প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একদম সিউর ৭০-৭৫+ এবং ফলাফল ভুল মনে হচ্ছে এবং যারা অলরেডি ঢাবি/বুয়েট/গুচ্ছ/ইঞ্জিনিয়ারিং এ ভালো করছো তারা একটু আমাদের সাথে যোগাযোগ করো। তোমার আগের ভার্সিটিগুলোর ফলাফল এবং কৃষিতে তোমার এক্সপেক্টেশন ও কত পেয়েছো। বিস্তারিত একটু Whatsapp এ জানাও। আমরা কয়েকজনকে নিয়ে কাল আবেদন করব ভাবছিঃ Whatsapp= +8801610427498
-পাঠশালা বার্তা
🌎NewsZone
-পাঠশালা বার্তা
🌎NewsZone
❤10
Forwarded from PDF Zone
Life এর একটা ধাপে হেরে গিয়েছো তো কি হয়েছে Final And Main Step এখনও বাকি আছে সেটা তে না হয় নিজেকে প্রমাণ করে সমালোচকদের
জবাব দিয়ো
So যারা Varsity তে Chance পাও নাই এখন থেকেই BCS Preparation শুরু করে দাও(বিশেষ করে যারা National এ পড়বে)
আর নয়তো কোন Productive কাজে মন দাও ।
Best Of Luck
➡️BCS Mate Link:https://news.1rj.ru/str/ConfusingQuestions11
জবাব দিয়ো
So যারা Varsity তে Chance পাও নাই এখন থেকেই BCS Preparation শুরু করে দাও(বিশেষ করে যারা National এ পড়বে)
আর নয়তো কোন Productive কাজে মন দাও ।
Best Of Luck
➡️BCS Mate Link:https://news.1rj.ru/str/ConfusingQuestions11
❤25😢3
2023: SSC & HSC
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ১ মাস পেছাতে পারে, এক্ষেত্রে এসএসসি মার্চ মাসে এবং এইচএসসি মে মাসে হতে পারে।
#Collected
২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ১ মাস পেছাতে পারে, এক্ষেত্রে এসএসসি মার্চ মাসে এবং এইচএসসি মে মাসে হতে পারে।
#Collected
😢13❤3
💠 পযালিনড্রোম (ইংরেজি:- Palindrome) হল এমন কিছু বিশেষ শব্দ বা সংখ্যা যার শুরু অথবা শেষ যেদিক থেকেই পড়া হোক না কেনো... শব্দ/সংখ্যার উচ্চারণ বা অর্থের কোন পরিবর্তন হয় না। আর সংখ্যার ক্ষেত্রে তার মান একই থাকে।
💠 এম্বিগ্রাম (ইংরেজি:- Ambigram) বলা হয় সাধারণত এমন কোনো লিখিত/অঙ্কিত চিত্রকে যা ১৮০° ঘুরিয়ে পড়লেও তা একই থাকে! অর্থাৎ একই অর্থ দেয়। এম্বিগ্রামের এই প্রকারটাকে মূলত "রোটেশনাল এম্বিগ্রাম" বলে।
🌎NewsZone
💠 এম্বিগ্রাম (ইংরেজি:- Ambigram) বলা হয় সাধারণত এমন কোনো লিখিত/অঙ্কিত চিত্রকে যা ১৮০° ঘুরিয়ে পড়লেও তা একই থাকে! অর্থাৎ একই অর্থ দেয়। এম্বিগ্রামের এই প্রকারটাকে মূলত "রোটেশনাল এম্বিগ্রাম" বলে।
🌎NewsZone
🔥14❤4🤯4🤔3🤩2
ITALY
ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে ইতালি। ইতালির অর্থনীতি, সামাজিক অবস্থা, জীবনযাত্রার মান সবকিছুর মূলে রয়েছে তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা অধুনিক হওয়ায় উচ্চ শিক্ষায় ইতালি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। ইতালির উচ্চ শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায় উচ্চ শিক্ষা অর্জনে। এজন্য বলা হয়ে থাকে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় শিক্ষার স্থান ইতালি।
আপনি কেন ইতালিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেরা কয়েকটি স্থানের মধ্যে একটি হচ্ছে ইতালি। এখানে বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি প্রদানকারী অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। তুলনামূলকভাবে স্বল্প টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন। স্বল্প খরচে বাস করতে পারবেন। শিক্ষা খাতে নিত্যনতুন বৈচিত্র্য দেখতে পাবেন। পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন। অনেক ধরনের কোর্স থেকে নিজের পছন্দমতো কোর্স বাছাই করে পড়তে পারবেন। ইতালিতে ৯০টি নিবন্ধিত উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ৫০টির বেশিই পরিচালিত হয় সরকারি অর্থায়নে। এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে পোস্টগ্র্যাজুয়েট সেন্টার, পলিটেকনিক ও অন্যান্য উচ্চশিক্ষা প্রদানকারি সেক্টর।
সেমিস্টার, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনাকে ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইট ভিজিট করতে হবে। নিজের পছন্দকৃত কোর্স বাছাই করে তাদেরকে অফিসিয়াল ইমেল করে সঠিক ও নির্ভুল সব তথ্য জেনে নিবেন। ইতালিতে সাধারণত বছরে সাধারণত ২টি কোর্স অফার করা হয়। প্রথম সেমিস্টার সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবরে শুরু হয়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে শেষ হয়। আর দ্বিতীয় সেমিস্টার ফেব্রয়ারি মাসে শুরু হয়ে শেষ হয় জুলাই মাসে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের চাহিদা অনুযায়ী সেমিস্টার শুরু করে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব অফিশিয়াল ওয়েব সাইট ভিজিট করে তথ্য জেনে নিতে হবে।
ভাষাগত যোগ্যতা: ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজী ও ইতালীয় উভয় ভাষায় কোর্স অফার করা হয়ে থাকে। আর আপনি যদি ইতালীয় ভাষায় পারদর্শী না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্য ইংরেজী ভাষায় কোর্স পছন্দ করতে হবে। প্রয়োজন হবে ভাষাগত যোগ্যতার । বর্তমানে ইতালিতে ভিসার জন্য IELTS ৬ স্কোর দরকার হয়। অন্যদিকে ইতালিও ভাষার ক্ষেত্রে কমপক্ষে p2 লেবেল ইউরোপাস ভাষার বাস্তব শ্রেণী বিভাগ প্রয়োজন হবে। কারণ b2 লেবেলে পাস করলে ইতালিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আপনাকে আবার পরীক্ষায় বসতে হবে। কিন্তু আপনি যদি c2 লেবেলে পাস করেন, তাহলে আপনাকে আর কোন পরীক্ষার জন্য বসে থাকতে হবে না।
টিউশন ফি: অন্যান্য দেশের তুলনায় ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক কম । সধারণত বিশ্ববিদ্যালয়ভেদে আপনার পড়াশুনাবাবদ ইতালিতে খরচ হবে প্রতি বছর ১৮০০ থেকে ৮০০০ ইউরো ডলার। তবে ইতালির বেসরকারী বিশ্ববিদ্যালয়ের খরচ সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু বেশি। নিম্নে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর তালিকা দেওয়া হলো__
টরিনো বিশ্ববিদ্যালয়ে 2800, Padova বিশ্ববিদ্যালয়ে 4000 ইউরো, সিয়েনা বিশ্ববিদ্যালয়ে 1,800 ইউরো, ভেনিসের ফস্কারি বিশ্ববিদ্যালয়ে 2100 থেকে 6500 ইউরোর মধ্যে, বোজেন-বোলজানো ফ্রি বিশ্ববিদ্যালয়ে 2,200 ইউরো, বোগোনিয়া বিশ্ববিদ্যালয়ে 2,100 ইউরো, টেন্তো বিশ্ববিদ্যালয়ে 6,000 ইউরো, Scuola Superiore শান্ত'আন্নাতে 4,000 ইউরো, মিলান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে 3,300 ইউরো।
স্কলারশিপ: ইতালিতে উচ্চ শিক্ষায় পড়াশুনার জন্য শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে নানা ধরনের স্কলারশিপ। যার মধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে। ইতালিতে সরকারিসহ বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে অনুদান দেওয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনাকে স্কলারশিপ পাওয়ার সকল বিষয়পূরণ করতে হবে। স্কলারশিপের ব্যপারে সকল তথ্য জানতে এবং আবেদন প্রক্রিয়া জানতে আপনাকে নিয়মিত বিশ্ববিদ্যালয়গুলোর অফিসিয়াল ওয়েব সাইট চেক করতে হবে।
তবে ইতালিতে পড়াশুনার ক্ষেত্রে ,আপনি আপনার পড়াশুনার খরচ চালাতে পারবেন কিনা তা নিশ্চিত করার জন্য আপনাকে ব্যাংকে ৮০০০ থেকে ১২০০০ হাজার ইউরো জমা দেখাতে হবে। যদি আপনি এই পরিমান টাকা জমা দেখাতে পারেন। শুধুমাত্র তখনই আপনি পড়াশুনার জন্য ইতালি যেতে পারবেন।
আবেদন কিভাবে করবেন: ইতালিতে আপনি যদি স্নাতক করতে চান তাহলে আপনাকে নূন্যতম এসএসসি পাস হতে হবে।স্নাতকোত্তরের জন্য স্নাতক পাশ এবং আর পিএইচডি এর জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। প্রথমে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাচাই করবেন। তারপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম পূরন করে অফিসিয়াল ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ঠ র্কতৃপক্ষকে পাঠিয়ে দিবেন ।
🌎NewsZone
#HigherStudy
ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে ইতালি। ইতালির অর্থনীতি, সামাজিক অবস্থা, জীবনযাত্রার মান সবকিছুর মূলে রয়েছে তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা অধুনিক হওয়ায় উচ্চ শিক্ষায় ইতালি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। ইতালির উচ্চ শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন খাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায় উচ্চ শিক্ষা অর্জনে। এজন্য বলা হয়ে থাকে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় শিক্ষার স্থান ইতালি।
আপনি কেন ইতালিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাবেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সেরা কয়েকটি স্থানের মধ্যে একটি হচ্ছে ইতালি। এখানে বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি প্রদানকারী অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে। তুলনামূলকভাবে স্বল্প টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারবেন। স্বল্প খরচে বাস করতে পারবেন। শিক্ষা খাতে নিত্যনতুন বৈচিত্র্য দেখতে পাবেন। পড়ালেখার পাশাপাশি কাজ করার সুযোগ পাবেন। অনেক ধরনের কোর্স থেকে নিজের পছন্দমতো কোর্স বাছাই করে পড়তে পারবেন। ইতালিতে ৯০টি নিবন্ধিত উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে ৫০টির বেশিই পরিচালিত হয় সরকারি অর্থায়নে। এছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে পোস্টগ্র্যাজুয়েট সেন্টার, পলিটেকনিক ও অন্যান্য উচ্চশিক্ষা প্রদানকারি সেক্টর।
সেমিস্টার, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনাকে ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইট ভিজিট করতে হবে। নিজের পছন্দকৃত কোর্স বাছাই করে তাদেরকে অফিসিয়াল ইমেল করে সঠিক ও নির্ভুল সব তথ্য জেনে নিবেন। ইতালিতে সাধারণত বছরে সাধারণত ২টি কোর্স অফার করা হয়। প্রথম সেমিস্টার সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবরে শুরু হয়ে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে শেষ হয়। আর দ্বিতীয় সেমিস্টার ফেব্রয়ারি মাসে শুরু হয়ে শেষ হয় জুলাই মাসে। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের চাহিদা অনুযায়ী সেমিস্টার শুরু করে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব অফিশিয়াল ওয়েব সাইট ভিজিট করে তথ্য জেনে নিতে হবে।
ভাষাগত যোগ্যতা: ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজী ও ইতালীয় উভয় ভাষায় কোর্স অফার করা হয়ে থাকে। আর আপনি যদি ইতালীয় ভাষায় পারদর্শী না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্য ইংরেজী ভাষায় কোর্স পছন্দ করতে হবে। প্রয়োজন হবে ভাষাগত যোগ্যতার । বর্তমানে ইতালিতে ভিসার জন্য IELTS ৬ স্কোর দরকার হয়। অন্যদিকে ইতালিও ভাষার ক্ষেত্রে কমপক্ষে p2 লেবেল ইউরোপাস ভাষার বাস্তব শ্রেণী বিভাগ প্রয়োজন হবে। কারণ b2 লেবেলে পাস করলে ইতালিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে আপনাকে আবার পরীক্ষায় বসতে হবে। কিন্তু আপনি যদি c2 লেবেলে পাস করেন, তাহলে আপনাকে আর কোন পরীক্ষার জন্য বসে থাকতে হবে না।
টিউশন ফি: অন্যান্য দেশের তুলনায় ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক কম । সধারণত বিশ্ববিদ্যালয়ভেদে আপনার পড়াশুনাবাবদ ইতালিতে খরচ হবে প্রতি বছর ১৮০০ থেকে ৮০০০ ইউরো ডলার। তবে ইতালির বেসরকারী বিশ্ববিদ্যালয়ের খরচ সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু বেশি। নিম্নে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এর তালিকা দেওয়া হলো__
টরিনো বিশ্ববিদ্যালয়ে 2800, Padova বিশ্ববিদ্যালয়ে 4000 ইউরো, সিয়েনা বিশ্ববিদ্যালয়ে 1,800 ইউরো, ভেনিসের ফস্কারি বিশ্ববিদ্যালয়ে 2100 থেকে 6500 ইউরোর মধ্যে, বোজেন-বোলজানো ফ্রি বিশ্ববিদ্যালয়ে 2,200 ইউরো, বোগোনিয়া বিশ্ববিদ্যালয়ে 2,100 ইউরো, টেন্তো বিশ্ববিদ্যালয়ে 6,000 ইউরো, Scuola Superiore শান্ত'আন্নাতে 4,000 ইউরো, মিলান পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে 3,300 ইউরো।
স্কলারশিপ: ইতালিতে উচ্চ শিক্ষায় পড়াশুনার জন্য শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে নানা ধরনের স্কলারশিপ। যার মধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে। ইতালিতে সরকারিসহ বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে অনুদান দেওয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনাকে স্কলারশিপ পাওয়ার সকল বিষয়পূরণ করতে হবে। স্কলারশিপের ব্যপারে সকল তথ্য জানতে এবং আবেদন প্রক্রিয়া জানতে আপনাকে নিয়মিত বিশ্ববিদ্যালয়গুলোর অফিসিয়াল ওয়েব সাইট চেক করতে হবে।
তবে ইতালিতে পড়াশুনার ক্ষেত্রে ,আপনি আপনার পড়াশুনার খরচ চালাতে পারবেন কিনা তা নিশ্চিত করার জন্য আপনাকে ব্যাংকে ৮০০০ থেকে ১২০০০ হাজার ইউরো জমা দেখাতে হবে। যদি আপনি এই পরিমান টাকা জমা দেখাতে পারেন। শুধুমাত্র তখনই আপনি পড়াশুনার জন্য ইতালি যেতে পারবেন।
আবেদন কিভাবে করবেন: ইতালিতে আপনি যদি স্নাতক করতে চান তাহলে আপনাকে নূন্যতম এসএসসি পাস হতে হবে।স্নাতকোত্তরের জন্য স্নাতক পাশ এবং আর পিএইচডি এর জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। প্রথমে আপনি আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাচাই করবেন। তারপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম পূরন করে অফিসিয়াল ইমেলের মাধ্যমে সংশ্লিষ্ঠ র্কতৃপক্ষকে পাঠিয়ে দিবেন ।
🌎NewsZone
#HigherStudy
❤10🔥3
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় ১০০ নতুন উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) ও ছোট প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। ‘ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ’ শিরোনামের এ তালিকায় ‘এডুকেশন অ্যান্ড রিক্রুমেন্ট’ বিভঅগে স্থান পেয়েছে বাংলাদেশের অনলাইন শিক্ষা উদ্যোগ " শিখো "
জাতীয় পাঠ্যক্রম শিক্ষাকে অনলাইনে সহজ ও সাশ্রয়ী করে তুলতে ২০১৯ সালে শিখো চালু করেন শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়া। শিখোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন শাহীর চৌধুরী। জিশান জাকারিয়া প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও)।
🌎NewsZone
জাতীয় পাঠ্যক্রম শিক্ষাকে অনলাইনে সহজ ও সাশ্রয়ী করে তুলতে ২০১৯ সালে শিখো চালু করেন শাহীর চৌধুরী ও জিশান জাকারিয়া। শিখোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন শাহীর চৌধুরী। জিশান জাকারিয়া প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও)।
🌎NewsZone
❤33👏3
HSC-21 : Cluster Agri Update
আলহামদুলিল্লাহ।শেকৃবি বিষয়টিতে নজর দিতে রাজী হয়েছেন।
স্যার বলেছেন তোমাদের সকলের অভিমতগুলো আজকের মধ্যে এক করে স্যারকে লিখিতভাবে স্যারকে অভযোগ জমা দেয়ার জন্য।
☑️আগামিকাল সকাল ১১টায় মিটিং অনুষ্ঠিত হবে, উক্ত মিটিং এ স্যার বিষয়টি তুলে ধরবেন।
☑️.প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের অভিমত সবাই নিচের লিঙ্কে গিয়ে তথ্য দিয়ে পুরন করোঃ
https://testmoz.com/q/12151208
তোমাদের এই তথ্যগুলো স্যারদের কাছে লিখিতভাবে জমা দেয়াব হবে।
☑️.স্যার বলেছেন, সবার অভিমতের সাপেক্ষে আমরা রিচেক এর সুযোগ দিয়েছি তবে এরজন্য শেকৃবিতে উপস্থিত হয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করতে হবে।আবেদন ফি ১হাজার টাকা।
তবে সবাই তো ঢাকায় নেই এবং ঢাকায় কম সময়ে যাওয়া সম্ভব না তাই সকলের সাপেক্ষে বিষয়টি তুলে ধরার জন্য আমরা সবার অভিমত একসাথে উপস্থাপন করব।
-পাঠশালা
We Rise By Lifting Others
🌎NewsZone
আলহামদুলিল্লাহ।শেকৃবি বিষয়টিতে নজর দিতে রাজী হয়েছেন।
স্যার বলেছেন তোমাদের সকলের অভিমতগুলো আজকের মধ্যে এক করে স্যারকে লিখিতভাবে স্যারকে অভযোগ জমা দেয়ার জন্য।
☑️আগামিকাল সকাল ১১টায় মিটিং অনুষ্ঠিত হবে, উক্ত মিটিং এ স্যার বিষয়টি তুলে ধরবেন।
☑️.প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের অভিমত সবাই নিচের লিঙ্কে গিয়ে তথ্য দিয়ে পুরন করোঃ
https://testmoz.com/q/12151208
তোমাদের এই তথ্যগুলো স্যারদের কাছে লিখিতভাবে জমা দেয়াব হবে।
☑️.স্যার বলেছেন, সবার অভিমতের সাপেক্ষে আমরা রিচেক এর সুযোগ দিয়েছি তবে এরজন্য শেকৃবিতে উপস্থিত হয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করতে হবে।আবেদন ফি ১হাজার টাকা।
তবে সবাই তো ঢাকায় নেই এবং ঢাকায় কম সময়ে যাওয়া সম্ভব না তাই সকলের সাপেক্ষে বিষয়টি তুলে ধরার জন্য আমরা সবার অভিমত একসাথে উপস্থাপন করব।
-পাঠশালা
We Rise By Lifting Others
🌎NewsZone
❤15🔥3👏2
HSC-21 : Cluster Agri Update
আলহামদুলিল্লাহ।শেকৃবি বিষয়টিতে নজর দিতে রাজী হয়েছেন।
স্যার বলেছেন তোমাদের সকলের অভিমতগুলো আজকের মধ্যে এক করে স্যারকে লিখিতভাবে স্যারকে অভযোগ জমা দেয়ার জন্য।
☑️আগামিকাল সকাল ১১টায় মিটিং অনুষ্ঠিত হবে, উক্ত মিটিং এ স্যার বিষয়টি তুলে ধরবেন।
☑️.প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের অভিমত সবাই নিচের লিঙ্কে গিয়ে তথ্য দিয়ে পুরন করোঃ
https://testmoz.com/q/12151208
তোমাদের এই তথ্যগুলো স্যারদের কাছে লিখিতভাবে জমা দেয়াব হবে।
☑️.স্যার বলেছেন, সবার অভিমতের সাপেক্ষে আমরা রিচেক এর সুযোগ দিয়েছি তবে এরজন্য শেকৃবিতে উপস্থিত হয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করতে হবে।আবেদন ফি ১হাজার টাকা।
তবে সবাই তো ঢাকায় নেই এবং ঢাকায় কম সময়ে যাওয়া সম্ভব না তাই সকলের সাপেক্ষে বিষয়টি তুলে ধরার জন্য আমরা সবার অভিমত একসাথে উপস্থাপন করব।
-পাঠশালা
We Rise By Lifting Others
🌎NewsZone
আলহামদুলিল্লাহ।শেকৃবি বিষয়টিতে নজর দিতে রাজী হয়েছেন।
স্যার বলেছেন তোমাদের সকলের অভিমতগুলো আজকের মধ্যে এক করে স্যারকে লিখিতভাবে স্যারকে অভযোগ জমা দেয়ার জন্য।
☑️আগামিকাল সকাল ১১টায় মিটিং অনুষ্ঠিত হবে, উক্ত মিটিং এ স্যার বিষয়টি তুলে ধরবেন।
☑️.প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের অভিমত সবাই নিচের লিঙ্কে গিয়ে তথ্য দিয়ে পুরন করোঃ
https://testmoz.com/q/12151208
তোমাদের এই তথ্যগুলো স্যারদের কাছে লিখিতভাবে জমা দেয়াব হবে।
☑️.স্যার বলেছেন, সবার অভিমতের সাপেক্ষে আমরা রিচেক এর সুযোগ দিয়েছি তবে এরজন্য শেকৃবিতে উপস্থিত হয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করতে হবে।আবেদন ফি ১হাজার টাকা।
তবে সবাই তো ঢাকায় নেই এবং ঢাকায় কম সময়ে যাওয়া সম্ভব না তাই সকলের সাপেক্ষে বিষয়টি তুলে ধরার জন্য আমরা সবার অভিমত একসাথে উপস্থাপন করব।
-পাঠশালা
We Rise By Lifting Others
🌎NewsZone
❤5🔥2
Emergency সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হল,কৃষি ভর্তিচ্ছুদের অভিমত নিচের লিঙ্কে জানাওঃ
https://testmoz.com/q/12151208
🌎NewsZone
https://testmoz.com/q/12151208
🌎NewsZone
HSC-21 : Cluster Agri Update
আলহামদুলিল্লাহ, কৃষি গুচ্ছের ফলাফল নিয়ে স্যারদের সাথে বারবার চেষ্টার পর স্যার জানিয়েছেন আগামিকাল সকাল ১১টায় একটি মিটিং রয়েছে সেখানে এবিষিয়ে সিদ্ধান্ত নিবেন।
☑️.স্যার বলেছেন যাদের অভিযোগ তারা সরাসরি এসে রিচেক করতে পারবে।তবে ঢাকার বাইরের শিক্ষার্থী এবং টাকার সাপেক্ষে বিষয়টি কঠিন হয়ে যায় বিধায় স্যারকে অনুরোধ জানানো হয়েছিল
☑️সযার বলেছেন সবার অভিমত এক করে একটি ফাইল স্যারকে ইমেইল এবং হোয়াটসএপ এ দেয়ার জন্য।স্যার আগামিকালকের মিটিং এ বিষয়টি উপস্থাপন করবেন।
☑️আমরা স্বল্প সময়ে তোমার অভিযোগগুলো প্রস্তুত করে স্যারের কাছে জমা দিয়েছি।সর্বমোট ২১০০ শিক্ষার্থীর অভিযোগ জানানো হয়েছে এবং স্যার বিষয়টি দেখতেছেন।
☑️সবাইকে চেষ্টা ধরে রাখার জন্য আহ্বান জানানো হল।
☑️ফলাফল নিয়ে আমরা চাই কর্তৃপক্ষ সু-স্পষ্ট বক্তব্য দিক।সকলের মার্ক্স প্রকাশ, ফলাফল ক্যালকুলেশন চেক করা, সলভ শীটে কোন ভুল হয়েছে কিনা, সেট কোডে কোন ভুল হয়েছে কিনা এই বিষয়গুলো স্যাররা ভালো করে চেক করলেই আশা করি স্পষ্ট সমাধান চলে আসবে।
-পাঠশালা
আলহামদুলিল্লাহ, কৃষি গুচ্ছের ফলাফল নিয়ে স্যারদের সাথে বারবার চেষ্টার পর স্যার জানিয়েছেন আগামিকাল সকাল ১১টায় একটি মিটিং রয়েছে সেখানে এবিষিয়ে সিদ্ধান্ত নিবেন।
☑️.স্যার বলেছেন যাদের অভিযোগ তারা সরাসরি এসে রিচেক করতে পারবে।তবে ঢাকার বাইরের শিক্ষার্থী এবং টাকার সাপেক্ষে বিষয়টি কঠিন হয়ে যায় বিধায় স্যারকে অনুরোধ জানানো হয়েছিল
☑️সযার বলেছেন সবার অভিমত এক করে একটি ফাইল স্যারকে ইমেইল এবং হোয়াটসএপ এ দেয়ার জন্য।স্যার আগামিকালকের মিটিং এ বিষয়টি উপস্থাপন করবেন।
☑️আমরা স্বল্প সময়ে তোমার অভিযোগগুলো প্রস্তুত করে স্যারের কাছে জমা দিয়েছি।সর্বমোট ২১০০ শিক্ষার্থীর অভিযোগ জানানো হয়েছে এবং স্যার বিষয়টি দেখতেছেন।
☑️সবাইকে চেষ্টা ধরে রাখার জন্য আহ্বান জানানো হল।
☑️ফলাফল নিয়ে আমরা চাই কর্তৃপক্ষ সু-স্পষ্ট বক্তব্য দিক।সকলের মার্ক্স প্রকাশ, ফলাফল ক্যালকুলেশন চেক করা, সলভ শীটে কোন ভুল হয়েছে কিনা, সেট কোডে কোন ভুল হয়েছে কিনা এই বিষয়গুলো স্যাররা ভালো করে চেক করলেই আশা করি স্পষ্ট সমাধান চলে আসবে।
-পাঠশালা
❤28🔥2🥰2