গুচ্ছের সব ইউনিটের জন্য সাব্জেক্ট চয়েস এবং ভর্তি আবেদন শুরু হবে ২০ জুন।
💠NewsZone
💠NewsZone
🔥47❤11👀5👏4😍4🥰3
⛔ Question Analyses ⛔
গুচ্ছ 'বি' ইউনিটে সংক্ষিপ্ত সিলেবাস এর বাহিরে প্রশ্ন হয়েছে ৯ টি
বাংলা - ৩ টি
ইংরেজি - ৬ টি
বিঃদ্রঃ সাধারণ জ্ঞানে তো কোনো সিলেবাস হয় না, তবে সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট টপিক গুলো থেকে প্রশ্ন করা হয়েছে। মৌলিক জিকে বেশি ছিল।
©Admisson Informer
💠NewsZone
গুচ্ছ 'বি' ইউনিটে সংক্ষিপ্ত সিলেবাস এর বাহিরে প্রশ্ন হয়েছে ৯ টি
বাংলা - ৩ টি
ইংরেজি - ৬ টি
বিঃদ্রঃ সাধারণ জ্ঞানে তো কোনো সিলেবাস হয় না, তবে সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট টপিক গুলো থেকে প্রশ্ন করা হয়েছে। মৌলিক জিকে বেশি ছিল।
©Admisson Informer
💠NewsZone
❤46👌9👏8👀3
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় গুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। শিক্ষার মান, ল্যাব সুবিধা,হল সুবিধা সহ সব দিক বিবেচনায় -
✅ক্যাটাগরি -A(অনেক আগে প্রতিষ্ঠিত,সুযোগ সুবিধা ভালো)
১)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
২)খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
৩)যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যশোর
৪)নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
৫)হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর
৬)মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল
৭)ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
৮)জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
✅ক্যাটাগরি--B (ভালো বিশ্ববিদ্যালয় তবে এখনো বিভিন্ন দিকে উন্নতি প্রয়োজন)
৯)কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
১০)পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী
১১)বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
১২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১৩)বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১৪)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
১৫)পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
✅ক্যাটাগরি- C( নতুন বিশ্ববিদ্যালয়, অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হতে সময় লাগবে)
১৬) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৭)রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮)বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
১৯)শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা
২০)রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সিরাজগঞ্জ
২১)চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়
কোনো বিশ্ববিদ্যালয় খারাপ নয় তবে সার্বিক বিবেচনায় একটা ক্যাটাগরি করা যায়।কিছু বিশ্ববিদ্যালয় কিছু সাবজেক্ট এর জন্য ভালো।
নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো সেভাবে সুবিধা গড়ে উঠেনি তবে কোনোভাবেই শিক্ষার মান কম বলা যায় না।
💠NewsZone
✅ক্যাটাগরি -A(অনেক আগে প্রতিষ্ঠিত,সুযোগ সুবিধা ভালো)
১)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
২)খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
৩)যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যশোর
৪)নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
৫)হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর
৬)মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল
৭)ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
৮)জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
✅ক্যাটাগরি--B (ভালো বিশ্ববিদ্যালয় তবে এখনো বিভিন্ন দিকে উন্নতি প্রয়োজন)
৯)কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
১০)পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী
১১)বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
১২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১৩)বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১৪)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
১৫)পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা
✅ক্যাটাগরি- C( নতুন বিশ্ববিদ্যালয়, অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হতে সময় লাগবে)
১৬) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৭)রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮)বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
১৯)শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা
২০)রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সিরাজগঞ্জ
২১)চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়
কোনো বিশ্ববিদ্যালয় খারাপ নয় তবে সার্বিক বিবেচনায় একটা ক্যাটাগরি করা যায়।কিছু বিশ্ববিদ্যালয় কিছু সাবজেক্ট এর জন্য ভালো।
নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো সেভাবে সুবিধা গড়ে উঠেনি তবে কোনোভাবেই শিক্ষার মান কম বলা যায় না।
💠NewsZone
🔥48❤43😢11👀6🫡6👏3🤩1💯1
চবি A ইউনিটের কোটার ফলাফল আজকে (24/05/23) বিকাল ৫ টায় প্রকাশ করা হবে।
💔20❤14🥰8👀7👌1
HSC-22
CU
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে A ইউনিট ভর্তি পরীক্ষার কোটার আসনে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।
* A Unit Admission Test result (Quota) in Order of Roll. The results are also available at Google Drive (https://drive.google.com/file/d/1AV5tpE8sa5rP9lVVxUC15B6EAH8aSmtN/view) and (https://ictcell.cu.ac.bd/result22-23/)
💠NewsZone
CU
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে A ইউনিট ভর্তি পরীক্ষার কোটার আসনে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।
* A Unit Admission Test result (Quota) in Order of Roll. The results are also available at Google Drive (https://drive.google.com/file/d/1AV5tpE8sa5rP9lVVxUC15B6EAH8aSmtN/view) and (https://ictcell.cu.ac.bd/result22-23/)
💠NewsZone
❤12😢7💔2
HSC-22
GST
🔸 গুচ্ছ ভর্তি পরীক্ষায় A ইউনিটের নিচের পাঁচটি অপশন এর মধ্যে যেকোনো একটা অপশন দাগাতে পারবা, কিন্তুু পদার্থবিজ্ঞান ও রসায়ন এই দুইটা মাস্ট দাগাতেই হবে।
কেউ ভুল বুঝে এগুলো স্কিপ করতে যায়ো না।
🔹 মেইন/অপশনাল সাবজেক্টের কোনো ফ্যাক্ট নাই, তোমার ইচ্ছা মত তুমি একটা দাগাবা এই অপশন গুলোর মধ্যে
1. Biology + Math
2. Biology + English
3. Biology + Bangla
4. Math + English
5. Math + Bangla
🔸 বিজ্ঞানের শিক্ষার্থীরা জবি,ইবি,নোবিপ্রবিতে গণিত দাগানো ছাড়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যাবে ( তবে নাম্বার বেশি লাগবে)
🔸 গণিত দাগানো ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে না
🔸 গণিত না দাগালে বিশ্ববিদ্যালয় ৬০-৭০% সিট হারাবে, তবে বায়ো রিলেটেড সাবজেক্ট গুলো অবশ্যই পাবে
🔸 গণিত দাগানো ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কোন সাবজেক্টে চয়েজ দেওয়া যাবে না।
🔸 অবশ্যই সার্কুলার গুলো ভালোভাবে দেখে নিবা,,আরো অনেক কন্ডিশন আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে
🔸 কাট মার্ক কেমন হবে এটা আপাতত সিউর বলা যাচ্ছে না, তবে ৬০+ তুললে মোটামুটি সেইফ জোন এ থাকা যাবে।
🔻 বিঃদ্রঃ গত বছর আরো কম মার্ক এ সাবজেক্ট পাওয়া গেছে, বিষয়টা ছিল ভিন্ন এবং মাইগ্রেশন বেশি হওয়ার কারণে এবং ভর্তি প্রক্রিয়ার লেইট প্রসেসিং এর কারণে।
✅ আগের বছরের Requirement টাও চাইলে একবার চোখ বুলাতে পারো
✅ সবগুলো সার্কুলার এখানে পাবে
💠NewsZone
GST
🔸 গুচ্ছ ভর্তি পরীক্ষায় A ইউনিটের নিচের পাঁচটি অপশন এর মধ্যে যেকোনো একটা অপশন দাগাতে পারবা, কিন্তুু পদার্থবিজ্ঞান ও রসায়ন এই দুইটা মাস্ট দাগাতেই হবে।
কেউ ভুল বুঝে এগুলো স্কিপ করতে যায়ো না।
🔹 মেইন/অপশনাল সাবজেক্টের কোনো ফ্যাক্ট নাই, তোমার ইচ্ছা মত তুমি একটা দাগাবা এই অপশন গুলোর মধ্যে
1. Biology + Math
2. Biology + English
3. Biology + Bangla
4. Math + English
5. Math + Bangla
🔸 বিজ্ঞানের শিক্ষার্থীরা জবি,ইবি,নোবিপ্রবিতে গণিত দাগানো ছাড়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়া যাবে ( তবে নাম্বার বেশি লাগবে)
🔸 গণিত দাগানো ছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবে না
🔸 গণিত না দাগালে বিশ্ববিদ্যালয় ৬০-৭০% সিট হারাবে, তবে বায়ো রিলেটেড সাবজেক্ট গুলো অবশ্যই পাবে
🔸 গণিত দাগানো ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কোন সাবজেক্টে চয়েজ দেওয়া যাবে না।
🔸 অবশ্যই সার্কুলার গুলো ভালোভাবে দেখে নিবা,,আরো অনেক কন্ডিশন আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে
🔸 কাট মার্ক কেমন হবে এটা আপাতত সিউর বলা যাচ্ছে না, তবে ৬০+ তুললে মোটামুটি সেইফ জোন এ থাকা যাবে।
🔻 বিঃদ্রঃ গত বছর আরো কম মার্ক এ সাবজেক্ট পাওয়া গেছে, বিষয়টা ছিল ভিন্ন এবং মাইগ্রেশন বেশি হওয়ার কারণে এবং ভর্তি প্রক্রিয়ার লেইট প্রসেসিং এর কারণে।
✅ আগের বছরের Requirement টাও চাইলে একবার চোখ বুলাতে পারো
✅ সবগুলো সার্কুলার এখানে পাবে
💠NewsZone
❤54😢32🔥4👌4❤🔥3🎉2😍2🏆2
ফুল সিলেবাসে জাবির ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া আরো সহজ যেভাবে -
ম্যাথ বায়োলজি দিয়ে উদাহরন দিচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা।
পয়েন্ট - ০১
ম্যাথ এর বাইরের অধ্যায় গুলো -
দ্বিপদী বিস্তৃতি, ফাংশন, যোগাশ্রয়ী প্রোগ্রাম, বিন্যাস সমাবেশ। এই অধ্যায় গুলো থেকে অন্তত ১ টি করে প্রশ্ন থাকবে।
বায়োলজির ক্ষেত্রে -
কোষ রসায়ন, শৈবাল ও ছত্রাক,
ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, বর্জ্য ও নিষ্কাশন, সমন্বয় ও নিয়ন্ত্রন ইত্যাদি অধ্যায় থেকেও প্রশ্ন আসবে।
অনেকেই ভয় পেয়ে এই অধ্যায় গুলোর প্রিপারেশন নিবে না। সেক্ষেত্রে সে পিছিয়ে গেছে আগেই। তুমি যদি অধ্যায় গুলোর অন্তত বিগত প্রশ্নও সল্ভ করে রাখো তাহলে সহজেই এগিয়ে থাকবে। বায়োলজির ক্ষেত্রে মূল বই রিডিং + বিগত প্রশ্ন।
পয়েন্ট - ০২
প্রতিটি অধ্যায় থেকে নূন্যতম ১ টি প্রশ্ন থাকবে। কিছু অধ্যায় বাদ যেতে পারে। তবে প্রতিটি অধ্যায়ের মূল ব্যাপার গুলোর ধারনা থাকলেই অন্যদের থেকে এগিয়ে থাকা যাচ্ছে। কারণ ম্যাক্সিমাম প্রশ্ন হয় বিগত টপিক থেকেই।
পয়েন্ট - ০৩
ফার্স্ট টাইমার রা DU এর জন্য শর্ট কেন্দ্রিক পড়াশোনা করছে, তুমি যদি JU এর জন্য ফুল সিলেবাস আয়ত্বে রাখো তাহলে খুব সহজে তাদের থেকে এগিয়ে থাকবে।
তবে একটা ব্যাপার ! GST ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও ম্যাথ এর কিছু প্রশ্ন সিলেবাস এর বাইরের অধ্যায় গুলো থেকে দিতে পারে। তাই সেইফ থাকার জন্য উপরে বর্ণিত ম্যাথ এর অধ্যায় গুলোর বিগত প্রশ্ন ও টপিক গুলো ভালো ভাবে সল্ভ করে যাও।
কম পড়ে লক্ষাধিক শিক্ষার্থীদের পেছনে ফেলা যাবে না। জাবিতে আসন কম, প্রতিযোগিতা বেশি। তাই নিজেকে এগিয়ে রাখতে পড়তে হবে সবার থেকে বেশি এবং বুঝে বুঝে পড়তে হবে।
©️Sanjidur Rahman Nobel, JU
💠NewsZone
ম্যাথ বায়োলজি দিয়ে উদাহরন দিচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা।
পয়েন্ট - ০১
ম্যাথ এর বাইরের অধ্যায় গুলো -
দ্বিপদী বিস্তৃতি, ফাংশন, যোগাশ্রয়ী প্রোগ্রাম, বিন্যাস সমাবেশ। এই অধ্যায় গুলো থেকে অন্তত ১ টি করে প্রশ্ন থাকবে।
বায়োলজির ক্ষেত্রে -
কোষ রসায়ন, শৈবাল ও ছত্রাক,
ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, বর্জ্য ও নিষ্কাশন, সমন্বয় ও নিয়ন্ত্রন ইত্যাদি অধ্যায় থেকেও প্রশ্ন আসবে।
অনেকেই ভয় পেয়ে এই অধ্যায় গুলোর প্রিপারেশন নিবে না। সেক্ষেত্রে সে পিছিয়ে গেছে আগেই। তুমি যদি অধ্যায় গুলোর অন্তত বিগত প্রশ্নও সল্ভ করে রাখো তাহলে সহজেই এগিয়ে থাকবে। বায়োলজির ক্ষেত্রে মূল বই রিডিং + বিগত প্রশ্ন।
পয়েন্ট - ০২
প্রতিটি অধ্যায় থেকে নূন্যতম ১ টি প্রশ্ন থাকবে। কিছু অধ্যায় বাদ যেতে পারে। তবে প্রতিটি অধ্যায়ের মূল ব্যাপার গুলোর ধারনা থাকলেই অন্যদের থেকে এগিয়ে থাকা যাচ্ছে। কারণ ম্যাক্সিমাম প্রশ্ন হয় বিগত টপিক থেকেই।
পয়েন্ট - ০৩
ফার্স্ট টাইমার রা DU এর জন্য শর্ট কেন্দ্রিক পড়াশোনা করছে, তুমি যদি JU এর জন্য ফুল সিলেবাস আয়ত্বে রাখো তাহলে খুব সহজে তাদের থেকে এগিয়ে থাকবে।
তবে একটা ব্যাপার ! GST ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও ম্যাথ এর কিছু প্রশ্ন সিলেবাস এর বাইরের অধ্যায় গুলো থেকে দিতে পারে। তাই সেইফ থাকার জন্য উপরে বর্ণিত ম্যাথ এর অধ্যায় গুলোর বিগত প্রশ্ন ও টপিক গুলো ভালো ভাবে সল্ভ করে যাও।
কম পড়ে লক্ষাধিক শিক্ষার্থীদের পেছনে ফেলা যাবে না। জাবিতে আসন কম, প্রতিযোগিতা বেশি। তাই নিজেকে এগিয়ে রাখতে পড়তে হবে সবার থেকে বেশি এবং বুঝে বুঝে পড়তে হবে।
©️Sanjidur Rahman Nobel, JU
💠NewsZone
❤134😢28🥰10🔥6🤯4🫡4🎉2👀2👏1🤩1
এই সমাজে এমন অনেক মানুষ আছে যাদের কোনো বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজন নেই। থাকলেও তাদের থেকে দূরে থাকতেই পছন্দ করেন তারা৷ কিন্তু এরকন একাকীত্ব ভরা জীবনই বয়ে নিয়ে আসতে পারে অকাল মৃ*ত্যু। ২০১০ সালের গবেষণা অনুযায়ী যারা একাকীত্বে ভোগের তারা শক্তিশালী সামাজিক বন্ধনে আবদ্ধ ব্যক্তিদের তুলনায় ৫০ শতাংশ বেশি অকাল মৃ*ত্যুর ঝুঁকিতে থাকেন৷ পাশাপাশি এই একাকীত্ব দিনে ১৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি সাধন করে থাকে৷
এছাড়া অন্যান্য আরো গবেষণার মতে একাকীত্বের ফলে হার্টের সমস্যা, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এর মত সমস্যায় আক্রান্ত হতে পারেন আপনি৷ এছাড়া মানসিক স্বাস্থ্যেরও ব্যাপক ক্ষতি হয়!
© ScienceBee
💠NewsZone
এছাড়া অন্যান্য আরো গবেষণার মতে একাকীত্বের ফলে হার্টের সমস্যা, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এর মত সমস্যায় আক্রান্ত হতে পারেন আপনি৷ এছাড়া মানসিক স্বাস্থ্যেরও ব্যাপক ক্ষতি হয়!
© ScienceBee
💠NewsZone
😢288❤25🥰10👀8🤯7🕊6💔5❤🔥4👌4💯4🫡2
HSC-22
CU
✓ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারন আসনে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে।
✓ বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।
✓ এটি চূড়ান্ত ফলাফল নয়। ব্যবহারিক পরীক্ষার ( ২৮,২৯ এবং ৩০ মে, ২০২৩) নম্বরসহ চূড়ান্ত মেধাতালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
📎 আইসিটি সেল রেজাল্ট লিংক
📎 গুগল ড্রাইভ লিংক
📎 এডমিশন ওয়েবসাইট লিংক
💠NewsZone
CU
✓ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B1 উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সাধারন আসনে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে।
✓ বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে পরবর্তীতে দেখা যাবে।
✓ এটি চূড়ান্ত ফলাফল নয়। ব্যবহারিক পরীক্ষার ( ২৮,২৯ এবং ৩০ মে, ২০২৩) নম্বরসহ চূড়ান্ত মেধাতালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।
📎 আইসিটি সেল রেজাল্ট লিংক
📎 গুগল ড্রাইভ লিংক
📎 এডমিশন ওয়েবসাইট লিংক
💠NewsZone
❤10👏7🫡2