News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

GST-(JnU)

১ম মেধাতালিকায় ভর্তি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিট ফাকা ৯০৩ টি

© Admission Informer

💠NewsZone
101🫡28😢15🥰10🔥9👌1🏆1🤗1
HSC-22

GST-(CoU)

১ম মেরিট লিস্ট শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিট ফাকা ৪১৩ টি৷ এ ইউনিটে ২৩৪ টি, বি ইউনিটে ১১৫ টি, সি ইউনিটে ৬৪ টি সিট ফাকা

💠NewsZone
😍38😢16🫡9❤‍🔥4🥰3👏32👌2
HSC-22

GST-(JKKNIU)

প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে জাককানইবিতে ফাঁকা ৪২৭ টি আসন

💠NewsZone
👏26😢155🥰4❤‍🔥3🫡3👌2
HSC-22

GST-(BU)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ম ধাপে ভর্তি শেষে সিট ফাকা ৫২৯ টি ।
-এ ইউনিটে-১৯৩ টি
-বি ইউনিটে-২৫৮ টি
-সি ইউনিটে-৭৮ টি

💠NewsZone
🔥17
HSC-22

GST-(MBSTU)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিট ফাকা ২৬৫ টি

💠NewsZone
🔥29
HSC-23

GST-(HSTU)

১ম মেধাতালিকায় ভর্তি শেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট ফাকা 276টি ।
A unit- 118
B unit- 109
C unit -49

💠NewsZone
😭304🔥3👌3❤‍🔥1
HSC-22:

GST-(BRUR)


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা: ৪৫৪ টি

💠NewsZone
❤‍🔥16😢6🔥1
HSC-22

GST-(SUST)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ফাঁকা: ৫৪২ টি,

এ ইউনিট = ৩৫৬ টি,
বি ইউনিট = ১৪৯ টি,
সি ইউনিট = ৩৭ টি

💠NewsZone
🔥22💔10🥰8❤‍🔥1
HSC-22

RU

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটে শিফটভিত্তিক সাব্জেক্টপ্রাপ্ত সর্বশেষ মেরিট পজিশন :(ম্যাথ/ম্যাথ+বায়োলজি)

১ম শিফট:৪৯৩ (ভূতত্ত্ব ও খনিবিদ্যা)

২য় শিফট: ৫২৪ (পপুলেশন সায়েন্স)

৩য় শিফট: ৫১১(পপুলেশন সায়েন্স)

৪র্থ শিফট: ৫৫৩(পপুলেশন সায়েন্স)

💠NewsZone
😢33👏2
উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর লন্ডন, এশিয়ার সেরা টোকিও


মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়ে লন্ডন তালিকায় সবার শীর্ষে। এরপর জাপানের টোকিও ৯৮, দক্ষিণ কোরিয়ার সিউল ৯৬.৭ পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এরপর সেরা দশে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (স্কোর ৯৭.৩), জার্মানির মিউনিখ (৯৭.১), ফ্রান্সের প্যারিস (৯৬.৩), অস্ট্রেলিয়ার সিডনি (৯৬.২), জার্মানির বার্লিন ও সুইজারল্যান্ড (৯৫) এবং যুক্তরাষ্ট্রের বুস্টন।

এতে ভারতের তিনটি ও বাংলাদেশের একটি শহরের স্থান হলেও পাকিস্তানের কোন শহর তালিকায় জায়গা হয়নি। ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিংয়ে একবারে তলানিতে রয়েছে বাংলাদেশের ঢাকা শহরের নাম। বিশ্বের সেরা ১৬০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪৯তম।


💠NewsZone
49😢27👌9🥰4💔4❤‍🔥2💯1🏆1
HSC-22

GST-(SHU)

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ১ম মেরিটের পর মোট আসন ফাঁকা প্রায় ১২ টি।

💠NewsZone
😢32
14😢13❤‍🔥7
HSC-22

GST

পেমেন্ট স্লিপ ডাউনলোড করো সবাই। নতুন মাইগ্রেশনের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় দেখতে পাবে।

💠NewsZone
🔥23😢107👏2🫡2
অনলি মাইগ্রেশনের রেজাল্ট দিসে।যাদের প্রথম মেরিট এ আসে নাই ওদেরটা এখনো আপডেট করা হয়নি

💠NewsZone
😢618👌5😍2🫡1
HSC-22

GST

২য় মেরিটে A ইউনিটের যথাসম্ভব কাটমার্কস ৪৩+ থাকতে পারে

[আজকের মাইগ্রেশনের ফলাফল পর্যালোচনা করে প্রাপ্ত]

© Admission Informer

💠NewsZone
🔥6430😢14😭10💔6
ইলন মাস্ক এর স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্স এর ইন্টারনেট সার্ভিস স্টারলিংক এর সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। স্টারলিংক তিন মাসের পরীক্ষা চালানোর জন্য দুটি ডিভাইস সরবরাহ করেছে। তাদের ইন্টারনেট সার্ভিসের সামঞ্জস্যতা পরীক্ষা করার জন্য একটি ডিভাইস বাসে ইনস্টল করবে এবং অন্য একটি ডিভাইস বাংলাদেশের একটি প্রত্যন্ত দ্বীপে ইনস্টল করবে।

স্টার লিংক এর ইন্টারনেট সেবার বিশেষত্ব হচ্ছে গ্রামে, শহরে, রুমের ভিতর অথবা জঙ্গলে একই স্পিডে ইন্টারনেট পাওয়া যায যা ওয়াই-ফাই কানেকশনের চেয়ে অনেকগুণ বেশি শক্তিশালী। মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টার লিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।
❤‍🔥75🔥207😍5🫡5👌4🤩3💔3
GST ওয়েবসাইটে লগইন করা অবস্থায় ফেসবুক লাইট থেকে এই লিঙ্কে ঢুকে দেখো ওয়েটিং পজিশন সহ দেখা যাচ্ছে।

https://gstadmission.ac.bd/gst_admission/viewChoiceList

💠NewsZone
48🥰6👏4🤩3👌3😍3
HSC-22

GST

দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০১/০৮/২০২৩ তারিখ হতে ০৪/০৮/২০২৩ তারিখের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০১/০৮/২০২৩ তারিখ দুপুর ১২:০০ টা হতে ০৪/০৮/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।

মূল কাগজপত্র জমাঃ ০২/০৮/২০২৩ তারিখ থেকে ০৫/০৮/২০২৩ তারিখ প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

💠NewsZone
🫡356🔥6🥰2❤‍🔥1👏1👌1