204. সালোকসংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত?
Anonymous Quiz
38%
22-30°C
40%
30-35°C
10%
10-25°C
12%
20-45°C
❤2🔥2🤩1
🔹সালোকসংশ্লেষণ এর তাপমাত্রাঃ সাধারণত অতি নিম্ন তাপমাত্রায় (0°C এর কাছাকাছি) এবং অতি উচ্চ তাপমাত্রায় (45°C এর উপরে) এ প্রক্রিয়া চলতে পারে না।
🔹কতিপয় ব্যাকটেরিয়া ও উষ্ণ প্রস্রবণের নীলাভ সবুজ শৈবালে 70°C তাপমাত্রায়ও এ প্রক্রিয়া চলতে পারে।
🔹উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে অপ্টিমাম তাপমাত্রা 22-35°C পর্যন্ত হয়ে থাকে।
🔹30-35°C তাপমাত্রায় সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি।
🔹অতএব 30-35°C সালোকসংশ্লেষণের অপ্টিমাম তাপমাত্রা।
🔹এখন 22-35°C এবং 30-35°C নিয়ে প্যাচ লাগবে... পরীক্ষায় আসলে দুইটা অপশন একসাথে থাকবে না আর যদি থেকেও যাই তাহলে আল্লাহ ভরসা বলে একটা দিয়ে দিবা কারণ প্রশ্নকর্তা কোনটা রাইট এন্সার নিসে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না।
🔹কতিপয় ব্যাকটেরিয়া ও উষ্ণ প্রস্রবণের নীলাভ সবুজ শৈবালে 70°C তাপমাত্রায়ও এ প্রক্রিয়া চলতে পারে।
🔹উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে অপ্টিমাম তাপমাত্রা 22-35°C পর্যন্ত হয়ে থাকে।
🔹30-35°C তাপমাত্রায় সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি।
🔹অতএব 30-35°C সালোকসংশ্লেষণের অপ্টিমাম তাপমাত্রা।
🔹এখন 22-35°C এবং 30-35°C নিয়ে প্যাচ লাগবে... পরীক্ষায় আসলে দুইটা অপশন একসাথে থাকবে না আর যদি থেকেও যাই তাহলে আল্লাহ ভরসা বলে একটা দিয়ে দিবা কারণ প্রশ্নকর্তা কোনটা রাইট এন্সার নিসে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না।
❤9🔥2
205. নিম্নের কোন উদ্ভিদে বেশি CO2 সরবরাহ করলে পাতায় ন্যাক্রোটিক অঞ্চল সৃষ্টি হয়?
Anonymous Quiz
10%
ঘাস
17%
কচু
53%
টমেটো
20%
ধান
❤2🔥2😱1
206. নিম্নের কোনটি আলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?
Anonymous Quiz
2%
আলোর প্রকৃতি
7%
তীব্রতা
6%
আলোকপ্রাপ্তির সময়কাল
85%
সবগুলোই
❤2🔥2😱1
207. CO2 এর ঘনত্ব কত হলে গম গাছে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ হয়?
Anonymous Quiz
9%
1.5%
70%
0.15%
11%
0.9-1%
11%
1.1%
🔥5❤2😢1
208. CO2 এর ঘনত্ব কত হলে জলজ উদ্ভিদে সর্বোচ্চ সংশ্লেষণ হার পাওয়া যায়?
Anonymous Quiz
13%
1.5%
52%
1.1%
20%
0.9-1%
15%
0.15%
😢4❤1🔥1
209. ক্লোরোফিল তৈরির জন্য কোনটির প্রয়োজন হয়?
Anonymous Quiz
12%
Fe, Mn
54%
Fe, Mg
30%
K, Mg
4%
K, Mn
❤3😢2🔥1
210. বায়ুতে CO2 এর পরিমাণ কত পর্যন্ত ওঠা-নামা করে?
Anonymous Quiz
12%
0.02-0.03%
73%
0.03-0.04%
12%
0.04-0.05%
4%
0.05-0.06%
❤4
উদ্ভিদবিজ্ঞানঃ অধ্যায়ঃ০৯: (উদ্ভিদ শারীরতত্ত্ব)
(iii) শ্বসন (Respiration)
(iii) শ্বসন (Respiration)
❤4🤩2
01. কোষের কোথায় ক্রেবস চক্র (Crebs Cycle) সংঘটিত হয়?
Anonymous Quiz
7%
Chloroplast
5%
Ribosome
82%
Mitochondria
6%
Cytoplasm
❤3
02. নিম্নের কোনটি সবাত ও অবাত দুই প্রকার শ্বসনের সাথেই সম্পর্কিত?
Anonymous Quiz
85%
Glycolysis
9%
Krebs Cycle
5%
Acetyl-CoA
1%
ETC
❤2
03. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
Anonymous Quiz
17%
Mitochondria
78%
Cytoplasm
4%
Ribosome
1%
Lysosome
❤4
❤4🔥1
🔹গ্লাইকোলাইসিস (Glycolysis):
🔹যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে।
🔹গ্লাইকোলাইসিসকে EMP (এই প্রক্রিয়ার প্রতিষ্ঠাতা তিনজন বিজ্ঞানী Embden, Meyerhof এবং Parnas এর নাম অনুযায়ী) পাথওয়ে বলা হয়।
🔹গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে।
🔹অ্যালোস্টোরিক বা হার নিয়ন্ত্রণকারী এনজাইমঃ ফসফোফ্রুক্টোকাইনেজ।
🔹বিশেষ বৈশিষ্ট্যঃ
⚫️একে শ্বসনের সাধারণ গতিপথ বা সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়।
⚫️গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়।
⚫️এ প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না।
⚫️এ পর্যায়ের সব এনজাইম দ্রবণীয়।
⚫️গ্লাইকোলাইসিসের ৯ টি বিক্রিয়ার মধ্যে ১ম,৩য় এবং শেষ-এই তিনটি বিক্রিয়া একমুখী, অন্য সব দ্বিমুখী।
⚫️গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপাদনঃ দুই অণু ATP, দুই অণু NADH+H+ এবং দুই অণু পাইরুভিক অ্যাসিড। [মোট 4 অণু ATP হতে প্রথমে দুই অণু ATP খরচ হয়ে যায়।]
🔹যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে।
🔹গ্লাইকোলাইসিসকে EMP (এই প্রক্রিয়ার প্রতিষ্ঠাতা তিনজন বিজ্ঞানী Embden, Meyerhof এবং Parnas এর নাম অনুযায়ী) পাথওয়ে বলা হয়।
🔹গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে।
🔹অ্যালোস্টোরিক বা হার নিয়ন্ত্রণকারী এনজাইমঃ ফসফোফ্রুক্টোকাইনেজ।
🔹বিশেষ বৈশিষ্ট্যঃ
⚫️একে শ্বসনের সাধারণ গতিপথ বা সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়।
⚫️গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়।
⚫️এ প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না।
⚫️এ পর্যায়ের সব এনজাইম দ্রবণীয়।
⚫️গ্লাইকোলাইসিসের ৯ টি বিক্রিয়ার মধ্যে ১ম,৩য় এবং শেষ-এই তিনটি বিক্রিয়া একমুখী, অন্য সব দ্বিমুখী।
⚫️গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপাদনঃ দুই অণু ATP, দুই অণু NADH+H+ এবং দুই অণু পাইরুভিক অ্যাসিড। [মোট 4 অণু ATP হতে প্রথমে দুই অণু ATP খরচ হয়ে যায়।]
❤6🤩1
05. উদ্ভিদে প্রধান ট্রান্সলোকেটেড শ্যুগার হলো-
Anonymous Quiz
28%
Glucose
20%
Fructose
49%
Sucrose
4%
Cellulose
❤2
06. গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত পৌঁছাতে যে ATP বা NADH+H+ পাওয়া যায়, তা মোট সুপ্তশক্তির কত অংশ?
Anonymous Quiz
19%
20%
49%
17%
10%
3%
21%
80%
🔥1
07. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মুখ্য বিষয় কোনটি?
Anonymous Quiz
18%
গ্লুকোজ সৃষ্টি
5%
সুকরোজ সৃষ্টি
75%
পাইরুভিক অ্যাসিড সৃষ্টি
2%
কোনটিই নয়
❤4