News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

IU

🐸 নতুন নাটক 🐸

রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দিলে গুচ্ছে যাবে ইবি।

সুত্র- রেজিস্টার অফিস, ইবি

💠NewsZone
👏148😢347🤯7🔥6🎉1🤩1
News Zone pinned «🔵Varsity,Medical,Dental প্রস্তুতির এর জন্য সকল PDF ওয়েবসাইটে ইনডেক্স করা হয়েছে 📚PDF For Science Group:Click Here 📚PDF For Humanities and Commerce Group:Click Here 🛑PDF দ্রুত খুজে পাওয়া যাবে Website এর সাহায্যে।»
HSC-22

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ রাত ১১.৫৯ মিনিটে, আবেদন ফি জমা দেয়া যাবে ১৬ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত

💠NewsZone
🔥314😢2🎉2👏1
HSC-22

GST

সংক্ষিপ্ত সিলেবাসে এবারের GST গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে -ববি উপাচার্য।

⚠️ মুখের কথা আর প্রশ্ন করার মাঝে অনেকটুকু ডিফারেন্স থাকে।তাই ফুল টা শেষ করে নাও

💠NewsZone
176👏22😢17🤯16
HSC:22

CU


এ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন পড়েছে ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন। তবে ফি জমা দিয়েছেন এক লাখ ৯৭ হাজার ৩৫৪ জন।


💠NewsZone
🤯5610👏6❤‍🔥3🎉3🔥2😢2
HSC:22

CU


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন পরিসংখ্যান (১৪ এপ্রিল পর্যন্ত)

▪️ A ইউনিট - ৭৭৭৫৬ জন (আবেদন), ৭৩৭৮২ জন (আবেদন ফি জমা)
▪️ B ইউনিট - ৫৬৭১০ জন (আবেদন), ৫২৩৮৫ জন (আবেদন ফি জমা)
▪️ C ইউনিট - ১৭৮৮২ জন (আবেদন), ১৭১৫৩ জন (আবেদন ফি জমা); এছাড়াও মানবিক থেকে সি-১ ইউনিটে ৮১১ জন (আবেদন), ৫৮৭ জন (আবেদন ফি), বিজ্ঞান থেকে সি-২ ইউনিটে ২৫৭৯ জন (আবেদন), ১৯২৭ জন (আবেদন ফি জমা)
▪️ D ইউনিট - ৫২৪৮৮ জন (আবেদন), ৪৮৪০২ জন (আবেদন ফি জমা)
▪️ B1 উপ-ইউনিট - ২৭০৫ জন (আবেদন), ১৩২০ জন (আবেদন ফি জমা)
▪️ D1 উপ-ইউনিট - ৩৩৯৮ জন (আবেদন), ১৭৯৮ জন (আবেদন ফি জমা)

মোট:
▪️মোট আবেদন করেছে - ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন
▪️ফি জমা দিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৫৪ জন


💠 NewsZone
🤯20👏86❤‍🔥3😢2
HSC-22

GST

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী সোমবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হতে পারে। এবারের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে

কয়েকটি পরিবর্তন আসার আভাস পাওয়া গেছে। এর মধ্যে-

১. একাধিক মাইগ্রেশন বন্ধ
২. এসএসসি-এইচএসসি পাসের সাল উল্লেখ করে দেওয়া
৩. স্বল্প সময়ে ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা আসতে পারে

-TDC

💠 NewsZone
97😢27🤯15👏6🔥3🥰3🤩1
দেশের ষষ্ঠ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হিসেবে নাম লিখাতে যাচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
[প্রস্তাবিত ময়মনসিংহ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (মুয়েট)]

💠 NewsZone
🔥96🤯3931👏8🎉3🤩3❤‍🔥2
409bba0b812992c74978c4444b882cf0.pdf
1.1 MB
Hsc:22

IU


Admission Notice for session 2022-23



💠News Zone
💯10❤‍🔥4👏32
HSC:22

RU

রাবি ১ম পর্যায়ের চূড়ান্ত আবেদনের শেষ হচ্ছে আজ।

✔️ দ্বিতীয় দফায় ১৭ থেকে ১৯ এপ্রিল,
✔️ তৃতীয় দফায় ২৬ থেকে ২৯ এপ্রিল এবং
✔️ চতুর্থ দফায় ১ ও ২ মে চূড়ান্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।


💠 NewsZone
🔥196👏4😢32
HSC-22

প্রজ্ঞাপন জারি করা হলো

💠 NewsZone
👏90🤯17🔥11🥰9😢98😇8🤩75🤝2🤗2
এবার আশা করি গুচ্ছ পরীক্ষা নিয়ে সমস্যাগুলো অনেকটাই লাঘব হবে।
বাকিটা সময়ই বলে দিবে
👏48🫡17❤‍🔥6🥰3🔥2
HSC-22

RU

✳️রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম ধাপের চূড়ান্ত আবেদন পরিসংখ্যান

✔️ এ ইউনিট-  ৪৮৮৮৯
✔️ বি ইউনিট-  ২৩৫০০
✔️ সি ইউনিট- ৫৫০০০

✳️মোট আবেদন - ১ লাখ ২৭ হাজার ৩৮৯ টি

✳️পরীক্ষাযোগ্য আসন বাকি আছে

✔️ এ ইউনিট-  ২৩১১১
✔️ বি ইউনিট- ৪৮৫০০
✔️ সি ইউনিট-  ১৭০০০

মোট - ৮৮৬১১

আগামীকাল ১৬ এপ্রিল ২য় সিলেকশন রেজাল্ট প্রকাশিত হবে।


💠NewsZone
👏32🫡1843🔥1🤩1😇1
HSC-22

💠NewsZone
😢16🫡9🤝433🔥2👏2
আমরা বাঙালি তাই হঠাৎ করে নিউজ ফিডে কোনো অসহায় মানুষকে সাহায্য করা দেখলে অতি আবেগপ্রবণ হয়ে যাই,আর এসবই এদের মূল অস্ত্র ধান্দাবাজি করার।

আল্লাহ হেদায়েত করুক এদের
😢95🫡14👏133🤩2🔥1
অতি শীঘ্রই সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩২ করা হবে।

সুত্রঃ-জনপ্রশাসন মন্ত্রালয়

💠NewsZone
👏95🤩2921🔥19🥰7💯6🫡4🤯3❤‍🔥1🤝1
HSC-22

RU

আজকে দুপুর ২.০০ টার পর রাবির ২য় পর্যায়ের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত করা হবে।

যারা সিলেক্টেড হবে।তারা আগামীকাল ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল রাত ১১.৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর বিল পেমেন্ট করতে পারবেন ২০ এপ্রিল দুপুর ১২.০০ টা পর্যন্ত।

💠NewsZone
24🥰9🤯1
একটি সতর্কতা মূলক পোস্ট সবার জন্য


বরিশাল টু চাঁদপুর যারা লঞ্চ এ আসেন তারা সতর্ক থাকবেন

বরিশাল থেকে চাঁদপুরের লঞ্চে করে নোয়াখালীর উদ্দ্যেশে যাত্রা করেছিলাম গত পরশুদিন। ফেসবুকে একটি স্ট্যাটাস ও দিয়েছলাম সবার কাছ থেকে দোয়া চেয়ে। যথারীতি সব ঠিক ছিলো। কিছুক্ষন পর আমার পাশে পাঞ্জাবি আর পাগড়ি পরা কয়েকজন লোক এসে ওযু করে এশার নামাজ সহ ২০ রাকাত তারাবির নামাজ পড়লো। নামাজের পরে দেখলাম তাদের একজন দেখলাম কলা ও বিস্কুট খাচ্ছে। আমিও আমার কাছে থাকা খেজুর খাচ্ছিলাম আর ফেসবুক স্ক্রলিং করছিলা। হঠাৎ তিনি আমাকে একটা কলা দিলেন। আমি বললাম, আমি খাবো না। বলল খান। একসাথে খাওয়া সুন্নাত। আমি না খেয়ে সেট পাশে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর তিনি আমারে একটা বিস্কুট দিলেন। ভাবলাম হুজুর মানুষ সৌজন্যতার খাতিরে দেখে এক কামড় খেয়েই দেখি। তারপর আরেকটা বিস্কুট দিছে, ওটা আমি খাইনি। জানালা দিয়ে ফেলে দিয়ে মোবাইল স্ক্রলিং শুরু করলাম।


আর পরের দিন নিজেকে আবিস্কার করলাম ঢাকা মেডিকেল কলেজের বিছানায়। এখান দিয়ে আমার মোবাইল আর হেডফোন গায়েব।

কি এক সোসাইটি তে বাস করছি কাকে বিশ্বাস করবো? আলেম বলেন আর জালেম বলেন সবই অর্থ আর টাকা পয়সার কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। শরীরের অবস্থা খুব ই খারপ সবাই দুয়া করবেন। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের হল এ আছি। বাসায় যেতে পারিনি। শরীর বিষের মতো ব্যথা।

©Collected - Sohan

💠NewsZone
😢303🤯10🔥2
HSC:22

GST


✔️ সার্কুলার প্রকাশিত হবে আগামীকাল।
✔️ আবেদন শুরু - ১৮ এপ্রিল
✔️আবেদন চলবে- ৩০ এপ্রিল পর্যন্ত।

✳️ ভর্তি পরীক্ষা:-
২০ মে - মানবিক - বি ইউনিট,
২৭ মে - বিজ্ঞান - এ ইউনিট,
৩ জুন - বাণিজ্য - সি ইউনিট

💠 গুচ্ছে থাকছে- জবি, ইবিসহ ২২ টি বিশ্ববিদ্যালয়।


💠NewsZone
😢24075👏27🥰11🫡11🤯9🔥4🎉4🤝43🤗2
HSC:22

IU

ভর্তি বিজ্ঞপ্তি প্রত্যাহার করলো ইবি।


💠NewsZone
🫡112👏40🤩36😢15🤗135🤯53💯3🎉2🤝1