GK Phobia। Exam Mate
'কারাগারের রোজনামচা' বঙ্গবন্ধুর লেখা বইটির প্রচ্ছদ তৈরি করেন-
সমর মজুমদার অসমাপ্ত আত্নজীবনীর প্রচ্ছদ তৈরি করেন ⚡
🔥113🥰8👏5🤔2
❤21😢9👏5😱3🤩3🥰1
মৌলিক গনতন্ত্র চালু করেন কে?
Anonymous Quiz
21%
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
50%
আইয়ুব খান
11%
ইয়াহিয়া খান
18%
হুসেইন মোহাম্মদ এরশাদ
😢29🔥19❤8🤔3😱3
রবীন্দ্রনাথ " তাসের দেশ" নাটক টি কাকে উৎসর্গ করেন?
Anonymous Quiz
31%
কাজী নজরুল ইসলাম
27%
সুভাস চন্দ্র বোস
35%
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
7%
জগদীশ চন্দ্র বসু
😢40❤15🔥4🤩3😱2
ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গান কে ' Heritage of Humanity ' হিসেবে আখ্যায়িত করেছে
Anonymous Quiz
25%
লোকগীতি
47%
বাউলগান
24%
পল্লিগীতি
3%
গুরু জেমস এর গান
😢23❤15🔥13🥰4👏3👌1
সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
Anonymous Quiz
9%
লর্ড ডালহৌসি
14%
লর্ড কর্নওয়ালিস
46%
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
30%
রাজা রামমোহন রায়
😢27🥰18❤8👏6🔥5🫡1
😢28❤22🔥5🥰4👏3🫡1
❤23😢13😱3🤩3⚡1🤔1
স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Anonymous Quiz
21%
লিয়াকত আলী খান
20%
খাজা নাজিমুদ্দিন
51%
মোহাম্মদ আলী জিন্নাহ
8%
নুরুল আমিন
😢44🥰14👏14❤7😱4🤩1🏆1
১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় 'ভাষা দিবস' হিসেবে কোন দিনটি পালন করা হতো?
Anonymous Quiz
4%
২৫ শে জানুয়ারি
13%
১১ই ফেব্রুয়ারি
77%
১১ই মার্চ
6%
২৫ শে ফেব্রুয়ারী
❤22😢12🥰5🤔1😱1🫡1
😢28😱14🥰5🤩4🔥3🤔3👌2🫡1
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পর্যায়ে ১১ টি সেক্টরে মোট কতোজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন?
Anonymous Quiz
19%
১৩
43%
১৬
27%
১৭
11%
১৮
😢39❤26😱9🔥5🤔5🥰2🏆1
একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা?
Anonymous Quiz
19%
মুক্তিযুদ্ধের গল্প সংকলন
69%
মুক্তিযুদ্ধের পত্র সংকলন
12%
মুক্তিযুদ্ধের কবিতা সংকলন
0%
রাষ্ট্র ধর্ম ইসলাম
❤22😢13🔥8😱3🤔1🫡1
GK Phobia। Exam Mate
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পর্যায়ে ১১ টি সেক্টরে মোট কতোজন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন?
এখানে উইকিপিডিয়া অনুযায়ী মোট সেক্টর কমান্ডার ১৭জন দেওয়া। আর মুক্তিযুদ্ধ জাদুঘরের তালিকা অনুযায়ী ১৬জন সেক্টর কমান্ডার। এটাকেই নির্ভুল হিসেব ধরা হয়।
তাই ১৬-জনই সঠিক উত্তর।
তাই ১৬-জনই সঠিক উত্তর।
🔥136😱6😢3
বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশধনীর মূল বিষয় কি ছিলো?
Anonymous Quiz
4%
বহুদলীয় ব্যবস্থা
15%
বাকশাল প্রতিষ্ঠা
66%
তত্ত্বাবধায়ক সরকার
14%
সংসদে মহিলা আসন
🔥21😢19🥰12❤6😱2💯1
বঙ্গবন্ধুকে জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়?
Anonymous Quiz
71%
২৩মে ১৯৭৩
11%
২১মে ১৯৭৩
14%
২২মে ১৯৭৩
3%
২০মে ১৯৭৩
🥰40🔥12😢8🎉6😱5❤4🤔1🏆1
মেডিকেলে এবার ৩২ জন ১টা সিটের পিছনে।
ভয় হচ্ছে তাই না?
আমায় দিয়ে হবে কিনা,
কোচিং নাম্বার ভালো আসছে না,
সব ভুলে যাচ্ছি,
শেষ মুহূর্তে পড়া গুছাতে পারছি না।
আরে কত চিন্তা মাথায় আসছে,তাই না?
আজকে So called কোনো মোটিভেশান দিবো না।
শুধু এটাই বলবো।
ঐ যে উপরে যিনি বসে আছেন তিনি জানেন তুমি ডাক্তার হবার যোগ্য কি না
তাই তোমাদের কাজ হলো পরিশ্রম করা,আর ফলাফল তোমার অনুকূলে আসার এর জন্য সৃষ্টিকর্তার সাহায্য কামনা করা।
আর একটা কথা,এই শেষ সময়ে অনেক কিছু দেখবে,অনেক কিছু শুনবে।
কান দিবে না।
মনে রেখো তুমি যদি অনৈতিক কিছুর সাহায্য নাও তাহলে তুমি কিন্তুু যোগ্য কারো জায়গাটা দখল করলে,সহজ ভাষায় হল হক নষ্ট করলে। তাই এটা কখনো করবে না।
এটা নিয়ে একটা হাদিস বলছি,মন দিয়ে পড়বে।
" হজরত ইবনে মাসউদ (রা.) বলেন, কেয়ামতের দিন আমানতের খেয়ানতকারীকে হাজির করে বলা হবে, ‘তোমার কাছে গচ্ছিত আমানত ফিরিয়ে দাও। সে জবাব দেবে, হে আমার প্রভু, কীভাবে তা ফিরিয়ে দেব? পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে।
তখন তার কাছে গচ্ছিত রাখা জিনিসটি যেভাবে রাখা হয়েছিল ঠিক অনুরূপভাবে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে তাকে দেখানো হবে। অনন্তর তাকে বলা হবে, যাও, ওখানে নেমে ওটা তুলে আনো।
অতঃপর সে নেমে গিয়ে সেটি কাঁধে বয়ে নিয়ে আসবে। তার কাছে জিনিসটির ওজন পৃথিবীর সব পাহাড়ের চেয়ে বেশি মনে হবে। তার ধারণা হবে, তুলে আনলেই সে দোজখের আগুন থেকে নাজাত পাবে।
কিন্তু সে যখন জাহান্নামের শেষ প্রান্তে চলে আসবে, তখনই ওই জিনিসটি নিয়ে পুনরায় জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে পড়ে যাবে। এভাবে সে চিরকালই জাহান্নামে থাকবে "
ভয় হচ্ছে তাই না?
আমায় দিয়ে হবে কিনা,
কোচিং নাম্বার ভালো আসছে না,
সব ভুলে যাচ্ছি,
শেষ মুহূর্তে পড়া গুছাতে পারছি না।
আরে কত চিন্তা মাথায় আসছে,তাই না?
আজকে So called কোনো মোটিভেশান দিবো না।
শুধু এটাই বলবো।
ঐ যে উপরে যিনি বসে আছেন তিনি জানেন তুমি ডাক্তার হবার যোগ্য কি না
তাই তোমাদের কাজ হলো পরিশ্রম করা,আর ফলাফল তোমার অনুকূলে আসার এর জন্য সৃষ্টিকর্তার সাহায্য কামনা করা।
আর একটা কথা,এই শেষ সময়ে অনেক কিছু দেখবে,অনেক কিছু শুনবে।
কান দিবে না।
মনে রেখো তুমি যদি অনৈতিক কিছুর সাহায্য নাও তাহলে তুমি কিন্তুু যোগ্য কারো জায়গাটা দখল করলে,সহজ ভাষায় হল হক নষ্ট করলে। তাই এটা কখনো করবে না।
এটা নিয়ে একটা হাদিস বলছি,মন দিয়ে পড়বে।
" হজরত ইবনে মাসউদ (রা.) বলেন, কেয়ামতের দিন আমানতের খেয়ানতকারীকে হাজির করে বলা হবে, ‘তোমার কাছে গচ্ছিত আমানত ফিরিয়ে দাও। সে জবাব দেবে, হে আমার প্রভু, কীভাবে তা ফিরিয়ে দেব? পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে।
তখন তার কাছে গচ্ছিত রাখা জিনিসটি যেভাবে রাখা হয়েছিল ঠিক অনুরূপভাবে জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে তাকে দেখানো হবে। অনন্তর তাকে বলা হবে, যাও, ওখানে নেমে ওটা তুলে আনো।
অতঃপর সে নেমে গিয়ে সেটি কাঁধে বয়ে নিয়ে আসবে। তার কাছে জিনিসটির ওজন পৃথিবীর সব পাহাড়ের চেয়ে বেশি মনে হবে। তার ধারণা হবে, তুলে আনলেই সে দোজখের আগুন থেকে নাজাত পাবে।
কিন্তু সে যখন জাহান্নামের শেষ প্রান্তে চলে আসবে, তখনই ওই জিনিসটি নিয়ে পুনরায় জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে পড়ে যাবে। এভাবে সে চিরকালই জাহান্নামে থাকবে "
❤465😢214😱8🔥6🥰5🤔2👏1
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়?
Anonymous Quiz
3%
ক) ২৫ মার্চ, ১৯৭১
15%
খ) ২৬ মার্চ, ১৯৭২
17%
গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
65%
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
🥰27😢17🔥14😱6❤2🤔1
বাংলাদেশ গণপ্রজান্ত্রের ঘোষণা হয়েছিলো?
Anonymous Quiz
51%
ক) ১৭ এপ্রিল, ১৯৭১
29%
খ) ২৬ মার্চ, ১৯৭১
7%
গ) ১১ এপ্রিল, ১৯৭১
13%
ঘ) ১০ জানুয়ারি, ১৯৭১
😢49🥰30🔥14❤5
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন?
Anonymous Quiz
3%
ক)ইংরেজরা
4%
খ)ফরাসীরা
14%
গ) ওলন্দাজরা
78%
ঘ) পর্তুগিজরা
🥰24😢18🤔8🤩4❤2👏2