GK Phobia। Exam Mate – Telegram
GK Phobia। Exam Mate
56.5K subscribers
2.22K photos
19 videos
313 files
1.47K links
Download Telegram
একটা কথা! যাদের জন্য চবি তে দেওয়া সুবিধাজনক আর মেডিকেলের প্রিপারেশন নিছো তারা চাইলে চবি ঘ ইউনিটের জন্য একটা ট্রাই করতে পারে। কাল আবেদনের শেষ দিন। তুমি তো জিকে পড়ছোই মেডিকেলের জন্য। এবার মেডিকেলের সিলেবাস আর ভার্সিটি খ/ঘ এর সিলেবাস(জিকে) প্রায় কাছাকাছি। এক্সর্টা যা পড়া লাগবে পড়বা। যেহেতু সময় আছে কয়েকদিন(ডেন্টাল,এফএমসির পরও)। আর ইংরেজি মেডিকেলের জন্য অলরেডি পড়ছো। বাকি থাকে বাংলা আর মানসিক দক্ষতা। বাংলা ইন্টারমিডিয়েটে পড়ছো। আরো পড়তে হবে বাট আগে যেহেতু পড়া আছে তাই কষ্ট হবে না। মানসিক দক্ষতা প্রিভিয়াস সলভ করলে অনেকটা পারবা। এমনিতেও তো যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা চবি ক ইউনিটে দিবা, তাই না? চবি ক ইউনিটে কিন্তু বাংলা মাস্ট দাগাতে হয়। তো যদি চবি ক ইউনিটের জন্য বাংলা পড়ো তাহলে চবি ঘ বা খ একটা এক্সর্টা অপশন পাচ্ছো। আবেদনে শেষ দিন আগামীকাল। বিষয়টা ভেবে দেখতে পারো!
34👏1
20👏1
আর হ্যা,চবি ক ইউনিটের পরীক্ষা অনেকটা মেডিকেল প্যাটার্নের হয়। তবে বাংলা, ইংরেজিতে আলাদা পাশ করতে হয়।
🔥14
মেয়েদের ইনবক্সে এসব মেসেজ করতে লজ্জা লাগে না ভাই আপনাদের?
😢95😱8🤔1🫡1
এই জিনিসটা আমরা হাজার চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছি না। ট্রাস্ট মি! কিছু বদমাশ সুন্দর পড়াশোনার পরিবেশটা নষ্ট করে। কাউকে কোনো ছেলে বাজে মেসেজ করলে আমাদের জানাবেন দয়াকরে

@Froozen_Fire
61🔥5👏4🥰3
Forwarded from Exam Mate Official
অনেকেই আজ চান্স পাওয়ার খবর দিয়ে আমাদের মেসেজ করেছে। তবে আমরা ইচ্ছাকৃতভাবে টেলিগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করিনি।

আমাদের লক্ষ্য ছিল, অন্তত রেজাল্টের দিনে এ ধরনের কিছু না শেয়ার না করি।

ইনশাআল্লাহ, আমাদের ব্যাচ থেকে যারা চান্স পেয়েছে তাদের তালিকা পরে দেওয়া হবে।
91
GK Phobia। Exam Mate
সাম্প্রতিক ক্যাপসুল-৪.pdf
কবে দিবা পরীক্ষা?
🤔81
ক্যাপসুলের ৪ এর পরীক্ষা আগামীকাল!!
292🔥2🥰1
যাদের পরীক্ষায় সাম্প্রতিক জিকে লাগবে,তারা সবাই দিবা। হোক ঢাবি,ডেন্টাল,এএফএমসি বা অন্য ভার্সিটি!
662🔥2
আজ চবির আবেদনের শেষ দিন। যাদের মেডিকেলে হয়নি,কিন্তু চবিতে দেওয়ার সুযোগ আছে তারা প্লিজ 'চবি ক' টা মিস দিও না!
8
সতর্কতা:

চবি ক তে বাংলা, ইংরেজি মাস্ট দাগাতে হয়।এবং আলাদা পাশ করতে হয়। মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি, বা বায়োলজি /ম্যাথে যত ভালো মার্ক পাও তুমি যদি বাংলায় ১০ এ ৩ এবং ইংরেজিতে ১৫ তে ৪ না পাও তুমি ফেল।

আর এখানে বায়োলজি বা ম্যাথ যেকোনো একটা দাগাতে হয়। যার যেটা ইচ্ছে!
383
ওহ হ্যা আজ ডেন্টালের ও শেষ দিন!
3
CU ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায়

বাংলায় ১০,
ইংরেজিতে ১৫,
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে।


পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিকে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।
👏17132🤔2
জিপিএ হিসাব।

মোট:২০

এসএসসি *২+ এইচ এস সি*২
3
GK Phobia। Exam Mate
জিপিএ হিসাব। মোট:২০ এসএসসি *২+ এইচ এস সি*২
ওয়েট জিপিএর বিষয়টা নাকি চেইঞ্জ হয়ছে,আমি নিশ্চিত হয়ে জানাবো
21
চবি তে ক্যালকুলেটর ইউজ করা যায়!
🔥447😱1
SDG অর্জনের সময়সীমা-
Anonymous Quiz
9%
২০২৮
12%
২০২৯
69%
২০৩০
10%
২০৩১
🔥147😢5