News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চায়নে যে সকল কাগজপত্র জমা দিতে হবে – (কমন কাগজপত্র)


▪️এসএসসি ও এইচএসসির মার্কসিট (ফার্স্ট প্রায়োরিটি)
▪️৫০০০ টাকা জমাদানের স্লিপ (Acknowledgement Slip)
▪️গুচ্ছের এডমিট কার্ড (যাচাইয়ের জন্য)

কোনো বিশ্ববিদ্যালয় নোটিশ দিক বা না দিকে, এই ৩ টা ডকুমেন্টস প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চায়নে লাগবে এবং রাখতে হবে। এটা এখন নোটিশ থাকুক বা না থাকুক।

এছাড়াও আনুসঙ্গিক কোনো কাগজপত্র (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) লাগলে সেটা নোটিশ দেখে নিয়ে গেলেই হবে।

গুচ্ছুভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চায়নে উপরের ৩ টা কাগজপত্র না থাকলে ঝামেলায় পড়বে।

©️Admission Informer


💠NewsZone
11
HSC-22

GST-(CoU)

💠NewsZone
🔥11
HSC-22

GST-(BU)

💠NewsZone
🔥13
সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সাবজেক্টের সরকারি জব আছে কিনা সেটা না দেখে,এটা দেখো যে প্রাইভেট জব সেক্টর কেমন!
কেন বলছি এমন?
কারণ সরকারি জব তুমি নাও পেতে পারে তখন যাতে আফসোস না করতে হয়।

কথাটা তিতা হলেও সত্য।
👏75💯2524👌12🫡7🥰2😍2🤝1🤗1
HSC-22

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফলাফল প্রকাশিত

💠NewsZone
❤‍🔥45😢5🤩5🔥2😇1
HSC-22

GST

⏺️ গুচ্ছে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন বাতিল করলে কোনো ফি লাগে না,পরে একটা অ্যাপ্লিকেশন করে তোমার ডকুমেন্টগুলো উঠাতে পারবা

⏺️ তবে চূড়ান্ত ভর্তি বাতিল করলে নির্দিষ্ট ফি লাগে একেক বিশ্ববিদ্যালয়ে ফি একেক রকম, এক্ষেত্রেও ভর্তি বাতিল ফি জমা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করে তোমার ডকুমেন্টস উঠাতে পারবা।

⏺️ যেমন : বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে ভর্তি বাতিল ফি ৭০০০ টাকা, বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে আরো কম ( সর্বনিম্ন ভর্তি বাতিল ফি ১০০০ টাকা) , শোনা গেছে গত বছর কিছু ভার্সিটিতে চূড়ান্ত ভর্তি হওয়ার পরও ভর্তি বাতিল ফি নেয় নি, একটা এপ্লিকেশন করে উঠানো গেছে। সকলকে অনুরোধ করব নোটিশ দেখার জন্য।

⏺️ পরবর্তীতে এই সম্পর্কে নোটিশ প্রকাশ করবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, তখন সব ক্লিয়ার হবা।

⏺️ একাধিক বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আসলে, তোমরা অবশ্যই তোমার মেইন ডকুমেন্টগুলোর কয়েক সেট (কালার কপি;+ ফটোকপি) করে রাখবা। এগুলো অন্য কোথাও ভর্তি হতে ব্যাকআপ হিসেবে কাজে লাগবে।

© Admission Informer

💠NewsZone
🔥36❤‍🔥7👌43🫡3
দুই বারের বেশি বিসিএস পরীক্ষার সুযোগ বন্ধের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। একই সাথে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জিপিএ নির্ধারণের কথাও ভাবা হচ্ছে। জনপ্রশাসন ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। তবে বিষয়টি এখনও পর্যন্ত একদমই প্রাথমিক পর্যায়ের আলোচনা বলে জানিয়েছে সূত্রগুলো।

💠NewsZone
💔84😢7320🫡17🔥12👌8😍3🤩2
Botany Chapter wise Exam (Short Syllabus)

🔗Link:https://exammatebd.com/botany-chapter-wise-exam
😍15❤‍🔥64🥰3👌3
ডেঙ্গু রেডজোন হিসেবে চিহ্নিত করা ১১টি এলাকা হলোঃ যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, মানিকনগর, সবুজবাগ, উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ড
😢94💔9😭7🫡3🔥21
HSC-22

GST

গুচ্ছের ২য় ধাপের মেরিট লিস্ট প্রকাশিত হবে ২৮ জুলাই দুপুর ১২ টায় বা তার আগে

© Admission Informer

💠NewsZone
❤‍🔥76👏11😢108🔥8🫡6👌4😇3💯2🤩1🏆1
🔔Notice

তোমরা যারা তোমাদের নিজস্ব Youtube Channel এ Class Content নিয়ে কাজ করতে চাও তারা @Exam_Mate_Official এ যোগাযোগ করবে।

শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে মাথায় রেখে Exam Mate এর ভিন্নরূপে এই আয়োজনে যে সুবিধাসমূহ তুমি পাচ্ছো:

১.তোমার Class Content দিয়ে মেধা যাচাই এবং মনোবল বৃদ্ধির একটা বড় সুযোগ
২.তোমার Class Content যদি আসলেই ভালো হয় তাহলে Youtube Channel এর Promotion নিয়ে চিন্তা করতে হবে না
৩.অনলাইনে ভালো Teacher হ‌ওয়ার বড় সুযোগ পাবে।

Trump Card:থাকছে Exam Mate এর Instructor হ‌ওয়ার সুযোগ।


            ☘️Thanks and regards!
                         Exam Mate
80🔥10🥰6❤‍🔥5😍5👏1💯1
HSC-22

GST

গুচ্ছের দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম চলবে ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত

💠NewsZone
❤‍🔥4613🫡11😢9🔥7👌4🤝2
Good News

এখন থেকে গুগলে exam mate bd Search করলেই Exam Mate Website এ যেতে পারবা

বি.দ্রঃ Exam Mate Website এ প্রচুর Free Exam,PDF,Notes পাবলিশ করা হবে
🔥58🥰12👌6❤‍🔥4😍4🏆2👏1🤩1
🔥124❤‍🔥8🫡5🤩42🥰2👌2
বিসিএসে দুবারের বেশি অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়নি: পিএসসি

💠NewsZone
136👏15😢7🤩6❤‍🔥5🥰4👌3🫡3🤝2🔥1💔1
দুই মাস এগিয়ে আসতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা মার্চের ১০ তারিখে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে জানুয়ারিতে করা হতে পারে। জানুয়ারিতে সম্ভব না হলে ফেব্রুয়ারিতে পরীক্ষা আয়োজন করা হবে। সেশনজট কমাতে এই উদ্যোগ নেওয়া হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে এইচএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হয় সেটির ওপর।

💠NewsZone
93😭32🫡14👌10😢8🔥4💔3🤝2❤‍🔥1👏1🤩1
HSC-22

GST-(JnU)

১ম মেধাতালিকায় ভর্তি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিট ফাকা ৯০৩ টি

© Admission Informer

💠NewsZone
101🫡28😢15🥰10🔥9👌1🏆1🤗1
HSC-22

GST-(CoU)

১ম মেরিট লিস্ট শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিট ফাকা ৪১৩ টি৷ এ ইউনিটে ২৩৪ টি, বি ইউনিটে ১১৫ টি, সি ইউনিটে ৬৪ টি সিট ফাকা

💠NewsZone
😍38😢16🫡9❤‍🔥4🥰3👏32👌2
HSC-22

GST-(JKKNIU)

প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে জাককানইবিতে ফাঁকা ৪২৭ টি আসন

💠NewsZone
👏26😢155🥰4❤‍🔥3🫡3👌2
HSC-22

GST-(BU)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম ধাপে ভর্তি শেষে সিট ফাকা ৫২৯ টি ।
-এ ইউনিটে-১৯৩ টি
-বি ইউনিটে-২৫৮ টি
-সি ইউনিটে-৭৮ টি

💠NewsZone
🔥17
HSC-22

GST-(MBSTU)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিট ফাকা ২৬৫ টি

💠NewsZone
🔥29