🩺Doctor's Dream 🩺 – Telegram
🩺Doctor's Dream 🩺
280 subscribers
435 photos
48 videos
398 files
253 links
This channel is only for those who want to be a Doctor. Once it has failed, what has happened, will turn around and try.
Download Telegram
আমাদের মেইন টার্গেট, সরি আমাদের না আমার, মেডিকেল। দুঃখজনক হলেও সত্যি যে মেডিকেলে প্রথমবার চান্স পাই নাই। তাই দ্বিতীয়বার চেষ্টা করব। সে ক্ষেত্রে এই চ্যানেল এবং গ্রুপের দৈনিক একটা রুটিন থাকবে। আমরা আর্মি মেডিকেল এবং ডেন্টাল এর জন্য ও প্রস্তুতি নিব। যদি আপনারা রাজি থাকেন, তাহলে আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করতে পারি। আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করব। এবং ঠিক রাত দশটায়, গ্রুপে রিপোর্ট দিব। এবং কে কতটুকু পড়ছি, কে কি নোট করছি। তা আমরা একে অপরের সাথে শেয়ার করব।

কি রাজি তো আপনারা? 💔
আপনারা চাইলে, এই গ্রুপ এবং চ্যানেলের লিংকটা অন্যান্য মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। যাতে সবাই উপকৃত হয়। আমাদের সবার কষ্ট সমান। সে কষ্ট ভুলে উঠে দাঁড়াতে হবে আমাদেরকে। দ্বিতীয়বার মেডিকেল চেষ্টা নিয়ে কার কি ধরনের পরামর্শ আছে, অবশ্যই আমাদের গ্রুপে জানান।

@Lose_to_win_Doctors_Dream

https://news.1rj.ru/str/joinchat/BxfqDB_UpC42Yzk1
আসসালামু আলাইকুম।

আমাদের কুইজ টাইম রাত দশটা।
সবাইকে রাত নয়টার ভিতরে নিজ নিজ পড়া শেষ করতে হবে।

রাত 9 টা থেকে রাত 10 টা পর্যন্ত সবাই রিপোর্ট দিবেন। কার কতটুকু পড়া শেষ হলো এবং কতটুকু বাকি রইল।

এবং দশটা থেকে কুইজ শুরু হবে। সিরিয়াল বাই সিরিয়াল। এবং ঐদিনের টপিক অনুযায়ী কুইজ দিতে হবে।

কারো পড়া বাকি থাকলে, অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী দিনের রুটিন, ওই অনুযায়ী সাজানো যাবে।

রাত সাড়ে এগারোটায় পরবর্তী দিনের রুটিন দেওয়া হবে।

সকলে আশা করে সহযোগিতা করবেন। গ্রুপে অযথা মেসেজ দিবেন না। পড়াশোনা বিষয়ক যে কোন কিছু নিয়ে ডিসকাস করতে পারবেন। এবং সবাই সবাইকে সাহায্য করবেন।

আবারো বলি আমাদের মেইন টার্গেট মেডিকেল। আমরা আমাদের সর্বোচ্চ টুকু চেষ্টা করে যাবো। বাকিটা মহান আল্লাহর হাতে।

@Lose_to_win_Doctors_Dream
আমরা এই রেটিনার লেকচার সিডিউল অনুযায়ী পড়ব।

যেহেতু আমাদের মোটামুটি সবারই কিছু না কিছু প্রিপারেশন আছে। সুতারাং এখন বই শেষ করতে আশাকরি টাইম লাগবে না।

আমাদের টার্গেট হবে দিনে একটা টিউটোরিয়াল। যদিও টার্গেট টা একটু বড়। কিন্তু আমরা শেষ করার চেষ্টা করব।

যেমন ধরেন কালকে টিউটোরিয়াল -১ শুরু করলাম। এর ভিতরে B-1 থেকে B-4 পর্যন্ত আছে।

আমাদের মোটামুটি, দিনে একটা বই শেষ করার সক্ষমতা আছে। কিন্তু এখানে টিউটোরিয়ালে পুরোপুরি একটা বই নাই। সাথে ইংলিশ এবং জিকে আছে‌।

আমরা চেষ্টা করব ইংলিশ জিকে সহ শেষ করার জন্য। যেহেতু আমাদের ডেন্টাল পরীক্ষা 30 তারিখ। ধরতে গেলে আমাদের কাছে টাইম বেশি নাই। এভাবে টিউটোরিয়াল অনুযায়ী শেষ করতে গেলে, আমাদের আট থেকে নয় দিন টাইম লাগবে।

তাহলে পরীক্ষার আগ পর্যন্ত আমরা অন্তত দুই থেকে তিনবার রিভিশন দিতে পারব।

আশা করি প্ল্যানটা বুঝতে কারো সমস্যা হয়নি।
Forwarded from grupo de instagram
আমার অনুযায়ী এতোটুকুই। কারো অন্য কিছু পড়তে ইচ্ছা হলে পড়বেন। আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো কিছু পড়তে পারেন।
এবং এই টপিক অনুযায়ী ভাগ ভাগ করে একজন একেকটা টপিকের উপর কুইজ দিবেন। এবং এই টপিক অনুযায়ী সকল সমস্যা গ্রুপে শেয়ার করবেন।


আবার বলি, যত কিছুই হোক আমাদেরকে রাত 9 টার ভিতরে পড়া শেষ করতে হবে। রাত 9 টা থেকে 10 টা পর্যন্ত গ্রুপে রিপোর্ট দেওয়া হবে কার কি অবস্থা। এবং দশটা থেকে কুইজ শুরু হবে। এবং বাকি সারাদিন গ্রুপ অফ থাকবে। আমরা শুধু একটা সময়‌ই টেলিগ্রামে আসবো।
4 পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন কোনটি?
Anonymous Quiz
44%
হিমোগ্লোবিন
23%
ইনসুলিন
27%
গ্লোবিউলিন
6%
অ্যালানিন
ট্রিপটোফেন এর অপেরন এর গাঠনিক জিন কয়টি?
Anonymous Quiz
37%
চারটি
34%
পাঁচটি
24%
6টি
5%
দশটি
🔥1
Assalamu alaikum 💕

Good Morning 🌄

Let's Start....

Please, Don't waste your Time 🩺

Best wishes to all ❤️
April-8

💔💔💔
Team:-Lose to win 💔

@Lose_to_win_Doctors_Dream
Forwarded from Target Medical💞🥰 (Hasna Banu)
সর্বোচ্চটুকু চেষ্টার পরও যখন কোনো কিছু হয়না, তখন বুঝতে হবে স্রষ্টা নিশ্চয় এর চেয়ে বেটার কোনো প্ল্যান আপনার জন্য করে রেখেছেন। আপনি নিজেই স্রষ্টার পরিকল্পনার একটা অংশ। যেটাকে আপনি শেষ বলছেন সেখান থেকেই নতুন কিছু শুরু হতে পারে। লাইফের সবচেয়ে ম্যাজিকেল সেন্টেন্স হলো- 'আরেকবার চেষ্টা করে দেখি।' বারবার হেরে যাওয়ার পরও যারা এই Magical Sentence ব্যবহার করতে পেরেছে তারা ফাইনালি কোথাও না কোথাও ঠিকই কিছু একটা করে দেখিয়ে দিয়েছে। 'আমার তো সব শেষ /আমার দ্বারা কিছু হবে না' এসব ফালতু Dream Killer Sentence ব্রেইন থেকে আউট করে দিতে না পারলে, এসব সেন্টেন্স আপনার কনফিডেন্সকেই উল্টো আউট করে দিয়ে আপনাকে হারিয়ে দিবে। 'আমার তো সব শেষ'! কী শেষ আপনার? শেষ বলে কিছু নেই। যেখানে মৃত্যুর পরও নতুন গল্প শুরু হয়, যেটাকে আমরা স্বর্গ ও নরক বলি; সেখানে শেষ বলে কিছু নেই। শুরুটা করুন, লেগে থাকুন।
Satyajit Chakraborty
#collected
👍1
April-9 ❤️

Team:-Lose to win
#collected

♥️♥️♥️💯

মনে করেন, আপনাকে আমি কয়েক হাজার টাকা এখন দেবো, বিনিময়ে আপনি আমার সাথে কোন মেডিকেল কলেজের এনাটমি ডিসেকশন রূমে (লাশ কাটা ঘরে) যাবেন!?

সেখানে টেবলের উপর শোয়ানো থাকে জলজ্যান্ত বডি গুলো, কেউ এক বছর পুরানো, কেউ এরও বেশি। তাদের স্কিন - মাসল কেটে কুটে শিখতে হয় ডাক্তারদের। মেডিকেলের স্টুডেন্টরা আস্তে আস্তে এতই সয়ে নেয় ব্যাপার গুলো যে, একদিন সাক্ষাৎ নরমুন্ড নিয়ে পড়ত পড়তে সেটা মাথার কাছে রেখেই ঘুমিয়ে পড়ে!! আপনাকে দুই হাজার টাকা দেবো, পারবেন?! কেমন গা ঘিন ঘিন ব্যাপার না?
.
আমি নিশ্চিত আপনাকে তিন হাজার টাকা দিলেও আপনি রাজি হবেন না মাইক্রোস্কোপ এর নিচে মানুষের মলের মধ্যে থাকা কৃমির ডিম খুঁজে দেখতে!! বা পিপেট দিয়ে মানব রক্ত টেনে অলমোস্ট মুখে যায় যায় এমন অবস্থায় কোন এক্সপেরিমেন্ট শিখতে। ডাক্তারি পড়ে যারা তারা এসব করতে বাধ্য থাকে।
.
পাঁচ হাজার টাকা দেবো, যাবেন একদিন পোস্ট মর্টেম দেখতে?!! কিভাবে ডোম দাদু দক্ষ হাতে ধামা দিয়ে ধাম ধাম করে মৃতের করোটি ভাংতে থাকে আর চারপাশে ছুটে ছুটে আসে হাড়ের কনা!! লাশ যদি ফ্রেশ থাকে তো চলে; গলা পচা বা কবর থেকে তুলে আনা হবে না, সে গ্যারান্টি নেই কিন্তু!
.
আচ্ছা না হয় দশ হাজার টাকাই নিয়েন!! ছুঁয়ে দেখবেন কোন পতিতাকে? মধ্যরাতে খদ্দের যাকে টাকা না দিয়ে আচ্ছা করে পিটিয়েছে। বেচারির মুখে ঠোঁটে তখনো রঙ মাখা, সেলাই নিতে হাসপাতালে এসেছে। সাথে তার বন্ধু আরো পাঁচ দশজন হিজড়া। অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে আপনাকে।
.
একবার চিটাগাং এর গরিবুল্লাহ শাহ মাজারের সামনে বসা এক বৃদ্ধ ফকির, পায়ের উপর দিয়ে সিএনজি চলে গেছে, ডিগ্লভিং ইঞ্জুরি নিয়ে এসেছে হাসপাতালে। নেশা করে চুর! কত বছর গোসল করে না আল্লাহ জানেন। গায়ে ময়লার স্তর! মাথায় জটা! অর্থোপেডিক্স এর ইভিনিং ওটিতে উনাকে আমি রিসিভ করি। কি পরম যত্নে যে গরম পানিতে হেক্সিস্ক্রাব ডলে ডলে উনার সে স্কিন ক্লিন করেছি!!
আপনাকে টাকা দেবো না, বাজি ধরবো শুধু!! সেভাবে যত্ন নিয়ে কোনদিন নিজের বাবা মায়ের পা ধুয়ে দেন নি! আমিও দেই নি!!
.
এরপর বিষের বোতল নিয়ে ছানাছানি, রক্ত - সেলাই- কাটাকাটি, বার্নের রোগির মর্মদহ ড্রেসিং, আর নানা রকম ভোগান্তি ওয়ালা রোগি দেখা, একেক রোগির জীবনের করুন করুন গল্প, সদ্য মৃতের শীতল চোখ - তাকে শান্ত ভাবে মৃত ঘোষনা করা -- এসব কাজ করার সাহস করতে বললে, টাকা দিয়ে পরিমাপ করতে পারবেন না।
.
আর দিন নাই, রাত নাই, ঈদ নাই, জন্মদিন নাই - পড়তেই থাকা!! পরীক্ষা দিতেই থাকা! মুখস্থ করতেই থাকা, এসব তো বাদই দিলাম!! শুধু মানুষের যা যা সহ্য ক্ষমতায় থাকে, তার উর্ধে চলে যাবার পর একজন মানুষ ডাক্তার হয়ে বের হয়। এটা কি অমানুষিক, কি অমানবিক প্রক্রিয়া, যে গেছে সে জানে। অথচ আইরনি হল, এর মধ্য দিয়েই শানিত করতে হয়েছে পৃথিবীর সবচেয়ে মানবিক পেশা, চিকিৎসা!!
.
একটা সতের আঠারো বছরের বাচ্চা যখন মেডিকেলে কলেজের আংগিনায় আসে, সে একদিন আপনাকে জিন্মি করে টাকা ইনকাম করবে সে আশায় আসে না। সে আশা থাকলে টাকার বিনিময়ে উপরে উল্লেখ করা অভিজ্ঞতা গুলো নিতে চাইতেন সবাই! পেশাটির প্রতি দায়িত্ববোধ ছাড়া, মমতা ছাড়া, আগ্রহ ছাড়া কেউই পাঁচ সাত বছরের এই দীর্ঘ যাত্রা সম্পন্ন করতে পারে না। 🙌
.
চিকিৎসক এর চোখ জানে হাসপাতালে কত জীবানু ঘুরে মরছে। যক্ষা, ফ্লু, স্কিন ডিজিস, ভেনেরিয়াল ডিজিস, হেপাটাইটিস - এগুলো তো করোনা ফরোনা না থাকা সময়েও চিকিৎসক এর চা- সিংগাড়ার নিত্য সংগী। আপনাকে যদি মাসে দশ লক্ষ টাকাও দেই, আর জীবানু গুলো চিনিয়ে দেই, আপনি জেনে শুনে সে জায়গায় হাসপাতালে আর দ্বিতীয় বার যাবেন না!! জীবনের মায়া, বড় মায়া। চিকিৎসক নিজের জীবনের প্রতি সবচেয়ে দায়িত্বহীন।
.
তাই বাড়তি টাকা, প্রনোদনা, ঝুঁকি ভাতা কিছু দিয়েই মূল্যায়িত করা যাবে না, একজন চিকিৎসক কি বোধ থেকে নানা আকালেও তার পেশাকে ধারন করেন।

দেশের চিকিৎসক ও স্বাস্থ্য সেবার কর্মিরা এক অসম যুদ্ধে লিপ্ত হচ্ছেন। তাদের সম্মান করুন। শুধু পেশা বলেই কাজ করতে যাওয়া আর মনের মধ্যে চিকিৎসক কে জাগিয়ে কাজ করার মধ্যে অনেক ফারাক। এই ফারাক বাড়াবেন না অযথা তাদের সমালোচনা করে।

তাদের হাসপাতালের কাছে ফ্রি তে থাকার জায়গা দিন। বাড়ি বিছিন্ন হয়ে যারা কাজ করছে হাসপাতালে, তাদের জন্য খাবার পাঠান। তাদের পরিবারকে সাদরে নিজের বিল্ডিং এ স্থান দিন। কাজ করতে যেয়ে যারা প্রান হারাবেন, তাদের জন্য একটা কিছু করার কথা ভেবে রাখুন।

সম্পদ, সম্পত্তি সব কিছু রিপ্লেস করতে পারা যাবে, একজন চিকিৎসক কোন কিছু দিয়ে রিপ্লেস করা যায় না।
😞
রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়াকে কি বলে?
Anonymous Quiz
58%
হাইপোগ্লাইসেমিয়া
27%
হাইপারগ্লাইসেমিয়া
10%
হেমাচুরিয়া
5%
অলিগুরিয়া
👍1
April-10
Review day...


T-1 & T-2 full...

Best wishes to all 💕

Team:- Lose to Win
নিচের কোন জীবে আদি কোষ থাকে?
Anonymous Quiz
80%
ব্যাকটেরিয়া
9%
শৈবাল
5%
ছত্রাক
6%
বায়ো ফাইটা