আসসালামুয়ালাইকুম ছোট ভাইয়া আপুরা। আপনাদের কাঙ্খিত জাবি "ডি" ইউনিটের পরীক্ষা শুরু আগামীকাল থেকে। পরীক্ষা নিয়ে টেনশন করার কিছু নেই। ঠান্ডা মাথায় প্রশ্ন ভালোভাবে পড়ে পরীক্ষা দিবেন সকলে। রসায়নে ম্যাথমেটিক্যাল অংশ পরে উত্তর দেওয়ার ট্রাই করবেন এবং যেটা এক দেখায় পারবেন সেটাই আগে উত্তর করবেন। পারছেন না এমন কিছু নিয়ে বসে থাকলে puzzled হয়ে যাবেন এবং সময়ের অপচয় হবে।
অনেক দূর থেকে পরীক্ষা দিতে যাবেন সকলেই,তাই হাতে সময় রেখে পরীক্ষার হলে যাবেন। আজকের রাতটা আর পড়তে হবে না, চিল করেন, নামাজ পড়ে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়বেন।
সোজা কথা " যাবা পরীক্ষা দিবা চান্স পাবা" ,,,,,,,,
Best wishes From Admin panel 💜
☘️Thanks and regards
Varsity Mate 1.2 JU-D Unit!
অনেক দূর থেকে পরীক্ষা দিতে যাবেন সকলেই,তাই হাতে সময় রেখে পরীক্ষার হলে যাবেন। আজকের রাতটা আর পড়তে হবে না, চিল করেন, নামাজ পড়ে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়বেন।
সোজা কথা " যাবা পরীক্ষা দিবা চান্স পাবা" ,,,,,,,,
Best wishes From Admin panel 💜
☘️Thanks and regards
Varsity Mate 1.2 JU-D Unit!
🥰89❤43🔥12❤🔥8🤗4🤯2👌2💯2🫡2😢1
ব্যক্তিগত মতামত:
এবার আগেরবারের মতো কেউ একসাথে ২-৩টা ভার্সিটি ধরে রাখতে পারবে না। তাই যারা কম নাম্বার পেয়েও চিন্তা করছো,তারাও চয়েজ দিবে ভালোভাবে।
💠NewsZone
এবার আগেরবারের মতো কেউ একসাথে ২-৩টা ভার্সিটি ধরে রাখতে পারবে না। তাই যারা কম নাম্বার পেয়েও চিন্তা করছো,তারাও চয়েজ দিবে ভালোভাবে।
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
🔥61👏11❤7
😢40🫡17❤8💯1
GST গুচ্ছের সাবজেক্ট চয়েজ ও ভার্সিটি চয়েজ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
১) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের সাবজেক্ট চয়েজ কেন্দ্রীয়ভাবে একটি আবেদনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
২) প্রত্যেক শিক্ষার্থী তার GST গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে সব বিশ্ববিদ্যালয়ের সার্কুলারের শর্ত ম্যাচ করে যে সকল বিশ্ববিদ্যালয়ের যে সকল সাবজেক্ট তার প্রাপ্ত মার্কের শর্ত পূরণ করে সব একসাথে তার ড্যাশবোর্ডে শো করবে।
৩) প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন ফি ৫০০ টাকা। মনে রাখবে, এটা প্রতি সাবজেক্টের জন্য না। উদাহরণস্বরূপ ৫ টি বিশ্ববিদ্যালয়ের ২০ টি সাবজেক্ট চয়েজ লিষ্টে দেয়া হলো। সেক্ষেত্রে অটোমেটিক বিল জেনারেট হবে ৫*৫০০ = ২৫০০ টাকা। এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট চয়েজ লিস্টে দিলেও ৫০০ টাকা, সেই বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট চয়েজ লিষ্টে দিলেও ৫০০ টাকা।
৪) সাবজেক্ট চয়েজ সবসময় বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট অনুযায়ী ভালো থেকে নিচের দিকে দিতে হবে। যার যেই মার্কই থাকুক, সবসময় ভাল থেকে নিচের দিকে সাবজেক্ট চয়েজ দিবে।
৫) আবেদনকারী একটি মাত্র সাবজেক্ট পাবে।
৬) আলাদাভাবে আগে খাতায় নোট করে এরপর আবেদন করে বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট পছন্দক্রম সিলেক্ট করতে হবে।
৭) ওয়েটিং কি হবে, মাইগ্রেশন কি হবে এগুলো এখন না ভেবে সাবজেক্ট চয়েজ নিখুঁতভাবে দেয়ায় মনোযোগ দিতে হবে।
৮) প্র্যাক্টিক্যাল এক্সামের কোর্সে (যেমন- চারুকলা, আর্কিটেকচার) চয়েজ দিলে প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩০০ টাকা করে পেমেন্ট করতে হবে।
©️
১) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছের সাবজেক্ট চয়েজ কেন্দ্রীয়ভাবে একটি আবেদনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
২) প্রত্যেক শিক্ষার্থী তার GST গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে সব বিশ্ববিদ্যালয়ের সার্কুলারের শর্ত ম্যাচ করে যে সকল বিশ্ববিদ্যালয়ের যে সকল সাবজেক্ট তার প্রাপ্ত মার্কের শর্ত পূরণ করে সব একসাথে তার ড্যাশবোর্ডে শো করবে।
৩) প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন ফি ৫০০ টাকা। মনে রাখবে, এটা প্রতি সাবজেক্টের জন্য না। উদাহরণস্বরূপ ৫ টি বিশ্ববিদ্যালয়ের ২০ টি সাবজেক্ট চয়েজ লিষ্টে দেয়া হলো। সেক্ষেত্রে অটোমেটিক বিল জেনারেট হবে ৫*৫০০ = ২৫০০ টাকা। এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের একটি সাবজেক্ট চয়েজ লিস্টে দিলেও ৫০০ টাকা, সেই বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট চয়েজ লিষ্টে দিলেও ৫০০ টাকা।
৪) সাবজেক্ট চয়েজ সবসময় বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট অনুযায়ী ভালো থেকে নিচের দিকে দিতে হবে। যার যেই মার্কই থাকুক, সবসময় ভাল থেকে নিচের দিকে সাবজেক্ট চয়েজ দিবে।
৫) আবেদনকারী একটি মাত্র সাবজেক্ট পাবে।
৬) আলাদাভাবে আগে খাতায় নোট করে এরপর আবেদন করে বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট পছন্দক্রম সিলেক্ট করতে হবে।
৭) ওয়েটিং কি হবে, মাইগ্রেশন কি হবে এগুলো এখন না ভেবে সাবজেক্ট চয়েজ নিখুঁতভাবে দেয়ায় মনোযোগ দিতে হবে।
৮) প্র্যাক্টিক্যাল এক্সামের কোর্সে (যেমন- চারুকলা, আর্কিটেকচার) চয়েজ দিলে প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য ৩০০ টাকা করে পেমেন্ট করতে হবে।
©️
❤60🥰11👏5
যারা মেসেজ করছো একটু অপেক্ষা করো। আমি অবশ্যই রিপ্লাই করবো। অনেকগুলো মেসেজ 😞
❤47💔23❤🔥7🔥3🕊3
বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
কলেজ সমূহ ঃ
1.পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (PTEC)
2.চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (CTEC)
3.টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী (TECN)
4.শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল (SARSTEC)
5.শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ (SKTEC)
6.ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর (DWMTEC)
7.শেখ রেহেনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ (SRTEC)
Admission related Question n answerঃ
১.1st timer বা 2nd timer সবাই পরিক্ষা দিতে পারবে।
২.2nd timer দের জন্য কোনো নাম্বার কাটা যায় না।
৩. সিলেকশন নেই। যারা এপ্লাই করতে পারবে সবাই এক্সাম দিতে পারবে।পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি এ ২০ এর মধ্যে ১৫ পয়েন্ট থাকতে হবে।
৪. উচ্চতর গণিত অবশ্যই থাকতে হবে।
৫. পরিক্ষার সময়- ১ ঘন্টা ২০ মিনিট
৬. পরিক্ষার বিষয় - পদার্থ বিজ্ঞান (৬০)
উচ্চতর গণিত (৬০)
রসায়ন (৬০)
ইংলিশ (২০)
৭. পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন-৩০টি ও ইংলিশে ১০ টি প্রশ্ন থাকবে।
৮. প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার ২।
৯. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নাম্বার কাটা যাবে।
১০. ক্যালকুলেটর ব্যবহার করা যায় না।
১১. সর্বমোট নাম্বার ২০০
১২.কোন বিষয় এ আলাদা ভাবে পাস করতে হয়না।
💠NewsZone
কলেজ সমূহ ঃ
1.পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (PTEC)
2.চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (CTEC)
3.টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী (TECN)
4.শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল (SARSTEC)
5.শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ (SKTEC)
6.ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর (DWMTEC)
7.শেখ রেহেনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ (SRTEC)
Admission related Question n answerঃ
১.1st timer বা 2nd timer সবাই পরিক্ষা দিতে পারবে।
২.2nd timer দের জন্য কোনো নাম্বার কাটা যায় না।
৩. সিলেকশন নেই। যারা এপ্লাই করতে পারবে সবাই এক্সাম দিতে পারবে।পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি এ ২০ এর মধ্যে ১৫ পয়েন্ট থাকতে হবে।
৪. উচ্চতর গণিত অবশ্যই থাকতে হবে।
৫. পরিক্ষার সময়- ১ ঘন্টা ২০ মিনিট
৬. পরিক্ষার বিষয় - পদার্থ বিজ্ঞান (৬০)
উচ্চতর গণিত (৬০)
রসায়ন (৬০)
ইংলিশ (২০)
৭. পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন-৩০টি ও ইংলিশে ১০ টি প্রশ্ন থাকবে।
৮. প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার ২।
৯. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নাম্বার কাটা যাবে।
১০. ক্যালকুলেটর ব্যবহার করা যায় না।
১১. সর্বমোট নাম্বার ২০০
১২.কোন বিষয় এ আলাদা ভাবে পাস করতে হয়না।
💠NewsZone
❤24👏9👌2
অনেকেই দেখলাম কম জিপিএ নম্বর নিয়ে একটু টেনশনে আছো। আবার অনেকেই বলতেছো ভাইয়া আমারতো জিপিএ নম্বর ৩৫-৪০ তো আমার কী পরীক্ষা দেওয়া উচিত হবে কীনা বা আদোও চান্স পাবো কিনা ইত্যাদি। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এইসব নিয়ে আপাতত না ভেবে কীভাবে মূল পরীক্ষায় নিজের বেস্ট দিতে পারবা সেইদিকে বেশি নজর দাও।
সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষায় জিপিএসহ মোট নম্বর থাকে ১৫০। এর মধ্যে মূল পরীক্ষায় ১০০ এবং বাকি ৫০ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিওিতে দেওয়া হয়। প্রায় সবারই ৫০ এর ভিতরে ৪০-৪৫ নম্বর এভারেজ থাকে। এর ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় যে যত ভালো করতে পারে সে তত বেশি এগিয়ে যায়। ধরো, তোমার জিপিএ মার্কস ৩৮ এবং তোমার বন্ধু মার্কস ৪৩। তার মাতে সে তোমার থেকে ৫ মার্কস এগিয়ে রয়েছে। কিন্তু মূল ভর্তি পরীক্ষায় তুমি পেয়েছো ৮০+ কিন্তু তোমার বন্ধু ৭০। তাহলে তোমার বন্ধুর থেকে তোমার জিপিএ মার্কস কম থাকা সত্বেও তুমি ভর্তি পরীক্ষায় ভালো করায় তার থেকে অনেক এগিয়ে গিয়েছো। তাই যাদের জিপিএ মার্কস কম তারা হতাশ না হয়ে কীভাবে মূল ভর্তি পরীক্ষায় ভালো করা যাবে সেই টার্গেট নিয়ে নিজের প্রস্তুতি নিতে থাকো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহায় হবেন💙
Fawhad Rahman Zia
Faculty of Agriculture
Sylhet Agricultural University
💠Newszone
সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষায় জিপিএসহ মোট নম্বর থাকে ১৫০। এর মধ্যে মূল পরীক্ষায় ১০০ এবং বাকি ৫০ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিওিতে দেওয়া হয়। প্রায় সবারই ৫০ এর ভিতরে ৪০-৪৫ নম্বর এভারেজ থাকে। এর ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় যে যত ভালো করতে পারে সে তত বেশি এগিয়ে যায়। ধরো, তোমার জিপিএ মার্কস ৩৮ এবং তোমার বন্ধু মার্কস ৪৩। তার মাতে সে তোমার থেকে ৫ মার্কস এগিয়ে রয়েছে। কিন্তু মূল ভর্তি পরীক্ষায় তুমি পেয়েছো ৮০+ কিন্তু তোমার বন্ধু ৭০। তাহলে তোমার বন্ধুর থেকে তোমার জিপিএ মার্কস কম থাকা সত্বেও তুমি ভর্তি পরীক্ষায় ভালো করায় তার থেকে অনেক এগিয়ে গিয়েছো। তাই যাদের জিপিএ মার্কস কম তারা হতাশ না হয়ে কীভাবে মূল ভর্তি পরীক্ষায় ভালো করা যাবে সেই টার্গেট নিয়ে নিজের প্রস্তুতি নিতে থাকো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহায় হবেন💙
Fawhad Rahman Zia
Faculty of Agriculture
Sylhet Agricultural University
💠Newszone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
❤🔥107❤47🔥8👌6🥰4👀4👏1😍1💯1