News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC:22

DU

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু। ঢাবির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

💠NewsZone
🫡8🤩76
HSC-22

GST

GST Circular Published

💠NewsZone
121🥰16😢13🔥6😍5🤗3👏2🤩2
HSC-22

GST

গুচ্ছের আবেদন শুরু আগামীকাল দুপুর ১২ টা থেকে, আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত;
২০১৮ এসএসসি ও সেকেন্ড টাইম এলাউড

💠NewsZone
53🔥3🎉2
এই প্রশ্নের যিনি রচয়িতা, তিনি ঠিক কতটা দক্ষ এবং সেই সাথে নান্দনিক সেটা লিখনিতেই প্রকাশিত।

শ্রদ্ধেয় কবীর স্যার এর করা প্রশ্ন এটি।


💠NewsZone
193🫡76🤯39🔥23👏13🤩8🥰3😢3
HSC-22

GST

গুচ্ছের প্রতি ইউনিট আবেদন ফি ১৫০০ টাকা

💠NewsZone
🤯59😢34👏23🫡852💯2❤‍🔥1🥰1🤝1
HSC-22

GST

গুচ্ছে ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত।

💠NewsZone
56👏5🔥3😢2😍2❤‍🔥1🥰1
HSC:22

GST

গত বছরের মত এবারও গুচ্ছের কেন্দ্র ১৯ টি, সর্বোচ্চ ৪ টি মেরিট লিস্ট দিতে পারে; যার ১ম মেরিট লিস্ট বাদে বাকি ৩ মেরিট লিস্ট আসন ফাকা সাপেক্ষে দেয়া হবে.

💠NewsZone
🔥5520😢10👏6🎉5🤝3❤‍🔥2🫡2🥰1🤯1
HSC-22

GST

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে ১৯ টি কেন্দ্রে।

কেন্দ্রসমূহ:
১।জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
২। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
৩। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবদ্যালয়, সিলেট ৪।খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
৫।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
৬।মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল
৭। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নোয়াখালী
৮।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী
৯।কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
১০।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ
১১।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
১২।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
১৩।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ
১৫।বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১৬।রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি
১৭।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ
১৮।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ, গাজীপুর
১৯।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।

💠NewsZone
58😢12🤝7🫡5🤩3🔥2🥰2👏1🎉1
HSC-22

DU

আজকে বিকেল ৩.০০ টা থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড। ডাউনলোড করা যাবে পরীক্ষার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠NewsZone
79👏8🤯6🎉1🫡1
HSC-22

GST

গুচ্ছের আবেদন শুরু হয়ে গেছে।
খুব সাবধানতার সাথে সবগুলো কাজ করবে।

বিশেষকরে এক্সাম সেন্টার দেওয়ার সময় পরবর্তী পরীক্ষাগুলো তুমি কোথায় দিবে, সেটা মাথায় রেখে দিবে।

সবার জন্য শুভকামনা


💠NewsZone
55👏6🥰3💯2🔥1
HSC-22

GST

কেন্দ্রসমূহ এর তালিকা

💠NewsZone
44🔥4👏2🎉2❤‍🔥1🤩1
HSC-22

GST

গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

- পাঠশালা বার্তা

💠NewsZone
129🥰12🤯6👏4🤩3❤‍🔥2🎉2😢1
যারা রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে পাশাপাশি গুচ্ছের জন্য চিন্তা করছো তাদের জন্য -

১. যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সবচেয়ে কাছে ও সহজ হবে।

২. দেশের উত্তরাঞ্চল বা চট্টগ্রামের বাহিরে থেকে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চয়েস দিলে সহজ হবে। আর পাশাপাশি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দিতে পারো।

৩. কেন্দ্র চয়েসের ক্ষেত্রে দূরত্ব বিবেচনা না করে যাতায়াত ব্যবস্থা কোথায় সবচেয়ে সহজ সেটিকে প্রাধান্য দেয়া উচিত।

৪. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে [গত বছরের অভিজ্ঞতা]। সুতরাং, আগে করলে সিট আগে পাবা বা পরে করলে কেন্দ্র পাবা না এমন বিষয়টা নেই।

© Admission Informer

💠NewsZone
81🤝5❤‍🔥3🔥3💯3
HSC-22

JU

সাভারের আশেপাশে স্কুল-কলেজে কেন্দ্র নিয়ে পরীক্ষা নেয়া সম্ভব হলে দুই শিফটে পরীক্ষা নিবে জাবি

- উপাচার্য, জাবি

💠NewsZone
👏8150🫡15😢7🔥32🤩1🤗1
কিছু বিষয় ক্লিয়ার করি।

গুচ্ছ নিয়ে কিছু প্রশ্ন ঘুরছে তোমাদের মাথায়,সেগুলোর উত্তর দিচ্ছি


১) আমার অপশনাল হলো ম্যাথ,সেক্ষেত্রে ম্যাথ না দাগালে কি ইন্জিনিয়ারিং সাবজেক্ট পাবো না?

=> দেখো এই বিষয়টা পুরোপুরি ভার্সিটির উপর নির্ভর করবে।

কিন্তুু গত বছর ২/৩ বিশ্ববিদ্যালয় ছাড়া সবাই ম্যাথ দাগানো ছাড়া ইন্জিনিয়ারিং সাবজেক্ট দেয়নি।
তাই দাগাতে পারলে,অবশ্যই দাগাবে।
বেনেফিট পাবে,মিলিয়ে নিও।


২) আমি ম্যাথ দাগাবো না,তার পরিবর্তে বাংলা/ইংরেজি দাগাবো।
কেমন নাম্বার লাগতে পারে?

=> এটা নির্ভর করবে প্রশ্নের উপর।
কিন্তুু একটা কথা আছে।
লাইফ সাইন্সের সিট কিন্তুুু সব ভার্সিটিতে তুলনামূলক কম থাকে ইন্জিনিয়ারিংয়ের তুলনায়।

তাই তোমার যদি টার্গেট থাকে ভালো কোনো ভার্সিটির ভালো কোনো লাইফ সাইন্স রিলেটেড সাবজেক্ট, তাহলে অবশ্যই নাম্বার বেশি তুলতেই হবে।

💠NewsZone
🥰28🫡98😢6🤩2
HSC-22

GST

গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা কোটা সহ (2021-22)

💠NewsZone
🤯3515😢8👏2
HSC:22

GST

গুচ্ছে প্রথম সাড়ে ৭ ঘন্টায় আবেদন জমা পড়ছে ১৭ হাজারের বেশি।

ক ইউনিটে ১২ হাজার
খ ইউনিটে ৩ হাজার ৫০০
গ ইউনিটে ১ হাজার ৮০০


💠NewsZone
🤯8622😢19🫡106🔥3👏3