News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
ক্ষুদ্র পরিসরে শুরু করা AgriMate 1.0 গতবছর Exam Mate এর One Of The Best Batch ছিলো।
তাছারাও সাফল্যর দিক দিয়েও সেরা অবস্থান করে নিয়েছিলো যা ইতিমধ্যে তোমরা দেখেছো।

ইনশাল্লাহ,তারই ধারাবাহিকতায় AgriMate 2.0 তেও আমরা আমাদের সর্বোচ্চ ইফোর্ট দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করবো এবং আল্লাহ চাইলে আমরা AgriMate 1.0 কেও ছাড়িয়ে যাবো।


Enroll Process
🔥2213👏5
🔥32❤‍🔥5🎉2👌21👏1
তৃতীয় বর্ষের রেজাল্ট দিয়েই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করার অফার লেটার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী রেজাউল করিম রিপন। লাগেনি আইইএলটিএস পরীক্ষার স্কোরও।

তিনি জাবি ৪৭ ব্যাচের শিক্ষার্থী। এছাড়াও তার রয়েছে ২৬ টি রিসার্চ পাবলিকেশন।


💠NewsZone
🔥11946👏13🥰4🫡4👀3❤‍🔥2😍2🎉1👌1
HSC-22

GST

গুচ্ছের সাবজেক্ট পছন্দক্রম পরিবর্তন করা যাচ্ছে

💠NewsZone
🔥35👀17🥰3
আবেদনের সময় বাকি-

✔️ কৃষি গুচ্ছ- ৯ দিন
✔️ বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজ - ৩ দিন

☣️ সাস্ট অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আবেদন শুরু-৯ জুলাই।


💠NewsZone
29👌7
Another Blast 🔥 is loading......

প্রতিটি বিষয়ের জন্যই এভাবে সাজেশন প্রস্তুত করা হচ্ছে AgriMate-2.0 Exam Batch -এ।
আগামীকাল থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পিছিয়ে না থেকে শীঘ্রই ভর্তি হয়ে যাও আমাদের এক্সাম ব্যাচে।

Enroll Process
❤‍🔥10🤯6🔥41
ADA SCIENTIFIC INDEX 2023 এ GST এর কোন ইউনিভার্সিটি থেকে কতজন গবেষক স্থান পেয়েছে -

SUST - 230
NSTU - 204
MBSTU -121
KU - 124
PSTU - 117
HSTU - 111
JnU - 95
CoU - 89
PUST - 87
IU - 74
BSMRSTU - 68
BRUR - 59
JUST - 55
BU - 38
JKKNIU - 38
BSFMASTU - 13

💠NewsZone
🥰49🔥10🤗4
২০২৪ সালের জুলাইয়ে এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবং এসএসসি ২০২৪ হবে ফেব্রুয়ারিতে পূর্ণ সিলেবাসে।

💠NewsZone
47👀11🤯8😢7👏6🥰3🤩2👌2
উপকূলে আনা হলো ডুবে যাওয়া সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ

ইউএস কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেছেন, ধ্বংসাবশেষের মধ্যে সাবমেরিনটির ল্যান্ডিং ফ্রেম এবং পেছনের কাভার পাওয়া গেছে।

১৯১২ সালে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজটি দেখতে গিয়ে সাবমেরিনটিতে থাকা ৫ জনই মারা যান। উত্তর আটলান্টিকের ৩ হাজার ৮০০ মিটার (১২ হাজার ৫০০ ফুট) গভীরতায় ঘটনাটি ঘটে।

💠NewsZone
😢81👏5👌4😍4🫡4💔2🔥1🕊1
👀102🫡45🤩2817👌12🥰6🎉4🏆4🤗4❤‍🔥3🕊3
বুটেক্স অধিভুক্ত ৮ টি টেক্সটাইল কলেজ এর আবেদনের সময় শেষ হবে আগামীকাল।

আবেদন ফি:১০০০ টাকা

💠NewsZone
🔥15🫡8🎉4
HSC-22

GST

আসন প্রতি সবচেয়ে বেশি শিক্ষার্থী লড়বে
- শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (৩৯জন)

সবচেয়ে কম শিক্ষার্থী লড়বে
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১১জন) এবং হাবিপ্রবিতে(১১জন)

আবেদনসংখ্যা সবচেয়ে বেশি কমেছে আগের চেয়ে নোবিপ্রবিতে (৭০% কমেছে) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে (৬৩% কমেছে)

সেন্ট্রাল মেরিট দেয়ার সুবিধা এটাই। সবাই নিজের পজিশন বুঝে বুঝে এপ্লাই করেছে। তাই আবেদন সংখ্যা অনেক কমে এসেছে।
তাই এখন পর্যন্ত কাট মার্ক কত হবে সেটা বলাটা কিছুটা টাফ হবে।

💠NewsZone
👏6327🫡8👌4🔥3❤‍🔥1🕊1
কিছুদিন ধরে একটা কথা ভেসে বেড়াচ্ছে সবজায়গায়।

" ভাইয়া অমুক ভার্সিটির জায়গাটা ভালো না,এই জায়গায় এই এই সমস্যা, পানির সমস্যা, গ্যাসের সমস্যা,টিউশন নেই,জিনিসের দাম বেশি,এলাকার মানুষ ভালো না..... "

পাবলিকে পড়া ৯৫% স্টুডেন্ট একটা মিডেল ক্লাস ফ্যামিলি থেকে আসে।তারা যদি এগুলো মানিয়ে নিতে পারে, তুমিও পারবে।

আর সামর্থ্যবান হলে প্রাইভেট তো আছেই।
কিন্তুু কখনো কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করবে না।

তোমার কাছে হয়তো অমুক পাবলিক বিশ্ববিদ্যালয়টা ছোট,কিন্তু অন্য একজনের কাছে সেই ভার্সিটির একটা সিট অনেক আরাধ্য।
189👏30🫡19❤‍🔥17💯13🥰7👌5🔥3😍2
NU

💠NewsZone
79🫡18❤‍🔥5👏4🔥3🤗2👌1💯1👀1
👌58🥰26🫡21😍18😢12🔥5
Apple became the first publicly traded company to achieve a market value of USD 3 trillion!

💠NewsZone
🔥81🎉4👌1🫡1
মেরিন নিয়ে A-Z প্রশ্ন ও উত্তর 👇
মেরিন একাডেমি নিয়ে তোমার মনে কৌতূহলী প্রশ্ন ও অজানা উত্তর নিয়ে আলোচনা করবো আজ। আশা করছি তোমরা উপকৃত হবে।


👉 শুরুতেই জেনে নিই বাংলাদেশে মেরিন একাডেমি কয়টি আছে ও আসন সংখ্যা কত ?
০৯ টি (গতবারের সার্কুলার অনুযায়ী)
এর মধ্যে সরকারিগুলো হলো-
১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (পুরুষ -১৪০ জন, মহিলা -২০ জন)
২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৩. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৪. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৫. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (শুধুমাত্র পুরুষ -৫০ জন)
৬. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম। মেরিন বিচিত্রা (পুরুষ -৬৫ জন, মহিলা -০৫ জন)

👉 বেসরকারিগুলো হলো-
১. ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (শুধুমাত্র পুরুষ -৮০ জন)
২. ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা (শুধুমাত্র পুরুষ -৪০ জন)
৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (শুধুমাত্র পুরুষ -৪০ জন)

[প্রয়োজনীয়তা বিবেচনা করে আসনসংখ্যা কম বেশি হতে পারে]

👉 প্রতিটি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা কি আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হয় ?
না, সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, মানে একটাই সার্কুলার, একটাই আবেদন ও একটাই ভর্তি পরীক্ষা। ঠিক GST গুচ্ছ বা কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতির মতো।

👉 এবার আসি নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং (মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে) হিসেবে যোগ দিতে আবেদনের যোগ্যতা কী লাগবে ?

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত একটি নির্দিষ্ট তারিখে ২২ বছর (পূরুষ /মহিলা) বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবে।

💥 শিক্ষাগত যোগ্যতা : SSC+ HSC/সমমান (Science Group)
উভয় পরীক্ষায় কমপক্ষে G.P.A= 3.50 থাকতে হবে। HSC তে Phy এবং Math এ 3.50 থাকতে হবে। একইভাবে HSC এর English এ 3.00 থাকতে হবে। HSC এর English এ যদি কারো 3.00 না থাকে তা হলে শিক্ষার্থী IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে 5.5 স্কোর থাকলে সে আবেদনের জন্য বিবেচিত হবে।

💥 উচ্চতা : পুরুষ: ৫'.৪" এবং মহিলা ৫'.২"
💥 দৃষ্টিশক্তি : নটিক্যাল ক্যাডেটদের জন্য -৬/৬ ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য -৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)
💥 ওজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট অনুযায়ী হতে হবে
💥 আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে

👉 চুড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহ :
এসএসসি ও এইচএসসি জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীকে মূল্যায়ন করা হবে
SSC প্রাপ্ত GPA এর ১৫ গুণ = ৭৫ নাম্বার (সর্বোচ্চ)
HSC প্রাপ্ত GPA এর ২৫ গুণ= ১২৫ নাম্বার (সর্বোচ্চ)
ভর্তি পরীক্ষা (MCQ) = ১০০ মার্ক।
সর্বমোট ৭৫+১২৫+১০০= ৩০০ মার্ক
ভর্তি পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান ০.৫০
-------------------------------
💥 ১০০ নম্বরের (২০০ এমসিকিউ) ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন বিষয়সমূহ।

১। পদার্থ =২৫
২। গণিত =২৫
৩। ইংরেজি =২৫
৪। সাধারণ জ্ঞান =১৫
৫। বাংলা =১০

আশা করা যায় চলতি মাসে খুব শীঘ্রই এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মেরিনে আছে উজ্জ্বল ক্যারিয়ার। মেরিনে পড়াশোনার পর চাকরি নিয়ে কোন ভাবনা নেই। মেরিন ভর্তি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বিশেষ নির্দেশনায় উল্লেখ করা থাকে "সরকারি মেরিন একাডেমি কর্তৃক পাশকৃত সকল ক্যাডেটদের চাকরির বিষয়ে স্ব স্ব একডেমি সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। বেসরকারি মেরিন একডেমি ক্যাডেট ভর্তির ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মাবলী অনুসরণ করবে। বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে চাকরি দিতে বাধ্য থাকবে।"

সুতরাং, বুঝতেই পারছো সরকারিতে পড় আর বেসরকারিতে পড় চাকরি নিয়ে কোনো চিন্তা নেই। তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী থাকবে সেই প্রতিষ্ঠান তোমার চাকরি নিয়ে ভাববে। এটাই রুলস।

©️Joykoli


💠NewsZone
👌60🔥27❤‍🔥6😍6👀5🫡5🥰32👏2🤩1
✔️ বুটেক্স অধিভুক্ত ৮ টি টেক্সটাইল কলেজকের আবেদনের সময়সীমা শেষ হবে আজ।

💥আবেদন করার লিংক:

http://dot.teletalk.com.bd

💥পরীক্ষা অনুষ্ঠিত হবে : ২২/৭/২০২৩ সকাল ১০:০০ টা হতে ১১:২০ মিনিট পর্যন্ত

💥প্রবেশপত্র ডাউনলোড এর সময়সীমা :
১০/৭/২০২৩ হতে ১৭/৭/২০২৩ বিকাল ৫ টা পর্যন্ত

💠NewsZone
🔥11🥰3👌2
29🫡14👀3🥰2