গনিডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে কোনটি?
Anonymous Quiz
3%
সেলাজিনেলা
79%
মিউকর
11%
লাইকোপোডিয়াম
6%
পেনিসিলিয়াম
😢5🤩3❤2🎉1
কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
Anonymous Quiz
2%
ডিম্বক➡️বীজ
3%
গর্ভাশয়➡️ফল
93%
ডিম্বাণু➡️সস্য
2%
গর্ভাশয় প্রাচীর➡️ফলত্বক
🎉7
কালকাসুন্দায় কোন ধরণের ডিম্বক দেখা যায়?
Anonymous Quiz
4%
ঊর্ধ্বমুখী
7%
অধোমুখী
11%
পার্শ্বমুখী
79%
বক্রমুখী
🤩5
পরিপক্ব হবার আগেই পুষ্প থেকে পুংকেশর অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয়?
Anonymous Quiz
1%
ক্রসিং
2%
ব্যাগিং
5%
লেবেলিং
92%
ইমাস্কুলেশন
🎉5🤩3😢2
নিষেক ক্রিয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
Anonymous Quiz
9%
অ্যাগামোস্পার্মি
62%
পার্থেনোজেনেসিস
15%
অ্যাপোস্পোরি
14%
অ্যাপোগ্যামি
🤩8😢2
❤9😢5🔥3
নিষেকের পর গর্ভাশয়ের ইন্টাইন কোন অংশে পরিবর্তিত হয়?
Anonymous Quiz
5%
হাইলাম
25%
টেস্টা
68%
টেগমেন
2%
বীজবৃন্ত
🤩8😢3😱2
ডিম্বকের ডিম্বকরন্ধ্র পথে পরাগনালিকা প্রবেশ করার প্রক্রিয়াকে কী বলে?
Anonymous Quiz
14%
ক্যালাজোগ্যামি
72%
পোরোগ্যামি
8%
এন্ডোগ্যামি
7%
মেসোগ্যামি
🎉8😢4🔥1
ডিম্বকের যে অংশের সাথে ডিম্বকনাড়ি যুক্ত থাকে তাকে কী বলে?
Anonymous Quiz
13%
নিউসেলাস
5%
ভ্রূণথলি
75%
ডিম্বকনাভী
6%
ডিম্বকত্বক
🤩6
😢15❤7
😢16❤8🤩4
😢12😱7❤3🔥2
😢26❤3🤩3
ত্রিমিলনের (Triple fusion) মাধ্যমে সেকেন্ডারি নিউক্লিয়াসটি কী উৎপন্ন করে?
Anonymous Quiz
81%
সস্য
8%
বীজ
8%
ভ্রূণ
3%
বীজত্বক
❤8🔥1
🔥6😱1🤩1
ফলের প্রধান কাজ কী?
Anonymous Quiz
21%
বিসরণ
9%
প্লুমিউল উৎপাদন
11%
র্যাডিকেল উৎপাদন
59%
ভ্রূণকে পুষ্টি সরবরাহ
❤7😢6😱2🔥1🎉1
❤9😢7
৩০ এ কত পেলেন বলেন।পোল আনসার দেন ঠিক,কিন্তু কমেন্টে স্কোর বলতে বেশিরভাগের লজ্জা কেন লাগে বুঝলাম না।
ᥬ🥲᭄
ᥬ🥲᭄
❤18🔥2
Forwarded from Yeakub
🔹বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাসঃ পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ADH ক্ষরণ কমে গেলে বা বন্ধ হয়ে গেলে বৃক্ক নালিকায় পানি শোষণ ব্যাহত হয় এবং মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে অধিক পরিমাণ মূত্র ত্যাগ ঘটে। এই অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস বলে। ADH ইনজেকশন কিংবা ADH ন্যাজাল স্প্রের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ করা যায়।
🔹ডায়াবেটিস মেলিটাসঃ বহুমুত্র রোগে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না এবং মূত্রে শর্করা নির্গত হয় না। ইনসুলিন হরমোনের অভাবে যে বহুমুত্র হয় তাকে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলে। এতে মূত্রের সাথে শর্করা নির্গত হয়।
🔹বৃক্কের পাথরঃ অনেক সময় ইউরিক এসিড মূত্রনালিতে সঞ্চিত হয়ে সুঁই আকৃতির স্ফটিক সৃষ্টি করে যা বৃক্কের পাথর বা রেনাল ক্যালকুলি নামে চিহ্নিত। অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ, পানি পান কম করা, মূত্রে অতিরিক্ত ক্ষার বা অম্ল সৃষ্টি হওয়া, প্যারাথাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা ইত্যাদি বৃক্ক পাথর সৃষ্টির মূল কারণ। বৃক্ক পাথর প্রধানত ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট এবং ইউরিক এসিড উপাদানে গঠিত।
🔹ডায়াবেটিস মেলিটাসঃ বহুমুত্র রোগে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না এবং মূত্রে শর্করা নির্গত হয় না। ইনসুলিন হরমোনের অভাবে যে বহুমুত্র হয় তাকে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলে। এতে মূত্রের সাথে শর্করা নির্গত হয়।
🔹বৃক্কের পাথরঃ অনেক সময় ইউরিক এসিড মূত্রনালিতে সঞ্চিত হয়ে সুঁই আকৃতির স্ফটিক সৃষ্টি করে যা বৃক্কের পাথর বা রেনাল ক্যালকুলি নামে চিহ্নিত। অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ, পানি পান কম করা, মূত্রে অতিরিক্ত ক্ষার বা অম্ল সৃষ্টি হওয়া, প্যারাথাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা ইত্যাদি বৃক্ক পাথর সৃষ্টির মূল কারণ। বৃক্ক পাথর প্রধানত ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট এবং ইউরিক এসিড উপাদানে গঠিত।
❤36🤩5😱4🎉2😢1
Forwarded from PDF Zone
ফার্মানলেজ_ফার্মেসী_জীববিজ্ঞান_অনুষদ_ভর্তি_সহায়িকা.pdf
1 MB
⛔Join PDFZone:https://news.1rj.ru/str/confusingQuestions6
🟥 কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্যাবলি -২০২২
আবেদন শুরু: ১৭ জুলাই ২০২২
আবেদন শেষ: ১৬ আগস্ট ২০২২
ভর্তি পরীক্ষার তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২২
আবেদন ফি : ১২০০/- টাকা
🟥কৃষি গুচ্ছ আবেদন যোগ্যতা-
২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/ সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
সিলেকশন পদ্ধতি বাতিল। আবেদন যোগ্যতা থাকলে সবাই পরীক্ষা দিতে পারবে।
🟥কৃষি গুচ্ছ পরীক্ষা পদ্ধতি-
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাচ) নম্বর কর্তন করা হবে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে MCQ (Multiple Question Choice) পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🟥বিষয় নম্বর-
ইংরেজি ১০
প্রাণীবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
পদার্থবিজ্ঞান ২০
রসায়ন ২০
গণিত ২০
🟥মেধা স্কোর নির্ধারণ-
লিখিত পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ এর এসএসসি/সমমান হতে ২৫ নম্বর এবং এইচএসসি/সমমান হতে ২৫ নম্বর যােগ করে সর্বমােট ১৫০ নম্বরের মধ্যে মেধা স্কোর নির্ধারণ করা হবে।
🟥কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা-
-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (১১১৬)
-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা (৭০৪)
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (৩৩০)
-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট (৪৩১)
-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী (৪৪৩)
-চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (২৪৫)
-খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা (১৫০)
-হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (৯০)
সর্বমোট - ৩৬৪৫
বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে তোমার জন্যে শুভকামনা। পরিশ্রম করো,সৃষ্টিকর্তা পরিশ্রমীদের নিরাশ করে না।
🎓 Study on Telegram!
আবেদন শুরু: ১৭ জুলাই ২০২২
আবেদন শেষ: ১৬ আগস্ট ২০২২
ভর্তি পরীক্ষার তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২২
আবেদন ফি : ১২০০/- টাকা
🟥কৃষি গুচ্ছ আবেদন যোগ্যতা-
২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/ সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/ সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত সর্বমােট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
সিলেকশন পদ্ধতি বাতিল। আবেদন যোগ্যতা থাকলে সবাই পরীক্ষা দিতে পারবে।
🟥কৃষি গুচ্ছ পরীক্ষা পদ্ধতি-
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাচ) নম্বর কর্তন করা হবে।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে MCQ (Multiple Question Choice) পদ্ধতিতে । মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
🟥বিষয় নম্বর-
ইংরেজি ১০
প্রাণীবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
পদার্থবিজ্ঞান ২০
রসায়ন ২০
গণিত ২০
🟥মেধা স্কোর নির্ধারণ-
লিখিত পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ এর এসএসসি/সমমান হতে ২৫ নম্বর এবং এইচএসসি/সমমান হতে ২৫ নম্বর যােগ করে সর্বমােট ১৫০ নম্বরের মধ্যে মেধা স্কোর নির্ধারণ করা হবে।
🟥কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা-
-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (১১১৬)
-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা (৭০৪)
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (৩৩০)
-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট (৪৩১)
-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী (৪৪৩)
-চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (২৪৫)
-খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা (১৫০)
-হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (৯০)
সর্বমোট - ৩৬৪৫
বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে তোমার জন্যে শুভকামনা। পরিশ্রম করো,সৃষ্টিকর্তা পরিশ্রমীদের নিরাশ করে না।
🎓 Study on Telegram!
❤38😱1