পারমাণবিক চুল্লিতে বিক্রিয়ার গতিকে মন্থর করতে ব্যবহৃত হয়?
Anonymous Quiz
17%
অ্যালুমিনিয়াম
51%
ভারী পানি
20%
বেরিলিয়াম
12%
বোরন
😢28🥰8😁8🔥2❤1👍1
নভো দূরবীক্ষণ যন্ত্রে অভিনেত্র কিসের তৈরি?
Anonymous Quiz
25%
ক্রাউন কাঁচ
13%
ক্রুকস কাঁচ
25%
পাইরেক্স কাঁচ
38%
ফ্লিন্ট কাঁচ
❤55🤬14🤔9😁7😢7👏3
মিটার ব্রীজে রোধক তারের দৈর্ঘ্য কত?
Anonymous Quiz
23%
১০০ মিটার
7%
২ মিটার
11%
১০ মিটার
59%
১ মিটার
❤29😁4👍3😱3😢3
❤13😢10😁7🤔3😱3🤩3👍2🔥1👏1
অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক-
Anonymous Quiz
22%
সমানুপাতিক
65%
ব্যস্তানুপাতিক
9%
বর্গের সমানুপাতিক
4%
বর্গের ব্যস্তানুপাতিক
🔥15❤4🥰3😢3🤩2
Physics Phobia(Exam Mate)
সর্বোচ্চ বিন্দুতে প্রাসের মোট শক্তি -[1/2mv০^2 = Half × mv naught square]
মোবাইলে পদার্থের প্রশ্নের জন্য ব্যবহৃত বিভিন্ন চিহ্ন গুলি পাওয়া যায় না। তাই অনেকে বুঝতে পাড়বেন না বলে ব্র্যাকেটে লিখে দিছিলাম আসলে অপশনে কি লিখেছি। তাও অনেকে বুঝতে পাড়েন নি। তাই এই ছবিটি লক্ষ্য করুন।
এবার বুঝতে পাড়ছেন?
এবার বুঝতে পাড়ছেন?
❤21👍5🥰2
২ টা কোয়েশ্চান নিয়ে কনফিউজড
কেউ ব্যাখাসহ জানলে উত্তর দিয়েন।
১. ব্লটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুষে নেয়?
উত্তর- পৃষ্ঠটান নাকি কৈশিক ক্রিয়া?
২. পানিকে 0°© থেকে 10°© তাপমাত্রায় উত্তপ্ত করলে উহার আয়তন- প্রথমে বাড়ে তারপর কমে? নাকি প্রথমে কমে এবং তারপর বাড়ে;
উত্তর কোনটা হবে এবং কেন- কমেন্টে জানাও।
আর হ্যাঁ এই কোয়েশ্চান এখন পোল দিলে মোস্ট অফ দ্যান স্টুডেন্ট কনফিউজড হতো কারণ ২ জায়গায় ২ উত্তর দেয়া।
কেউ ব্যাখাসহ জানলে উত্তর দিয়েন।
১. ব্লটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুষে নেয়?
উত্তর- পৃষ্ঠটান নাকি কৈশিক ক্রিয়া?
২. পানিকে 0°© থেকে 10°© তাপমাত্রায় উত্তপ্ত করলে উহার আয়তন- প্রথমে বাড়ে তারপর কমে? নাকি প্রথমে কমে এবং তারপর বাড়ে;
উত্তর কোনটা হবে এবং কেন- কমেন্টে জানাও।
আর হ্যাঁ এই কোয়েশ্চান এখন পোল দিলে মোস্ট অফ দ্যান স্টুডেন্ট কনফিউজড হতো কারণ ২ জায়গায় ২ উত্তর দেয়া।
👍7❤2😢1
❤29😢5👏4🤔1
60 m উচ্চতা থেকে বিনা বাঁধায় একটা বস্তুকে পড়তে দিলে কোথায় এর বিভবশক্তি গতিশক্তির অর্ধেক হবে?
Anonymous Quiz
11%
10m
45%
20m
30%
30m
14%
40m
😢18🔥11❤7😁3👍2
কোনটির ক্ষেত্রে ভ্যানডার ওয়ালস বল বিদ্যামান?
Anonymous Quiz
19%
সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর বন্ধন
42%
অক্সিজেন অণুর বন্ধন
32%
সিলিকন পরমাণুর বন্ধন
6%
তামার পরমাণুর বন্ধন
😢21🔥8❤6👍4😁3👏2🤔2
পানি NaCl মেশানো হলে পানির পৃষ্ঠটান-
Anonymous Quiz
37%
কমবে
50%
বাড়বে
12%
অপরিবর্তিত থাকবে
1%
কোনটিই নয়
🔥13😱8❤5👍4😢3😁2
🛑গ্যালিলিও তার নব দূরবীক্ষণ যন্ত্র দ্বারা বৃহস্পতিগ্রহের কয়টি উপগ্রহ সনাক্ত করেছিলেন?🛑
এই নিয়ে আমি একটা পোল দিয়েছিলাম। আর সেখানে উওর ৮ দিয়েছিলাম। যেইটা, ইসহাক স্যারের বইয়ে আছে। কিন্তু, এইপোল টা দেওয়ার সাথে সাথেই অনেকে মতবিরোধ তৈরি করে। এবং বলেন এর উওর ৪ টি হবে এবং গুগল থেকে একটা তথ্যসূত্রের ছবি দেন। তখন, আমি বলি যে সঠিক উওর জেনে আবার পোষ্ট/পোলদিবো।
এরপর, আমি অনেককে জিজ্ঞাস করছি নিজেও দেখেছি দেখলাম সবাই ৪ বলে এবং গুগুলেও সব জায়গায় ৪ লিখা। তারপরও আমি আরো শিওর হতে চাচ্ছিলাম, আর খুঁজছিলাম কোনো লেখকের বইয়ে এই তথ্যটি আসলে কি দেওয়া হয়েছে।
তখন শাহজাহান তপন স্যারের বইয়ে দেখলাম '১৬১০ খ্রীস্টাব্দে, গ্যালিলিও ৪ টি উপগ্রহ ও চাঁদের পিঠে পাহার আবিষ্কার করেন।" তখন আমি শিওর হলাম গ্যালিলিও উপগ্রহ ৪টি।
আর, প্রথমেই বলা হয়েছে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র দ্বারা আবিষ্কার করেছেন উপগ্রহ গুলি। আর যেহেতু, বিজ্ঞানীদের তথ্যানুযায়ী বৃহস্পতিগ্রহ আমাদের সৌর মণ্ডলের সবচেয়ে বৃহৎগ্রহ, এবং এর ৭৯টি উপগ্রহের মধ্যে ৪ টি বড় বাকি ৬৫ টি ছোট। তাই বলাযায়, গ্যালিলিও তার দূরবীক্ষণ যন্ত্র দ্বারা সেই বড় ৪ টি উপগ্রহই আবিষ্কার করেছিলেন। কারণ, ক্ষুদ্রতর বস্তু দূরবীক্ষণ যন্ত্রে ধরা পরেনা।
আশাকরি বুঝতে পারছেন।
তাহলে, সঠিক উত্তর - গ্যালিলিও উপগ্রহ ৪ টি।
এই নিয়ে আমি একটা পোল দিয়েছিলাম। আর সেখানে উওর ৮ দিয়েছিলাম। যেইটা, ইসহাক স্যারের বইয়ে আছে। কিন্তু, এইপোল টা দেওয়ার সাথে সাথেই অনেকে মতবিরোধ তৈরি করে। এবং বলেন এর উওর ৪ টি হবে এবং গুগল থেকে একটা তথ্যসূত্রের ছবি দেন। তখন, আমি বলি যে সঠিক উওর জেনে আবার পোষ্ট/পোলদিবো।
এরপর, আমি অনেককে জিজ্ঞাস করছি নিজেও দেখেছি দেখলাম সবাই ৪ বলে এবং গুগুলেও সব জায়গায় ৪ লিখা। তারপরও আমি আরো শিওর হতে চাচ্ছিলাম, আর খুঁজছিলাম কোনো লেখকের বইয়ে এই তথ্যটি আসলে কি দেওয়া হয়েছে।
তখন শাহজাহান তপন স্যারের বইয়ে দেখলাম '১৬১০ খ্রীস্টাব্দে, গ্যালিলিও ৪ টি উপগ্রহ ও চাঁদের পিঠে পাহার আবিষ্কার করেন।" তখন আমি শিওর হলাম গ্যালিলিও উপগ্রহ ৪টি।
আর, প্রথমেই বলা হয়েছে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র দ্বারা আবিষ্কার করেছেন উপগ্রহ গুলি। আর যেহেতু, বিজ্ঞানীদের তথ্যানুযায়ী বৃহস্পতিগ্রহ আমাদের সৌর মণ্ডলের সবচেয়ে বৃহৎগ্রহ, এবং এর ৭৯টি উপগ্রহের মধ্যে ৪ টি বড় বাকি ৬৫ টি ছোট। তাই বলাযায়, গ্যালিলিও তার দূরবীক্ষণ যন্ত্র দ্বারা সেই বড় ৪ টি উপগ্রহই আবিষ্কার করেছিলেন। কারণ, ক্ষুদ্রতর বস্তু দূরবীক্ষণ যন্ত্রে ধরা পরেনা।
আশাকরি বুঝতে পারছেন।
তাহলে, সঠিক উত্তর - গ্যালিলিও উপগ্রহ ৪ টি।
❤47👍5🤔1
Physics Phobia(Exam Mate)
🛑গ্যালিলিও তার নব দূরবীক্ষণ যন্ত্র দ্বারা বৃহস্পতিগ্রহের কয়টি উপগ্রহ সনাক্ত করেছিলেন?🛑 এই নিয়ে আমি একটা পোল দিয়েছিলাম। আর সেখানে উওর ৮ দিয়েছিলাম। যেইটা, ইসহাক স্যারের বইয়ে আছে। কিন্তু, এইপোল টা দেওয়ার সাথে সাথেই অনেকে মতবিরোধ তৈরি করে। এবং বলেন এর উওর ৪…
🤦🏻♂️আহ
এখন অনেকে বলছেন ইসহাক স্যারের বইয়ে ভুল থাকলেও মেডিকেলের লোকেদের কাছে ওইটাই রাইট। কিন্তু, বড় ভাইয়ারা বলেছেন যদি ইসহাক স্যারের অনুশীলন প্রশ্ন ভুল থাকে তাহলে ওইটাই সঠিক। থিওরি ভুল থাকার কথা বলেন নি। আর গ্যালিলিও উপগ্রহ ৮টি এইটা ইসহাক স্যারের অনুশীলন প্রশ্ন না।
যাই হোক, যদি অপশনে ৪ দেওয়া হয় তাহলে ৮ অব্দি অপশন যাবে না। ৩,৪,৫,৬ এর মাঝেই সীমাবদ্ধ থাকতে পারে। তাই চিন্তার কিছুনাই।
আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে আছে বইয়ে। 💁♂️
এখন অনেকে বলছেন ইসহাক স্যারের বইয়ে ভুল থাকলেও মেডিকেলের লোকেদের কাছে ওইটাই রাইট। কিন্তু, বড় ভাইয়ারা বলেছেন যদি ইসহাক স্যারের অনুশীলন প্রশ্ন ভুল থাকে তাহলে ওইটাই সঠিক। থিওরি ভুল থাকার কথা বলেন নি। আর গ্যালিলিও উপগ্রহ ৮টি এইটা ইসহাক স্যারের অনুশীলন প্রশ্ন না।
যাই হোক, যদি অপশনে ৪ দেওয়া হয় তাহলে ৮ অব্দি অপশন যাবে না। ৩,৪,৫,৬ এর মাঝেই সীমাবদ্ধ থাকতে পারে। তাই চিন্তার কিছুনাই।
আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে আছে বইয়ে। 💁♂️
❤21👍3🔥2
আসসালামুআালাইকুম
কিছুদিন আগে একটা পোল দিয়েছিলাম ডাই-ইলেকট্রিক ধ্রুবক নিয়ে; চলুন আজকে শিখে নি কীভাবে মনে রাখা যায়-
***
*** প্রথমে শূণ্যস্থান দিয়েই শুরু-১.০০(এটা সবার মনে থাকে আশা করি)
©পানি-২০ঃ- বিষ🤮 এক প্রকার তরল( তরল মানে পানি- আশা করি ভুলব না আর)
© এইপরে ২ দিয়ে তিন টা জিনিস আছে(পলিথিন,মোমে ভেজানো কাগজ, ইবোনাইট)
© পলিথিন( থিন কে তিন উচ্চারণ করার মতো লাগে না? হ্যাঁ পলিথিন মানে 2.3(তিন) 😁
© ইবোনাইট-৷ নাইট কে এইট উচ্চারণের মতো লাগে না! হ্যাঁ ইবোনাইট-২.৮😁
বাকি একটা থাকে সেটা ২.৭ হবে আরকি😁মোমে ভেজানো কাগজ(২.৭)
© এবার আসি কাঁচ
কাঁচ দিয়ে পাঁচ(কাঁচ পাঁচ)🤟
মানে 5.10
© অভ্র ৭ দিয়ে একটাই আছে সেটার মান ৭.০
আশা করি ক্লিয়ার!
কিছুদিন আগে একটা পোল দিয়েছিলাম ডাই-ইলেকট্রিক ধ্রুবক নিয়ে; চলুন আজকে শিখে নি কীভাবে মনে রাখা যায়-
***
*** প্রথমে শূণ্যস্থান দিয়েই শুরু-১.০০(এটা সবার মনে থাকে আশা করি)
©পানি-২০ঃ- বিষ🤮 এক প্রকার তরল( তরল মানে পানি- আশা করি ভুলব না আর)
© এইপরে ২ দিয়ে তিন টা জিনিস আছে(পলিথিন,মোমে ভেজানো কাগজ, ইবোনাইট)
© পলিথিন( থিন কে তিন উচ্চারণ করার মতো লাগে না? হ্যাঁ পলিথিন মানে 2.3(তিন) 😁
© ইবোনাইট-৷ নাইট কে এইট উচ্চারণের মতো লাগে না! হ্যাঁ ইবোনাইট-২.৮😁
বাকি একটা থাকে সেটা ২.৭ হবে আরকি😁মোমে ভেজানো কাগজ(২.৭)
© এবার আসি কাঁচ
কাঁচ দিয়ে পাঁচ(কাঁচ পাঁচ)🤟
মানে 5.10
© অভ্র ৭ দিয়ে একটাই আছে সেটার মান ৭.০
আশা করি ক্লিয়ার!
❤93👏10👍8🥰5🔥4😁2
যদি একটি স্হির তরঙ্গের দৈর্ঘ্য 40 cm হয় তবে দুটি পাশাপাশি সুস্পন্দ বা নিস্পন্দ বিন্দু মধ্যকার দূরত্ব কত হবে?
Anonymous Quiz
17%
80 cm
20%
40 cm
58%
20 cm
5%
120 cm
❤13🤯12🤬3👍2
একটি স্থির তরঙ্গে পরপর দুটি নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1m হলে তরঙ্গদৈর্ঘ্য কত?
Anonymous Quiz
12%
25cm
27%
50cm
28%
100cm
33%
200cm
😁13😢7🤔5❤4🔥4👍3😱2
ফ্যারাডের ২য় সূত্রকে বলা হয়?
Anonymous Quiz
20%
স্নেলের সূত্র
11%
ফাওলারের সূত্র
63%
নিউম্যান এর সূত্র
6%
লিনম্যানের সূত্র
❤12😢9😁4
❤15😢14🔥6😁2👍1😱1
❤15😢7🥰4
কারো কাছে পরিমাপের ত্রুটি গুলা মনে রাখার কোনো টেকনিক আছে? উদাহরণগুলা সহ! থাকলে কমেন্টে জানাতে পারো;
20N ওজনের বস্তুকে মেঝে থেকে 2m উঁচুতে 2sec ধরে রাখলে কাজের পরিমাণ হবে-
Anonymous Quiz
6%
10j
24%
40j
8%
80j
62%
0j
🥰21😁14😢8❤6👍2👏1🤔1🤬1