News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয় জানা জরুরী -

১. আজ যে ফলাফল প্রকাশিত হয়েছে এটা পাস করা শিক্ষার্থীদের ফলাফলের তথ্য। এর বাহিরে যারা আছে তারা মূলত ফেইল।

২. পিডিএফ প্রকাশের ২৪ ঘন্টা পর প্রত্যেকে ওয়েবসাইটে লগ ইন করে বিস্তারিত ফলাফল দেখতে পারবে।

৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের সাধারণ আসন ১২২১ টি, কোটায় আসন ২৩৬ টি।

৪. কোটার মেরিট পরবর্তীতে প্রকাশিত হবে।

৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল গত বছর কম গিয়েছে। এবার কত পর্যন্ত যাবে তা নিশ্চিতভাবে বলা না গেলেও যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগে হয়েছে সেহেতু এবার উল্লেখযোগ্য সিরিয়ালে যেতে পারে। মোটামুটি ২৫০০ পর্যন্ত যেতে পারে।

ধন্যবাদ ❤️

©Admission informer
😢68💔2716🔥5❤‍🔥4👌4🫡4
HSC-22

JU

পেছাতে পারে জাবির ভর্তি পরীক্ষা

©TDC

💠NewsZone
294🫡47😍35🔥15🥰15😢12💔10👏9🎉8👌7❤‍🔥3
HSC-22: BUET

বুয়েটের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।।

- পাঠশালা বার্তা

💠NewsZone
🔥4010😢7❤‍🔥6🥰4
HSC-22: CU (B) Result Update


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফলাফল আজ ২৩ মে, মঙ্গলবার বেলা ৩ টায় প্রকাশিত হবে।

©SOT

💠NewsZone
25🔥13🥱11😢9🥰3
আজ দুপুরের পর যে কোন সময় প্রকাশিত হতে পারে গুচ্ছ খ ইউনিটের রেজাল্ট ।

💠NewsZone
😢35👏12🔥5💔3🥰2
একটি বিনীত অনুরোধ

আমাদের এই চ্যানেলে যদি কোনো অভিভাবক কিংবা কারো বড়ো ভাই,কিংবা বোন যুক্ত থাকেন, তাদের উদ্দেশ্য কিছু কথা বলছি।

অ্যাডমিশনের সময় দয়া করে পাশে থাকুন আপনার সন্তানের,ছোট ভাই/বোনের।
মনে যতোই কষ্ট থাকুক,শুধু একটি বার আপনার তাদের মাথায় হাত টা বুলিয়ে দিয়ে বলে দেখুন, "টেনশন করিস না,তুই শুধু চেষ্টা করে যা;দেওয়ার মালিক উপরওয়ালা"।
আপনার কল্পনার ও বাইরে, এই কথাটি তার জীবনে কি প্রভাব ফেলবে সেই সময়।

দয়া করে তথাকথিত "অ্যাডমিশন" নামক শব্দের কাছে নিজেরা দাসত্ব বহন করে নিজের আদরের মানুষগুলোকে এমন কোনো পরিস্থিতিতে ফেলবেন না,যেখানে আপনারা বেঁচে থাকা অবস্থায়ও তার কথা বলার সঙ্গী হয় শুধুমাত্র উপরওয়ালা।

ভালো থাকুক সবার আদরের মানুষগুলো।

© Tahmim

💠NewsZone
292😢60🥰12👌7💔7💯5🫡4🔥2😍2👏1🤝1
সময় বাকি:

IUT: 3Days 1H
Nursing : 3Days 1H
BSMRAAU (Final): 3Days 6H
RU(C): 6Days 0H
GST(A):11Days 3H
JU(A) :24Days 0H
BUTEX:24Days 1H
Agri: 74Days 3H

💠NewsZone
😢6618🔥7🫡5💔4👌1🤝1
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ হিসেবে প্রস্তাবিত ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন বিভাগ

© Admission Informer

💠NewsZone
👌8830👏19👀14🥰3🤝3🤩1😍1
ঢাবি'র চারুকলা ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী ২৮ মে ২০২৩ তারিখের পর প্রকাশ করা হবে।

💠NewsZone
🥰204👏4🔥1🤯1
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে B ইউনিট ভর্তি পরীক্ষার সাধারন আসনে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।

* B Unit Admission Test result in Order of Roll. The results are also available at Google Drive (https://drive.google.com/file/d/1ZZcwd1P40SGH6fZfJ0TZl46ObqIKqv4e/view) and (https://ictcell.cu.ac.bd/result22-23/)

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে B ইউনিট ভর্তি পরীক্ষার প্রাথমিক ফলাফল (Roll 200001-226382) প্রথম অংশ।
🔥18😢113🫡3👏1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল বিশ্লেষণ ~
👉 মোট পরীক্ষার্থী ৫২,৯৯৫ জন
👉 পরীক্ষায় উপস্থিত ছিলেন ৪২,২৪৭ জন
👉 সেই হিসেবে উপস্থিতির হার ছিল প্রায় ৮০ শতাংশ
👉 পাসের হার ২৯ শতাংশ
👉 উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বৈধ OMR সংখ্যা ছিল ৪২,১৯০টি (বাকি OMR বিভিন্ন কারণে বাতিল হয়েছে)
👉 মোট পাস করেছেন ১২,৩৫৫ জন শিক্ষার্থী
আর ফেল করেছেন ২৯,৪৩৫ জন

👉 মোট আসন ১২২১টি
১ম মেধাস্থান অর্জনকারীর মোট স্কোর ১০২.২৫
২য় মেধাস্থান অর্জনকারীর মোট স্কোর ১০০.২৫
৩য় মেধাস্থান অর্জনকারীর মোট স্কোর ৯৯.২৫

১ম মেধাস্থান অর্জনকারী চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষার্থী মুহাম্মদ মুজিবুর রহমান।


💠NewsZone
❤‍🔥8824🤩5👏3🎉2👀2🫡2🔥1🥰1🤯1
GST(B)

পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। কখন এ ফল প্রকাশ করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি কমিটি অনলাইন এ রাত ৮ টায়।
বৈঠকের পরপরই রাতে কিংবা আগামীকাল বুধবার সকালে রেজাল্ট দিবে।
কয়েকজন রোল পূরণ করতে ভুল করেছিল বলে রেজাল্ট বিলম্ব + মিটিং।

💠NewsZone
😍2718👀13🔥3👏3🫡3👌2🥰1🎉1🤝1
HSC-22

GST

রাতেই প্রকাশিত হতে পারে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল

💠NewsZone
🫡5018💔11🔥10🥰6👀6🎉4👌4🕊4❤‍🔥2🏆2
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, উর্ত্তীণ ৫৩২৯৬ জন।

💠NewsZone
51👀16😢12🔥7🤯6👏5🫡5❤‍🔥2👌2😍1🏆1
গুচ্ছ বি ইউনিটে পাশের হার ৫৬.৩২%

💠NewsZone
🤯25🥰15🔥9👏3👀1
রাত ১০ টার মধ্যে শিক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবে। এখনো হয়তো দেখা যাচ্ছে না। অপেক্ষা করতে বলা হলো।।
🔥236😢6👌4👀2❤‍🔥1👏1
গুচ্ছ খ তে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫

💠NewsZone
🤯47🫡16🔥9👏86👌5👀3
🔥51🤯17👏7😢6🏆4👀3🥰2🤝21
এখন লগ ইন করে ফলাফল দেখা যাবে

Link
💯15🥰5🔥3👏3😢2