News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
স্টুডেন্ট ড্যাস বোর্ডে কাজ চলমান সম্ভবত,আশা করছি কালকে সকালে অথবা আজ রাতের মধ্যেই পেয়ে যাবে ফলাফল
🫡40😢20👏6❤‍🔥3💔3
HSC-22

GST

গুচ্ছের অনলাইনে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন, নিশ্চায়ন ফি জমা ও মাইগ্রেশন সংক্রান্ত সচিত্র ধাপসমূহ

💠NewsZone
👌10❤‍🔥8🫡4👏3💔3🥰2💯1🏆1
HSC-22

GST

প্রতিটি বিশ্ববিদ্যালয় মেধাক্রমসহ যাবতীয় ফলাফল নিজস্ব ওয়েবসাইট প্রকাশ করবে।

© Admission Informer

💠NewsZone
👏45💔21🫡6🔥5😇4👌3💯3
HSC-22

GST

গুচ্ছের ১ম মেধাতালিকা প্রকাশিত হয়েছে

💠NewsZone
39😢23👏7🏆3🤩2💔2🔥1😍1
সাবজেক্ট পেলে এবং না পেলে এরকম দেখাবে।
😢63💔3229🤩4❤‍🔥3👏2👌1🤗1
HSC-22

GST

প্রাপ্ত তথ্যমতে, গুচ্ছ A ইউনিটে ২০০০০+ সিরিয়াল পর্যন্ত সাব্জেক্ট পেয়েছে, কাটমার্ক ৫০ এর নিচে, আর ম্যাথ দাগিয়ে জানা মতে ৪৯.২৫ পেয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে CSE পেয়েছে।

Collected & Edited

💠NewsZone
👏64🫡22🔥13🥰7😍3😢2🤗2🤝1
HSC-22

GST

প্রাপ্ত তথ্যমতে, গুচ্ছ B ইউনিটে ৬০০০+ মেরিট পর্যন্ত গিয়েছে

© Admission Informer

💠NewsZone
👏26😢11🔥5❤‍🔥4
HSC-22

GST

গুচ্ছের সাক্ষাৎকার সংক্রান্ত

গুচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় তাদের সাক্ষাৎকারে এক এক ডকুমেন্ট চাচ্ছে, তাই যার যে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসছে সে ওই বিশ্ববিদ্যালয় নোটিশ অনুযায়ী ডকুমেন্টস জমা দিবা।

কমন কিছু ডকুমেন্টস :

১. জিএসটি এডমিট স্বাক্ষর যুক্ত
( স্বাক্ষর না থাকলে অন্য নামে একটা দিয়ে দিও পরীক্ষার তারিখ ঠিক রেখে)।

২. এসএসসি এবং এইচএসসি মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ( কিছু বিশ্ববিদ্যালয়ে সত্যায়িত ফটোকপি চাচ্ছে)।

৩. সাবজেক্ট চয়েজ লিস্ট।

৪. প্রাইমারি ভর্তি ফি জমা দেওয়ার স্লিপ ( ৫০০০ টাকার)।

এর বাহিরে কোন বিশ্ববিদ্যালয় অন্যান্য ডকুমেন্টস চাইলে অবশ্যই এটা তাদের নিজস্ব ওয়েবসাইটের নোটিসে লেখা থাকবে।

Collected

💠NewsZone
32🥰10❤‍🔥2🔥1
🥰16😢9👌4
HSC-22

GST-(KU)

খুলনা বিশ্ববিদ্যালয়ের আপডেট (১ম ধাপ এবং কোটা)

▪️খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটায় আবেদনকারী সকল শিক্ষার্থীদের (তালিকা সংযুক্ত) সশরীরে প্রমানক প্রদর্শনের তারিখ ২৩ হতে ২৭ জুলাই (প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা) পর্যন্ত। উক্ত সময়ে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কোটার প্রয়োজনীয় প্রমানক সমূহের মূলকপি ও প্রযোজ্য ক্ষেত্রে কোটাধারীর পরিচয়পত্র সহ সম্পর্ক প্রমাণের জন্য অন্যান্য পরিচয়পত্র আনতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সাক্ষাৎকারে উপস্থিত না থাকলে পরবর্তিতে এই বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির জন্য বিবেচিত হবেন না।

▪️খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির অংশ হিসাবে শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশীট আগামী ২৩ - ২৬ জুলাই (প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে পারবেন।

▪️বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশীট দুটি, আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে।

▪️ভর্তিকালীন সময়ে শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। এসময় পরীক্ষাকালীন প্রদত্ত প্রবেশপত্রটি দেখাতে হবে।

▪️সকল কোটাভুক্ত (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিকেএসপি) শিক্ষার্থীকে সংশ্লিষ্ট কোটার প্রয়োজনীয় প্রমানক সমূহের মূলকপি ও প্রযোজ্য ক্ষেত্রে কোটাধারীর পরিচয়পত্র সহ সম্পর্ক প্রমাণের জন্য অন্যান্য পরিচয়পত্র আনতে হবে।

💠NewsZone
15🔥2👌2
সবাই পিন ম্যাসেজ চ্যাক করবে; সেটা সবসময় আপডেট করা হচ্ছে,তাহলে বুঝতে পারবে কোন কোন বিশ্ববিদ্যালয় ১ম ধাপের নোটিশ দিয়েছে।
🔥18😢43😍1
HSC-22

GST-(JKKNIU)

অনলাইন প্রাথমিক নিশ্চায়ন ফি হিসেবে ৫০০০ টাকা জমা দিয়ে বিজ্ঞান ভবনের সিএসই বিভাগের ২০৬ নাম্বার রুমে এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র জমা দিতে হবে। সাথে ৫০০০ টাকার অনলাইন পেমেন্ট স্লিপটা আনতে হবে।

বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা, মানবিক তিন ইউনিটেরই জমা একই রুমেই হবে।

💠NewsZone
🔥7❤‍🔥4
HSC-22

GST

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর GST গুচ্ছভুক্ত স্নাতক(সম্মান) ১ম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির মূল কাগজপত্র জমাদানের বিজ্ঞপ্তি

💠NewsZone
❤‍🔥15