GST Preparation – Telegram
Late Knight Motivation?

কিছু কথা-০২
47❤‍🔥7💯3🔥2
পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতে তোমার সবথেকে সময় লাগে, এমন দুটো অধ্যায়ের নাম বলো
17
এডমিশনের সময়ে আমার মেস এ উঠার ১ মাস পর ও পড়াশুনায় তেমন মনোযোগী ছিলাম না। উদ্ভাসে ভর্তি হয়ে দুই একদিন ক্লাস পরীক্ষা দিয়ে আর যাইনি।
ইন্ট্রোভার্ট + unsocial টাইপ এর হওয়ায় কারো সাথে মিশতে পারতাম না।

মেস এর অবস্থাও ছিল করুণ, হঠাৎ করে বাড়ি থেকে দূরে এসে থাকছিলাম। খাওয়া দাওয়া, নতুন পরিবেশ সবকিছু এডজাস্ট করতে ভালোই সময় লেগেছিল।

যে মেস এ থাকতাম সেখানে কয়েকজন মেডিকেল ক্যান্ডিডেট ছিল।
তার মধ্যে একজন আমার এলাকার পাশের এলাকা থেকে ছিল। নাম মেহেদি।

তার মেন্টালিটি আর পরিশ্রম আমার উপর চরম প্রভাব ফেলে।

আমার রুমমেট ছিল মাশাআল্লাহ সারাদিন ঘুমায় আর রাতে উঠে নামের পড়াশুনা করে। ওর জন্যও পড়াশুনায় ইফেক্ট পড়ছিল অনেক।

পড়া না হইলে মেহেদির রুমে গিয়ে বসে থাকতাম। এমন কোনো দিন ছিল না যে আমি ওর রুমে ঢুকছি আর ও শুয়ে ছিল। সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত খাওয়া ওয়াশরুম বাদে যখনি ওকে দেখতাম তখনই সে চেয়ার টেবিলে পড়তেছে। দুইদিন, সাতদিন, ১৫ দিন এভাবে যতই দিন যায় আমি ওরে টেবিলে পড়তে দেখি।

চিন্তা করি,এ কি মানুষ নাকি রোবট!

একটা সময় এমন হয়ে যায় যে আমার নিজের ভার্সিটি তে চান্স হবে কি না সেটার গ্যারান্টি নাই কিন্তু ওর যে মেডিকেলে চান্স হবে সেটা মেস এর সবাই sure ছিল।

যাই হোক ওর মেডিকেলে হয় নাই😄

এতে ভালোই শক লাগে সবারই।

এতো পড়েও ওর হইলো না, আমরা তো ওর ধারের কাছেও পরিশ্রম করি নাই। হইলও তাই, ঢাবি এক্সাম দিয়ে বুঝলাম প্রশ্ন বেশি কঠিন আসেনাই।কিন্তু লাভ কি, আমার প্রস্তুতি তো ভালো ছিল না। ফলাফল ঢাবি তে গোল্লা।

এরপর সিদ্ধান্ত নিলাম মেস এ আর থাকবো না। বাড়ি চলে আসলাম।

এসে টেবিল চেয়ার ঠিক ঠাক করে গুচ্ছের প্রস্তুতি শুরু করলাম শুরু থেকে।
GPA ভালো ছিল না বিধায় অনেক জায়গায় এক্সাম দিতে পারিনি, গুচ্ছ আমার 2nd attempt ছিল।

পরিশ্রমের মাপকাঠি টা কেমন হতে হবে সেটা মেহেদির থেকে আন্দাজ করতে পেরেছিলাম।
মনে মনে একটা জেদ কাজ করলো,সে যদি পারে সারাদিন বসে পড়াশুনা করতে,আমি কেনো পারবো না। তিন মাসের তো ব্যাপার, এরপর যদি চান্স না ও হয় তাহলেও নিজেকে অপরাধী মনে হবে না নিজের কাছে।মনে হবে না বাবা-মার টাকা গুলা নষ্ট করছি এমনি এমনি।

অনলাইনে ক্লাস ,এক্সাম, কুইজ,পোল সলভ সব রেগুলারলি করতে থাকলাম। এক্সাম এর ভুল গুলো আলাদা খাতায় লিখে সেগুলো সলভ করলাম। প্রশ্নব্যাংক + মডেল টেস্ট বই এর সব মডেল টেস্ট সলভ করলাম। তিন মাস যেন অন্য এক জগতে চলে গেছিলাম।
ফেসবুক তো অনেক আগেই অফ করে দিয়েছিলাম। একটা রেজাল্ট এর পর ফেসবুক যে কতটা টক্সিক হয়ে যায় সেটা হয়তো অনেকেই ফিল করতে পারছো।

গুচ্ছ এক্সাম....

দাঁত ভাঙ্গা ক্যালকুলেশন ওয়ালা প্রশ্ন। ৩ মিনিটে প্রশ্ন চোখ বুলিয়ে বুঝলাম ইংলিশ আর জীববিজ্ঞান ই ভরসা। শুরু করলাম এগুলো দিয়ে,এরপর কেমিস্ট্রি,এরপর ফিজিক্স।

প্রশ্ন যে লেভেলের হইছে ,ধরেই নিছিলাম হবে না। বাড়িতেও আর আশা দিলাম না। রেজাল্টের কিছুদিন আগে বাড়ি থেকে প্রাইভেটে পড়ার জন্য বলল,আরো বলল তোর গুচ্ছতেও হবে না, খামাখা সময় নস্ট করে লাভ নাই। আমি জানি তারা প্রাইভেটের খরচ বহন করার মত আর্থিক অবস্থানে নাই।

আল্লাহর কাছে দোয়া করলাম কোনোভাবে একটা সিট যেনো পাই। আশেপাশের মানুষের মুখ টা বন্ধ করার জন্য, বাবা-মার মাথা আর নিচু না করার জন্য।

আলহামদুলিল্লাহ্ আল্লাহ তায়ালা শুনছেন আমার কথা।
আমার বাবা - মার স্বপ্ন যদিও আরো বড় কিছু ছিল , কিন্তু তারা এই রেজাল্টে রিল্যাক্সড ফিল করছে বুঝতে পারলাম। এতটুকুই তো চাইছিলাম...
62😭3🔥1😢1
সব রেডি করে লঞ্চ করতে গিয়ে দেখি, ওয়েবসাইটে ইস্যু করতেছে 😑

কি একটা অবস্থা। পুরো রুটিনে চেঞ্জ আনা লাগছে এজন্যে
😢241
.

আর ৮৫ দিন মাত্র


.
😢29💔6
50
Get Ready!! 🔥🔥
31🔥13
Phase-01 @GST_Preparation.pdf
2.3 MB
. 🔰 ৩০ দিনের রিভিশন প্রোগ্রাম
────────────────────
[GST ‘A’ Revision Program]


Phase-01 এর বিস্তারিত রুটিন

[ ভর্তি হতে ক্লিক করো ]


Powered by:

🗾 GST Preparation
×
🎓 SOT Academy

তোমার একাডেমিক এবং এডমিশনের বিশ্বস্থ সঙ্গী
24
. 🔰 ৩০ দিনের রিভিশন প্রোগ্রাম
────────────────────
[GST ‘A’ Revision Program]


📆 বিস্তারিত রুটিন: https://news.1rj.ru/str/GST_Preparation/29

🔥🔥 ফ্রি কোর্স 🔥🔥

কোর্সে যুক্ত হওয়ার শর্ত:

১।
প্রতিদিন সকালে এসে হাজিরা দেওয়া।

২। হাজিরা দেওয়ার পর প্রতিদিনের প্লানের আপডেট দেওয়া।

৩। প্রতিদিন পরীক্ষা দেওয়া। পরীক্ষা দিতে না পারলে কেনো দিতে পারছো না, তা @SOT_AC আইডিতে জানানো। পরপর ২ দিন পরীক্ষা না দিলে বিনা নোটিশে কোর্স থেকে ব্যান করা হবে।
(সম্ভব হলে ১১টা থেকে ১২টার মধ্যেই দেওয়া। এই সময়ে মূল পরীক্ষা হয়।)

৪। নিজের আজকের টার্গেট পূরণ করা। কোনো কারণে সম্ভব না হলে সেটা কবে করবে, সেটা জানিয়ে রাখা।

৫। এবং আগের পড়ার কিছু না কিছু রিভিশন দেওয়া।

৬। রেগুলারিটি মেইন্টেন করা, রেগুলারিটি মেইন্টেন করা এবং রেগুলারিটি মেইন্টেন করা। যতই কঠিন সময় চলুক, কিছু না কিছু পড়ার চেষ্টা করা। বিশেষ প্রয়োজনে @SOT_AC আইডিতে ইনবক্স করা।


সব ইনশাআল্লাহ ওয়েবসাইটের মাধ্যমে হ্যান্ডেল করা হবে। সব তোমার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে।

📩 কোর্সে যুক্ত হতে ইনবক্স করো: @SOT_AC


🗾 GST Preparation
───────────────
🎓 Study on Telegram!
22🔥9
GST Preparation
. 🔰 ৩০ দিনের রিভিশন প্রোগ্রাম ──────────────────── [GST ‘A’ Revision Program] 📆 বিস্তারিত রুটিন: https://news.1rj.ru/str/GST_Preparation/29 🔥🔥 ফ্রি কোর্স 🔥🔥 কোর্সে যুক্ত হওয়ার শর্ত: ১। প্রতিদিন সকালে এসে হাজিরা দেওয়া। ২। হাজিরা দেওয়ার পর প্রতিদিনের প্লানের আপডেট…
৩০ দিনের রিভিশন প্রোগ্রাম (Phase-01) পূর্ণাঙ্গ ফ্রি কোর্স ❤️

কিন্তু, শর্ত গুলো অনেক কড়াকড়ি ভাবে মেইন্টেন করা লাগবে। নয়তো বিনা কারণে কোনো কিছু মেইন্টেন করতে না পারলে কোর্স থেকে কিক আউট করে দেয়া হবে।

যারা ইনবক্সে জিজ্ঞাসা করছিলে, তাদের জন্যে বলছি
37🤯3
19
Day-05

আশেপাশে অনেক মানুষ অনেক ভালো করবে, অনেক পড়াশোনা করবে। তুমি হয়তো তাদের কাছে চুনপটি। তাদের দেখে হতাশ হওয়া যাবে না।

আত্নবিশ্বাসী হও, স্মার্ট স্টাডি করো!

#study_hacks
🔥3213😭32🥰1
GST Preparation
Phase-01 @GST_Preparation.pdf
রুটিনে প্রতিদিন দুটো করে বিষয়ের এক্সাম হবে।

এখন, এই দুটো কি একসাথে মার্জ করে হলে ভালো হবে নাকি আলাদা আলাদা করে নিলে ভালো হবে?
22
যত বেশি মানুষ তত বেশি প্রতিযোগিত আর প্রতিযোগিতা বেশি হওয়া মানে তুমি মেইন এক্সামের জন্য বেশি স্ট্রংলি প্রিপারেশন নিতে পারবে।

Do Share!

https://news.1rj.ru/str/GST_Preparation
27
সবার মেসেজের রিপ্লাই যাবে, সময় দাও
24
এখনো ২০০+ মেসেজ আছে আগে পরে সবাই কে আমরা মেসেজ দিবো একটি একাউন্ট জন্য একসাথে মাল্টিপল এডমিন কাজ করা যাচ্ছে না তবে সবাই পাবে রিপ্লাই

এখন হোক আর পরে 🥲
43🤯1
Day-06

রাত হলে মাথায় অনেক প্ল্যান আসে, স্বপ্ন স্বপ্ন দেখা হয়। দিনের আলোতে সেই স্বপ্ন গুলো বাস্তবায়নের কাজ না করলে আঁধারে স্বপ্ন গুলো নিছকই ভাবনা।

তোমরা স্বপ্ন গুলো শুধুই ভাবনা কিনা আরেকবার ভেবে দেখো!

#study_hacks
41🥰4
20
GST Preparation
. 🔰 ৩০ দিনের রিভিশন প্রোগ্রাম ──────────────────── [GST ‘A’ Revision Program] 📆 বিস্তারিত রুটিন: https://news.1rj.ru/str/GST_Preparation/29 🔥🔥 ফ্রি কোর্স 🔥🔥 কোর্সে যুক্ত হওয়ার শর্ত: ১। প্রতিদিন সকালে এসে হাজিরা দেওয়া। ২। হাজিরা দেওয়ার পর প্রতিদিনের প্লানের আপডেট…
এখানে আছো কিন্তু কোর্সে যুক্ত হও নাই এরকম অনেকে আছে।

এই চ্যানেলে এক্সামের লিংক দেয়া হবে না। শুধু যারা কোর্সে যুক্ত হবে তাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে, যেখানে এক্সাম লিংক শেয়ার করা হবে।
14