News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

GST

জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহকে দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে ইউজিসি।

- TDC

💠NewsZone
236👏22🔥19😢11🥰9🎉5
HSC-22


BUP

BUP এর এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। ভর্তি পরীক্ষা ২৪ ও ২৫ মার্চ।

💠NewsZone
35😢15🔥3👏3🥰2
📌 ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন পরিসংখ্যান –


☑️ বিজ্ঞান ইউনিট(ক ইউনিট)-
 ১ লাখ ২৭ হাজার ৭৫টি
মোট আসন- এক হাজার ৮৫১টি 
প্রতি আসনের বিপরীতে লড়বে- ৬৯ জন শিক্ষার্থী

☑️ কলা,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট(খ ইউনিট) - ১ লাখ ২২ হাজার ৮৮২টি
মোট আসন-  ২ হাজার ৯৩৪ টি 
প্রতি আসনের বিপরীতে লড়বে- ৪২ জন

☑️ ব্যবসায়ে শিক্ষা ইউনিট(গ ইউনিট) - ৪১ হাজার ৩৬৮জন
মোট আসন- এক হাজার ৫০টি
প্রতি আসনের বিপরীতে লড়বে- ৪০ জন

☑️ চারুকলা ইউনিট -  ৭ হাজার ৯৬টি
মোট আসন- ১৩০টি
প্রতি আসনের বিপরীতে লড়বে- ৫৫ জন

মোট আবেদন - সর্বমোট ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন

যারা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিয়েছে তাদের আরো কিছু আবেদন আগামী ২৪ ঘন্টার মধ্যে জানা যাবে। সে হিসেবে আবেদন কিছুটা বাড়বে।

বিগত বছরের তুলনায় এবার আবেদন বেশি পরেছে প্রায় ১০ হাজার।

আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার এক ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন২৯ এপ্রিল চারুকলা অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ মে ‘খ’ ইউনিট বা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ১২ মে ‘ক’ ইউনিট বা বিজ্ঞান অনুষদ এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা।


💠NewsZone
46😢17🥰4👏4🔥3🎉3
HSC-22

BSMRAAU

💠NewsZone
😢2514🔥3👏2
HSC-22

JU

এবার ৫ ইউনিটের পরিবর্তে ৭ ইউনিটে পরীক্ষা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

©Admission Informer

💠NewsZone
🔥11550😢26👏10🥰9🎉8
HSC-22

DAT

ডেন্টাল ভর্তি পরীক্ষা ৫ই মে অনুষ্ঠিত হবে৷

💠NewsZone
120😢34👏13🥰7🔥5🎉5
🛑VARSITY MATE 1.0🛑


প্রত্যেকের স্বপ্ন থাকে নিজস্ব ক্যাম্পাসের।

তোমাদের রাতজাগা সেই নির্ঘুম স্বপ্নগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোকে সামনে রেখে আমাদের

VARSITY MATE 1.0

কোর্সটিকে এমনভাবে সাজাচ্ছি যেনো তা তোমায় সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত করে তোলে।

আর যাতে ঠিক দুই কিংবা তিনমাস পর তোমায়ও মজার ছলে ঢাবিয়ান, রাবিয়ান, জাবিয়ান বলে ডাকতে পারে সবাই।

তুমিও হতে পারবে পাবলিকিয়ান ফ্রম ফোবিয়ান, যেমনটা কিছুদিন আগেও দেখেছো ৯০ জন ফোবিয়ান হয়েছিলো মেডিকেলিয়ান।


❇️আমাদের কোর্সটি যেসকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য সহায়ক হবে:

DU,JU,CU,GST---(A unit) RU(C unit)

Special Features: রসায়ন নিয়ে কমবেশি সবাই আতঙ্কে থাকে, আর এই রসায়ন ই মেডি ড্রিমারদের প্রস্তুতি এক ধাপ এগিয়ে রাখে। প্রতিটি পরীক্ষার সম্ভাব্য তারিখকে সামনে রেখে আমাদের অভিজ্ঞ Team Mate রা Question bank analysis করে প্রতিদিন কিছু কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ পোষ্ট করবেন। এত্তো বিশ্লেষণ করে পড়লে ইনশাআল্লাহ তুমি আত্নবিশ্বাসী হয়ে উঠবে।


তো আর দেরি কিসের⁉️

"Be ready to become a publician to Phobian"

Enroll Process:Click Here
16🔥2
HSC-22

BRMRMU

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

💠NewsZone
🎉25😢2
HSC-22

BUET

প্রিলিমিনারি পরীক্ষার জন্য বুয়েটের শর্ট লিস্ট প্রকাশিত হবে আগামী ২৯ মার্চ। শর্ট লিস্টেড শিক্ষার্থীদের বাকি আবেদন ফি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।

💠NewsZone
37😢8
HSC- 21,22

🔺Announcement 🔺

Varsity Mate 1.0

আমরা সবসময় চাই আমাদের একটা স্টুডেন্ট ও যাতে কখনো কিছু থেকে বঞ্চিত না হয়।
আর তাই তোমরা যারা Varsity Mate 1.0 তে ইনরোল করবে তাদের জন্য আমরা ম্যাথ কোর্স + ফাইনাল মডেল টেস্ট কোর্সটাও ফ্রি করে দিবো

আর হ্যাঁ, কোর্স ফি কিন্তুু ৩০০ ই থাকবে।
এটা আর বাড়ানো হবে না।


তাহলে তোমরা Physics, Chemistry, Math,Biology কাভার তো করবেই এবং শেষে Final Model test ও পাচ্ছো একবার ইনরোল এর মাধ্যমেই।

- " Be ready to become a publician to Phobian" -

👉 Enroll Process
🔥319👏1😢1🎉1
বান্দারবানের সুয়ালক’এ নির্মিত হচ্ছে দেশের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

বান্দরবান বিশ্ববিদ্যালয়

২০১৯ সালে ৫৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়৷ যেখানে রয়েছে স্বল্প খরচে উচ্চ শিক্ষার সুযোগ। থাকবে মিনি স্টেডিয়াম, বোটানিক্যাল গার্ডেন, হোস্টেল সুবিধাসহ আরও নানা ধরণে সুযোগ সুবিধা

💠NewsZone
🔥5435🥰6👏6😢2🎉2
HSC-22

Private University (NSU)

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের "Summer-23" সেশনের আবেদনের শেষ সময় ২৪ মে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মে

💠NewsZone
33🔥6👏5
সহজেই অ্যাডমিশন রিলেটেড সকল নিউজ টেলিগ্রামের পাশাপাশি ফেসবুকে পেতে আজই জয়েন হয়ে নাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে।

পেইজ-> Exam Mate

অফিসিয়াল ওয়েবসাইট ও কিন্তুু আছে।
জানা আছে তো তোমাদের?

ওয়েবসাইট-> Exam Mate
🔥185👏3🎉1
গত রাত থেকে এক বিশ্ববিদ্যালয়ের ছবি নিয়ে প্রচুর কথা হচ্ছে। আর সেটি হলো "বান্দরবান বিশ্ববিদ্যালয়"। অনেকে এটিকে পাবলিক বিশ্ববিদ্যালয় আখ্যা দিচ্ছেন বা মনে করছেন আবার অনেকে এটিকে প্রাইভেট বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বলছেন।

কিন্তু প্রকৃতপক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয় একটি পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০১৯ সাল থেকে। মূলত পাহাড়ের বুকে এমন সুন্দর বিশ্ববিদ্যালয় পরিবেশ ও তার নামের জন্য অনেকেই এটাকে পাবলিক বিশ্ববিদ্যালয় ভেবেছিল।

আসলে বাংলাদেশের প্রথম পিপিপি বিশ্ববিদ্যালয় হলো বান্দরবান বিশ্ববিদ্যালয়।

💠NewsZone
58🔥10🥰3🎉2
HSC-22

GST


🔹 গুচ্ছের বিষয়ে জবির (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) চূড়ান্ত সিদ্ধান্তঃ ২৯ মার্চ

🔸 গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়)।

💠NewsZone
😢5619👏12🔥8
58🥰7👏5🎉5
Varsity Mate 1.0

আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় ১৫০ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে

🔸Botany Chapter-1 দিয়ে
আজ থেকে শুরু হতে যাচ্ছে
Varsity Mate 1.0
এর যাত্রা।

🔹 ভর্তি হলে থাকছে এবার বিশেষ কিছু
🔹 ইনরোল প্রসেস
9🥰3
HSC-22

RU

রাবি এর প্রাথমিক আবেদন শেষ হতে আর ২দিন বাকি

সময়কালঃ ১৫ মার্চ - ২৭ মার্চ

💠NewsZone
61🥰4🔥2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা
203🔥17👏2🥰1🎉1
List of Eligible Candidates (For Preliminary Test Shift 1).pdf
473.3 KB
HSC-22

BUET


🌟 List of Eligible Candidates (For Preliminary Test Shift 1)

🌟 List of Eligible Candidates (For Preliminary Test Shift 2)

💠NewsZone
🥰26😢156🔥4🎉2👏1