GK Phobia। Exam Mate – Telegram
GK Phobia। Exam Mate
56.5K subscribers
2.22K photos
19 videos
313 files
1.47K links
Download Telegram
5
13
১৯৭৫ সালে বঙ্গবন্ধু র পরিবারের কত জন সদস্যকে খুন করা হয়?
Anonymous Quiz
13%
১০
32%
১২
33%
১৬
21%
😢32😱27🎉5🔥2
ঘুমের সমস্যা:-

একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসাবে ভালো ঘুমের কিছু নির্দেশনা বর্ণনা করলাম :

ঘুমের এই সমস্যা আমাদের অনেকের। এর সমাধান করার চেষ্টা করে আমরা অনেকেই ব্যর্থ হয়ে থাকি। রাতের প্রথম ভাগে ঘুমাতে চাই কিন্তু ঘুম যেন আমাদের সাথে আড়ি করে বসে আছে যে আমি রাত ২ টার আগে তোমাদের চোখে ধরা দিব না। দেরীতে ঘুমানোর কুফল আমরা অনেকেই হাড়ে হাড়ে টের পাই কিন্তু কোনভাবেই ঘুমকে বসে আনতে পারিনা। আপনি হয়তো অবাক হবেন যে প্রায় প্রতিটি মানুষ কখনো না কখনো ঘুমের সমস্যায় ভোগেন! অর্থাৎ ঘুম ভাল হয় এমন মানুষও গ্যারান্টি দিয়ে বলতে পারবেনা যে সারাজীবনই তার ভাল ঘুম হবে। আবার ঘুমের সমস্যা আছে , এমন মানুষের সারাজীবন মন্দ ঘুম হবে তাও নয়। ঘুম ঠিক থাকলে আমাদের মন সতেজ থাকে এবং আমাদের কর্মদক্ষতা বাড়ে।

আমাদের শরীলের মেলাটোনিন নামক একটি হরমোন আছে যা আমাদের ঘুমের সাথে জড়িত। সাধারণত আলোর উপস্থিতিতে মেলাটোনিনের ক্ষরণ কমে যায়। কেউ যদি রাতে না ঘুমিয়ে দিনের আলোতে ঘুমাতে যান তাহলে তাকে মেলাটোনিনের অনুপস্থিতিতে ঘুমাতে হবে যা তাকে ঘুমের গভীর স্তরে যেতে বাধা দিবে। নতুন এক গবেষণায় দেখা গেছে, পর্দার আলোর কারণে শরীরে ঘুমের জন্য দায়ি হরমোন মেলাটোনিনের নিঃসরণ ক্ষতিগ্রস্ত হয়।আলো যত বেশি উজ্জ্বল হয়, মেলাটোনিনের উৎপাদন ততটাই কমে।ঐ গবেষণার জ্যেষ্ঠ গবেষক, মনোরোগবিদ্যা ও মনুষ্য আচরণবিদ্যার অধ্যাপক মেরি সারস্কাডন বলেন, “রাতে সামান্য আলো যেমন: স্ক্রিনের আলো ঘুমের উপর ক্ষতিকর প্রভাব ফেলার জন্য যথেষ্ট।”

ভাল ঘুমের জন্য আপনাকে কিছু নিয়ম-কানুন মেনে চলা জরুরি। এই নিয়ম কানুন মেনে চললে আপনার ঘুমের সমস্যা ধীরে ধীরে কমে যাবে। যাদের ঘুমের সমস্যা আছে তারা কয়েকটি ধাপে নিয়ম মেনে চলতে পারেন।

ক। দিনের কাজ ১। কোন ভাবেই দিনের আলোতে ঘুমাতে যাবেন না। আর দিনে ঘুমালে আপনার ঘুমের চাহিদা কিছুটা কমে যায় ফলে রাতে ঘুম আসতে দেরি হতে পারে। ২। বিকেলের পর আর চা বা কফি পান করবেন না। এগুলিতে এমন উপাদান আছে যা রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়। ৩। দিনে আধঘণ্টা বা এক ঘণ্টা ব্যায়াম রাতে আপনাকে ভালো ঘুম এনে দেবে।

খ। রাতের কাজ
১। রাতে ভারী খাবার এড়িয়ে চলুন এবং কমপক্ষে এক ঘন্টা আগে আপনার ডিনার শেষ করুন ২। ঘুমানোর এক ঘন্টা আগে নিজেকে যে কোন স্ক্রিন থেকে বিরত রাখুন। ৩। নিজের সাথে কথা বলুন যে একটু পর আমি ঘুমাতে যাব /এখন আমি ঘুমাতে যাচ্ছি। এটা আপনার ব্রেইন কে ঘুমের জন্য পজিটিভ মেসেজ দিবে ও ঘুমের জন্য রেডি করবে। ৪। ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন। ঘুমের জন্য এটা ভাল। ৫। এমন ভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন যাতে আপনার সব কাজ ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে শেষ হয়।

. সাধারণ কাজ
১। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাবেন এবং একই সময় ঘুম থেকে উঠবেন। দৃঢভাবে আপনি এই নিয়মটা অনুসরণ করুন। ২। ঘুম ছাড়া কখনই অন্য কাজে আপনার বিছানা ব্যবহার করবেন না। বিছানায় শুয়ে কোন এক্সসাইটিং মুভি বা ভিডিও দেখবেন না। ৩। অন্ধকার এবং শব্দমুক্ত রুমে সহনীয় তাপমাত্রা আপনি ঘুমাতে যেতে পারেন ৪। আপনার পরবর্তী কাজগুলি খাতায় নোট করে রাখুন। তাহলে ঘুমানোর সময় সেগুলো নিয়ে নতুন করে চিন্তা করতে হবেনা। ৫। যদি কোন চিন্তা বার বার মনে আসে তাহলে তা খাতায় নোট করে রাখবেন। ৬। অন্যকে ক্ষমা করুন- বলুন যে তোমাকে ক্ষমা করে দিলাম নিজে ভাল থাকবো তাই। কারও উপর রাগ / কোন নেতিবাচক আবেগ নিয়ে ঘুমাতে গেলে তা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ৭। ৭/৮ ঘন্টা ঘুমাতে পারেন। ঘুম না আসলেও এর বেশি সময় বিছানায় শুয়ে থাকবেন না। ৯। ঘুমের অভ্যাস পরিবর্তনের জন্য উঠেপড়ে এর পিছে লাগাবেন না। ১০-১৫ দিন বা তার কিছু বেশি দিন এর জন্য টাইম দিন।

ঘ. ঘুমের সময়
১। কখনই ভাববেন না যে কেবল রাত ১১টা ( অন্য সময় হতে পারে ), এখন তো আমার ঘুম আসবে না / সম্ভবত আমি আজ রাতে ঘুমাতে পারব না / আমার তো ঘুমের সমস্যা আছে ইত্যাদি। এই চিন্তা গুলি আপনার ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট। তাই এই চিন্তাগুলি এড়িয়ে চলুন। ২। কখনও ঘড়ি পরীক্ষা করবেন না, কোনভাবেই না। ৩। নিজের সাথে কথা বলুন এটি আমার বিশ্রামের সময় তাই এখন আমি বিশ্রাম নিচ্ছি। ঘুম আসলে আসলে আসবে আর না আসলে না আসবে আমি আমার বিশ্রামের সময় বিশ্রাম করছি। ৪। প্রগ্রেসিভ মাস্কুলার রিলাক্সেশন (PMR) ঘুমের জন্য ভাল একটা ব্যায়াম হতে পারে। ৫। বিছানায় শোয়ার পর ডিপ ব্রিথিংএর মাধ্যমে আপনার শরীলকে শিথিল করতে পারেন। এর মাধ্যমে বেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন আপনার ব্রেইন প্রবেশ করবে তখন তা আপনার ব্যস্ত ব্রেইনকে রিলাক্স করবে , ফলে ভাল ঘুম হবে । রাতে এটি করে ঘুমাতে যেতে পারেন। ইউ টিউব থেকে এর ভিডিও দেখে নিতে পারেন।

পরিশেষে বলতে চাই,

নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস আর পর্যাপ্ত ঘুম

এই তিনে ভাল থাকে দেহ ভাল থাকে মন।

লেখক: মোঃ আবু তারেক, সাইকোলজিস্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

(Collected)
51🎉2
বঙ্গবন্ধু স্যাটালাইট-১ কিসের নাম?
Anonymous Quiz
66%
উপগ্রহ
3%
নৌজাহাজ
29%
মহাকাশ যান
3%
যুদ্ধ জাহাজ
😢19🎉129😱3
দেশের বাইরে প্রথম শহিদ মিনার স্থাপিত হয়
Anonymous Quiz
33%
জাপান
39%
যুক্তরাজ্য
27%
যুক্তরাষ্ট্র
2%
চীন
7🔥4😢4🤩1
বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে কাকে?
Anonymous Quiz
17%
হাইকোর্টকে
55%
সুপ্রিম কোর্টকে
14%
আইন মন্ত্রণালয়কে
14%
জাতীয় সংসদকে
11😢8🎉1🤩1
😢24😱10🎉9🤩1
সংবিধানে অনুচ্ছেদ ৪(ক) মানেই বঙ্গবন্ধু। 🙂 মনে থাকবে? বিস্তারিত কমেন্টে।
🔥53🤩235😱4
😢18🔥106😱3🤩1
GK Phobia। Exam Mate
মুজিববর্ষের স্বরনিকার নাম --
ঘ নং অপশনে টাইপিং মিস্টেক হয়েছিলো। - মুক্তির কন্ঠ**
😱45🔥15😢14🤩3
22😢13🤩4🔥3
আমি Medical Exam এর পর থেকে Gk Phobia তে Questions করি নাই

তাই Gk এর একটা Special Exam নেওয়ার ইচ্ছা আছে

Exam Name:"Gk Phobia মানেই বঙ্গবন্ধু"


Topic:বঙ্গবন্ধু
71🤩14🔥7
আজকের ঢাবি ঘ ইউনিট ২০২১-২২ সেশনের প্রশ্ন
9🔥1
GK Phobia। Exam Mate
মর্যাদার দিক থেকে কোন ক্রমটি সঠিক ?
DU (২১-২২)
একটু চেঞ্জ কিন্তু টপিক সেম
8