Biology Phobia।Exam Mate – Telegram
Biology Phobia।Exam Mate
30.6K subscribers
1.48K photos
21 videos
228 files
1.05K links
Download Telegram
এটা তো বায়ো ফোবিয়াতে অনেকবার Poll দেওয়া হয়েছে।

যদিও এটা এমনিতেও পারবে ‌।
❤‍🔥23🍓2
সুতরাং ব্যাথাও হয় এখানে ।
❤‍🔥14🤯14🍓2🤗2
বাংলা Term দিয়ে এসেছে এই প্রশ্ন তাই না?
❤‍🔥13🍓2
❤‍🔥9😢4🍓3
এটা সবার পারার কথা
❤‍🔥22💯3
এটা তো কয়েকদিন আগেই Poll দেওয়া হয়েছে।

তবে এমনিতেও সবাই পারবে খুব সোজা প্রশ্ন
🤗15💘5
এটাও খুব সোজা
🤗15🍓5
আলহামদুলিল্লাহ এটাও কমন ।

কিন্তু তোমরা কম Solve করেছো
❤‍🔥18😢3🍓3
দেখো প্রশ্ন ইজি মনে হলেও কনফিউজড হয়ে অন্য কিছু দাগাবে ।

এটাই তার প্রমাণ।
😢18❤‍🔥9🍓3
Mat 25-26
💯13🍓2
Mat 25-26
❤‍🔥9💘2
অপশন সম্ভাবত আলাদা ছিলো তাই না?
🍓4
Mat 25-26
❤‍🔥6🤗2🍓1
Mat 25-26
❤‍🔥9
Forwarded from Exam Mate Official (𝐍𝐢𝐚𝐦𝐮𝐥 𝐀𝐥𝐢𝐟)
যারা Exam Mate Bot এ Zoology Chapter 9 এর পরীক্ষা দিয়েছো।

তারা কোপ দিবে ।

কারন এখান থেকে ৩ টা প্রশ্ন কমন
❤‍🔥20🍓1
মানবজীবনের ধারাবাহিকতা ,পরিপাক ও শোষণ থেকে ৮,৯ টার মতো প্রশ্ন করা হয়েছে
🤯24❤‍🔥11🍓3
Mat 25-26
Varsity এর জন্য ও important
❤‍🔥26💯6
আসসালামু আলাইকুম। অনেক তোহ ঝড় গেলো সকলের উপর দিয়ে। মনে হচ্ছে এখানেই হয়তো সব শেষ তাইনা?চলেন আজকে একটু কঠিন কিন্তু বাস্তব কিছু কথা শুনি। কলেজ লাইফে সবাই নিশ্চয়ই শিক্ষা সফরে গিয়েছেন। তবে আমি বলবো আপনাদের জীবনের শিক্ষা সফরটা ছিল বিগত কয়েক মাসে কাটিয়ে আসা সুন্দর কিংবা তিক্ত অভিজ্ঞতাগুলো।
ছোটবেলা থেকেই আমাদের আশেপাশের মানুষ আমাদের শিখিয়ে আসেন Life is a race. তাই দেখবেন চারিদিকি শুধু সফলতার গল্প চলে ব‍্যর্থতার গল্প কেউ শুনতে চায়না। Life is not a race. মানুষ সবসময় পরাজিত হয় না। একদিন না একদিন সে জয়ী হয়। তবে ইচ্ছাশক্তি থাকতে হবে। আমার শিক্ষকের একটা গল্প আপনাদের শেয়ার করি। যেটা আমাকে অনেক অনুপ্রাণিত করতো।

বাঘ যখন তার শিকারের কাছে যায় বাঘ এর চলার কোন শব্দ হয় না ,হরিণ কিছু বোঝার আগেই হরিণের কাছে পৌছে যায় । বাঘের পা যদি ঘোড়ার মত ক্ষুরযুক্ত হত তাহলে কি হরিণকে কখনো ধরতে পারত বাঘ ? একমাইল আগে থেকেই হরিণ বাঘের চলার শব্দ শুনে দিতো দৌড় ।

আমাদের সফলতার গল্প ঠিক এমনই হতে হবে ।
যেখানে আপনারা শেষ বলে ইতি টানতে চাচ্ছেন সেখান থেকেই আপনাদের স্বপ্ন পূরণের ধাপ শুরু। ভেবে নিন এটা সৃষ্টিকর্তার আপনাকে দেওয়া আশীর্বাদ দ্বিতীয় সুযোগ। এইখানে সকলে টিকে থাকতে পারে না।

নিজেকে সময় দিবেন সবাই। যে যাই বলুক নিজেকে পাথর করে ফেলুন।

আপনাদের নেক্সট জার্নিতে আমি আপনাদের সাথে আছি। শুধু আমি না ফোবিয়ার প্রত‍্যেকেই আছেন।

পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা।

𝑵𝒐𝒕𝒉𝒊𝒏𝒈 𝒊𝒔 𝒊𝒎𝒑𝒐𝒔𝒔𝒊𝒃𝒍𝒆
𝒕𝒉𝒆 𝒘𝒐𝒓𝒅 𝒊𝒕𝒔𝒆𝒍𝒇 𝒔𝒂𝒚𝒔 𝒊'𝒎 𝒑𝒐𝒔𝒔𝒊𝒃𝒍𝒆
😢82❤‍🔥66💘12🤝4😇2
Forwarded from English Phobia।Exam Mate (Humayra)
To those who are sad and disappointed in themselves, don’t feel burdened, my dear. Remember:

“Soon your Lord will give you so much that you will be pleased.”
— (Surah Ad-Duha, 93:5)


May Allah make the path ahead easier for you. Ameen ♾️
💘96❤‍🔥46😢14🤗1