News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
যারা মনে করে আদৌও আমাদের কোর্সগুলো Standard কিনা,তাদের জন্য ছোট্ট একটি উদাহরণ

Exam Batch(Varsity Mate 1.0) থেকে
🥰3027🔥8🕊4🎉3👏2🤯2👀2👌1
HSC-22

RU-A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A-Unit "মানবিক" এ পাশ করেছে ১৬,৬২৮ জন।
পাশের হার: ২৬.৬২%

💠NewsZone
😢56🥰8💔4
HSC-22

DU-B

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ফলাফল দুপুর ১ টায় প্রকাশিত হবে।

💠NewsZone
😢19👌1912🤯5🫡4🕊2👀2💯1
একটি খুশির সংবাদ হলো,তোমাদের জন্য কৃষি-গুচ্ছ এক্সাম ব্যাচও আসতে চলেছে খুব শীঘ্রই।

সেটার বিগত বছরের সফলতা নিয়েও বলা হবে,আপাতত একটা ছোট্ট উদাহরণ দিলাম
উপরের ছবি দুইটা দিয়ে

সবার জন্য শুভকামনা রইলো
42🥰7👏4🔥3🫡3
‘“বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন কোর্সের ভাইভার আগে বন্ধুদের কাছ থেকে জুতা, শার্ট ধার করতাম। বাংলাদেশ ব্যাংকের এডি পদে লিখিত পরীক্ষায় পাস করে ভাইভার জন্য ডাক পড়লে ফরমাল শার্ট, প্যান্ট ও জুতা কোথায় পাব—এই নিয়ে চিন্তায় পড়ি।

কারণ, ফরমাল পোশাক কেনার মতো সামর্থ্য ছিল না। ভাইভার কয়েক দিন আগে মা তাঁর কানের দুলজোড়া খুলে হাতে দিয়ে বলেছেন, “বাবা, এটা বন্ধক রেখে তোর ভাইভার পোশাক কিনে নে।” আমি কিছু বলতে পারছিলাম না। চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। ভাইভা বোর্ডে ঢোকার সময় মায়ের খালি কান দুটো ভেসে উঠছিল।’—কথাগুলো বলছিলেন এবার বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পদে প্রাথমিকভাবে নির্বাচিত সুব্রত মণ্ডল।

মেধাতালিকায় ৫৬তম হয়েছেন তিনি।

Source: Prothom alo

💠NewsZone
305🫡69❤‍🔥27😢16🔥13🥰4👏4😍3👌2
HSC-22

GST(21-22)

SUST & NSTU

💠NewsZone
😢76❤‍🔥19👌4🥰3🫡3👏21
HSC-22:

Agri

আবেদন শুরু- আজ (৮ জুন)

আবেদন শেষঃ ১০ই জুলাই

আবেদন ফিঃ ১২০০টাকা

ভর্তি পরীক্ষাঃ  ৫ই আগস্ট

💠NewsZone
75💔14🔥9👌4🥰3😢3😍3❤‍🔥1🫡1
HSC-22

JU Exam Routine (2022-23)

💠NewsZone
🔥3524👌8🫡6🥰5🕊3🎉2😢1
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় গুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। শিক্ষার মান, ল্যাব সুবিধা,হল সুবিধা সহ সব দিক বিবেচনায় -

ক্যাটাগরি -A(অনেক আগে প্রতিষ্ঠিত,সুযোগ সুবিধা ভালো)

১)শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
২)খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা
৩)যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যশোর
৪)নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।
৫)হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর
৬)মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,টাঙ্গাইল
৭)ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া
৮)জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

ক্যাটাগরি--B (ভালো বিশ্ববিদ্যালয়  তবে এখনো বিভিন্ন দিকে উন্নতি প্রয়োজন)

৯)কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা
১০)পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী
১১)বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
১২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
১৩)বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১৪)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
১৫)পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা

ক্যাটাগরি- C( নতুন বিশ্ববিদ্যালয়, অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হতে সময় লাগবে)

১৬) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৭)রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮)বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
১৯)শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা
২০)রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,সিরাজগঞ্জ
২১)চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

কোনো বিশ্ববিদ্যালয় খারাপ নয় তবে সার্বিক বিবেচনায় একটা ক্যাটাগরি করা যায়।কিছু বিশ্ববিদ্যালয় কিছু সাবজেক্ট এর জন্য ভালো।

নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো সেভাবে সুবিধা গড়ে উঠেনি তবে কোনোভাবেই শিক্ষার মান কম বলা যায় না।

💠NewsZone
👏26😍6🤩43👌3👀3🔥2
GST-A ইউনিটের জন্য কোন রেন্জের মার্কসধারীদের কোন কোন জায়গায় Apply করা উচিত। সেটা নিয়ে কিছু বলবো?

একান্ত ব্যক্তিগত মতামত
Anonymous Poll
85%
জি
15%
না
👏32💯13🔥7❤‍🔥5😢4🕊4👌3🎉2
গুচ্ছ A ইউনিটঃ

🟡 সিরিয়াল: ১-৫০০
=> সাস্টের সি এস ই এর জন্য আশা রাখতে পারো।

🟢 সিরিয়াল ১-১৫০০
=> টপ ভার্সিটির ফার্মেসি জন্য আশা রাখতে পারো।

🔵 সিরিয়াল: ১-২৫০০
=> টপ ভার্সিটির ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজিকাল টপ সাবজেক্টের জন্য আশা রাখতে পারো।

🟣 সিরিয়াল: ১-১২ হাজার
=> মিডিয়ামের কোন না কোন সাবজেক্ট পাবা টপ ভার্সিটিতে।মোটামুটি ১৫ হাজার সিরিয়াল পর্যন্ত আশা রাখা যায়।

🟤 সিরিয়াল: ৩-১০ হাজারের
=>খুবি সাস্ট জগন্নাথ বাদে অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাবা।

সিরিয়াল:২৩ হাজারের ভিতরে
=>কোন না কোন বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবা।আশা রাখতে পারো।

যারা ৪৫+ পেয়েছো সবাই আশা রাখতে পারো।


Collected & Edited

💠NewsZone
😢82👏6039🔥12🥰8🫡7💔3🎉2👀2❤‍🔥1🤩1
নেটওয়ার্ক_কৃষি_প্রশ্নব্যাঙ্ক_Preview.pdf
1.3 MB
Network Agriculture-10 Years Question Analysis

📌Join PDFZone:Click Here
🔥1811❤‍🔥7
HSC-22

GST

গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন


১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ঃ মোট দুই হাজার ৭৬৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ১ হাজার ২৪৫টি, মানবিকে ৮৫০টি, বাণিজ্য শাখায় ৫২০টি এবং চারুকলা (সবার জন্য) ১৫০টি।

২. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ এক হাজার ৭০৩টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ১ হাজার ২১০টি, মানবিকে ৩১০টি এবং বাণিজ্য শাখায় ৮৩টি।

৩. খুলনা বিশ্ববিদ্যালয়ঃ এক হাজার ২১৭টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৪৫টি, মানবিকে ৪৩৫টি এবং বাণিজ্য শাখায় ৯১টি।

৪. ইসলামী বিশ্ববিদ্যালয়ঃ এ শিক্ষা প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যা দুই হাজার ৩০৫টি। এর মধ্যে বিজ্ঞানে ৫৫০টি, মানবিকে ১ হাজার ৪৭১টি এবং বাণিজ্য শাখায় ৪৫০টি।

৫. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ মোট ৮১৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৭৩৩টি, মানবিকে ২৮টি এবং বাণিজ্য শাখায় ৫৪টি।

৬. বরিশাল বিশ্ববিদ্যালয়ঃ এক হাজার ৪৪০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬৪৯টি, মানবিক শাখায় ৪৬৩টি এবং বাণিজ্য শাখায় ৩০২টি আসন রয়েছে।

৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ঃ এক হাজার ১৯০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৫১৫টি, মানবিকে ২৭৩টি এবং বাণিজ্য শাখায় ২৫২টি।

৮. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ৯১০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬৮৫টি মানবিকে ১০০টি এবং বাণিজ্য শাখায় ১৪০টি।

৯. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ঃ এক হাজার ৬০টি আসনের মধ্যে বিজ্ঞানে ২৭২টি, মানবিকে ৫৪০টি এবং বাণিজ্য শাখায় ২৪৮টি আসন রয়েছে।

১০. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ এক হাজার ২৮৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৯৭০টি, মানবিকে ১৮৬টি এবং বাণিজ্য শাখায় ১২৯টি।

১১. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েঃ দুই হাজার ৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৩৬০টি, মানবিকে ৩৬৫টি এবং বাণিজ্য শাখায় ২৮০ টি।

১২. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ঃ এক হাজার ৩১৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৯২টি, মানবিক শাখায় ৩৯৮টি এবং বাণিজ্য শাখায় ২৮১টি।

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ মোট দুই হাজার ৭৪৫টি আসনের মধ্যে এবার এক হাজার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি করবে। আগের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান শাখায় এক হাজার ৪৬০টি মানবিকে ৩৮৫টি, বাণিজ্য শাখায় ৩১০টি এবং সম্মিলিত (সব বিভাগের জন্য) ৫৯০টি আসন রয়েছে।

১৪. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ৯২০টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৫০টি, মানবিকে ১৪৫টি এবং বাণিজ্য শাখায় ১২৫টি।

১৫. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ মোট আসন সংখ্যা ৭৩০ টি। আসন বিন্যাসের তথ্য জানা যায়নি।

১৬. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ১৫০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৭৫টি এবং বাণিজ্য শাখায় ৭৫টি।

১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিঃ একশটি আসন রয়েছে। এর মধ্যে সবগুলোই বিজ্ঞান শাখার জন্য। বিশ্ববিদ্যালয়টিতে মানবিক শাখা ও নেই বাণিজ্য শাখায় আসন নেই।

১৮. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ঃ ৯০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৩০টি, মানবিক শাখায় ৩০টি এবং সবার জন্য ৩০টি।

১৯. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ১৫০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৯০টি মানবিক শাখায় ৩০টি এবং বাণিজ্য শাখায় ৩০টি।

২০. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ঃ মোট ১৫৫টি আসনের মধ্যে মানবিকে ১২০টি এবং বাণিজ্য শাখায় ৩৫টি।

💠NewsZone
28😢13🔥2👏1🎉1
HSC-22

JU

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এডমিট কার্ডের সাথে এসএসসির রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে; এইচএসসি নয়!

💠NewsZone
🤯187🫡6026👀21🥰16😢13❤‍🔥2👌2🏆2👏1🕊1
HSC-22

JU

আলহামদুলিল্লাহ

জাবি ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই অনুষ্ঠিত হবে।
বিষয়টি চুড়ান্ত।

- পাঠশালা বার্তা

💠NewsZone
🔥166108🤯19🥰18😢17👀7😍5👏3💔3🎉1👌1
HSC-22

JU

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এডমিট ডাউনলোড করা যাচ্ছে

💠NewsZone
❤‍🔥5524🫡9👌6🔥5🥰2🎉2💔1