GK Phobia। Exam Mate – Telegram
GK Phobia। Exam Mate
56.5K subscribers
2.22K photos
19 videos
313 files
1.47K links
Download Telegram
১৩. কোন সালের প্রভাত ফেরীতে " একুশের গান " আমার ভাইয়ের রক্তে রাঙানো..... গানটি পাওয়া যায়?
Anonymous Quiz
9%
১৯৫৯
47%
১৯৫২
38%
১৯৫৪
5%
১৯৬২
😢3213🔥9
১৪. ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করা হয়?
Anonymous Quiz
20%
চিরঞ্জীব মুজিব
68%
মুজিব একটি জাতির রূপকার
4%
ছিটমহল
7%
টুঙ্গী পাড়ার মিয়াভাই
21😢14🔥3
১৫. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে RTC এর পূর্ণরূপ কি?
Anonymous Quiz
35%
Road and transport corporation
55%
Round table conference
9%
Royal technical committee
1%
Rawalpindi
14😢11🔥4
আপু ১ মিনিট। সরি। বাচ্চারা। আপনারা যে আমাদের পাত্তা দেন না তা স্পষ্ট। যেদিন জন্মদিন সেদিন ই আমি এই পোল দিয়েছিলাম। ভেবেছিলাম এখন সবাই ঠিক দাগাবে। কিন্তু না। সঠিক থেকে ভুল বেশি। দেখবা আমাদের এখান থেকে কমন আসবে। হুবহু ই আসবে। কিন্তু তুমি পারবে না। এই নাও প্রমাণ।
19😢18
১৬. শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে?
Anonymous Quiz
95%
মা
2%
বাবা
2%
শিক্ষক
1%
আত্মীয়-স্বজন
29🎉5🤩5🔥1
😢30🔥138😱2
১৮. নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
Anonymous Quiz
7%
বাংলামন্ডি
58%
ব্রি বঙ্গবন্ধু ১০০
13%
ডি এল
22%
সোনার বাংলা ১
15😱15😢12🤩6
১৯. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
Anonymous Quiz
21%
চরম পাঠ
13%
সংবাদ পরিক্রমা
60%
চরম পত্র
6%
বজ্রসাহস
🔥14😢14😱2🤩2🎉1
২০. সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই । চরণটির রচয়িতা কে?
Anonymous Quiz
69%
চণ্ডীদাস
13%
গোবিন্দ দাস
13%
মুকুন্দ দাস
5%
বৃন্দাবন দাস
🤩19😢11🔥4
শেষ😇

এবার বলেন কে কত পেলেন 20 এর মধ্যে?
যাদের কাছে ইজি লাগছে তাদের বলি এটা প্রাইমারির শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রশ্ন এমনই হবে🤲🏻
আমার আপুর জন্য দোয়া করবেন চাকরি সবার জন্য ইম্পোরটেন্ট না হলেও কিছু মানুষের জন্য খুবই জরুরী
47🔥1
প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমাদের কাছে সবার এক্সপেক্টটেশন  অনেক বেশি ছিলো। হয়তে সেটা ঠিক ভাবে পূরন করতে পারি নি। সবাই বলেছিলে কয়েকটা পরীক্ষা নিতে ফুল জিকের উপর। কিন্তু নেওয়া হয়নি।  কারণ সামনে তো আমাদের ও পরীক্ষা। আগামীকাল অনেকেরই পরীক্ষা। আর অনেকের আমাদের নিয়ে অনেক অভিযোগ আছে। আমরা তোমাদের নাকি ভুল শিখিয়েছি এমন। আমরা তো আর সবজান্তা না। তাই ভুল হতেই পারে। সংশোধন করার চেষ্টা করেছি সবসময়। তোমাদের এই সন্ধিক্ষণে পারলে মাফ করে দিও আমাদের।  এই জার্নিতে এসে অনেক ভালেবাসা পেয়েছি আবার কটু কথাও শুনেছি বেশ।  ভালোবাসার প্রতিদান দেয়ার চেষ্টা করেছি সমসময়। সবার প্রতি দোয়া রইলো। আমাদের জন্যেও দোয়া কইরো।
84😢1
আপনাদের যদি মনে হচ্ছে এক্সাম এর আগে এসে আমরা ফাইজলামি করতেছি তো ঠিক আছে,,, আমরা এক্সাম এর আগে অবধি পোল দেয়া অফ রাখবো
কারো মাথা নষ্ট করার ইচ্ছা আমাদের নাই,,,,, এই কয়দিন নিজেরাই প্র্যাকটিস করেন আর আমরাও আমাদের পড়া পড়ি😇 এক্সাম শেষে মেডিকেলের প্রিপারেশন আবার যারা নিবে তাদের জন্য সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন করা হবে🤲🏻

স্যরি ভুলভাল প্রশ্ন করার জন্য । ভুলভাল প্রশ্ন করি আমরা এতে হুদাই আপনাদেরও টাইম ওয়েস্ট আমাদেরও । তার থেকে বেটার হবে এক্সাম এর আগে অবধি পোল অফ রাখা । নিজেরা ভালো মতো পড়েন 😊 সবাইকে বেস্ট অফ লাক 🌻 পারলে আমাদের মাফ করে দিয়েন ভুলভাল শিখানোর জন্য🙏
😢52
প্রশ্ন করতে গিয়ে ভুল একটা অপশন ভুলে দিয়ে দেয়া অস্বাভাবিক না।মানুষ মাত্রই ভুল।আপনারা পরীক্ষার প্রেশারে আছেন ঠিকাছে কিন্তু সহনশীল আচরণ আমরা প্রত্যাশা করি।এক্সাম তো এডমিনদেরও আছে।ধৈর্য আপনাদের চেয়ে বেশি বোধ হয় আমাদেরই ধরতে হয়।এডমিশনের প্রেশারের সাথে আপনাদের কটু কথা যুক্ত হয়ে আমাদের দিনকে খারাপ করতে যথেষ্ট।মুখের বুলি বুলেটের চেয়েও ভয়ানক।তাই কথা বলার আগে ভেবে চিন্তে বলবেন।৯৯ টা প্রশংসনীয় কাজকে ১ টা মাত্র ভুল হওয়ার কারণে অগ্রাহ্য করা খুব বড় অকৃতজ্ঞতার লক্ষণ।আপনারা শুধরে দিলে আমরা শুধরে নিই নিজেদের।কোনোদিন নিজেদের ভুলের পক্ষে সাফাই গাই না।Be humble guys.এটা কোনো এডমিশন পরীক্ষায় না আসলেও এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।কমেন্ট করার আগে ভেবে চিন্তে করবেন।
আর এরকম কটু কথা বা অকৃতজ্ঞতা ইঙ্গিতকারী কথা বা inappropriate কিছু দেখলে সত্যি বলছি No mercy rule ফলো করা হবে। It was the last warning নিজেদের স্বার্থে একটু ভদ্র থাকুন অন্তত।
47🔥3
সমস্যা নাই অন্য অ্যাডমিনরা পোল দিবে

কিন্তু এক্সাম এর আগে আমি আর পোল দিবো না😊
আমি ধৈর্য্যশীল কিন্তু এতোটাও না । আমি বাড়ির মানুষের কটু কথা সহ্য করতে পারি না আরো তো বাইরের মানুষ😅
আর হ্যাঁ দয়া করে আমার উপর কেউ মন খারাপ করে থাকবেন না🙏
আমি কনফিউশন দূর করার জন্য পোল টা দিছিলাম কজ আমি নিজেও প্রথমে দেখে ভাবছিলাম ভুল আছে কিন্তু না ঠিকই আছে । তাই সেটা জানাইলাম । কিন্তু এটা করে দেখি আমি ভুল করে ফেলছি । সবাইকে স্যরি😊🙏
😢34
এই সংখ্যাতে আর নিজেকে ইনক্লুড কইরেন না।এরকম ২-৩ জনের জন্য সবার ক্ষতি করতে চাই না।
No..Nah and Khalid Saifullah Both are Banned from the channel
এবং আমি সবগুলো চ্যানেলেই ব্যান করেছি।
প্রয়োজন আমাদেরকে কঠোর করতে বাধ্য করে।সেটা আমরা চাই না।বাধ্যও করবেন না প্লিজ।
64
GK Phobia। Exam Mate
সরকারী হিসাব মতে বাংলাদেশীদের গড় আয়ু কত বছর?
এটা 72.8 হবে
আমি চেক দেই নি তাই মিস্টেক হয়ে গেছিলো স্যরি।
আর 37তম বিসিএস তো অনেক আগে হইছে ওইটা তখনকার পরিসংখ্যান ছিলো
40🔥3
যারা পরীক্ষা দিছো মনে পড়ে?
18😱3
মনে পড়ে বাচ্চারা??
🔥18