Physics Phobia(Exam Mate) – Telegram
Physics Phobia(Exam Mate)
22.3K subscribers
529 photos
5 videos
170 files
421 links
Download Telegram
পাস করেও ভর্তির সুযোগ পাবেন না ৮৬% ভর্তিচ্ছু (সীট সংখ্যা কম হওয়ায়)

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৫৫ দশমিক ৬৩ শতাংশ অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এই তথ্য জানান। তিনি জানান, গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলে ৩০ নম্বরের সমান ও বেশি নম্বর পেয়ে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া ৩০ এর নিচে নম্বর পেয়ে ৬৬ হাজার ৭১১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

এদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মোট ১১ হাজার ৭১৬টি আসন রয়েছে

তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভর্তি পরীক্ষায় ৮৫ হাজার ৫৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী উত্তীর্ণ হলেও মোট ১১ হাজার ৭১৬ জন ভর্তির সুযোগ পাচ্ছেন। সেই হিসেবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ৭৩ হাজার ৮৬৬ জন ভর্তিচ্ছু গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না।

©️
😢55
সবাই ধৈর্য ধরুন।
অপেক্ষা করুন।
যেই ১১ হাজার শিক্ষার্থী অলরেডি ভালো মার্ক পেয়ে প্রথমদিকে আছে তারা সবাই-ই গুচ্ছতেই ভর্তি হয়ে যাবে এমনতো না।
সামনেরগুলোর জন্য প্রস্তুতি নিন,আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন। সবাই সবার প্রাপ্যটা পাবেই ইন শা আল্লাহ😊
🥰4414😢12
Forwarded from Biology Phobia।Exam Mate (Riaz Mamun।।)
পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে? ভাগ্যে যা আছে তাই হবে। হতাশ হবেন না কেউ। ❣️

"আল্লাহ্ কষ্টের পর সুখ দিবেন!
-সূরা ত্বলাক: ৭
"নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি!
- সূরা ইনশিরাহ: ৬
"জেনে রেখো, আল্লাহ্'র সাহায্য নিকটে!"
- সূরা বাক্বারা: ২১৪

সকলের জীবন শান্তিময় হোক,আল্লাহ সবাইকে জ্ঞান দান করুক,আমিন।
140😢6🥰4👏1
Forwarded from English Phobia।Exam Mate (Riaz Mamun।।)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় আর বেশিদিন নেই। আশা করি সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবন্টন সম্পর্কে জানো। ফিজিক্স ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি এগুলোতে যত ভাল mark ই পাও না কেন ,যদি তোমরা ইংরেজিতে ৪ এর কম পাও এবং বাংলাতে ৩ এর কম পাওয়া তাহলে তুমি ফেইল।

❣️ English সমস্যার সমাধানঃ-

দেখেন সবাই, Cu তে ইংরেজি তে vocabulary and grammar থেকেই প্রশ্ন আসে। সর্বাধিক প্রশ্ন গ্রামার থেকেই আসে। তাছড়া, ইংরেজি প্রশ্ন ব্যাংক থেকেই কমন পড়ে যাবে অনেকগুলো।

তবে এক্ষেত্রে ইংরেজি প্রশ্ন ব্যাংক পড়ে গেলেই কিন্তু ভালো পারবে না। তোমাকে বুজতে হবে ৪ টা অপশন এর মধ্যে কোনটি সঠিক এবং বাকি তিনটা অপশন কেন সঠিক নয়??

তোমাদের ইংরেজি গ্রামারের কোন প্রশ্ন বুঝতে সমস্যা হলে আমাকে বলতে পারো, সমাধান করে দিব। অথবা এই পোস্টের কমেন্টে প্রশ্নটিই ছবি তুলে কমেন্ট করতে পারো।

@Riaz_Mamun
5
Forwarded from English Phobia।Exam Mate (Riaz Mamun।।)
তোমাদের কিছু প্রশ্ন

প্রশ্ন:- ভাইয়া Cu তে grammar এ কোন কোন টপিক্স পরীক্ষায় প্রশ্ন আসে?
উত্তরঃ- সিইউ প্রশ্ন ব্যাংক টি খুলে ফেলো। প্রশ্ন সমাধান করতে থাকো এবং প্রতিটি প্রশ্ন সমাধান করার পাশাপাশি খাতায় লিখে রাখো যে প্রশ্নটি কোন টপিক্স থেকে এসেছে। তারপর তোমরা বুঝতে পারবে যে 6 থেকে 7 topics ব্যতীত অন্য কোন টপিক থেকে প্রশ্ন আসে না। এর মধ্যে কিছু টপিক্স হলো খুবই গুরুত্বপূর্ণ যেমনঃ-

❣️ Parts of speech (আসবেই), Right form of varb (আসবেই), subject verb agreement ( আসবেই), Voice (আসবেই) Narration (আসবেই), preposition (আসবেই)।
❣️

প্রশ্নঃ ভাই Cu poll দেন?

উত্তরঃ- sopiophobia থেকে অনেক poll দেওয়া হইসে। poll সমাধান করার চেয়ে,বরং প্রশ্ন ব্যাংক থেকে English প্রশ্ন সমাধান করো ব্যাক্ষা সহ।

প্রশঃ ভাই, আমাকে এই প্রশ্নটি বুজিয়ে দেন?
উত্তরঃ- এই পোস্টের কমেন্টে ছবি তুলে কমেন্ট করো অথবা
@Riaz_Mamun এ knock করে ছবি তুলে প্রশ্নটি দাও।


@Riaz_Mamun
3
Forwarded from Biology Phobia।Exam Mate (Shahrin_ Sultana_Shipa 💥)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
76
📌 HSC-21: GST Update


গুচ্ছের ফল তো প্রকাশ পেলো। এরপর কি করণীয় তা নিচে দেয়া হলোঃ


‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর গুচ্ছভুক্ত সবগুলো বিশ্ববিদ্যালয়ে এক সাথে ভর্তি আবেদন শুরু করা হবে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েস দেবে। তার প্রাপ্ত নম্বর অনুযায়ী সে যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। কোনো ভর্তিচ্ছু প্রথম ধাপে বিষয় না পেলে পরবর্তী ধাপে আবারও আবেদনের সুযোগ পাবেন। তবে কেউ সুযোগ পেয়ে ভর্তি না হলে পরবর্তীতে তিনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।

আবেদনের ক্ষেত্রে কতটি বিশ্ববিদ্যালয় এবং কয়টি সাবজেক্ট একসাথে পছন্দক্রম দেওয়া যাবে সেটি নিয়ে সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে দুইটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমটি হলো ভর্তিচ্ছুরা ২২টি বিশ্ববিদ্যালয়েই একসাথে চয়েস দিতে পারবে। দ্বিতীয় প্রস্তাবনাটি হলো ৫টি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিষয় পছন্দক্রম দেওয়া যাবে।

Source: TDC
😢37🥰13
Forwarded from Chemistry Phobia।Exam Mate (Nusrat Jahan Iva)
একটা জিনিস বোঝা যাচ্ছে ,
GST তে এবার টোটাল নাম্বারের পাশাপাশি ফ্যাক্টর হবে ম্যাথ ।

এবার, হয়তো বিশ্ববিদ্যালয় গুলো ঢাবির মত প্রতিটা সাবজেক্টের minimum নাম্বার requirement দিবে ।

এতে অনেকের নাম্বার থাকবে, কিন্তু পছন্দের বিষয় পাওয়া তো দূরের কথা, সাবজেক্ট চয়েজই দিতে পারবে না ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সার্কুলারে অলরেডি নাম্বার requirement দিছে।

যারা SUST CSE /SWE এর আশায় আছেন, তাদের জন্যও ম্যাথে নূন্যতম একটা মার্ক দেওয়া থাকবে।
🔥36😢14🤔3
Ckruet admission test:2021-21
Questions
#Collected
😱7😢1
2kg ভরের একটি বলকে 3.2m উচ্চতা থেকে ফেলা দেওয়া হলো। ভূমিতে আঘাত করার সময় বলের ঘাত 20Ns হলে বলটি পুনরায় কত উপরে উঠবে?
[g=10 ms^-2]
Anonymous Quiz
32%
0.2 m
31%
1.5 m
21%
2 m
17%
1.67 m
5
একটি স্থির তরঙ্গে পরপর দুটি নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1m হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
Anonymous Quiz
15%
25cm
28%
50cm
41%
100cm
16%
200cm
11😢2