GK Phobia। Exam Mate – Telegram
GK Phobia। Exam Mate
56.5K subscribers
2.22K photos
19 videos
313 files
1.47K links
Download Telegram
শায়লা আফরিন।

ঢাবি ক (অবিজ্ঞান): ৬৮ তম
জাবি সি ২য় শিফট ১৫ তম।
বিইউপিতে ২৭ তম।
ঢাবি খ ৪২৭ তম

প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট!
🥰178🔥3
কেমন ছিলো শায়লা আফরিনের এডমিশন জার্নি? জেনে নেই শায়লা আফরিননের কাছ থেকেই...

আমার অ্যাডমিশন জার্নি শুধু ছিল DU কেন্দ্রিক। আমি Inter এ আর্টস  নিয়েছিলাম, শুধু DU এর B ইউনিটকে টার্গেট করে। আলহামদুলিল্লাহ, একাডেমিক থেকেই আমি সেই অনুযায়ী আগানো শুরু করেছিলাম। HSC লেভেলে যদিও অ্যাডমিশনের  তেমন একটা প্রস্তুতি নেইনি, কিন্তু একাডেমিক পড়ালেখা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করতাম। এরপর HSC পরীক্ষার পর আমার অ্যাডমিশন প্রস্তুতি পুরোপুরি শুরু হয়। আমি দিনে গড়ে ১০ ঘণ্টার মতো লেখাপড়া করতাম এবং একটি স্টপওয়াচ ব্যবহার করে পড়তাম, যাতে টার্গেট সেট করার পর সেটা পূর্ণ করতে সুবিধা হতো। আর যেকোনো বিষয়ে সফলতা লাভ করতে হলে আল্লাহর কাছে মন থেকে চাইতে হয়, কারণ আল্লাহই একমাত্র সব সমস্যার সমাধান করে দিতে পারেন। তাই আল্লাহর সাথে কানেকশন বাড়াতে হবে এবং তার কাছ থেকেই সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহর অসীম রহমতে আমি প্রথমে BUP-তে পরীক্ষায় ২৭ তম হয়েছিলাম, আর তখনই আমার মনে হয়েছিল, যেন আমার পায়ের নিচে মাটি পেয়েছি। আমি ইংরেজি এবং বাংলা টেক্সটবুক খুব ভালো করে পড়ার চেষ্টা করেছি এবং প্রচুর প্র্যাকটিস করতাম, আর এই প্র্যাকটিসে আমাকে ইংরেজি ফোবিয়া, বাংলা ফোবিয়া এবং জি কে ফোবিয়া অনেক সাহায্য করেছে। তাই আমি এখানকার একটি পেইড ব্যাচেও ভর্তি হয়েছিলাম, যেন আরও বেশি প্র্যাকটিস করতে পারি। পাশাপাশি আমি অফলাইন ও অনলাইন কোচিংয়ে ভর্তি ছিলাম। এরপর JU তে আমি ১৫ তম হয়েছিলাম এবং অবশেষে DU তে ৪২৭ তম স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অ্যাডমিশন পিরিয়ডে ভালো করার একটি টেকনিক হল বেশি বেশি পরীক্ষা দেয়া, আর তাই আমি প্রচুর পরীক্ষা দিয়েছিলাম এবং আমি অঙ্গীকার ব্যাচে ভর্তি হয়ে অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, যা আমার জন্য অনেক উপকারী ছিল। আর বাংলা, ইংরেজি বিশেষ করে জি কে ফোবিয়া থেকে  আমি যে পরিমাণ উপকার পেয়েছি, তা বলার বাইরে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভাইয়া। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া রইল।আর আমি আপনাদের কাছে  দোয়াপ্রার্থী।☺️
30🤔2👌1
পরীক্ষা দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, যারা চান্স পেয়েছে তাদের যে কাউকে জিজ্ঞেস করলে বুঝবে। গত ক’দিনে আমার কাছে যতজন মেসেজ দিয়েছে, তাদের সবার সমস্যার ধরণ একই—

“ভাইয়া, ভালো পরীক্ষা দিই, অনেক পড়েছি, কিন্তু কেন জানি না পরীক্ষায় ভুল হচ্ছে, চান্স হচ্ছে না।”

আমি তাদের সবাইকে একটাই সমাধান দিয়েছি— পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা দাও!

আমার মতে, এডমিশনের শেষ সময়ে এসে একজন পরীক্ষার্থীর দৈনিক কমপক্ষে ৪-৫টি পরীক্ষা দেওয়া উচিত। অথচ তোমরা পরীক্ষা দিতে ভয় পাও। এ কারণেই মূল পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়ো।

বাসায় তোমার পরীক্ষায় যতই ভুল হোক, যদি ভুলের ভয়ে প্র্যাকটিস না করো, তাহলে তোমার সেই দুর্বলতাগুলো কখনো পূরণ হবে না।

পরিশেষে, সবার প্রতি অনুরোধ— পরীক্ষা দিতে কেউ কার্পণ্য করো না।
18😢2
MD mahi

JnU : 125 th(B unit)
DU (B):750th

প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট!
🔥11
চবি ঘ রেজাল্ট প্রকাশিত
😱54
ফেইক ফেইক না করে পিডিএফটা খুললেই পারো
8
আশ্চর্য মানুষজন। আমি পিডিএফ দিছি ভাই। ওটা দেখো কি দেওয়া আছে। না দেখেই ফেইক ফেইক করে চিল্লানোর মানে বুঝিনা।
😢112
Idea nite paro
1
পজিশন বলার সময় কোন গ্রুপ থেকে সেটাও বলো। না হয় বুঝবো কেমনে🙂
😱6
Forwarded from Exam Mate Official
⚠️ নোটিশ

⚡️আগামীকাল থেকে Exam Mate-এর RU A Unit এবং C Unit Exam Batch এর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যারা এখনো ভর্তি হওনি, দ্রুত Enroll করে ফেলো!

ভালো প্রস্তুতির জন্য সময় নষ্ট না করে এখনই যুক্ত হও।

Exam Mate হোক তোমার সাফল্যের সঙ্গী!


🔛RU C Unit Batch Details

🔛RU A Unit Batch Details
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
1🔥1
সানজিদা জাহান রিপা। চবি ঘ ৫৭ তম।(বিজ্ঞান) রাবি,চবি ব্যাচ।
13👏1
A H Nishan

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বি ইউনিট-৮১৩
সি ইউনিট-৬৮৪
ডি ইউনিট-৯২২
RU,CU ব্যাচ
7👏1
Raisa

143th

Ru CU batch
👏6
নাজনীন নিশা
৭২৮ তম

চবি রাবি ব্যাচ
👏4
আমাদের রাহাত

১৩৫ তম।চবি ঘ।
19🔥2
Israt Ismail ira

1742 th(Commerce)
Ru cu batch
Taskina sufola

421th (science )

Ru cu batch
Majhar priyam(arts)

1448 th

Ru cu batch