HSC-22
DU (A)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছে রাজশাহী কলেজের শিক্ষার্থী এসএম নাফিজুল আজিজ; তার প্রাপ্ত নম্বর ১০৮.২৫ (১২০ এর মধ্যে)।
💠NewsZone
DU (A)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছে রাজশাহী কলেজের শিক্ষার্থী এসএম নাফিজুল আজিজ; তার প্রাপ্ত নম্বর ১০৮.২৫ (১২০ এর মধ্যে)।
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
❤75😢29👏16🫡14🎉7🔥5🥰5❤🔥4👌4💔4
HSC-22
RU
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন। দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মো. সাহেদ জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০৫৪ জন শিক্ষার্থী এবং পাশ করেছেন ৩৫৪ জন, গ্রুপ-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৯৭৭ জন শিক্ষার্থী এবং তাদের মধ্যে পাশ করেছেন ৬১২০ জন। এছাড়াও গ্রুপ-৩ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৫২৮৩ জন, গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৩৯৬৬ জন।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার (৩১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষার শেষদিনে ‘সি’ ইউনিটের গ্রুপ-৫: অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), ‘বি’ ইউনিটের গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) ও গ্রুপ-২: অ-বাণিজ্য (বেলা ১টা থেকে ২টা)-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘সি’ ইউনিটের গ্রুপ-৫-এর পরীক্ষায় ১ হাজার ৫৫৬ জন এবং বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এ ১৬ হাজার ৯০৪ জন ও গ্রুপ-২ (অ-বাণিজ্য) এ ১৩ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী ছিল। উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।
TDC
💠NewsZone
RU
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল দেখতে পারবেন। দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মো. সাহেদ জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গ্রুপ-১ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০৫৪ জন শিক্ষার্থী এবং পাশ করেছেন ৩৫৪ জন, গ্রুপ-২ এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৯৭৭ জন শিক্ষার্থী এবং তাদের মধ্যে পাশ করেছেন ৬১২০ জন। এছাড়াও গ্রুপ-৩ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০৩৪ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৫২৮৩ জন, গ্রুপ-৪ এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৬০১৫ জন শিক্ষার্থী, সেখানে পাশ করেছেন ৩৯৬৬ জন।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার (৩১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষার শেষদিনে ‘সি’ ইউনিটের গ্রুপ-৫: অ-বিজ্ঞান (সকাল ৯টা থেকে ১০টা), ‘বি’ ইউনিটের গ্রুপ-১: বাণিজ্য (বেলা ১১টা থেকে ১২টা) ও গ্রুপ-২: অ-বাণিজ্য (বেলা ১টা থেকে ২টা)-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘সি’ ইউনিটের গ্রুপ-৫-এর পরীক্ষায় ১ হাজার ৫৫৬ জন এবং বি ইউনিটের গ্রুপ-১ (বাণিজ্য) এ ১৬ হাজার ৯০৪ জন ও গ্রুপ-২ (অ-বাণিজ্য) এ ১৩ হাজার ৭৭১ জন পরীক্ষার্থী ছিল। উপস্থিতির হার ছিল ৮৩.৮৫ শতাংশ।
TDC
💠NewsZone
😢48🔥7👏6❤🔥5🤯5🫡5👌4👀2
PrivateMedicalAdmissionNotice.pdf
382.6 KB
২০২২-২০২৩ খ্রি. শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সের আবেদনের বিস্তারিত নোটিশ!
💠NewsZone
💠NewsZone
🔥16🥰2👏2💔2
📌 HSC-22: RU Update
❑ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শিফটভিত্তিক পাশের হার ও সর্বোচ্চ নাম্বার-
▪️ গ্রুপ-১ এ পাশ করেছে ২২.৪২ শতাংশ ও প্রাপ্ত
•সর্বোচ্চ নম্বর ৮০.৫০।
▪️ গ্রুপ-২ এ পাশ করেছে ৩৮.৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫।
▪️ গ্রুপ-৩ এ পাশের হার ৩২.৯৫ শতাংশ ও প্ৰাপ্ত
•সর্বোচ্চ নম্বর ৮৮৷
▪️ গ্রুপ-৪ এ পাশের হার ২৪.৭৬ শতাংশ ও প্রাপ্ত
•সর্বোচ্চ নম্বর ৮৭৷
▪️ গ্রুপ-৫ (অবিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।
©SOT
❑ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শিফটভিত্তিক পাশের হার ও সর্বোচ্চ নাম্বার-
▪️ গ্রুপ-১ এ পাশ করেছে ২২.৪২ শতাংশ ও প্রাপ্ত
•সর্বোচ্চ নম্বর ৮০.৫০।
▪️ গ্রুপ-২ এ পাশ করেছে ৩৮.৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫।
▪️ গ্রুপ-৩ এ পাশের হার ৩২.৯৫ শতাংশ ও প্ৰাপ্ত
•সর্বোচ্চ নম্বর ৮৮৷
▪️ গ্রুপ-৪ এ পাশের হার ২৪.৭৬ শতাংশ ও প্রাপ্ত
•সর্বোচ্চ নম্বর ৮৭৷
▪️ গ্রুপ-৫ (অবিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০।
©SOT
😢66👏13🔥5💔4🥰3👀3🫡3🎉2🤩2❤1
ওয়েবসাইটে তথ্য আপডেট হতে একটু সময় লাগাটা স্বাভাবিক কারণ বুঝতেই পারছো ওয়েবসাইটের অবস্থা।
সবাই ধৈর্য্য ধরো।
সবাই ধৈর্য্য ধরো।
💔72❤20🔥6👏3🤩3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🎉41❤22👏5🥰4😍4🏆4🔥1
যারা মনে করে আদৌও আমাদের কোর্সগুলো Standard কিনা,তাদের জন্য ছোট্ট একটি উদাহরণ
Exam Batch(Varsity Mate 1.0) থেকে
Exam Batch(Varsity Mate 1.0) থেকে
🥰30❤27🔥8🕊4🎉3👏2🤯2👀2👌1
একটি খুশির সংবাদ হলো,তোমাদের জন্য কৃষি-গুচ্ছ এক্সাম ব্যাচও আসতে চলেছে খুব শীঘ্রই।
সেটার বিগত বছরের সফলতা নিয়েও বলা হবে,আপাতত একটা ছোট্ট উদাহরণ দিলাম উপরের ছবি দুইটা দিয়ে।
সবার জন্য শুভকামনা রইলো
সেটার বিগত বছরের সফলতা নিয়েও বলা হবে,আপাতত একটা ছোট্ট উদাহরণ দিলাম উপরের ছবি দুইটা দিয়ে।
সবার জন্য শুভকামনা রইলো
❤42🥰7👏4🔥3🫡3
‘“বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন কোর্সের ভাইভার আগে বন্ধুদের কাছ থেকে জুতা, শার্ট ধার করতাম। বাংলাদেশ ব্যাংকের এডি পদে লিখিত পরীক্ষায় পাস করে ভাইভার জন্য ডাক পড়লে ফরমাল শার্ট, প্যান্ট ও জুতা কোথায় পাব—এই নিয়ে চিন্তায় পড়ি।
কারণ, ফরমাল পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না। ভাইভার কয়েক দিন আগে মা তাঁর কানের দুলজোড়া খুলে হাতে দিয়ে বলেছেন, “বাবা, এটা বন্ধক রেখে তোর ভাইভার পোশাক কিনে নে।” আমি কিছু বলতে পারছিলাম না। চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। ভাইভা বোর্ডে ঢোকার সময় মায়ের খালি কান দুটো ভেসে উঠছিল।’—কথাগুলো বলছিলেন এবার বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত সুব্রত মণ্ডল।
মেধাতালিকায় ৫৬তম হয়েছেন তিনি।
Source: Prothom alo
💠NewsZone
কারণ, ফরমাল পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না। ভাইভার কয়েক দিন আগে মা তাঁর কানের দুলজোড়া খুলে হাতে দিয়ে বলেছেন, “বাবা, এটা বন্ধক রেখে তোর ভাইভার পোশাক কিনে নে।” আমি কিছু বলতে পারছিলাম না। চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। ভাইভা বোর্ডে ঢোকার সময় মায়ের খালি কান দুটো ভেসে উঠছিল।’—কথাগুলো বলছিলেন এবার বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত সুব্রত মণ্ডল।
মেধাতালিকায় ৫৬তম হয়েছেন তিনি।
Source: Prothom alo
💠NewsZone
❤305🫡69❤🔥27😢16🔥13🥰4👏4😍3👌2