29. নিচের কোনটি ক্ষরণকারী টিস্যু হতে নিঃসৃত তরল পদার্থ নয়?
Anonymous Quiz
56%
রেনিন
16%
রেজিন
18%
উদ্বায়ী তেল
10%
আঠা
🔥7
🫡12🕊3🔥2😢2
🔹গঠন ও কাজের ভিত্তিতে স্থায়ী টিস্যু ৩ প্রকার। যথাঃ সরল টিস্যু, জটিল টিস্য এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু।
🔹সরল টিস্যু (Simple tissue): সবগুলো কোষ আকার, আকৃতি, ও গঠন বৈশিষ্ট্যে একই ধরণের হয়।
🔹কোষের আকৃতি ও প্রকৃতির উপর নির্ভর করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা।
🔹জটিল টিস্যু (Complex tissue): একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত এবং সম্মিলিতভাবে একই ধরণের কাজ সম্পন্ন করে।
🔹কাজ, অবস্থান ও গঠন প্রকৃতি অনুযায়ী জটিল টিস্যু ২ প্রকার। যথাঃ জাইলেম এবং ফ্লোয়েম। এ দু'প্রকার টিস্যু একত্রে পরিবহনতন্ত্র গঠন করে। এ টিস্যু মূল থেকে পাতা পর্যন্ত বিস্তৃত। খাদ্যদ্রব্য ও পানি পরিবহন করাই এ টিস্যুর প্রধান কাজ।
🔹ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু (Secretory tissue): যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ (রেজিন,গদ,উদ্বায়ী তেল, আঠা) নিঃসৃত হয়ে থাকে, তাকে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলে। ক্ষরণকারী টিস্যু ২ প্রকার। যথাঃ তরুক্ষীর টিস্যু (Laticiferous tissue) এবং গ্রন্থি টিস্যু (Glandular tissue).
🔹সরল টিস্যু (Simple tissue): সবগুলো কোষ আকার, আকৃতি, ও গঠন বৈশিষ্ট্যে একই ধরণের হয়।
🔹কোষের আকৃতি ও প্রকৃতির উপর নির্ভর করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা।
🔹জটিল টিস্যু (Complex tissue): একাধিক প্রকার কোষ দিয়ে গঠিত এবং সম্মিলিতভাবে একই ধরণের কাজ সম্পন্ন করে।
🔹কাজ, অবস্থান ও গঠন প্রকৃতি অনুযায়ী জটিল টিস্যু ২ প্রকার। যথাঃ জাইলেম এবং ফ্লোয়েম। এ দু'প্রকার টিস্যু একত্রে পরিবহনতন্ত্র গঠন করে। এ টিস্যু মূল থেকে পাতা পর্যন্ত বিস্তৃত। খাদ্যদ্রব্য ও পানি পরিবহন করাই এ টিস্যুর প্রধান কাজ।
🔹ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু (Secretory tissue): যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ (রেজিন,গদ,উদ্বায়ী তেল, আঠা) নিঃসৃত হয়ে থাকে, তাকে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলে। ক্ষরণকারী টিস্যু ২ প্রকার। যথাঃ তরুক্ষীর টিস্যু (Laticiferous tissue) এবং গ্রন্থি টিস্যু (Glandular tissue).
❤17🔥5🤩2🫡1
এবার ১৬ তে কে কতো পেলো তাদের dp খানা দেখতে চাই😅 যেহেতু মুখ দেখার উপায় নেই।
😁11🤩2
31. আবৃতবীজী উদ্ভিদের অপর নাম কী?
Anonymous Quiz
54%
Flowering plants
4%
Non-flowering plants
40%
Angiosperm
3%
None
❤8😢5🤩1
32. কত কোটি বছর পূর্বে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছিল?
Anonymous Quiz
7%
১০ কোটি
71%
১৩ কোটি
17%
১৫ কোটি
5%
১৭ কোটি
❤6
01. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হলো 𝑾𝒐𝒍𝒇𝒊𝒂 𝒎𝒊𝒄𝒓𝒐𝒔𝒄𝒐𝒑𝒊𝒂 (0.1mm).
02. বাংলাদেশে এর দুটি প্রজাতি পাওয়া যায়।
03. বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদটি হলো 𝑾𝒐𝒍𝒇𝒊𝒂 𝒂𝒓𝒓𝒉𝒊𝒛𝒂.
02. বাংলাদেশে এর দুটি প্রজাতি পাওয়া যায়।
03. বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদটি হলো 𝑾𝒐𝒍𝒇𝒊𝒂 𝒂𝒓𝒓𝒉𝒊𝒛𝒂.
❤17😍3
34. 'এনসাইক্লোপিডিয়া অব ফ্লোরা ও ফনা অব বাংলাদেশ' অনুযায়ী নথিভুক্ত আবৃতবীজী প্রজাতির সংখ্যা কতটি?
Anonymous Quiz
51%
৩৬১১ টি
22%
৫০০০ টি
22%
৪০০০ টি
6%
৩০০০ টি
❤7😢4
আবৃতবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্বঃ
01. আবৃতবীজী উদ্ভিদের প্রায় ২,৮৭,০০০ টি প্রজাতির মধ্যে মাত্র ১,০০০ টি প্রজাতির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রয়েছে।
02. ১০০ টি প্রজাতির (যেমন- খাদ্য,কাঠ,বস্ত্র ও ওষুধের জন্য) আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে।
03. ১৫ টি প্রজাতি বিশ্বব্যাপি মানুষের প্রধান খাদ্যের জোগান দেয়।
04. শতাধিক উদ্ভিদ থেকে অন্তত ১২০ ধরণের গুরুত্বপূর্ণ আধুনিক ওষুধ প্রস্তুত করা হয়।
01. আবৃতবীজী উদ্ভিদের প্রায় ২,৮৭,০০০ টি প্রজাতির মধ্যে মাত্র ১,০০০ টি প্রজাতির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রয়েছে।
02. ১০০ টি প্রজাতির (যেমন- খাদ্য,কাঠ,বস্ত্র ও ওষুধের জন্য) আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে।
03. ১৫ টি প্রজাতি বিশ্বব্যাপি মানুষের প্রধান খাদ্যের জোগান দেয়।
04. শতাধিক উদ্ভিদ থেকে অন্তত ১২০ ধরণের গুরুত্বপূর্ণ আধুনিক ওষুধ প্রস্তুত করা হয়।
🔥15😱1
আবৃতবীজী উদ্ভিদের গোত্র পরিচিতিঃ
01. পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদকে প্রধানত দু'টি শ্রেণিতে ভাগ করা হয়। যথা-০১. ম্যাগনোলিয়া শ্রেণি (Magnoliopsida) বা দ্বিবীজপত্রী উদ্ভিদ। ০২. লিলি শ্রেণি (Liliopsida) বা একবীজপত্রী উদ্ভিদ।
02. ড. আর্থার ক্রনকুইস্ট (১৯৮১) সকল আবৃতবীজী উদ্ভিদকে ৩৮০ টি গোত্রের অন্তর্ভুক্ত করেছেন।
03. এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদ গোত্র ৩১৫ টি এবং একবীজপত্রী উদ্ভিদ গোত্র ৬৫ টি।
01. পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদকে প্রধানত দু'টি শ্রেণিতে ভাগ করা হয়। যথা-০১. ম্যাগনোলিয়া শ্রেণি (Magnoliopsida) বা দ্বিবীজপত্রী উদ্ভিদ। ০২. লিলি শ্রেণি (Liliopsida) বা একবীজপত্রী উদ্ভিদ।
02. ড. আর্থার ক্রনকুইস্ট (১৯৮১) সকল আবৃতবীজী উদ্ভিদকে ৩৮০ টি গোত্রের অন্তর্ভুক্ত করেছেন।
03. এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদ গোত্র ৩১৫ টি এবং একবীজপত্রী উদ্ভিদ গোত্র ৬৫ টি।
❤12
33. আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি?
Anonymous Quiz
66%
স্পোরোফাইট
11%
অপুষ্পক, ভাস্কুলার
13%
সস্য ডিপ্লয়েড
10%
দ্বি-নিষেক ঘটে না
🎉6
🔹টিস্যুতন্ত্র (Tissue system):
🔹এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system):
(i) এপিডার্মিস বা ত্বক (Epidermis)
(ii) এপিডার্মাল উপবৃদ্ধি (Epidermal appendages)
(iii) এপিডার্মাল রন্ধ্র (Epidermal pore)
🔹ভাস্কুলার টিস্যুতন্ত্র (Vascular or conducting tissue system):
(i) সংযুক্ত (Conjoint)
(ii) অরীয় (Radial)
(iii) কেন্দ্রিক (Concentric)
🔹গ্রাউন্ড টিস্যুতন্ত্র (Ground tissue system):
(i) বহিঃস্টিলীয় অঞ্চল (Extrastelar region)
(ii) অন্তঃস্টিলীয় অঞ্চল (Intrastelar region)
🔹এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system):
(i) এপিডার্মিস বা ত্বক (Epidermis)
(ii) এপিডার্মাল উপবৃদ্ধি (Epidermal appendages)
(iii) এপিডার্মাল রন্ধ্র (Epidermal pore)
🔹ভাস্কুলার টিস্যুতন্ত্র (Vascular or conducting tissue system):
(i) সংযুক্ত (Conjoint)
(ii) অরীয় (Radial)
(iii) কেন্দ্রিক (Concentric)
🔹গ্রাউন্ড টিস্যুতন্ত্র (Ground tissue system):
(i) বহিঃস্টিলীয় অঞ্চল (Extrastelar region)
(ii) অন্তঃস্টিলীয় অঞ্চল (Intrastelar region)
🔥11
35. নিম্নের কোন ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুতন্ত্রের উৎপত্তি হয়?
Anonymous Quiz
27%
প্রারম্ভিক ভাজক টিস্যু
53%
প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু
9%
পার্শ্বীয় ভাজক টিস্যু
11%
সেকেন্ডারি ভাজক টিস্যু
❤10🤩2🕊2😢1
🔹এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system): যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ (ত্বক) সৃষ্টি করে তাকে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলে।
🔹প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি।
🔹একটি মাত্র টিস্যু দিয়েই ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত হয়েছে কারণ অবস্থান ও কাজের দিক থেকে অন্য টিস্যুর সাথে মিল না থাকায়।
🔹উদ্ভিদের কান্ড, শাখা-প্রশাখা, পাতা, মূল, ফুল, ফল, বীজ প্রভৃতি অঙ্গের ত্বক এই টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত।
🔹কান্ড ও পাতার ত্বক বা বহিরাবরণকে এপিডার্মিস বলে।
🔹মূলের বহিরাবরণকে এপিব্লেমা (Epiblema) বলে।
🔹প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি।
🔹একটি মাত্র টিস্যু দিয়েই ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত হয়েছে কারণ অবস্থান ও কাজের দিক থেকে অন্য টিস্যুর সাথে মিল না থাকায়।
🔹উদ্ভিদের কান্ড, শাখা-প্রশাখা, পাতা, মূল, ফুল, ফল, বীজ প্রভৃতি অঙ্গের ত্বক এই টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত।
🔹কান্ড ও পাতার ত্বক বা বহিরাবরণকে এপিডার্মিস বলে।
🔹মূলের বহিরাবরণকে এপিব্লেমা (Epiblema) বলে।
❤14
উপরের সবগুলো নোট পড়া শেষ হলে Done লিখো,তারপর বাকি পোল দেওয়া হবে।
💯11❤3
36. নিম্নের কোনটিতে লিগনিন জমা হতে দেখা যায়?
Anonymous Quiz
15%
Cycas
12%
Pinus
16%
Grass plant
57%
All
😢11
37. ফুলের পাপড়ি ও ফলত্বকে বিদ্যমান রঞ্জক হলো-
Anonymous Quiz
14%
ক্যারোটিন
21%
জ্যান্থফিল
6%
ক্লোরোফিল
58%
অ্যান্থোসায়ানিন
😢5
38. মূলের বাইরের ত্বককে কী বলে?
Anonymous Quiz
2%
ট্রাইকোম
13%
এপিডার্মিস
84%
এপিব্লেমা
1%
কোনটিই নয়
😢2
39. এপিডার্মিসের কিউটিন বা সুবেরিনের পুরুস্তরকে কী বলা হয়?
Anonymous Quiz
5%
স্টোম্যাটা
15%
লেন্টিসেল
9%
এপিব্লেমা
71%
কিউটিকল
40. নিম্নের কোন গাছের পাতায় তিনসারি কোষের ত্বক দেখা যায়?
Anonymous Quiz
4%
বট
15%
অশত্থ
6%
পাকুর
75%
করবী
🎉3