News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
ভর্তি পরীক্ষার ভিত্তিতে তৈরি হবে জাতীয় মেধা তালিকা। সে তালিকার ক্রমানুসারে হবে ভর্তি।

©Cyber 71

💠 NewsZone
🔥85😢5217👏15🎉4
রাজশাহী ক্যাডেট কলেজের একটা ছেলে এবারের মেডিকেল এডমিশনে ফার্স্ট হইসে। টিভি বা প্রেস মিডিয়ার বদৌলোতে এই খবরটা সবাই জানেন।

ঠিক একই সময়ে, চাঁদপুর সরকারি কলেজের এক ছেলে, নাফিস উল হক, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি এমআইটিতে ( Massachusetts Institute of Technology (MIT) ) চান্স পাইসে। এখনও পর্যন্ত আমি কোন টিভি বা প্রেস মিডিয়াতে তাকে নিয়ে ইন্টারভিউ বা ফিচার হতে দেখি নাই।

না, আবারও বলি, ডোন্ট গেট মি রং। মেডিকেল এডমিশন খুবই কঠিন একটা এডমিশন এবং এখানে ফার্স্ট হলে তারে নিয়ে মাতামাতি হওয়াই উচিত। ইন্টারভিউ হওয়া উচিত এবং তার কথা সবার জানাও উচিত।

একই সাথে, যে ছেলেটা চাঁদপুরের একটা সরকারি কলেজ থেকে আমেরিকা এবং বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটতে পড়ার সুযোগ পাইসে, তার ইন্টারভিউও কি দরকার নাই? তার কথাও কি এদেশের ছেলেমেয়েদের জানা উচিত না? যাতে ভবিষ্যতে ওর মতো আরো অনেক ছেলেমেয়ে এই সাহসটা করতে পারে?

আমরা আমাদের ইয়াং জেনারেশনদের নিয়া সবচে কমন যে অভিযোগটা করি, সেটা হলো, এরা গতানুগতিক। এবং এদের সবাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চায়, বিসিএস ক্যাডার হতে চায়, চেনা ছকেই শুধু সামনে আগাইতে চায়।
141😢23👏15
বাট এইটার দায় কি আমাদের মিডিয়ারও না? বা সমাজেরও না?

মিডিয়া যদি প্রতিনিয়ত শুধু চেনা পথের হিরোদেরকেই সবার সামনে পরিচয় করিয়ে দেয়, অচেনা পথের হিরোদের আড়াল করে রাখে, তাহলে পোলাপান সেই অচেনা পথের খোঁজ পাবে কেমনে? আর সেই পথে চলার সাহসটাই বা কী করে?

প্রতিবছর বিসিএস বা এডমিশনে ফার্স্ট হওয়াদের নিয়ে যতগুলো ইন্টারভিউ বা ফিচার করা হয়, ওগুলো দেখে লাখ লাখ ছেলেমেয়ে তাদের চলার পথ নির্ধারণ করে। রুটিন বানায়। পড়াশোনার কৌশল নির্ধারণ করে।

কাজেই, চাঁদপুরের সরকারি কলেজ থেকে এমআইটি যাওয়ার পথটা নিয়েও যদি এখন ফিচার করা যায়, ব্যাপকভাবে প্রচার করা যায়, তাহলে নিশ্চিত করেই বলা যায়, পরের বছর রংপুর বা খুলনার কোন কলেজের স্টুডেন্টও ওখানে যাওয়ার সাহস করবে। এটলিস্ট স্বপ্নটা অন্তত দেখবে।

নাফিস উল হক তার নিজের কাজটা করেছেন। পরিশ্রম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। তাকে অভিনন্দন। এখন তার এই স্বপ্নকে আরো হাজারো তরুণ-তরুণীর মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা এই দেশের মিডিয়াকে এবং মানুষকেই করতে হবে।

পথিক সবসময়ই নতুন পথের সৃষ্টি করে। সাথে এইটাও মনে রাখতে হবে, এক সফল পথিক হাজারো নতুন পথিকের জন্ম দিতে পারে, যারা ঐ পথ ধরে আরো নতুন একশোটা পথ তৈরির ক্ষমতা রাখে।

©Saduqur Rahman Khan
103🥰6👏6
ব্যাক্তিগত মতামত হচ্ছে,

কোনো কোচিং সেন্টারে পড়ে MIT তে চান্স নি তো,তাই আর কি কারো মাথা ব্যাথা নেই।
👏84😢5518🔥15
HSC:22

BUP

বিইউপির শর্টলিস্ট প্রকাশিত হবে ১৮ মার্চ


💠NewsZone
49👏8😢6🥰3🎉2
HSC-22

CU

সেকেন্ড টাইমারদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৫ মার্ক কাটার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, আজ এটি চূড়ান্ত করা হয়েছে।

-TDC


💠NewsZone
😢119👏238🔥3🥰2
HSC-22

CU


৫ নম্বর কাটার শর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ!

আবেদনের তারিখ পরিবর্তন হচ্ছে [অর্থাৎ ২০ই মার্চে থেকে আবেদন হচ্ছে না]

পরিক্ষা ১৬ই মে থেকে ২৫ই মে।

ডি ইউনিটে ব্যবসায় অনুষদের সাবজেক্ট থাকছে না [সি ইউনিটে সকল বিভাগের পরিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারবে]

⚠️ সার্কুলার আগামী সপ্তাহে।

⚠️উপরোক্ত সকল সিদ্ধান্ত চূড়ান্ত।

তথ্য সংগ্রহ:
ডীন, বিজ্ঞান অনুষদ।


💠NewsZone
😢6814🥰9🔥3👏3
HSC-22

DU-Home Economics


ঢাকা বিশ্ববিদ্যালয়ের "গার্হস্থ্য অর্থনীতি ইউনিট" পরিচিতি
__

১. ঢাক
া বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট একটি স্বতন্ত্র ও আলাদা ইউনিট যা শুধুমাত্র মেয়েদের জন্যেই। বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা, মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে শুধু মেয়েরা আবেদন করতে পারবে।

২. গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে মোট ৬ টি কলেজ রয়েছে। যার মধ্যে ১ টি কলেজ সরকারি এবং বাকি ৫ টি কলেজ বেসরকারি। সরকারি কলেজের নাম "গভমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স" এবং বাকি ৫ টি কলেজের নাম হলো যথাক্রমে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিকস, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অব ইকোনমিকস, বরিশাল গার্হস্থ্য অর্থনীতি কলেজ।

৩. মোট সিট ২৬৫৫ টি। এর মধ্যে সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সিট সংখ্যা ১০০০ টি এবং বেসরকারি ৫ কলেজে মোট সিট ১৬৫৫ টি। এর মধ্যে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিকস এ ৫৫০ টি করে সিট, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১০০ টি সিট, আকিজ কলেজ অব হোম ইকোনমিকসে ২৭৫ টি এবং বরিশাল গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১৮০ টি সিট।

৪. মোট ৫ টি বিষয়ে স্নাতক ডিগ্রী প্রদান করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনরশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা এবং বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান এবং বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প বিষয় দুটিতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পড়তে পারবে। আর বাকি তিনটি বিষয়ে ৩ বিভাগেরই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে।

৫. পরীক্ষায় উত্তর প্রদানের ক্ষেত্রে প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা শর্ত রয়েছে। তবে পরীক্ষা এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে। আর সার্কুলারে বিস্তারিত শর্তাবলি দেয়া আছে।

৬. আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ ৫.৫ থাকতে হবে এবং আলাদাভাবে অবশ্যই ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে এবং শিক্ষার্থীকে অবশ্যই ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী হতে হবে।

৭. সরকারি কলেজে বাৎসরিক আনুমানিক পড়ার খরচ ৬০০০ টাকা এবং বেসরকারি কলেজে ২৫০০০ থেকে ৪৫০০০ টাকার মত। বেসরকারি কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে এককালীয় প্রদেয় ভর্তি ফি ৫০০০ টাকা।

৮. পরীক্ষার মান ১০০। প্রতিটি প্রশ্নের মান ১। পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষায় পাস নম্বর ৪০। কোন প্রকার নেগেটিভ মার্কিং নেই।

৯. ভর্তি পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হবে। আবেদন ২ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

💠NewsZone
17🥰2
HSC-22:

DU 7 College

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের ভর্তি আবেদন শুরু ২ এপ্রিল, আবেদন শেষ হবে ৩০ এপ্রিল; ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন থেকে।

💠NewsZone
27
HSC-22

Projukti Unit

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ জুন অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২ এপ্রিল এবং আবেদন শেষ হবে ৩০ এপ্রিল।

💠NewsZone
😢389
5
💥CU Update (HSC-22)

©Admission Aid
43🔥4👏2
💥RU Update (HSC-22)

©Admission Aid
54🔥16😢16
News Zone pinned a photo
বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি কোন কোন খাতে যায় -
_____
১.
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কেন্দ্রীয় তহবিলে ৪০% যায়। অর্থাৎ কোন আবেদন ফি যদি ১০০০ টাকা হয় তবে তার ৪০% অর্থাৎ ৪০০ টাকা যায় ইউজিসির কেন্দ্রীয় তহবিলে।

২. বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন

৩. বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করা শিক্ষকদের দায়িত্বকালীন ভাতা হিসেবে

৪. বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিরাপত্তা দায়িত্বে থাকা আইনশৃংখলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর দায়িত্বকালীন ভাতা হিসেবে

৫. বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা করা ভর্তি কমিটির দায়িত্বকালীন ভাতা হিসেবে

৬. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উন্নয়ন তহবিলে যায় বাকি অংশ

©Admission informer
44👏9🎉5
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের আবেদন ফি ৭০০ টাকা, আবেদন শুরু ২ এপ্রিল থেকে; পরীক্ষা ১৬ জুন (বিকাল ৩.৩০ টায়)

©Admission informer
🔥8
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫৯ ব্যাচের ছাত্র ইন্টার্ন চিকিৎসক

Dr.Simran ASHRAF ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ( Septic shock with ARDS with multiorgan dysfunction হয়ে )

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



BOB
😢424
HSC-22

DU-IBA

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিট
নিয়ে কিছু কথা-

১. এটা একটা স্বতন্ত্র ইউনিট। পরীক্ষাও আলাদা ধাচে হবে। লিখিত ও মৌখিক দুই ধাপে হবে।

২. আইবিএ মূলত বিবিএ এর মডিফায়েড ভার্সন। বিবিএ'র প্রফেশনালস ভার্সন আইবিএ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আইবিএ ডিপার্টমেন্ট রয়েছে তবে আইবিএ বলতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'ই বুঝায় এবং জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইউনিট। আর দেশের কর্পোরেট ওয়ার্ল্ডের টপ লেভেলের ম্যাগনেটদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট থেকে পাস করা।

৩. পরীক্ষা দুই ধাপে হয়। লিখিত ও মৌখিক। লিখিত পরীক্ষাও ২ ধাপে হবে। এমসিকিউ ও রচনামূলক। মোট নম্বর ১০০, এর মধ্যে এমসিকিউ ৭৫ এবং রচনামূলক ২৫ নম্বর। এমসিকিউ এর জন্য ৯০ মিনিট এবং রচনামূলক এর জন্য ৩০ মিনিট। মোট ১২০ মিনিট পরীক্ষা হবে।

৪. পরীক্ষার বিষয় ৩ টি; Math, English, Analytical Ability। এর মধ্যে এমসিকিউ এর ৭৫ এ Analytical Ability ১৫ নম্বর এবং English & Math এ ৩০ নম্বর করে। আর রচনামূলক অংশে ২৫ নম্বরের ভিতর ইংরেজি ও বাংলায় দুটো অনুচ্ছেদ লিখতে দেয়া হয়।

৫. আইবিএ ইউনিটে প্রস্তুতির জন্য নির্দিষ্ট ও ধরাবাধা কোন সিলেবাস নেই। তবে ইংরেজিতে সাধারণত Grammar, Comprehension ও Vocabulary ওপত ভিত্তি করে প্রশ্ন করা হয়। গণিতে সাধারণত বীজগণিত, পাটিগণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন হয়। আর Analytical Ability এর প্রশ্নে বৈচিত্র‍্য থাকলেও Puzzle matching, Critical Reasoning বা কোন ঘটনার সবচেয়ে সঠিক কারণ নির্ণয় করা, Data Sufficiency বা প্রদত্ত তথ্য যথেষ্ট কি না ইত্যাদি থাকে।

৬. সাধারণ বা মাদ্রাসা যেকোন শিক্ষাবোর্ডের যেকোন বিভাগের (বিজ্ঞান,বাণিজ্য ও মানবিক) শিক্ষার্থীরা আবেদন ও পরীক্ষা দিতে পারবে। বাংলা ও ইংরেজি উভয় মিডিয়ামের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।

৭. প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিটি বিষয়ে ৬০% নাম্বার না পেলে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কম।

৮. স্বীকৃত যেকোন শিক্ষাবোর্ডের যেকোন বিভাগ থেকে আবেদন করতে ন্যূনতম মোট ৭.৫ জিপিএ লাগবে এবং এসএসসি ও এইচএসসির প্রতিটিতে ন্যূনতম ৩.৫ জিপিএ থাকতে হবে।

৯. আইবিএ তে মোট আসন সংখ্যা ১২০ টি। লিখিত পরীক্ষার পর সাধারণত মৌখিক পরীক্ষার জন্য ১৬০-১৮০ জনকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ভিত্তিতে ১২০ জন চূড়ান্ত ভর্তির সুযোগ পায়।


© Admission Informer
50🔥6👏1
33👏25🔥10🥰1🎉1
News Zone
Photo
চাঁদপুর থেকে কিভাবে এমআইটিতে নাফিস? - গল্পের পিছনের গল্পটা এখানে!

চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে নাফিস উল হক সিফাত এমআইটি ক্লাস ২০২৭ এর জন্য অফার পেয়েছে। সে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। সে এইচএসসি পাসের
আগেই এই অফার পেয়েছে। রীতিমতো অবিশ্বাস্য!

ভাবছেন, তথ্যটা কি সত্যি আসলেই? চাঁদপুর থেকে এমআইটি পৌঁছানোর আগে সিফাত নিজের জাত চিনিয়েছে আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে ২০২২ সালে ব্রোঞ্জ পাওয়ার মাধ্যমে। যা মূলত তাকে এই অর্জনে সহয়তা করেছে! ইনফরমেটিকস অলিম্পিয়াড হলো কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রতিযোগিতা!

অভিনন্দন নাফিস উল হক সিফাত! ❤️

সবারই একটাই প্রশ্ন কিভাবে ও বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের পৌঁছেছে। চলুন গল্পের পিছনের গল্পটা দেখি!

01. International Olympiad in Informatics 2022 Indonesia
- Bronze Medal

02. Bangladesh Olympiad in Informatics 2022
- Gold Medal

03. International Olympiad in Informatics 2021 Singapore
- Bronze Medal

04. Asia Pacific Olympiad in Informatics 2022
- Bronze Medal

05. Bangladesh Mathematical Olympiad
2021: 2nd Runners Up and National Camper
2022: 1st Runners Up and National

06. National High School Programming Contest
2021: 2nd Runners Up

জাস্ট একবার চিন্তা করেন এইচএসসি পড়ুয়া একজনের অর্জনের লিস্ট এটা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন নাফিস সাধারণ কেউ না!

এসব ছাড়াও নাফিস কোডিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম - কোডফোর্সেস এর 'ক্যান্ডিডেট মাস্টার'!!! পুরো বাংলাদেশে হাতে গোনা কয়েকজনই রয়েছে এই ট্যাগধারী!

আজ অর্জনের গল্প সবাই শেয়ার করছে! কিন্তু সেই ছোট্ট নাফিস বছরের পর বছর ধরে পরিশ্রম করেই স্বপ্ন ছুয়েছে!
নাফিসের জন্য দোয়া আর শুভকামনা রইলো! আরও হাজার নাফিস বের হয়ে আসুক দেশের সকল প্রান্ত থেকে আর বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করুক, এটাই চাওয়া আমাদের সবার।

প্রবলেম সলভিংয়ের প্রচুর দক্ষ এই মেধাবী এমআইটিতে পড়াশোনা করবে সিএসসিতে!

Credit: Stories with Arif | Short Stories
145🔥11👏7🎉1