Biology Phobia।Exam Mate – Telegram
Biology Phobia।Exam Mate
30.6K subscribers
1.48K photos
21 videos
228 files
1.05K links
Download Telegram
🤯 Confusing Point 🤯

💐 রক্তের শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে অধিক থাকলে তাকে লিউকোসাইটোসিস বলে।

🌸 রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকলে তাকে লিউকোপেনিয়া বলে।

🌼 রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকলে রক্তাল্পতা (Anaemia) দেখা দেয়।

🌺রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে।
72🔥6👍5🎉2😢1🤩1🕊1
#Botany
#আপেক্ষিক_মিষ্টতা

🌷ল‍্যাক্টোজ ১৬
🌷মল্টোজ ৩২
🌷গলুকোজ ৭৪
🌻সকরোজ ১০০
🌻ফরুক্টোজ ১৭৩
🌻স‍্যাকারিন ৫০০
🌻মন‍্যালেলিন ২০০০

#B1_8
#একবীজপত্রী_মূল

💯মলরোম এককোষী।
💯কিউটিকল নেই।
💯একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত।
💯হাইপোডার্মিস বা অধঃত্বক নেই।
💯ভাস্কুলার বান্ডল চক্রাকারে,একান্তরভাবে সজ্জিত থাকে‌।
💯জাইলেম এক্সার্ক প্রকৃতির।
💯জাইলেম ফ্লোয়েমের সংখ‍্যা সাধারণত ৬ এর অধিক।
💯এদের মজ্জা বড়।
💯পেরিসাইকেল বা পরিচক্র একসারি কোষে গঠিত।
💯এদের অন্তঃত্বক আছে।

#B1_11 ★ইনসুলিন★

💯এক ধরনের হরমোন।
💯অগ্ন‍্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়।
💯এটি ৫১টি অ‍্যামিনো এসিড নিয়ে ক্ষুদ্রাকার সরল প্রোটিন।
💯চেইন-A ২১টি এবং চেইন-B ৩০টি অ‍্যামিনো এসিড নিয়ে গঠিত।
💯মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন E.coli তে স্থানান্তরের মাধ‍্যমে উৎপাদিত হচ্ছে।
💯একটি ব‍্যাকটেরিয়াম কোষে প্রায় ১০লক্ষ অণু ইনসুলিন তৈরি হয়ে থাকে।
💯বর্তমানে কুসুম ফুলে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন প্রবেশ করানো হয়েছে।
💯এই জিনের অবস্থান ১১নং ক্রোমোজোমের খাটো বাহুর DNA এ শীর্ষে।
💯১৫৩টি নাইট্রোজেন বেস নিয়ে এর জেনেটিক কোড বিদ‍্যমান।
💯১৯৮২সালে প্রথম হিউমুলিন বাজারজাত করা হয়।

#B1_12
#জলজ_উদ্ভিদের_প্রকারভেদ

♻️নিমজ্জিত জলজ উদ্ভিদ =হাইড্রিলা,পাতা শেওলা,পাতা ঝাঁঝি,সিরাটোফাইলাম।

♻️মক্ত-ভাসমান জলজ উদ্ভিদ =সকল পানা(কচুরিপানা)

♻️মলাবদ্ধ পত্র-ভাসমান জলজ উদ্ভিদ=সাদা শাপলা,লাল শাপলা,নীল শাপলা,পদ্ম,পানিকলা।

♻️উভচর উদ্ভিদ =কলমিলতা,কেশরদাম,হেলেঞ্চা

★★★
#B1_9- ETC

🔥ফিয়োফাইটিন--- একটি রূপান্তরিত ক্লোরোফিল a অণু।

🔥পলাস্টোকুইনন ---অতি ছোট চলনশীল লিপিড।

🔥সাইটোক্রোম --- হলো লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। হিম গ্রুপের লৌহ ইলেকট্রন আদান-প্রদান করে।

🔥পলাস্টোসায়ানিন ---- অত্যন্ত চলনশীল একটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। এর ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হলো কপার।

🔥ফেরিডক্সিন --- একটি আয়রন-সালফার প্রোটিন। এর লৌহ ইলেকট্রন গ্রহণ করে ও বিতরণ করে।

🔥NADP রিডাক্টেজ ---- হলো একটি ফ্ল্যাভোপ্রোটিন‌। এর ফ্ল্যাভিন গ্রুপ হলো ইলেকট্রন গ্রহীতা।

#Malariea

💯P. falciparum➡️
সুপ্তাবস্থা ৮-১৫দিন,রোগের নাম ম‍্যালিগন‍্যান্ট টারশিয়ান ম‍্যালেরিয়া,৩৬-৪৮ঘন্টা পর পর জ্বর আসে।

💯P. ovale➡️সপ্তাবস্থা১১-১৬দিন,রোগের নাম মৃদু টারশিয়ান ম‍্যালেরিয়া,৪৮ঘন্টা পর পর জ্বর আসে।

💯P. vivax➡️সপ্তাবস্থা১২-২০দিন,রোগের
নাম বিনাইন টারশিয়ান ম‍্যালেরিয়া,৪৮ঘন্টা পর পর জ্বর আসে।

💯P.malariae➡️সপ্তাবস্থা১৮-৪০দিন,রোগের নাম কোয়ারটার্ন ম‍্যালেরিয়া,৭২ঘন্টা পর পর জ্বর আসে।

💐 Carbohydrates যা বাংলায় শর্করা হিসেবে পরিচিত।
শর্করার কাজ সমূহ নিম্নরূপ-

🌺পরাণীদেহে হাড়ের সন্ধিস্থলে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়।
🌺 উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে বিরাজ করে।
🌺এসিডের সাথে মিশিয়ে এস্টার গঠন করে।
🌺উদ্ভিদের সাপোর্টিং টিস্যুর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
#collected
46🎉4🤩3👍2🔥1🕊1
উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি?
Anonymous Quiz
10%
ল্যাকটোজ
9%
ম্যালটোজ
32%
সেলুলোজ
49%
সুকরোজ
😢21👍14🔥6🎉2😍1
যেসব কোষ কখনো বিভাজিত হবে না তা মনে রাখার উপায়-"পলাস"
প=পেশিকোষ
লা= লাল রক্তকোষ
স=স্নায়ুকোষ

♻️সাদিয়া চৌধুরী♻️
64
♻️ভ্রুনীয় মেসোডার্ম থেকে উদ্ভুত অঙ্গাণু
সমূহঃ
মনে রাখার টেকনিক;;;
"ড্যাডি লাল পেরেক
সংযোজন করে"

ড্যা = ডেন্টিন
ডি = ডার্মিস
লাল- লসিকাতন্ত্র

পে = পেশী , পৌষ্টিক নালীর বহিঃআবরণ।
রে = রেচন তন্ত্র
ক = কংকাল তন্ত্র

সং = সংবহন তন্ত্র
যো = যোজক কলা
জন = জনন তন্ত্র
34🎉4🔥1
অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের ছন্দ :
"PVT TIM HALL"
P → ফিনাইল অ্যালানিন
V → ভ্যালিন
T → ট্রিপ্টোফ্যান
T → থ্রিওনিন
I → আইসোলিউসিন
M→মিথিওনিন
H→হিস্টিডিন
A→আরজিনিন
L→লাইসিন
L→লিউসিন।

মানবদেহের অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড ৮ টি।
এখানে HALL এর H(হিস্টিডিন) & A(আরজিনিন) হলো শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড।

🌺বিরল অ্যামিনো এসিড হলো- "হাইড্রোক্সিপ্রোপিন"
34👍5🔥3🕊2🤩1
রক্ত জমাট বাঁধার ৪ টি ফ্যাক্টর:
"ফুল পড়ে টুপ করে"
ফুল=ফাইব্রিনোজেন
পড়ে=প্রোথ্রম্বিন
টুপ=থ্রম্বোপ্লাস্টিন
করে=Ca++
29🤩3🥰2🕊1
কোনটি স্প্ল্যাংকনিক কঙ্কালতন্ত্র নয়?
Anonymous Quiz
27%
ল্যারিংক্স এর তরুণাস্থি
10%
ট্রাকিয়া
12%
ব্রংকাই
51%
ফুসফুস
😢1512🤩6🔥3🎉1
Forwarded from Exam Mate Official (Sadia chowdhury)
পাটের বেস পেয়ার কতটি???
Anonymous Quiz
11%
১২০ হাজার
35%
১২০ লক্ষ
54%
১২০ কোটি
16😢15🔥5🎉3🤗1
মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী কোনটি???
Anonymous Quiz
1%
কিটোন বডিস
49%
ইউরিনোড
36%
ইউরোক্রোম
13%
অ্যামোনিয়া
😢24🔥103😱1🕊1
অস্থির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
Anonymous Quiz
11%
করোটিকা -৮টি
9%
মুখমন্ডল-১৪ টি
13%
কর্ণাস্থি-৬টি
67%
হাইওয়েড-২টি
15😢6🔥4🤩3
😢108🔥6👍1🥰1🤩1
করোটিকা ৬ ধরণের মোট ৮ টি অস্থি নিয়ে গঠিত।অস্থিসমূহ হলো---

S- স্ফেনয়েড(১টি)
T- টেমপোরাল(২টি)
E- এথময়েড(১টি)
P- প্যারাইটাল(২টি)
O- অক্সিপিটাল (১টি)
F- ফ্রন্টাল (১টি)

মনে রাখার উপায়: STEP-OF

🥀Sadia Islam Chy 🥀
27🔥3
ঘাসফড়িং এর প্রধান স্পন্দনশীল অঙ্গ কোনটি?
Anonymous Quiz
16%
হিমোসিল
11%
মিক্সোসিল
64%
পৃস্ঠীয় বাহিকা
8%
অষ্টিয়া
19😢15🔥4😁4😱4🎉1
বায়ুথলি কে অন্তঃকর্ণের সাথে যুক্ত করে কোনটি?
Anonymous Quiz
38%
নিউম্যাটিক নালি
15%
রেটিয়া মিরাবিলিয়া
43%
ওয়েবেরিয়ান অসিকল
4%
লামেলা
😢2414🔥3
কোনটিতে লাইসোসোম থাকে না?
Anonymous Quiz
63%
RBC
10%
বৃক্ক কোষ
15%
অন্ত্রের আবরণী কোষ
11%
WBC
12😢7🔥5🤩2
🔥95
পরিণত বয়সে কশেরুকার সংখ্যা কত???
Anonymous Quiz
24%
৩৩ টি
66%
২৬টি
10%
২৫ টি
😢1513🔥9❤‍🔥1