মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে না -The Daily Campus
🥰31😢13🔥11😱1
একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে ৫° সে. শুষ্ক বাষ্পে ৯৯°সে. পাঠ দেয়।থার্মোমিটার l পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত?
🤔3❤1👏1
1L ও 10 L এর দুটি তরলের তাপমাত্রা যথাক্রমে 73k এবং 20°C ।তরল দুটিকে একত্রে মেশানো হলে চূড়ান্ত তাপমাত্রা কত?
🤔9🥰3
একটি কার্নো ইঞ্জিন যখন ২৭° সে. তাপমাত্রার তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা ৫০%.
একে ৬০℅ দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?
একে ৬০℅ দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে?
🔥1
বায়ুকে রূদ্ধতাপে প্রসারিত প্রসারিত করে এর আয়তন ৫ গুণ করা হলো।প্রাথমিক চাপ ১ বায়ুমন্ডলীয় হলে চূড়ান্ত চাপ কত?
🤔1
Forwarded from Bangla Phobia।Exam Mate (D I H A N ☘️)
জাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ এখনো ঘোষণা হয়নি, শীঘ্রই হয়ে যাবে।
❤15
Physics Phobia(Exam Mate) pinned «জাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ এখনো ঘোষণা হয়নি, শীঘ্রই হয়ে যাবে।»
পানির আপেক্ষিক তাপ 4200 Jkg^-1k^-1 হলে, 10°C তাপমাত্রায় 5 kg পানিকে 100°C তাপমাত্রায় উন্নত করতে এনট্রপির পরিবর্তন কত?
🔥2
৩৫℅ কর্মদক্ষতাবিশিষ্ট একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রের শেষে উৎস হতে গৃহীত তাপের কত ভাগ বর্জন করে?
🔥2❤1
সমোষ্ঞ প্রক্রিয়ায় (T=400k).
4 mol আদর্শ গ্যাসের আয়তন V1 বেড়ে 2V1 হলো।গ্যাসটি কর্তৃক কৃতকাজ কত?
4 mol আদর্শ গ্যাসের আয়তন V1 বেড়ে 2V1 হলো।গ্যাসটি কর্তৃক কৃতকাজ কত?
👏2
প্রাচীণ সেলসিয়াস স্কেলে স্টিম বিন্দু ০°সে. এবং বরফ বিন্দু ১০০°সে. ছিল।কোন তাপমাত্রায় প্রাচীন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান।
🔥6
সবগুলো সাস্ট কোশ্চেন। 🥲🥲🥲
👏14😢7😱6🔥2
রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয়না।
তাপ স্থির থাকে এবং সিস্টেম শীতল হয়।
🥲🥲
তাপ স্থির থাকে এবং সিস্টেম শীতল হয়।
🥲🥲
❤18
Math Phobia
একটি সরল দোলককে মেরু থেকে বিষুব অঞ্চলে নিলে এর দৈর্ঘ্য কত টুকু বৃদ্ধি পাবে
আমার এই প্রশ্ন টা গতকাল ভুল ছিল
আপনারা কেনো যে ধরতে পারেন নি আমি এখনো বুঝি নাই
সঠিক ব্যাখ্যা: সরল দোলকের দোলনকাল ২সেকেন্ড সবাই সেটা জানেন
এখন এটা ৯.৮ মি/সে.2 এর জন্যে এবং কার্যকর দৈর্ঘ্য ০.৯৯৩ মি. প্রযোজ্য হবে
যদি এখন মেরু পরিবর্তন হয় যেহেতু কার্যকর দৈর্ঘ্য সমানুপাতিক অভিকর্ষজ ত্বরণ,
অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের জন্যে দৈর্ঘ্যও পরিবর্তন হবে । তবেই না সেটা সরল দোলক হবে ।
আমার সরল দোলক এর পরিবর্তে প্রশ্নে দোলক বলে উচিৎ ছিল।
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্যে আমি মাফ চেয়ে নিচ্ছি
আপনারা কেনো যে ধরতে পারেন নি আমি এখনো বুঝি নাই
সঠিক ব্যাখ্যা: সরল দোলকের দোলনকাল ২সেকেন্ড সবাই সেটা জানেন
এখন এটা ৯.৮ মি/সে.2 এর জন্যে এবং কার্যকর দৈর্ঘ্য ০.৯৯৩ মি. প্রযোজ্য হবে
যদি এখন মেরু পরিবর্তন হয় যেহেতু কার্যকর দৈর্ঘ্য সমানুপাতিক অভিকর্ষজ ত্বরণ,
অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনের জন্যে দৈর্ঘ্যও পরিবর্তন হবে । তবেই না সেটা সরল দোলক হবে ।
আমার সরল দোলক এর পরিবর্তে প্রশ্নে দোলক বলে উচিৎ ছিল।
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্যে আমি মাফ চেয়ে নিচ্ছি
❤14😢3👏1
আল্লাহ এর রহমতে বন্যা পরিস্থিতি নরমাল না হলেও অনেকটা আগের থেকে ভালো অবস্থানে আছে মানুষ
এগুলো আপনাদের দোয়ার ফল
আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক
এখন পোস্ট টা করার উদ্দেশ্য হচ্ছে এখনো অনেক রিমোট এরিয়া যেখানে মানুষ পৌঁছাতে পারছে না । সেসব জায়গায় বড়ো বোট ছাড়া আর হিউজ পরিমাণ রসদ ছাড়া সম্ভব না ঢুকা। সে জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে যা পারেন তা দিয়ে আমাদের ভাই বোনদের কে সাহায্য করেন
শুনেন টাকা আসবে যাবে
কিন্তু মানুষের দোয়া একটা দোয়া আপনাকে জান্নাত নসিব করতে পারে। নিজেকে এভাবে বঞ্চিত করবেন না । অনেক মানুষ অনেক পরিবার এদের বাড়ির টিনের চালের উপর দিয়ে পানি যাচ্ছে। তারা অসহায়ের মতন তাকিয়ে আছে আপনাদের দিকে। জানে যে এই দেশের এক ভাইয়ের শরীরে একটা আঁচড় পড়লে হাজার যুবক ভাইয়েরা নিজেদের জান কুরবান করে দেয়। দয়া করে এই বিপদের দিকে নিজের দিকে না তাকিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে একটু সাহায্যের হাত বাড়ান ।
সুনামগঞ্জের পরিস্থিতি সব চেয়ে খারাপ
সেখানে ত্রাণের দুটি গাড়ি রাস্তার পানির বানের মুখে পরে দুর্ঘটনাগ্রস্থ । এখন সে রোড দিয়ে কোনো গাড়ি ঢুকতে বের হতে পারছে না।
দোয়া করবেন সবাই সবার জন্যে
যারা যারা সামর্থবান আছি
https://assunnahfoundation.org/donate/flood এই লিংকে বন্যার্তদের জন্যে সাহায্য করতে পারেন।
জাযাকাল্লাহ খায়রান❤️
এগুলো আপনাদের দোয়ার ফল
আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক
এখন পোস্ট টা করার উদ্দেশ্য হচ্ছে এখনো অনেক রিমোট এরিয়া যেখানে মানুষ পৌঁছাতে পারছে না । সেসব জায়গায় বড়ো বোট ছাড়া আর হিউজ পরিমাণ রসদ ছাড়া সম্ভব না ঢুকা। সে জন্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে যা পারেন তা দিয়ে আমাদের ভাই বোনদের কে সাহায্য করেন
শুনেন টাকা আসবে যাবে
কিন্তু মানুষের দোয়া একটা দোয়া আপনাকে জান্নাত নসিব করতে পারে। নিজেকে এভাবে বঞ্চিত করবেন না । অনেক মানুষ অনেক পরিবার এদের বাড়ির টিনের চালের উপর দিয়ে পানি যাচ্ছে। তারা অসহায়ের মতন তাকিয়ে আছে আপনাদের দিকে। জানে যে এই দেশের এক ভাইয়ের শরীরে একটা আঁচড় পড়লে হাজার যুবক ভাইয়েরা নিজেদের জান কুরবান করে দেয়। দয়া করে এই বিপদের দিকে নিজের দিকে না তাকিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে একটু সাহায্যের হাত বাড়ান ।
সুনামগঞ্জের পরিস্থিতি সব চেয়ে খারাপ
সেখানে ত্রাণের দুটি গাড়ি রাস্তার পানির বানের মুখে পরে দুর্ঘটনাগ্রস্থ । এখন সে রোড দিয়ে কোনো গাড়ি ঢুকতে বের হতে পারছে না।
দোয়া করবেন সবাই সবার জন্যে
যারা যারা সামর্থবান আছি
https://assunnahfoundation.org/donate/flood এই লিংকে বন্যার্তদের জন্যে সাহায্য করতে পারেন।
জাযাকাল্লাহ খায়রান❤️
❤24
একটি লোহার দন্ডের আপেক্ষিক রোধ 25×10^-3 Ωm।একে টেনে লম্বা করে চারগুণ ব্যাসার্ধ অর্ধেক হয়।নতুন আপেক্ষিক রোধ কত?
Anonymous Quiz
6%
2×10^3
9%
15×10^-3
52%
25×10^-3
33%
None of them
🥰10❤5🤔1
ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ?
Anonymous Quiz
29%
১৬০
45%
৩২০
16%
২৭০
10%
একই
❤6🔥1
একটি তামার তারের রোধ 10 গুন বাড়াতে হলে তাকে টেনে কত লম্বা করতে হবে?
Anonymous Quiz
8%
5
42%
100
48%
3.16
2%
7.17
❤3🔥3
একটি ১৩ ওহম রোধ বিশিষ্ট নিকেলের তারকে প্রথমে টেনে ৩ গুন লম্বা পরে পিটিয়ে ২ গুন চওড়া করলে আপেক্ষিক রোধ কত টুকু পরিবর্তন হবে?
Anonymous Quiz
4%
৯/১৬
11%
১৬/৯
15%
৩ গুন
44%
০ গুন
26%
১ গুন
🔥7❤4😢2😱1