GK Phobia। Exam Mate – Telegram
GK Phobia। Exam Mate
56.5K subscribers
2.22K photos
19 videos
313 files
1.47K links
Download Telegram
Chemistry Mega Exam By Exam Mate

💠Exam Link:https://exammatebd.com/free-exam/

©Exam Mate Official
23🔥8
Easy bt Confusing:

➡️ অবিভক্ত বাংলার ১ম মুখ্যমন্ত্রী -->
একে ফজলুল হক
শেষ হলেন --> সোহরাওয়ার্দী

পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী --> খাজা নাজিম উদ্দীন
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী --> নুরুল আমিন

➡️ মুজিবনগর গঠিত হয়, মুজিব নগর স্বাধীনতা ঘোষণা করা হয় --> ১০ এপ্রিল

মুজিবনগর সরকারের শপথ, মুজিবনগর দিবস, গণপ্রজাতন্ত্রের ঘোষণা --> ১৭ এপ্রিল

➡️স্বাধীনতার ঘোষণা: ২৬ শে মার্চ,১৯৭১।

স্বাধীনতার ইশতেহার ঘোষণা: ৩রা মার্চ, ১৯৭১।
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি: ১০ ই এপ্রিল,১৯৭১।
স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত, অনুমোদন এবং পাঠ: ১৭ ই এপ্রিল,১৯৭১।                 
                      
➡️ মুক্তিযুদ্ধে সেক্টর --> ১১
সাব-সেক্টর --> ৬৪
অঞ্চল --> ৪

➡️ মুক্তিযুদ্ধে শহীদ হন--> মাদার মারিও
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত --> ওডারল্যান্ড

➡️ বঙ্গবন্ধু উপাধি- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯,রেসকোর্স ময়দান, উপাধি দেন তোফায়েল আহমেদ

জাতির জনক - ৩ মার্চ ১৯৭১, পল্টন ময়দান, উপাধি দেন আব্দুর রব

➡️ সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন -->২ মার্চ ১৯৭১
জাতীয় সংগীত সহ উত্তোলন--> ৩ মার্চ ১৯৭১
মানচিত্র খন্ডিত --> ২৩ মার্চ ১৯৭১

➡️ প্রথম রাষ্ট্রপতি --->বঙ্গবন্ধু

অস্থায়ী রাষ্ট্রপতি ---> সৈয়দ নজরুল ইসলাম

প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি --->আবু সাঈদ চৌধুরী

সরাসরি জনগনের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ---> জিয়াউর রহমান

➡️ বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পায়--> ১৯৯৭
টেস্ট--> ২০০০

➡️ সুন্দরবনকে UNESCO বিশ্ব ঐতিহ্য ঘোষণা দেয়--> ১৯৯৭
বাংলাদেশ সরকার দেয় --> ১৯৯৯

➡️স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা --> ২৬ মার্চ ১৯৭১

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় -->১৬ ডিসেম্বর ১৯৭২

➡️ ৬ দফা --> ম্যাগনাকার্টা
৭ মার্চ --> গেটিসবার্গ

➡️ ভারতের ১১১টি সিটমহল বাংলাদেশে
বাংলাদেশের ৫১ টি ভারতে

➡️ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক --> বঙ্গবন্ধু, প্রধান সেনাপতি --> ওসমানী

➡️ ঢাকা , ক্রাক প্লাটুন
-->২ নাম্বার সেক্টর
সুন্দরবন-->৯
মুজিবনগর -->৮


➡️ আমার ভাইয়ের রক্তে...  প্রথম সুরকার --> আব্দুল লতিফ
বর্তমান সুরকার --> আলতাফ মাহমুদ

মুক্তিযুদ্ধে প্রথমঃ

🔸প্রথম পতাকা উত্তলনঃ ২মার্চ,১৯৭১
🔸প্রথম সশস্ত্র প্রতিরোধঃ১৯মার্চ,১৯৭১(জয়দেবপুর,গাজীপুর)
🔸প্রথম শত্রুমুক্ত জেলাঃযশোর(৬ ডিসেম্বর,১৯৭১)
🔸প্রথম বাংলাদেশেকে স্বীকৃতি দানকারী দেশঃভুটান
🔸প্রথম শহীদ বুদ্ধিজীবীঃ সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহা
🔸প্রথম প্রামাণ্যচিত্রঃStop Genocide
🔸প্রথম উপন্যাসঃ রাইফেল রোটি আওরাত
🔸প্রথম চলচ্চিত্রঃ ওরা ১১ জন (বঙ্গবন্ধু সরাসরি অভিনয় করেছেন)
🔸প্রথম ভাস্কর্যঃ জাগ্রত চৌরাঙ্গী


➡️ ভাষা আন্দোলন নিয়ে ছবি- জীবন থেকে নেওয়া ( জহির রায়হান)

দেশভাগ নিয়ে --> চিত্রা নদীর পাড়ে

গণঅভ্যুত্থান নিয়ে --> চিলেকোঠার সেপাই


➡️ শিখা চিরন্তন -সোহরাওয়ার্দী উদ্যান
শিখা অনির্বান- ঢাকা সেনানিবাস

➡️ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ -->২মার্চ, ১৯৪৮

সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় --> ৩১ জানুয়ারি, ১৯৫২

পাকিস্তান গনপরিষদে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি --> ৯মে,১৯৫৪

পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়- ১৬ ফেব্রুয়ারি,১৯৫৬

➡️Confusion

৭ইমার্চের ভাষণ -৫ম
স্বাধীনতার ঘোষণা - ৬ষ্ঠ
স্বাধীনতার ঘোষণাপত্র- ৭ম

➡️ ভাষা আন্দোলন বিষয়ক

* উপন্যাস --> আরেক ফাল্গুন
( জহির রায়হান)

* কবিতা --> কাঁদতে আাসিনি..
( মাহবুব উল আলম)

* নাটক--> কবর
( মুনীর চৌধুরী)

* চলচ্চিত্র --> জীবন থেকে নেওয়া
( জহির রায়হান ) এই চলচ্চিত্রে সর্বপ্রথম " আমার সোনার বাংলা " গানটি ব‍্যবহৃত হয়

➡️ সেতারা বেগম, কাঁকন বিবি, তারামন বিবি,ইউক্যাচিং মারমা

সেতারা বেগম ~ সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান, ২ নং সেক্টরে ছিলেন

কাঁকন বিবি ~ আলোচিত মহিলা মুক্তিযোদ্ধা কিন্তুু খেতাব পান নি, মুক্তির বেটি নামে পরিচিত, খাসিয়া সম্প্রদায়ের

তারামন বিবি~ ১১ নং সেক্টরে ছিলেন

ইউক্যাচিং মারমা~ ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জনসমাজ থেকে একমাত্র বীর বিক্রম খেতাব পেয়েছেন

➡️ বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক

বর্তমানে-
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
বীরউত্তম- ৬৮ জন
(মুক্তিযোদ্ধা ৬৭ জন)
বীরবিক্রম- ১৭৪ জন
বীরপ্রতীক- ৪২৪ জন
মোট খেতাবধারী-  মোট ৬৭৩ জন  (মুক্তিযোদ্ধা ৬৭২ জন)
বিস্তারিত -
https://news.1rj.ru/str/ConfusingQuestions8/2080

➡️ মুক্তিযুদ্ধভিত্তিক দেশের প্রথম জাদুঘর --> ঢাকার সেগুনবাগিচায়, পরে আগারগাঁও নেওয়া হয়

মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত বাংলাদেশের প্রথম এবং একমাত্র ভূগর্ভস্হ জাদুঘর -->
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর

➡️ রাজেন্দ্রপুর সেনানিবাসে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম--> রক্ত সোপান
(র= রাজেন্দ্রপুর,রক্ত)

ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম --> বিজয় কেতন

© Tahmin & Tahmim

© Gk Phobia
287🥰20🔥13🤔3🤩3🎉2👌2😱1
Forwarded from PDF Zone
Questions_230307222918.pdf
273.6 KB
🛑GK Mega Exam by Exam Mate

💠Participants:4368
🔥11😢75😱3
আর মাত্র কয়েক ঘন্টা। সবার সব পরিশ্রম,নির্ঘুম রাত, ক্লান্ত চোখে বই এর পাতা উল্টানো সব কিছুর ইতি হতে চলেছে। স্বপ্নের সাদা অ্যাপ্রোন,নামের পাশে একটা টাইটেল সব কিছু খুব কাছ থেকে হাতছানি দিচ্ছে। তুমি চাইলেই পারো,কি পারো না নিজের না ঘুমিয়ে রাত জাগা স্বপ্নগুলোকে পূরণ করতে!?
এটা যদি হয়ে থাকে তোমার চাহিদা,তুমি ঠিক পারবে, তোমাকেই পারতে হবে।

ঠাণ্ডা মাথায় নিজেকে সামলিয়ে ১ঘণ্টা কাটিয়ে ওঠার মতো দু:সাহস তোমাদের আছে আমরা মানি।নিজের প্রতি এই বিশ্বাসটা অটল রাখো শেষ মুহূর্তে,তুমি পারবে।


👉এক পলকে দেখে নাও পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যেতে হবে:
🔶 নিজের ছবি সহ প্রবেশ পত্রের রঙ্গিন কপি
🔷 এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি
🔶 দুইয়ের অধিক কলম রাখার চেষ্টা করবে এবং এমন কলম রাখতে যাতে বাইরে থেকে কলমের কালি দেখা যায়।
🔷 ফাইল রাখার খুব প্রয়োজন হলে স্বচ্ছ ফাইল নিয়ে যাবে যাতে বাইরে থেকে কাগজপত্র গুলো দেখা যায়।
🔶 নিজের শক্ত মনোবল এবং নিজের প্রতি আস্থা।

স্বপ্ন পূরণের প্রচেষ্টায় Exam Mate এর পক্ষ থেকে সবার জন্য শুভকামনা❤️
232🥰10🔥6😢2
তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিবা সবার জন্য মন থেকে দোয়া রইল। ভয় না পেয়ে ভালোভাবে পরীক্ষা দিও।

একটা কথা বলে দেই।
চান্স পেলে বিশ্বের সবচেয়ে সম্মানিত পেশার অংশ হতে পারবা তখনও তোমরা তোমাদের মা বাবার চোখের মণি হয়ে থাকবে আর চান্স না পেলেও সেটার কখনো পরিবর্তন হবে না।
মোটে পরিস্থিতি যাই হোক তোমরা হারছো না।
সবার জন্য শুভকামনা। আল্লাহ তোমাদের জন্য যেটা কল্যানকর মনে করেছেন সেটা সঠিক সময়ে দিক 💚
250😢10
কেমন গেলো সবার?
😢283
Forwarded from Biology Phobia।Exam Mate (Hasibul Hasan)
আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে,
তোমাদের যার যে প্রশ্নটা মনে আছে সেটা একটু কাইন্ডলি কমেন্টে জানাও ৷
দ্রুত উত্তর দেওয়া হবে সব প্রশ্নের , ইনশাআল্লাহ
12
তারপর বলো,জিকে কেমন হলো তোমাদের?
😢129
8
Collected
😢318🔥2🥰1
প্রশ্ন কেমন ছিল?
Anonymous Poll
58%
কঠিন
7%
সহজ
35%
স্ট্যান্ডার্ড
😢45🔥52👏1🤔1😱1
তোরা যারা পরীক্ষা দিয়েছো
আর মন খারাপ করে থেকো না।

মনে রেখো,আজ শুক্রবার।

আল্লাহর কাছে শুধু এটা বলো যে,
আমি যদি ডাক্তার হবার যোগ্য হই তুমি আমাকে আমার যোগ্যতম স্হান টা দিয়ো 🤲
169😢19🔥3
মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০২৩

সাধারণ জ্ঞান

1) নূর মোহাম্মদ কত নম্বর সেক্টরে ছিলেন--৮নং।
2) ছয় দফা দাবির অর্থনৈতিক বিষয় ছিল কয়টি--৩ টি।
3) ইউরোপের মধ্যে কে সবার আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়--পূর্ব জার্মানি
4) কবে ভারতীয় মুক্তিবাহিনী দেশ ত্যাগ করে--১২ ই মার্চ ১৯৭২
5) আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানের প্রথম সুরকার কে--আবদুল লতিফ(১ম)
6) পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন--ড.গোবিন্দ চন্দ্র দেব।
7) ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিল--পর্তুগিজরা
8) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি--পুন্ড্র
9) স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল--কেন্দ্রীয় শহীদ মিনার।
10) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি--মা
87😢40🔥8🥰4
21🥰6😢5
সরাসরি ৬টা প্রশ্ন এসেছে।
আর পরোক্ষ ভাবে বাকি ৩টা প্রশ্নও পারবে যদি রেগুলার ফলো করো আমাদের চ্যানেল
83😢9🥰1