🩺Doctor's Dream 🩺 – Telegram
🩺Doctor's Dream 🩺
280 subscribers
435 photos
48 videos
398 files
253 links
This channel is only for those who want to be a Doctor. Once it has failed, what has happened, will turn around and try.
Download Telegram
Sobai group e 8:00 e active thakben...
Assalamu alaikum.

আশা করি সবাই ভাল আছেন।

সত্যি কথা বলতে আমরা আপনাদের কে নিয়ে হতাশ।😔

অনেক আশা নিয়ে এই গ্রুপটা খুলে ছিলাম। একবার ব্যর্থ হয়েছি তো কি হয়েছে, আবার চেষ্টা করব। এই উদ্দেশ্য নিয়ে গ্রুপটা খুলেছিলাম।

আজকে গ্রুপের 1মাস 17 দিন চলে। এই এক মাস 17 দিনে অনেক কিছু হয়েছে। প্রতিদিন কিছু না কিছু রুটিন ছিল। কুইজ ছিল পোল ছিল। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। এর মধ্যে আমাদের সার্থকতা কতটুকু, তা আমরা খুঁজে পাইনি।

কারণ, আমাদের চ্যানেল মেম্বার 257 জন এবং গ্রুপ মেম্বার বর্তমানে 171 জন। আমরা বিভিন্ন সময়ে অনেককে রিমোভ করছি। আবার সুযোগ ও দিয়েছি। অনেক বকাবকি করছি। অনেক কিছু বলেছি। কিন্তু পরিশেষে আমাদের চেষ্টাটা বলতে গেলে বৃথাই যাচ্ছে।

আমাদের প্রতিদিন মডেল টেস্ট থাকে, কুইজ থাকে। এত জন মেম্বার এর ভিতরে, রেগুলার এটেনডেন্ট থাকেন 20-25 জন। সব মিলিয়ে আনুমানিক 40-50 জন মেম্বার মাঝে মাঝে একটিভ থাকে। বাকি মেম্বাররা কোথায়? আপনাদের কাছে সেটা প্রশ্ন আমাদের।

আমরা কি আপনাদের থেকে কোন টাকা নিচ্ছি? বেতন নিচ্ছি? আমাদের কি এক টাকা লাভ আছে? একটা ক্যুইজ মেইক করতে সর্বনিম্ন 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। এই সময় গুলো কারো জন্য দিচ্ছি আমরা? যদি আপনারা কুইজগুলোতে এটেন্ড‌ই না করেন।

মাঝখান দিয়ে রমজান ছিল, সবারই সমস্যা ছিল। আপনারা বলেছিলেন রমজানের পর থেকে সুন্দর ভাবে শুরু করবেন। এরপর আমরা আপনাদেরকে সাত দিন সময় দিলাম। 22 তারিখ থেকে আমাদের নতুন রুটিন শুরু হল। কিন্তু আমরা তাতে আরো হতাশ। আমাদের একজাম দিচ্ছেন 7-15 জন। পোল দিচ্ছেন 6-7জন।

এই গ্রুপের যে একটা রুল আছে, 15-20জন ছাড়া কেউই তা ফলো করতেছেন না। আর কতবার বললে আপনারা শুনবেন সেটা আমাদের জানা নেই।

আপনাদের জন্য আমরা সবসময়ই সহজ করার চেষ্টা করেছি। যাদের সমস্যা রয়েছে, তাদের বলেছি, অন্তত দিনে একবার এসে আপনি জানিয়ে যান। কিন্তু আপনারা সেটাও পালন করতে চান না। সব মিলিয়ে আমরা সত্যিই খুব হতাশ। দুই মাস না হতেই এই অবস্থা। পুরো এক বছর কিভাবে চলবো আমরা?

যাই হোক, মনের দুঃখে অনেক কথাই বললাম। সর্বশেষ সিদ্ধান্ত। আমরা আপনাদেরকে নিয়ে আর দুই দিন মাত্র দেখব। যদি আমরা পাঁচজন পাই, সেই পাঁচজন নিয়েই গ্রুপ চালাবো।

কথায় আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমাদের এতজন মেম্বারের দরকার নেই। আমাদের 10-20 জন হলেই চলবে। যারা অলটাইম থাকবে আমাদের সাথে।

আগামী 24 তারিখ এবং 25 তারিখ, আপনাদের লাস্ট ডেট। এর মাঝে যারা নিয়মিত এক্সাম,পোল দিবেন এবং রেসপন্স করবেন। শুধুমাত্র তারাই 26 তারিখ থেকে গ্রুপে থাকতে পারবেন।

ইনশাআল্লাহ, এ সিদ্ধান্তের কোন ব্যতিক্রম হবে না আশা করি। এখন আপনাদের সিদ্ধান্ত আপনাদের হাতে। আমরা তো অনেকটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম গ্রুপটি ডিলিট করে দেওয়ার। কিন্তু আপনাদের অনুরোধে আমরা আরো দুইদিন দেখতেছি।

ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের জন্য লাস্ট সুযোগ, যারা গ্রুপে এড নাই অ্যাড হয়ে নিন।

লিংক

আর যেকোনো সমস্যায় ইনবক্স করুন। @Doctorsdreampersonalbot এ।

ধন্যবাদ সবাইকে। ❤️

@losetowin21
🎯 Exam time and quiz time in group 🎯

Day:10 :00am (Model test 💯 marks)

Night:9:00 pm( Model test 💯 marks)

Or quiz time pinned kora deya hobe

@losetowin21
Forwarded from Deleted Account
সবাই শোনেন একটু।

দেখতেছি রাতে সবারই মোটামুটি, সমস্যা হচ্ছে। তাহলে আপনাদের রাতে এক্সাম টা ক্যানসেল করি। রাতে অনলি কুইজ হবে। সেগুলো রিপিট ক্যুইজ হবে। টাইম থাকবে 7-10 টা। সেইম ক্যুইজ বারবার রিপিট হবে। যার যে টাইমে পসিবল সেই টাইমে এসে ক্যুইজ দিয়ে যাবেন।

আশা করি এবার কারো সমস্যা হবে না।
24 May.....

Routine..

Physics 1st +2nd

(Book+1000 Question)

Thanks to all
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

উই আর রিয়েলি সরি।🙂

আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী, যারা আজ পর্যন্ত আমাদের কোনো কুইজে, মডেল টেস্টে, পোল এ, ডেইলি রুটিনে অংশগ্রহণ করেননি, সবাইকে রিমুভ করা হয়েছে গ্রুপ থেকে। 🙂

আপনাদের সফলতার জন্য আমরা দোয়া কামনা করতেছি। আল্লাহ আপনাদের সফল করুন।

আমাদের প্রতি কোনো পরামর্শ, এবং অভিযোগ থাকলে জানাতে পারেন। @Doctorsdreampersonalbot. এ।

ধন্যবাদ।
আমাদের নিরব সঙ্গী হওয়ার জন্য। 💔

বি.দ্র:
আপনাদেরকে অনেক বলেছি, আর বলবো না। আগামী মাসের 1 তারিখ থেকে চ্যানেলটিও প্রাইভেট হয়ে যাবে।(বিনা পয়সার উপকার কেউ দাম দেয় না।)
শুধুমাত্র যারা আমাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, তারাই থাকবেন।

@losetowin21

Team:-Lose to Win 💔
Forwarded from Mahfuj uddin mridha
178 jon theke bachai kore 76 jon rakha hoise bakider remove kora hoise er modde jara inactive thakbe tader o remove kora hobe inn sha allah😊
🎲 Quiz 'Physics -24 May'
Doctor's Dream discussion @losetowin21
🖊 75 questions · 15 sec
🎲 Quiz '25 May 🥰'
🍀🍀🍀 physics🍀🍀🍀🍀
🖊 84 questions · 15 sec
🎲 Quiz 'Chemistry 1st papar (Chapter 1 & 2)'
@LoseToWin
🖊 40 questions · 15 sec
এই কুইজগুলো আমাদের গ্রুপের টফিক ওয়াইজ কুইজ। প্র্যাক্টিস করতে পারেন সবাই। 🙂

@Losetowin21

Team-Lose to win 💔
🎲 Quiz 'Chemistry 2nd paper (Chapter 4 & 5)'
@LoseToWin21
🖊 35 questions · 15 sec
🎲 Quiz 'Chemistry 1st paper (গুণগত রসায়ন )'
@LoseToWin
🖊 50 questions · 15 sec
🎲 Quiz 'Back to past Gk gk gk 🤣'
@losetowin21💔
🖊 173 questions · 15 sec
Assalamu alaikum ❤️


আমাদের সবার প্রিয়,

আত্মশুদ্ধি 58901 (Poll Queen 👑)

অসুস্থ।🥺

দোয়া করবেন সবাই ❤️


Team-Lose to Win 💔
@LosetoWin21
🎲 Quiz 'English'
@losetowin21💔
🖊 140 questions · 15 sec
🎲 Quiz 'Botany'
@losetowin21💔
🖊 112 questions · 15 sec
Forwarded from Admission Aid Bangladesh (Tahmid Al Raji)
🔷জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতিঃ

▪️অনার্স ভর্তির প্রাথমিক আবেদন চলবে ৮ জুন থেকে ২১শে জুন পর্যন্ত।

▪️ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো হবে।

▪️ প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে পরীক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হবে।একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর পর্যায়ক্রমে

i) ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০% .
ii) প্রয়োজন হলে SSC ও HSC পরীক্ষার মোট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%.
iii) এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে।

▪️জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত জরুরী লিংকসমূহঃ
🔵অনলাইনে আবেদনের ওয়েবসাইট এর ঠিকানাঃ
www.nu.ac.bd/admissions

🔵Admission Notice :
http://www.nu.ac.bd/admission-notice.php

আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হলে শিক্ষার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।

বিঃদ্রঃ আবেদন ফরমে যদি কোন ভুল থাকে তবে আবেদনকারী তা Cancel করে নতুন করে আবেদন করতে পারবে। ১ বারের বেশি Cancel করা যাবেনা। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চিত হলে তা আর Cancel করা যাবে না।

▪️ভর্তি ফরমের সাথে কলেজে যা যা জমা দিতে হবেঃ
আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে৷ এই আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফি বাবদ ২৫০/- টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে৷ সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন online-এ নিশ্চয়ন করবে সে সকল শিক্ষার্থীদের তাদের মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না। কলেজে আবেদন পত্র জমা দেয়ার পরে প্রার্থী তার মোবাইল ফোনে SMS না পেলে বুঝতে হবে যে তার আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি। এক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে।

▪️জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফলঃ
মেধাতালিকায় যার পয়েন্ট বেশি থাকবে সেই সুযোগ পাবে। ফলাফল কয়েকটি ধাপে প্রকাশিত হবে। যেমনঃ
১ম মেধাতালিকা।
২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেশন।
কোটা ও ও মাইগ্রেশন এর মেধাতালিকা।
রিলিজ স্লিপ এর আবেদন
এবং রিলিজ স্লিপ এর মেধাতালিকা।
Media is too big
VIEW IN TELEGRAM
Team -Lose to Win 💔💔

Best wishes to all 💕

@Losetowin21
Assalamualaikum

Dental exam is knocking at the door

So be prepared 🙂
Aj j routine dilam ata apnara chileo follow korte paren na o korte paren atar jonno amra Kono kico bolbo na r Kal theke 12 tarikh porjonto group er karjokrom off thakbe 10 tar exam ta thakbe kina Kal janiye dibo r apnar poll diye o paren na dileo o problem nai kawke jobasdihi kora hobe na r Kono topic ba Kono problem thakle group a janaben sobai mile solve korar try korbo

Sobar success kamona korci
Allah sobar vhalo korben sobar dream fullfil korben ,sobai sobar jonno doya korben 😊
Amin 🤲

Assalamualaikum

Success to gather 🥰🥰
🦷🦷🦷🦷🦷🦷🦷🦷🦷