বাকি কাল দিবো । আজকে ঘুমান😴
অনেক প্রশ্ন করা যায় কিন্তু আমার এতো ধৈর্য্যই নাই🙂
এই চ্যাপ্টার টা পড়ে রাখবেন কাল পোল দিবো ইনশাআল্লাহ । 🍓
অনেক প্রশ্ন করা যায় কিন্তু আমার এতো ধৈর্য্যই নাই🙂
এই চ্যাপ্টার টা পড়ে রাখবেন কাল পোল দিবো ইনশাআল্লাহ । 🍓
🤩16🔥5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
এতো পড়ে কি হবে ঘুমান সবাই
শুভ রাত্রি😴
শুভ রাত্রি😴
😢39🔥10🤩10😱3
🔥10😢8❤4🎉1🤩1
যান্ত্রিক পেসমেকার কে তিনভাগে ভাগ করা হয়-
Anonymous Quiz
3%
রোগীর বয়স অনুযায়ী
41%
পেসমেকারের কার্যক্ষমতা অনুযায়ী
30%
রোগীর শারীরিক অবস্থা বিবেচনায়
26%
লিড প্রবেশের ধরণ অনুযায়ী
😢27🔥10❤4
শুক্রানুর সাথে গৌন নিউক্লিয়াসের মিলনকে বলে-
Anonymous Quiz
5%
নিষেক
23%
দ্বি নিষেক
2%
সংকরায়ন
70%
ত্রিমিলন
❤13😱7😢3🔥1🤩1
C4 উদ্ভিদ এর আদ্যোপান্তঃ
⚡ যেসব উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় সেসব উদ্ভিদকে C, উদ্ভিদ বলে
উদ্ভিদে C, চক্র দেখা যায়।
১। উদ্ভিদ প্রচন্ড আলোতে অর্থাৎ 30-45°C তাপমাত্রাযুক্ত অঞ্চলে বেশি জন্মায়। গ্রীষ্মপ্রধান অঞ্চলের একবীজপত্রী উদ্ভিদ এবং বেশকিছু দ্বিবীজপত্রী উদ্ভিদে C4 দেখা যায়।
২। C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ করতে পারে।
৩। এরা পানির অপচয় কম করে এবং শুষ্ক অঞ্চলেও অভিযোজিত।
৪। বান্ডলসীথ কোষ ও মেসোফিল কোষে অনেক প্লাজমোডেজমাটা থাকে।
৫। C4 উদ্ভিদের পাতার বান্ডলসীথ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে।
৬। বান্ডলসীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে অবস্থান করে।
৭। বান্ডলসীথের মাঝে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তাতে গ্রানা অনুপস্থিত কিন্তু মেসোফিল কোষে উন্নত প্রকৃতির গ্রানা বিদ্যমান। যেমন: ইক্ষু উদ্ভিদের পাতা।
৮। C4 উদ্ভিদের মেসোফিল কোষে রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত।
৯। NADP ম্যালিক অ্যাসিড এনজাইমের উপস্থিতিতে বান্ডলসীথ ক্লোরোপ্লাস্টে C4 চক্র পরিচালনার প্রয়োজনীয় শক্তি NADPH+H+
উৎপাদিত হয়।
১০। বান্ডলসীথ ক্লোরোপ্লাস্টে প্রচুর স্টার্চ দানা থাকে কিন্তু মেসোফিল ক্লোরোপ্লাস্টে স্টার্চ দানা থাকে না।
১১। রুবিস্কো (সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম) এনজাইম মেসোফিলে থাকে না, বান্ডলসীথে অবস্থান করে।
১২। C4 উদ্ভিদে আলোক শ্বসন প্রায় অনুপস্থিত।
@dihandihan
⚡ যেসব উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় সেসব উদ্ভিদকে C, উদ্ভিদ বলে
উদ্ভিদে C, চক্র দেখা যায়।
১। উদ্ভিদ প্রচন্ড আলোতে অর্থাৎ 30-45°C তাপমাত্রাযুক্ত অঞ্চলে বেশি জন্মায়। গ্রীষ্মপ্রধান অঞ্চলের একবীজপত্রী উদ্ভিদ এবং বেশকিছু দ্বিবীজপত্রী উদ্ভিদে C4 দেখা যায়।
২। C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ করতে পারে।
৩। এরা পানির অপচয় কম করে এবং শুষ্ক অঞ্চলেও অভিযোজিত।
৪। বান্ডলসীথ কোষ ও মেসোফিল কোষে অনেক প্লাজমোডেজমাটা থাকে।
৫। C4 উদ্ভিদের পাতার বান্ডলসীথ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে।
৬। বান্ডলসীথের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে অবস্থান করে।
৭। বান্ডলসীথের মাঝে যে ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তাতে গ্রানা অনুপস্থিত কিন্তু মেসোফিল কোষে উন্নত প্রকৃতির গ্রানা বিদ্যমান। যেমন: ইক্ষু উদ্ভিদের পাতা।
৮। C4 উদ্ভিদের মেসোফিল কোষে রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা অনুপস্থিত।
৯। NADP ম্যালিক অ্যাসিড এনজাইমের উপস্থিতিতে বান্ডলসীথ ক্লোরোপ্লাস্টে C4 চক্র পরিচালনার প্রয়োজনীয় শক্তি NADPH+H+
উৎপাদিত হয়।
১০। বান্ডলসীথ ক্লোরোপ্লাস্টে প্রচুর স্টার্চ দানা থাকে কিন্তু মেসোফিল ক্লোরোপ্লাস্টে স্টার্চ দানা থাকে না।
১১। রুবিস্কো (সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম) এনজাইম মেসোফিলে থাকে না, বান্ডলসীথে অবস্থান করে।
১২। C4 উদ্ভিদে আলোক শ্বসন প্রায় অনুপস্থিত।
@dihandihan
❤45🔥5
🚫প্যাচ লাগানো নিষেধঃ
শ্বসন হার-
⚡ম্যালিক এসিডঃ 1.33
⚡ ওলিক এসিডঃ 0.71
⚡ গ্লুকোজ:1
কিভাবে প্যাচ এড়ানো যায়?
দেখো ম্যালিক এর প্রথম অক্ষর কি? M তাই না? এখন এই M কে ঘুরিয়ে দাও একবার। কি হলো? 3 তাই না? এখান থেকে মনে রাখবো ম্যালিক এসিড 1. 33
এবার ওলিক অ্যাসিড। ওলিক এসিড লিখতে প্রথম অক্ষর O, তাই না? এই O টা আবার দেখতে ০(জিরো) এর মতো। তাই না? এখান থেকে মাথায় রাখবো ওলিক এসিড 0.71.
আর বাকি থাকলো গ্লুকোজ। তো এই তিনটার দুইটাই নিয়ে গেল ম্যালিক আর ওলিক। যেটা বাকি থাকে সেটা গ্লুকোজ।
ক্লিয়ার??
@dihandihan
শ্বসন হার-
⚡ম্যালিক এসিডঃ 1.33
⚡ ওলিক এসিডঃ 0.71
⚡ গ্লুকোজ:1
কিভাবে প্যাচ এড়ানো যায়?
দেখো ম্যালিক এর প্রথম অক্ষর কি? M তাই না? এখন এই M কে ঘুরিয়ে দাও একবার। কি হলো? 3 তাই না? এখান থেকে মনে রাখবো ম্যালিক এসিড 1. 33
এবার ওলিক অ্যাসিড। ওলিক এসিড লিখতে প্রথম অক্ষর O, তাই না? এই O টা আবার দেখতে ০(জিরো) এর মতো। তাই না? এখান থেকে মাথায় রাখবো ওলিক এসিড 0.71.
আর বাকি থাকলো গ্লুকোজ। তো এই তিনটার দুইটাই নিয়ে গেল ম্যালিক আর ওলিক। যেটা বাকি থাকে সেটা গ্লুকোজ।
ক্লিয়ার??
@dihandihan
❤58🔥15🤩5😱1🎉1
Biology Phobia।Exam Mate
আসসালামু আলাইকুম ভায়াপুরা🌼 আমাদের নেক্সট টার্গেট প্রাণীবিজ্ঞান অধ্যায় ৩। পরিপাক ও শোষণ। ০১/০৭/২০২২ তারিখে রাত ৯টায় আসবো। সবাই থাকবেন কিন্তু🥺। পুরো চ্যাপ্টারের সব টপিক থেকেই প্রশ্ন করবো ইন শা আল্লাহ। আগেই বলে দিলাম,,তো সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিবেন,,ফুল…
আসসালামু আলাইকুম ভায়াপুরা🌼
আজকে রাত ৯টায় পরিপাক ও শোষন অধ্যায় থেকে পোল দিবো বলেছিলাম। বাট কাল রুমি আপু আপনাদের সাথে কিছু পোল শেয়ার করেছে এবং আজকেও দিবে বলেছে তাই আজকে আর আমি এই অধ্যায় দিচ্ছিনা। অন্য অধ্যায়ের পোল রেডি করে বলে দিবো আপনাদের😊।
তবে,ভার্সিটির কিছু কোশ্চেন এর পোল আগে থেকেই রেডি করা ছিলো,ওগুলো আবার দিচ্ছি।প্র্যাকটিস করে নিন একবার☺️🌼
আজকে রাত ৯টায় পরিপাক ও শোষন অধ্যায় থেকে পোল দিবো বলেছিলাম। বাট কাল রুমি আপু আপনাদের সাথে কিছু পোল শেয়ার করেছে এবং আজকেও দিবে বলেছে তাই আজকে আর আমি এই অধ্যায় দিচ্ছিনা। অন্য অধ্যায়ের পোল রেডি করে বলে দিবো আপনাদের😊।
তবে,ভার্সিটির কিছু কোশ্চেন এর পোল আগে থেকেই রেডি করা ছিলো,ওগুলো আবার দিচ্ছি।প্র্যাকটিস করে নিন একবার☺️🌼
❤18
পাকস্থলীর প্রাচীরের কোন কোষ HCL নিঃসরণ করে?
Anonymous Quiz
10%
মিউকাস
4%
পেপটিক
86%
প্যারাইটাল
0%
কার্ডিয়াক
❤8😢2🔥1
কোনটি মানবদেহের রাসায়নিক গবেষনাগার হিসেবে পরিচিত??
Anonymous Quiz
1%
প্লীহা
2%
ক্ষুদ্রান্ত্র
95%
যকৃত
2%
অগ্ন্যাশয়
❤5🔥1
ইনসুলিন নিঃসরনকারী গ্রন্থির নাম-
Anonymous Quiz
5%
যকৃত
1%
ফুসফুস
2%
প্লীহা
92%
আইলেটস অব ল্যাংারহ্যান্স
❤5😢2❤🔥1🔥1
❤4🤩3🔥1
আন্ত্রিক ল্যাকটেজ এনজাইম ল্যাক্টোজিকে ভেংগে কি উৎপন্ন করে?
Anonymous Quiz
39%
গ্লুকোজ
42%
অ্যামাইনো এসিড
5%
অ্যামোনিয়া
14%
সুক্রোজ
😢24❤12🔥4🎉1🤩1
🔥1
কোনটি ক্ষুদ্রান্ত্র-ক্ষরিত হরমোন নয়??
Anonymous Quiz
62%
গ্যাস্ট্রিন
12%
এন্টেরোকাইনিন
15%
সিক্রেটিন
11%
কোলেসিস্টোকাইনিন
🤩13😢4🎉1
কোন এনজাইমটি আমিষ পরিপাকের সাথে সংশ্লিষ্ট নয়?
Anonymous Quiz
4%
সুক্রোজ
6%
ল্যাক্টোজ
67%
a & b
23%
ইলাস্টেজ
❤5🤩1
🤩3🔥1
গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষনের প্রক্রিয়া-
Anonymous Quiz
11%
গ্লাইকোলাইসিস
20%
গ্লুকোনিওজেনেসিস
61%
গ্লাইকোজেনেসিস
8%
গ্লাইকোজেনোলাইসিস
❤12🤩2