন বাষ্প তৈরি হয়।
C6H5OH +Zn ====C6H6+ZnO
৩.অ্যাসিটিলিন থেকে বেনজিন
বেনজিন হলো অ্যাসিটিলিনের পলিমার
৪. গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন।
C6H5MgCl +H2O====C6H6
৫.বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন
C6H5N2Cl +H3PO2+H2O====C6H6
৬. নিকেল চূর্ন প্রভাবকের উপস্থিতিতে 200°C তাপমাত্রায় H2 যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন তৈরী হয়।
৭. উজ্জ্বল সূর্যলোকের উপস্থিতিতে এক অণু বেনজিন তিন অণু ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়ায় লিনডেন বা জীফাণুনাশক বা বেনজিন হেক্সাফ্লোরাইড বা Gammexane তৈরি করে।
৮.বেনজিনে ওজোন সংযোজনে গ্লাইঅক্সাল তৈরি হয়।
৯. ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় টলুইন তৈরী হয়।
১০.ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ায় অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন।
১১. বেনজিনে নাইট্রোশেন বিক্রিয়ায় নাইট্রো বেনজিন
১২.বেনজিনে সালফোনেশন বিক্রিয়ায় বেনজিন সালফোনিক এসিড তৈরি হয়।
১৩ C6H6 বাষ্পকে 600-800°Cতাপমাত্রায় উত্তপ্ত করে ধাতব নলের ভিতরে দিয়ে চালনা করলে ডাই ফিনাইল তৈরি হয়।
বিক্রিয়া কিভাবে হয় এসব শিখার সময় এখন আপনাদের নেই। শুধুমাত্র By product আর বিক্রিয়ার নাম মনে রাখবেন
👇👇👇👇👇
১. সোডিয়াম বেনজোয়েট থেকে বেনজিন
C6H5COONa +NaOH(CaO)======C6H6
২.ফেনল থেকে বেনজিন
ফেনল ও জিঙ্ক গুঁড়ার মিশ্রনকে উত্তপ্ত করলে বেনজিন বাষ্প তৈরি হয়।
C6H5OH +Zn ====C6H6+ZnO
৩.অ্যাসিটিলিন থেকে বেনজিন
বেনজিন হলো অ্যাসিটিলিনের পলিমার
৪. গ্রিগনার্ড বিকারক থেকে বেনজিন।
C6H5MgCl +H2O====C6H6
৫.বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন
C6H5N2Cl +H3PO2+H2O====C6H6
৬. নিকেল চূর্ন প্রভাবকের উপস্থিতিতে 200°C তাপমাত্রায় H2 যুক্ত হয়ে সাইক্লোহেক্সেন তৈরী হয়।
৭. উজ্জ্বল সূর্যলোকের উপস্থিতিতে এক অণু বেনজিন তিন অণু ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়ায় লিনডেন বা জীফাণুনাশক বা বেনজিন হেক্সাফ্লোরাইড বা Gammexane তৈরি করে।
৮.বেনজিনে ওজোন সংযোজনে গ্লাইঅক্সাল তৈরি হয়।
৯. ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় টলুইন তৈরী হয়।
১০.ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ায় অ্যাসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন।
১১. বেনজিনে নাইট্রোশেন বিক্রিয়ায় নাইট্রো বেনজিন
১২.বেনজিনে সালফোনেশন বিক্রিয়ায় বেনজিন সালফোনিক এসিড তৈরি হয়।
১৩ C6H6 বাষ্পকে 600-800°Cতাপমাত্রায় উত্তপ্ত করে ধাতব নলের ভিতরে দিয়ে চালনা করলে ডাই ফিনাইল তৈরি হয়।
বিক্রিয়া কিভাবে হয় এসব শিখার সময় এখন আপনাদের নেই। শুধুমাত্র By product আর বিক্রিয়ার নাম মনে রাখবেন
❤43
কিছু confusion
🙂👇👇
গ্রিগনার্ড বিকারক +পানি ===অ্যালকেন
গ্রিগনার্ড বিকারক + অ্যালকোহল
=== অ্যালকেন
গ্রিগনার্ড বিকারক +CO2=== COOH
গ্রিগনার্ড বিকারক + এসিড হ্যালাইড ====কিটোন
🙂👇👇
গ্রিগনার্ড বিকারক +পানি ===অ্যালকেন
গ্রিগনার্ড বিকারক + অ্যালকোহল
=== অ্যালকেন
গ্রিগনার্ড বিকারক +CO2=== COOH
গ্রিগনার্ড বিকারক + এসিড হ্যালাইড ====কিটোন
❤61
আলহামদুলিল্লাহ
SAU : "কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।"
-পাঠশালা বার্তা
SAU : "কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।"
-পাঠশালা বার্তা
❤50
Forwarded from PDF Zone
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস পরিবর্তন
@confusingQuestions6
গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন এনেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা প্রাথমিকভাবে পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
বুধবার (১০ আগস্ট) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক শহীদুর রশীদ।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছে। আমরা তাদের পরামর্শ অনুযায়ী এইচএসসির সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেব।
জানা গেছে, চলতি বছরের ভর্তি পরীক্ষায় ২০১৭-১৮-১৯ সালের মাধ্যমিক ও ২০২০-২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
এবারে আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।
-The Daily Campus
@confusingQuestions6
গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন এনেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা প্রাথমিকভাবে পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
বুধবার (১০ আগস্ট) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক শহীদুর রশীদ।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছে। আমরা তাদের পরামর্শ অনুযায়ী এইচএসসির সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেব।
জানা গেছে, চলতি বছরের ভর্তি পরীক্ষায় ২০১৭-১৮-১৯ সালের মাধ্যমিক ও ২০২০-২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
এবারে আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮.৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।
-The Daily Campus
❤40
সম্ভাব্যতম বেগ : গড় বেগ: RMS বেগ=
Anonymous Quiz
14%
1.0:1.45:1.58
27%
1.29:1.12:1.58
39%
1.12:1.22:1.45
20%
1.29:1.45:1.58
❤15
Forwarded from Exam Mate
⛔Most Important PDF For
Cluster Agriculture
1.Network Guide:Botany-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1482
2. Network Guide:Zoology -
https://news.1rj.ru/str/confusingQuestions6/1483
3. Network Guide:Chemistry 1st-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1484
4. Network Guide:Chemistry 2nd-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1485
5. Network Guide:Physics 1st-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1486
6. Network Guide:Physics 2nd-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1487
7. Network Guide:English-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1490
8. Network Guide:Model Test-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1491
Cluster Agriculture
1.Network Guide:Botany-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1482
2. Network Guide:Zoology -
https://news.1rj.ru/str/confusingQuestions6/1483
3. Network Guide:Chemistry 1st-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1484
4. Network Guide:Chemistry 2nd-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1485
5. Network Guide:Physics 1st-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1486
6. Network Guide:Physics 2nd-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1487
7. Network Guide:English-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1490
8. Network Guide:Model Test-
https://news.1rj.ru/str/confusingQuestions6/1491
💥সমানুতা নিয়ে অনেকে অনেক শর্টকাট ফলো করেন
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটা ডিটেইলস পড়া 100% দরকার কিন্তু একজন এডমিশন ক্যান্ডিডেটের জন্য এটার ডিটেলস পড়ার কোন দরকার নেই আমি এক পেইজে কিছু ট্রিক্স শেয়ার করেছি অন্য পেইজে কিছু ইম্পোর্টেন্ট সমানুতা শেয়ার করেছি আমি আশাবাদী এগুলো পড়লে কমন পেতে পারেন তবে এর বাইরে আরো অনেক ইম্পরট্যান্ট থাকতে পারে আমি খুঁজে দিয়ে দিব ইনশাআল্লাহ।।।।।
🔴 যেগুলো গোল মার্ক করা আছে সেই সমানুতার সাথে কার্বন সংখ্যা ভিন্নতা দেখা যায়
তাই আমরা মনে রাখার ক্ষেত্রে এই দুইটা ব্যতিক্রম হিসেবে মাথায় রাখবো আর যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসে🥳🥳
🔴 বাকিগুলো কার্বন সংখ্যা সাথে সমানুতার মিল রয়েছে তাই বাকিগুলো একবার করে চোখ বুলিয়ে নিব
আবারো বলছি আমরা শুধু ব্যতিক্রম গুলো মনে রাখব যেগুলোর সাথে কার্বন সংখ্যা আছে সেগুলো জাস্ট দেখে নিব যাতে আমাদের পরীক্ষায় একবারে এক দেখাতে আনসার করা যায় শুভকামনা রইল সবার জন্য
💥💥 কষ্ট করে পরীক্ষার হলে সমানুতা বের করার কোন দরকার নেই কারণ পরীক্ষার হলে এত কম সময়ে মাথা কাজ করাটা খুবই কষ্টকর তাই মুখস্ত করে নিব💥💥
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটা ডিটেইলস পড়া 100% দরকার কিন্তু একজন এডমিশন ক্যান্ডিডেটের জন্য এটার ডিটেলস পড়ার কোন দরকার নেই আমি এক পেইজে কিছু ট্রিক্স শেয়ার করেছি অন্য পেইজে কিছু ইম্পোর্টেন্ট সমানুতা শেয়ার করেছি আমি আশাবাদী এগুলো পড়লে কমন পেতে পারেন তবে এর বাইরে আরো অনেক ইম্পরট্যান্ট থাকতে পারে আমি খুঁজে দিয়ে দিব ইনশাআল্লাহ।।।।।
🔴 যেগুলো গোল মার্ক করা আছে সেই সমানুতার সাথে কার্বন সংখ্যা ভিন্নতা দেখা যায়
তাই আমরা মনে রাখার ক্ষেত্রে এই দুইটা ব্যতিক্রম হিসেবে মাথায় রাখবো আর যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষায় আসে🥳🥳
🔴 বাকিগুলো কার্বন সংখ্যা সাথে সমানুতার মিল রয়েছে তাই বাকিগুলো একবার করে চোখ বুলিয়ে নিব
আবারো বলছি আমরা শুধু ব্যতিক্রম গুলো মনে রাখব যেগুলোর সাথে কার্বন সংখ্যা আছে সেগুলো জাস্ট দেখে নিব যাতে আমাদের পরীক্ষায় একবারে এক দেখাতে আনসার করা যায় শুভকামনা রইল সবার জন্য
💥💥 কষ্ট করে পরীক্ষার হলে সমানুতা বের করার কোন দরকার নেই কারণ পরীক্ষার হলে এত কম সময়ে মাথা কাজ করাটা খুবই কষ্টকর তাই মুখস্ত করে নিব💥💥
❤66