Biology Phobia।Exam Mate – Telegram
Biology Phobia।Exam Mate
30.5K subscribers
1.48K photos
21 videos
228 files
1.05K links
Download Telegram
61. লুক্কায়িত পত্ররন্ধ্র প্রস্বেদনের হার-
Anonymous Quiz
59%
হ্রাস করে
34%
বৃদ্ধি করে
6%
স্বাভাবিক রাখে
1%
কোনটিই নয়
5😢5
62. সালোকসংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে?
Anonymous Quiz
29%
থাইলাকয়েড
56%
স্ট্রোমা
12%
স্টোম্যাটা
3%
হাইডাথোড
😱41
(i) থেকে (v) পর্যন্ত পত্ররন্ধ্রের কাজ।
12
63. রক্ষীকোষের স্ফীতি অবস্থা কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
Anonymous Quiz
10%
আলো
11%
তাপমাত্রা
29%
জলীয় বাষ্প
50%
চাপ
5
64. রক্ষীকোষের স্ফীতির পরিবর্তনই পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রধান কারণ। কোন বিজ্ঞানীর মতে?
Anonymous Quiz
46%
H. Von Mohl
22%
F. E. Loyd
15%
Sayre
16%
S. Imamura
😢3🔥1
65. রক্ষীকোষের স্ফীতির পরিবর্তন স্টার্চ-শ্যুগার পারস্পরিক পরিবর্তনের উপর নির্ভরশীল। কার মতে?
Anonymous Quiz
27%
Sayre
17%
S. Imamura
46%
F. E. Loyd
11%
H. Von Mohl
😢5
66. কোন বিজ্ঞানীর মতে, শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন কোষরসের pH এর জন্য ঘটে থাকে?
Anonymous Quiz
21%
S. Imamura
11%
H. Von Mohl
14%
F. E. Loyd
54%
Sayre
😢3🎉2
🔹পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ে তিনজন বিজ্ঞানী তিনভাবে ব্যাখ্যা করেছেন।

🔹আমরা জানি, রাতে বেলা সূর্যালোক না থাকায় সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে যায় কিন্তু শ্বসন চলতে থাকে বিধায় CO2 বেশি উৎপন্ন হয়। [শ্বসনের বিক্রিয়াটি দেখো]

🔹আর দিনের বেলায় CO2 সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়ে যায় বিধায় কার্বন ডাই-অক্সাইড কম থাকে।

🔹পত্ররন্ধ্র খোলাঃ দিনের বেলায় CO2 কম থাকে যার ফলে CO2 পানির সাথে বিক্রিয়া করে যে কার্বনিক এসিড (H2CO3) উৎপন্ন করে তা কম। এতে pH বেড়ে যায়। (কারণ আমরা জানি pH=-log[H+])। pH বেড়ে গেলে অদ্রবনীয় শ্বেতসার চিনিতে রুপান্তরিত হয় আর আমরা জানি চিনি পানিতে দ্রবনীয় এখন রক্ষীকোষে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি প্রবেশ করবে ফলে রক্ষীকোষ স্ফীতি হবে যার ফলে পত্ররন্ধ্র খোলে যাবে দিনের বেলায়।

🔹পত্ররন্ধ্র বন্ধ হওয়াঃ রাত্রিতে CO2 বেশি থাকে যার ফলে CO2 পানির সাথে বিক্রিয়া করে যে কার্বনিক এসিড (H2CO3) উৎপন্ন করে তা বেশি। এতে pH কমে যায়। (কারণ আমরা জানি pH=-log[H+])। pH কমে গেলে কোষস্থ দ্রবনীয় চিনি অদ্রবনীয় শ্বেতসারে পরিণত হয় আর আমরা জানি শ্বেতসার পানিতে অদ্রবনীয় এখন রক্ষীকোষে বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে যায় ফলে রক্ষীকোষ স্ফীতি কমে যায় যার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় রাতের বেলায়।


🔹H. Von Mohl এর মতে, রক্ষীকোষের স্ফীতির পরিবর্তনই পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার প্রধান কারণ।

🔹F. E. Loyd এর মতে, রক্ষীকোষের স্ফীতির পরিবর্তন স্টার্চ-শ্যুগার পারস্পরিক পরিবর্তনের উপর নির্ভরশীল। এটি স্টার্চ-শ্যুগার মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত।

🔹Sayre এর মতে, শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন কোষরসের pH এর জন্য ঘটে থাকে।
20❤‍🔥1
উপরের লেখাটা পড়লে এটা সহজেই বুঝতে পারবে।
🔥2211❤‍🔥1
নোটগুলো পড়া শেষে Done লিখো।
9
67. রক্ষীকোষের কোষরসের pH কত হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়?
Anonymous Quiz
20%
3
22%
2
13%
4
45%
5
😢123🤩1
🔹পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া নিয়ে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদঃ গবেষণায় রক্ষীকোষে পটাশিয়াম আয়নের (K+) প্রবেশকে রক্ষীকোষের স্ফীতির মূল কারণ হিসেবে প্রমাণিত হয়। [S. Imamura (1943)]। ব্যাখ্যাঃ

🔹পত্ররন্ধ্র খোলাঃ (দিনে)

(i) আলোর নীল অংশের প্রভাবে বা CO2 এর পরিমাণ কমে গেলে রক্ষীকোষে পটাশিয়াম আয়ন (K+) বেড়ে যায় এর ফলে অন্তঃঅভিস্রবণও বেডে যায় যার ফলে রক্ষীকোষে পানি প্রবেশ করে স্ফীত হয় ফলে পত্ররন্ধ্র খোলে যায়।

(ii) রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে H+ বের হয়ে গেলেও পত্ররন্ধ্র খুলে যায়।

🔹পত্ররন্ধ্র বন্ধ হওয়াঃ (রাতে)

(i) আলোর অভাবে বা পানির পরিমাণ কমে গিয়ে অ্যাবসিসিক অ্যাসিড বেড়ে গেলে পটাশিয়াম আয়ন (K+) কমে যায় যার ফলে বহিঃঅভিস্রবণও বেড়ে যায় ফলে রক্ষীকোষ থেকে পানি বেরিয়ে গিয়ে স্ফীতি কমে যায় এতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।

(ii) উচ্চ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ কমে যায় যার ফলে শ্বসন বেড়ে যায় এতে CO2 বেড়ে যায়। পরিণামে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।
8
68. গবেষণায় রক্ষীকোষে কোন আয়নের প্রবেশকে রক্ষীকোষের স্ফীতির মূল কারণ হিসেবে প্রমাণিত হয়?
Anonymous Quiz
8%
H+
5%
Na+
8%
Mg++
80%
K+
🕊7
69. রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে কোন আয়ন বের হয়ে গেলে পত্ররন্ধ্র খুলে যায়?
Anonymous Quiz
51%
K+
38%
H+
6%
Na+
5%
Mg++
😢6🎉6🥰1🤔1
70. মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে কোন এসিড তৈরি হয়?
Anonymous Quiz
8%
কার্বনিক এসিড
12%
কার্বক্সিলিক এসিড
77%
অ্যাবসিসিক এসিড
2%
সালফিউরিক এসিড
😢6🥰4
Score - 10/10
🔥3😢3
আবার response কম কেন🤨

Poll দিতেই এসেছিলাম কিন্তু ফিরে যেতে মন চাইছে এখন।
😢40
এবার যেন response কম না দেখি,Poll দেওয়া শুরু করবো?
🥰13💯76😢3🫡2
71. মেসোফিল কোষে কিসের অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়?
Anonymous Quiz
17%
CO2
62%
H2O
18%
K
3%
H2
🫡13😁9
72. কোন কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়?
Anonymous Quiz
7%
Bundle Sheath cell
10%
Muscle cell
82%
Mesophyll cell
1%
Blood cell
🤩8
73. পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার ব্যাখ্যার আধুনিক মতবাদ কোনটি?
Anonymous Quiz
14%
H. Von Mohl এর মতবাদ
11%
F. E. Loyd এর মতবাদ
19%
Sayre এর মতবাদ
56%
প্রোটন প্রবাহ মতবাদ
🤩6