🩺Doctor's Dream 🩺 – Telegram
🩺Doctor's Dream 🩺
280 subscribers
435 photos
48 videos
398 files
253 links
This channel is only for those who want to be a Doctor. Once it has failed, what has happened, will turn around and try.
Download Telegram
পোল কি আরো দিবো?
Anonymous Quiz
85%
হ্যাঁ
15%
না
🩺Doctor's Dream 🩺
পোল কি আরো দিবো?
সবাই পোল দেন। আমিও দিচ্ছি। আর আপনারা দেওয়া অফ করে দিলে আমি অফ করে দিব।🙂
তাই বেশি বেশি পোল পেতে চাইলে, আপনারাও পোল দেন।

উপকারটা আপনাদেরই...😊

Team-Lose to Win 💔
ট্রান্সফরমার:-
দুই প্রকার :-

১.স্টেপ আপ/ আরোহী
২. step-down /অবরোহী

১. স্টেপ আপ /আরোহী: অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে।
Ns>Np;Es>Ep

২. স্টেপ ডাউন /অবরোহী :-অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে.
Ns<Np;Es<Ep

সমীকরণ- Ep/Es=Np/Na=Is/Ip

বৈশিষ্ট্য-
1. তড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়.
2. ট্রান্সফর্মার শক্তির নিত্যতা সূত্র মেনে চলে.
3. ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীতে সবসময় এসি উৎসের সাথে যুক্ত করা হয় আর আউটপুট হিসেবে এসি পাওয়া যায়.
4. আদর্শ ট্রান্সফরমারের ক্ষরণ 0 হয়

ব্যবহার-তড়িৎ শক্তি প্রেরণ ও বন্টন ব্যবস্থা টেলিভিশন বেতার টেলিফোন টেলিগ্রাম বৈদ্যুতিক চুল্লি ঝালাই কাজ ইত্যাদি.

Must to know;-
1.ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীতে প্রযুক্ত তড়িৎচালক বল ও গৌণ কুন্ডলীর তড়িৎচালক বলের দশা পার্থক্য হয় 180°।
2. ট্রান্সফর্মার শুধুমাত্র পরিবর্তী ভোল্টেজে কাজ করে।
3. ইনপুট আউটপুট পরিবর্তে ভোল্টেজের কম্পাঙ্ক এক‌ই থাকে।

Team;-Lose to Win 💔
দিক পরিবর্তী প্রবাহের অর্ধ চক্রের গড় মান উহার শীর্ষ মানের শতকরা কত ভাগ?
Anonymous Quiz
4%
63.5
77%
63.7
16%
64.7
3%
65.7
নিচের কোনটির ভিত্তিতে ট্রান্সফর্মার আবিষ্কার করা হয়েছে?
Anonymous Quiz
3%
চৌম্বক আবেশ
86%
তড়িৎ চৌম্বক আবেশ
4%
তড়িৎ আবেশ
7%
সবগুলো
100 পাক বিশিষ্ট একটি কুন্ডলীতে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত হেনরি?
Anonymous Quiz
8%
0.6
17%
0.7
36%
0.8
40%
0.5
"Allah has a plan for your life. So pray for direction to follow it, patience to wait on it and knowledge to know when it comes."

Team:-Lose to Win 💔
নির্দিষ্ট মাধ্যমে কোন রংয়ের জন্য প্রতিসরাঙ্ক সবচেয়ে কম?
Anonymous Quiz
49%
লাল
11%
নীল
39%
বেগুনি
1%
সবুজ
কাল সকাল 10 ঘটিকায় ডক্টর dreamer's ডেন্টাল স্পেশাল 100 মার্কের এক্সাম হবে সবাই আমন্ত্রিত🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 যে ফাস্ট হবে তার জন্য থাকছে লোভনীয় পরিষ্কার আমাদ ভাইয়ের মতো আমি ফাঁকি দিব না 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

©Poll Queen 👑
ইনশাআল্লাহ !!!

আগামীকাল থেকে আসতেছে নতুন রুটিন, নতুন টার্গেট। নতুন রুলস।

প্রস্তুত তো সবাই? যারা ফলো করতে পারবেন না এখনই লিভ নিয়ে নেন। এইবার আমরা আরো কড়া হব। পরপর দুইদিন রুটিন না মানতে পারলে, আপডেট না জানালে, রিমুভ হয়ে যাবেন অটোমেটিক। 🙂

There is no shortcut to success.😊

Team-Lose to Win 💔
Congratulations 👏

Our New Admin

Exceptional Mahfuj
201847 Farida yasmin


Team-Lose to Win 💔
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভাল আছেন। আপনাদের জন্য নতুন রুটিন এবং নতুন রুলস, নতুন টার্গেট।

আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে, আমরা ডেন্টাল এর জন্য কিছুদিন সময় পেলাম। আমাদের উচিত এখনই সময় গুলোকে সম্পূর্ণভাবে কাজে লাগানো।

আমাদের নতুন প্ল্যান হলো Mission to Success - 40 Day আমরা এই চল্লিশ দিন, প্রতিদিন নির্দিষ্ট রুটিন ফলো করবো। এবং সাপ্তাহে একদিন রিভিউ+ কুইজডে থাকবে।

গ্রুপ রুলস-
1. এই গ্রুপটি মূলত সেকেন্ড টাইম বেইজড।
কিন্তু বর্তমানে আমাদের টার্গেট হলো ডেন্টাল।
2. একটি ডেইলি রুটিন থাকবে.
3. প্রতিদিন একটি মডেল টেস্ট হবে. সকাল দশটায়.
4. রাত দশটায় কুইজ হবে.
5. রাত দশটায় রুটিন আপডেট নেওয়া হবে.
6. বিনা প্রয়োজনীয় এবং ব্যক্তিগত কথা বলা নিষেধ।(মাঝে মাঝে সুযোগ দেওয়া হবে।)
7.মেডিকেল ডেন্টাল এএফএমসি রিলেটেড যেকোনো সমস্যা শেয়ার করা যাবে.
8. নির্দিষ্ট টাইম ব্যতীত বাকি সময় গ্রুপ টাইমার অন থাকবে.



মেম্বার রুলস-
1. প্রতিদিনের রুটিন প্রতিদিন ফলো করতে হবে.
2. প্রতিদিন রাত দশটায় অবশ্যই আপডেট জানাতে হবে.
3. প্রতিদিনের টপিক অনুযায়ী সর্বনিম্ন 05 টি পোল দেওয়া বাধ্যতামূলক.
4. পরপর দুইদিন রুটিন ফলো না করলে অটোমেটিক রিমুভ করে দেওয়া হবে.
5. কারো একান্ত সমস্যা থাকলে এডমিন দেরকে আগে জানাতে হবে.
6. প্রতিদিনের মডেল টেস্ট এ অংশগ্রহণ করতে হবে. এবং রেজাল্টের স্ক্রিনশট দিতে হবে.
7. কুইজে অংশগ্রহণ এর সর্বোচ্চ চেষ্টা করতে হবে.

এডমিন রুলস-
1. নিজেরা গ্রুপের রুটিন মানবো এবং অন্যকে মানতে সাহায্য করবো.
2. গ্রুপের মেম্বারদের রুল সবগুলো এডমিনের জন্য প্রযোজ্য হবে.
3. এডমিন কে ডেইলি টপিক অনুযায়ী সর্বনিম্ন 10 থেকে 15 টি পোল দিতে হবে।
4. সম্ভব হলে শট ক্যুইজ এবং লঙ্গ কুইজ দিতে হবে।
5. সকলকে গ্রুপ রুলস মানতে সাহায্য করতে হবে.
6. গ্রুপের সকল দিক এবং সকল নিয়ম কানুন সঠিকভাবে পালনে সর্বোচ্চ দায়িত্ববোধ এর আচরণ করতে হবে.
7. নিজেদের যেকোনো এক্সট্রা ইনফো গ্রুপ মেম্বারদের সাথে শেয়ার করতে হবে.
8. টার্গেট বাস্তবায়নে সর্বোচ্চ সচেতন থাকতে হবে.
9. সকল এডমিন কে মেম্বার রিমুভ, এন্ড ব্যান পারমিশন দেওয়া থাকবে, যেকোনো মেম্বার গ্রুপ রুল মানতে ব্যর্থ হলে,(উপযুক্ত কারণ না দেখালে) রিমুভ করে দিতে হবে.

যদিও রুলসগুলো একটু কঠিন হয়ে গেছে। তা আমাদের ভালোর জন্যই। যারা পারবেন না দয়া করে এখনই রিমোভ নেন। আমরা চাই অল্প কিছু মানুষ সঠিকভাবে চেষ্টা করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন।

Team-Lose to Win 💔
Rendez-vous dans la victoire❤️(দেখা হবে বিজয়ে)
Mission to success day-1

New Routine...

Team-Lose to Win 💔
মডেল টেস্ট ওয়ান চলতেছে। দ্রুত এক্সামে জয়েন করেন।

প্রশ্ন গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে।
যারা গ্রুপে নাই তাদের জন্য।

গ্রুপ লিংক-https://news.1rj.ru/str/joinchat/BxfqDB_UpC42Yzk1