News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
এক নজরে গুচ্ছ সংক্রান্ত তথ্য (২০২২-২৩)

১. আবেদন শুরু হবে ১৫ এপ্রিল থেকে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
২. আবেদন যোগ্যতা ব্যবসায়ে শিক্ষা ও মানবিক বিভাগের ১ পয়েন্ট করে বাড়ানো হয়েছে। তবে বিজ্ঞান বিভাগের জিপিএ অপরিবর্তিত থাকছে।
৩. বিভাগ পরিবর্তন ইউনিটে আবেদন ও পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা ও মানবিক বিভাগের জন্য নির্ধারিত আবেদন যোগ্যতা (বিজ্ঞান-৮.০০, ব্যবসায়ে শিক্ষা-৭.৫০ এবং মানবিক-৭.০০) প্রযোজ্য হবে।
৪. আবেদন ফি (ব্যক্তিগত মতামত) সম্ভাব্য ১০০০ টাকা নির্ধারণ করতে পারে। আর নাইলে ১৫০০ টাকা নির্ধারণ হতে পারে।

এছাড়াও বাকি ইনফোগুলো সামনে জানা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধন্যবাদ ❤️

©️Admission Informer

💠NewsZone
67😢7🔥3👏2🥰1
HSC-22

IU

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ৭ মে, চলবে ২৫ মে পর্যন্ত।

🔹 পরীক্ষা চারটি ইউনিটে(A,B,C,D) অনুষ্ঠিত হবে।

💠NewsZone
55😢15👏2🔥1🥰1🎉1
HSC-22

IU

ইবিতে ভর্তি আবেদন ফি ৩০০ টাকা+সাবজেক্ট প্রতি ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

💠NewsZone
👏4126🔥8
News Zone
HSC-22 IU ইবিতে ভর্তি আবেদন ফি ৩০০ টাকা+সাবজেক্ট প্রতি ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 💠NewsZone
বি ইউনিটে কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অধীন ডিপার্টমেন্ট আছে ১৪ টি।
এর মানে ৫০ টাকা করে ১৪*৫০=৭০০ টাকা। আর ফরমের আরও ৩০০ টাকা। মানে বি ইউনিটে আবেদন করতে সর্বমোট ১০০০ টাকা লাগবে।

একইভাবে 'এ' ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন ১২ টি বিভাগ রয়েছে।
তাহলে ১২*৫০=৬০০+৩০০=৯০০ টাকা।

'সি' ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ৬ টি বিভাগ রয়েছে।
৬*৫০=৩০০+৩০০=৬০০ টাকা।

'ডি' ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদে বর্তমানে ৪ টি ডিপার্টমেন্ট রয়েছে।
৪*৫০=২০০+৩০০ =৫০০ টাকা।
30🔥6🥰1👏1🎉1
Alarming News For All

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে উপজেলাভিত্তিক যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আগামীকাল রাজধানীসহ দেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হতে পারে। রাজধানীতে তা ৪১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
😢103🔥71
HSC-22

IU

খসড়া সার্কুলার।
বিস্তারিত আসছে

💠NewsZone
👏207
HSC-22

IU

জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশিত হবে

💠NewsZone
👏356
HSC-22

GST

গুচ্ছের আবেদন যোগ্যতা আবার কমানো হয়েছে।

বিজ্ঞান - ৮.০০ (আলাদাভাবে ৩.৫০)
ব্যবসায়ে শিক্ষা - ৬.৫০ (আলাদাভাবে ৩.০০)
মানবিক - ৬.০০ (আলাদাভাবে ৩.০০)

💠NewsZone
52👏6
HSC:22

IU

জুনের ২য় সপ্তাহে ইবির ভর্তি পরীক্ষা, আবেদন ১০ মে-২৭ মে, পরীক্ষা ৮০ মার্কের MCQ পদ্ধতিতে, সেকেন্ড টাইম থাকছে।

💠NewsZone
82🔥9👏5
🔵Varsity,Medical,Dental প্রস্তুতির এর জন্য সকল PDF ওয়েবসাইটে ইনডেক্স করা হয়েছে

📚PDF For Science Group:
Click Here

📚PDF For Humanities and Commerce Group:Click Here


🛑PDF দ্রুত খুজে পাওয়া যাবে Website এর সাহায্যে।
24👏4🎉2🔥1🥰1
HSC-22

Nursing

নার্সিং এপ্লাই আপডেট -২০২২-২৩ :
------------------------------
সর্বমোট - ১,১২,৭০০
বিএসসি - ২৯০০০
মিডওয়াইফারি- ১৭০০০
ডিপ্লোমা- ৬৬০০০

তবে আজকে টাকা জমা দেওয়ার তারিখ শেষ হলে নিশ্চিত হওয়া যাবে, কারণ অনেকেই টাকা জমা দেন নাই।

💠NewsZone
👏209❤‍🔥1
HSC-22

GST

২২ বিশ্ববিদ্যালয়ের এ গুচ্ছ প্রক্রিয়া থেকে আরও অন্তত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও একাধিক সাধারণ বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। শিগগিরই তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে সামনে আসবেন বলে জানা যাচ্ছে। এছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও রয়েছে গুচ্ছ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া।

💠NewsZone
😢161👏23🎉4🔥2🥰1
HSC-22

RU

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের চূড়ান্ত আবেদন পরিসংখ্যান (এখন পর্যন্ত)

🟩 A ইউনিট - ৩৫,৫৪৯ জন

🔹মানবিক শাখা থেকে ২৯,০৯৯ জন
🔹বিজ্ঞান শাখা থেকে ৫,৩৭২ জন
🔹বাণিজ্য শাখা ৯৭৮ জন

B ইউনিট - ১৬,৫৭৫ জন

🔹বাণিজ্য শাখা ৯,৯৯৩ জন
🔹বিজ্ঞান শাখা থেকে ৫,০১৪ জন
🔹মানবিক শাখা থেকে ১,৫৫৮ জন

🟩 C ইউনিট - ৪০,৮৫৪ জন

🔹বিজ্ঞান শাখা থেকে ৪০,২০৭ জন
🔹মানবিক শাখা থেকে ৬০২ জন
🔹বাণিজ্য শাখা ৪৫ জন

❇️মোট আবেদন - ৯২,৯৭৮ জন।

💠NewsZone
25🔥4
HSC-22

IU

🐸 নতুন নাটক 🐸

রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দিলে গুচ্ছে যাবে ইবি।

সুত্র- রেজিস্টার অফিস, ইবি

💠NewsZone
👏148😢347🤯7🔥6🎉1🤩1
News Zone pinned «🔵Varsity,Medical,Dental প্রস্তুতির এর জন্য সকল PDF ওয়েবসাইটে ইনডেক্স করা হয়েছে 📚PDF For Science Group:Click Here 📚PDF For Humanities and Commerce Group:Click Here 🛑PDF দ্রুত খুজে পাওয়া যাবে Website এর সাহায্যে।»
HSC-22

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ রাত ১১.৫৯ মিনিটে, আবেদন ফি জমা দেয়া যাবে ১৬ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত

💠NewsZone
🔥314😢2🎉2👏1
HSC-22

GST

সংক্ষিপ্ত সিলেবাসে এবারের GST গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে -ববি উপাচার্য।

⚠️ মুখের কথা আর প্রশ্ন করার মাঝে অনেকটুকু ডিফারেন্স থাকে।তাই ফুল টা শেষ করে নাও

💠NewsZone
176👏22😢17🤯16
HSC:22

CU


এ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন পড়েছে ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন। তবে ফি জমা দিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৩৫৪ জন।


💠NewsZone
🤯5610👏6❤‍🔥3🎉3🔥2😢2
HSC:22

CU


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন পরিসংখ্যান (১৪ এপ্রিল পর্যন্ত)

▪️ A ইউনিট - ৭৭৭৫৬ জন (আবেদন), ৭৩৭৮২ জন (আবেদন ফি জমা)
▪️ B ইউনিট - ৫৬৭১০ জন (আবেদন), ৫২৩৮৫ জন (আবেদন ফি জমা)
▪️ C ইউনিট - ১৭৮৮২ জন (আবেদন), ১৭১৫৩ জন (আবেদন ফি জমা); এছাড়াও মানবিক থেকে সি-১ ইউনিটে ৮১১ জন (আবেদন), ৫৮৭ জন (আবেদন ফি), বিজ্ঞান থেকে সি-২ ইউনিটে ২৫৭৯ জন (আবেদন), ১৯২৭ জন (আবেদন ফি জমা)
▪️ D ইউনিট - ৫২৪৮৮ জন (আবেদন), ৪৮৪০২ জন (আবেদন ফি জমা)
▪️ B1 উপ-ইউনিট - ২৭০৫ জন (আবেদন), ১৩২০ জন (আবেদন ফি জমা)
▪️ D1 উপ-ইউনিট - ৩৩৯৮ জন (আবেদন), ১৭৯৮ জন (আবেদন ফি জমা)

মোট:
▪️মোট আবেদন করেছে - ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন
▪️ফি জমা দিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৫৪ জন


💠 NewsZone
🤯20👏86❤‍🔥3😢2
HSC-22

GST

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী সোমবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হতে পারে। এবারের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে

কয়েকটি পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। এর মধ্যে-

১. একাধিক মাইগ্রেশন বন্ধ
২. এসএসসি-এইচএসসি পাসের সাল উল্লেখ করে দেওয়া
৩. স্বল্প সময়ে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা আসতে পারে

-TDC

💠 NewsZone
97😢27🤯15👏6🔥3🥰3🤩1