News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন মো: সাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

💠NewsZone
110😢31👏5❤‍🔥4🫡43🔥3🤩3🥰1🎉1
HSC:22

RU


রাবি গ ইউনিট মানবন্টন:

আবশ্যিক:
পদার্থ বিজ্ঞান :২৫
রসায়ন:২৫
ICT:৫

ঐচ্ছিক( যেকোনো একটি দাগাতে হবে):

বায়েলজি:২৫
গণিত :২৫
বায়োলজি+গনিত:২৫

মোট ৮০ টি প্রশ্ন থাকে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পাবে। এবং ৫ টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে না। সময় ১ ঘন্টা।

💠NewsZone
115🔥8🤯7😇6🤗52👏2😢2🎉2
HSC-22

GST at a glance

💠NewsZone
57👏5🔥3😢21🫡1
**রাজধানীর মতিঝিল, আরামবাগ, হাজারীবাগ, বাড্ডা, মগবাজারসহ কিছু এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনে লিকেজ; আগুন না জ্বালানোর পরামর্শ।

💠NewsZone
😢1126
Repost:


বাড্ডা, মগবাজার, মতিঝিল, হাজারীবাগ, আরামবাগ, মহাখালী ওয়্যারলেছ গেইট, সাত তলা, নিকেতন, তিতুমীর, হাজারী বাড়ি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, টি. বি. গেইট ইত্যাদি এলাকার মানুষজন দয়া করে কোনো প্রকার আ*গু*ন জ্বা*লা*বেন না ।
মসজিদে এবং বিভিন্নভাবে এলাকায় মাইকিং হচ্ছে যে কোথাও গ্যাস লিক হয়েছে । পুরো এলাকা জুড়ে গ্যাসের গন্ধ । কেউ দয়া করে আগুন জ্বালাবেন না ।

💠NewsZone
😢239👏3
HSC-22

RU

সিট খালি থাকা সাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ধাপের চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিতদের ফলাফল আজ প্রকাশিত হতে পারে, আগামীকাল থেকে আবেদন।

💠NewsZone
49🫡7👏3😢3🤩21
HSC-23

আগস্ট মাসের মাঝামাঝিতে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

💠NewsZone
39🤯32🔥2👏1😢1
যেখানে দিনের পর দিন নাসা এত মিলিয়ন ডলার খরচ করে চাঁদে যাচ্ছে,সেখানে এই ভাই সেই চাঁদ থেকেই একজনের মূল্যবান আইডি খুঁজে পেয়েছে কোনো অর্থ খরচ করা ছাড়াই!

আমাদের কি উচিত,নাসার সাথে যোগাযোগ করা?

মতামত জানাও তো তোমরা
🫡128🤩31🤯22👏12😢9🤗5🔥4🤝422😇2
একটা কথা বলে দেই।

আমাদের চ্যানেলটা খোলা হয়েছে শুধুমাত্র স্টাডির জন্য।
কারো অন্য কোনো প্ল্যান থাকলে দয়া করে,ডান পাশের তিন ডটে ক্লিক করে লিভ নিবা আমাদের সব চ্যানেল থেকে।

কিন্তুু এই টাইপের বেহায়াপনা সহ্য আগেও আমরা করিনি,সামনেও করবোনা।
184🫡27👏7🤝4🤩3🔥21
HSC-22

RU

রাবির তৃতীয় ধাপের সিলেকশনের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

লগ ইন লিংকঃ https://application.ru.ac.bd/login

💠NewsZone
🥰126👏51
‘বাপ কা বেটা’র ছোট ঋতুরাজ সিরিজ বই লিখে গিনেস বুকে

💠NewsZone
159🫡45🤯13🔥6👏61
HSC-22

CKRuet

প্রকৌশল গুচ্ছের ভর্তি আবেদন চলবে ১০ থেকে ২২ মে পর্যন্ত; পরীক্ষা ১৭ জুন অনুষ্ঠিত হবে। 

💠NewsZone
🫡2018😢10😇42
HSC-22

CKRuet

প্রকৌশল গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি

💠NewsZone
😢33197👏2🥰1
HSC:22

RU

রাবি তৃতীয় পর্যায় সিলেকশন রেজাল্ট।
এ ইউনিট-, বিজ্ঞান ৪.৭৫, মানবিক ৪.৪২, বাণিজ্য ৪.৫০ পেয়ে সিলেক্টেড
বি ইউনিট- সবাই সিলেক্টেড
সি ইউনিট - বিজ্ঞান ৪.৯২, মানবিক ৫.০০, বাণিজ্য ৫.০০

💠NewsZone
😢3016🔥4🤯32
HSC-22

CKRuet

প্রকৌশল গুচ্ছের শর্ট লিস্ট যেভাবে করা হবে -

১. প্রথমে এইচএসসিতে পদার্থ,রসায়ন, গণিত ও ইংরেজিতে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টকে প্রাধান্য দেয়া হবে।
২. গ্রেড পয়েন্ট একই হলে পদার্থ, রসায়ন ও গণিতের মোট নম্বরকে প্রাধান্য দেয়া হবে।
৩. মোট নম্বর একই হলে পর্যায়ক্রমে পদার্থ ও রসায়ন বিষয়ে মোট নম্বর; আলাদাভাবে পদার্থ বিষয়ের নম্বর ও রসায়ন বিষয়ের নম্বরকে প্রাধান্য দেয়া হবে।

এভাবে একটা মেধাতালিকা প্রণয়ন করা হবে। এখান থেকে প্রথম ৩৩ হাজার জন পরীক্ষা দেয়ার সুযোগ পাবে।

💠NewsZone
58😢16🔥3👏32🥰2🤯1
HSC:22

BSMRAAU


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শেষ হবে আজ রাত ১১.৫৯ মিনিটে।


💠NewsZone
23😢6🫡3🔥21👏1
HSC-22

AGRI

২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এইবার দায়িত্বে থাকবে সিকৃবি (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।)

তবে এই গুচ্ছের ভর্তি পরীক্ষার দিনক্ষণ জানতে আরও অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটটি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি),পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।

💠NewsZone
125🔥6🫡6👏5😢41🤩1
HSC-22

GST

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান বিভাগে।

🔸 ‘এ' ইউনিটে ৮৬ হাজারর বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

🔹‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪৩ হাজারের অধিক শিক্ষার্থী।

🔺‘সি’ ইউনিটে আবেদন করেছেন ১৭ হাজার শিক্ষার্থী।

💠 NewsZone
59😢2614🤩11🔥10🫡8👏2
HSC-22

GST

⚠️ হাইলাইটেড অংশে আসন বেড়েছে। সেজন্য হাইলাইটেড করা হয়েছে।

💠 NewsZone
35🔥4🥰2😢21
HSC-22

GST

আসন বৃদ্ধি পেয়েছে যেসব জায়গায়-

১) সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্ত করা হয়েছে।সেখানে ৫০টা সিট আছে।

২) ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্ত করা হয়েছে।
সেখানে ৬০টা সিট আছে।

৩) বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ চালু হয়েছে। যার সিট সংখ্যা ৩০; ৪টি বিজ্ঞান বিভাগের, ২৩টি মানবিক বিভাগেট, ৩টা বানিজ্য বিভাগের জন্য।

৪) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ, রসায়ন, মৃত্তিক ও পরিবেশ নতুন করে যুক্ত হয়েছে।
সেখানে ২০টি করে প্রতিটিতে আছে।
মোট ৬০টি।

💠NewsZone
63🫡19🔥7🥰3💯21