ইলন মাস্ক এর স্যাটেলাইট কোম্পানি স্পেসএক্স এর ইন্টারনেট সার্ভিস স্টারলিংক এর সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। স্টারলিংক তিন মাসের পরীক্ষা চালানোর জন্য দুটি ডিভাইস সরবরাহ করেছে। তাদের ইন্টারনেট সার্ভিসের সামঞ্জস্যতা পরীক্ষা করার জন্য একটি ডিভাইস বাসে ইনস্টল করবে এবং অন্য একটি ডিভাইস বাংলাদেশের একটি প্রত্যন্ত দ্বীপে ইনস্টল করবে।
স্টার লিংক এর ইন্টারনেট সেবার বিশেষত্ব হচ্ছে গ্রামে, শহরে, রুমের ভিতর অথবা জঙ্গলে একই স্পিডে ইন্টারনেট পাওয়া যায যা ওয়াই-ফাই কানেকশনের চেয়ে অনেকগুণ বেশি শক্তিশালী। মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টার লিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।
স্টার লিংক এর ইন্টারনেট সেবার বিশেষত্ব হচ্ছে গ্রামে, শহরে, রুমের ভিতর অথবা জঙ্গলে একই স্পিডে ইন্টারনেট পাওয়া যায যা ওয়াই-ফাই কানেকশনের চেয়ে অনেকগুণ বেশি শক্তিশালী। মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টার লিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে।
❤🔥75🔥20❤7😍5🫡5👌4🤩3💔3
GST ওয়েবসাইটে লগইন করা অবস্থায় ফেসবুক লাইট থেকে এই লিঙ্কে ঢুকে দেখো ওয়েটিং পজিশন সহ দেখা যাচ্ছে।
https://gstadmission.ac.bd/gst_admission/viewChoiceList
💠NewsZone
https://gstadmission.ac.bd/gst_admission/viewChoiceList
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
❤48🥰6👏4🤩3👌3😍3
HSC-22
GST
দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০১/০৮/২০২৩ তারিখ হতে ০৪/০৮/২০২৩ তারিখের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।
প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০১/০৮/২০২৩ তারিখ দুপুর ১২:০০ টা হতে ০৪/০৮/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
মূল কাগজপত্র জমাঃ ০২/০৮/২০২৩ তারিখ থেকে ০৫/০৮/২০২৩ তারিখ প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
💠NewsZone
GST
দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ০১/০৮/২০২৩ তারিখ হতে ০৪/০৮/২০২৩ তারিখের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।
প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ ০১/০৮/২০২৩ তারিখ দুপুর ১২:০০ টা হতে ০৪/০৮/২০২৩ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
মূল কাগজপত্র জমাঃ ০২/০৮/২০২৩ তারিখ থেকে ০৫/০৮/২০২৩ তারিখ প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
💠NewsZone
🫡35❤6🔥6🥰2❤🔥1👏1👌1
আজকের ঘটনাটা অনেকেই বুঝতে পারছেন না।
আসলে গতকাল রাত থেকে গুচ্ছ কমিটি ওয়েবসাইটে ২য় মেরিটের ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপডেটের কাজ শুরু করে। আজ দুপুরের দিকে কয়েকজন ওয়েবসাইটে লগ ইন করে দেখতে পান যে, টাকা জমা দেওয়ার অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করলে তাতে মাইগ্রেশন হয়ে পাওয়া নতুন সাবজেক্ট দেখা যাচ্ছে। তখনো কিন্তু গুচ্ছ কমিটি অফিশিয়ালি মাইগ্রেশনের রেজাল্ট পাবলিশ করে নি এবং তাদের আপডেটের কাজও পরিপূর্ণভাবে শেষ হয়নি। অ্যাকনলেজমেন্ট স্লিপে নতুন সাবজেক্ট দেখতে পাওয়াটা ছিল একটি কারিগরি ত্রুটি।
গুচ্ছ কমিটি এই ত্রুটির ব্যাপারটা বুঝতে পেরে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করা বন্ধ করে দেয়।
এছাড়া গুচ্ছ কমিটি তথ্য আপডেট দেয়ার স্বার্থে ওয়েবসাইট থেকে View Subject Choice অপশনটা সরিয়ে দেয়।
কিন্তু কিছু অতীব ট্যালেন্টেড লোক সরাসরি ব্রাউজারে View Subject Choice এর URL টাইপ করে দেখে, এভাবে সহজেই ঢোকা যাচ্ছে এবং মাইগ্রেশন হওয়া সাবজেক্ট সহ কেউ যদি ২য় মেরিটে নতুন করে সাবজেক্ট পেয়ে থাকে, তাও দেখা যাচ্ছে। এছাড়া আরেকটা নতুন সংযোজনও হয়েছে। সাবজেক্ট বাই সাবজেক্ট ওয়েটিংয়ে কততম, তা দেখা যাচ্ছে।
এভাবে অনেকেই এই চোরাই লিঙ্ক দিয়ে নিজের সাবজেক্ট এবং ওয়েটিং পজিশন দেখে ফেলে। অফিশিয়ালি পাবলিশ হওয়ার আগেই সাবজেক্ট দেখতে পাওয়া, এটিও ছিল একটা কারিগরি ত্রুটি।
বিষয়টা নজরে আসলে গুচ্ছ কমিটি লিঙ্কটা ডাউন করে দেয়। ফলে এখন আর সেই চোরাই লিঙ্ক দিয়ে সাবজেক্ট চয়েস লিস্ট দেখা যাচ্ছে না।
প্রকৃত বিষয় হলো, গুচ্ছের ওয়েবসাইট আপডেট করার কাজ এখনো শেষ হয়নি। শেষ হওয়ামাত্রই তারা অফিশিয়ালি পাবলিশ করে দিবে। তখন শিক্ষার্থীদের ড্যাশবোর্ডেই প্রাপ্ত সাবজেক্ট দেখা যাবে।
কাজেই এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই।
© Admission Informer
💠NewsZone
আসলে গতকাল রাত থেকে গুচ্ছ কমিটি ওয়েবসাইটে ২য় মেরিটের ইন্ডিভিজুয়াল রেজাল্ট আপডেটের কাজ শুরু করে। আজ দুপুরের দিকে কয়েকজন ওয়েবসাইটে লগ ইন করে দেখতে পান যে, টাকা জমা দেওয়ার অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করলে তাতে মাইগ্রেশন হয়ে পাওয়া নতুন সাবজেক্ট দেখা যাচ্ছে। তখনো কিন্তু গুচ্ছ কমিটি অফিশিয়ালি মাইগ্রেশনের রেজাল্ট পাবলিশ করে নি এবং তাদের আপডেটের কাজও পরিপূর্ণভাবে শেষ হয়নি। অ্যাকনলেজমেন্ট স্লিপে নতুন সাবজেক্ট দেখতে পাওয়াটা ছিল একটি কারিগরি ত্রুটি।
গুচ্ছ কমিটি এই ত্রুটির ব্যাপারটা বুঝতে পেরে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করা বন্ধ করে দেয়।
এছাড়া গুচ্ছ কমিটি তথ্য আপডেট দেয়ার স্বার্থে ওয়েবসাইট থেকে View Subject Choice অপশনটা সরিয়ে দেয়।
কিন্তু কিছু অতীব ট্যালেন্টেড লোক সরাসরি ব্রাউজারে View Subject Choice এর URL টাইপ করে দেখে, এভাবে সহজেই ঢোকা যাচ্ছে এবং মাইগ্রেশন হওয়া সাবজেক্ট সহ কেউ যদি ২য় মেরিটে নতুন করে সাবজেক্ট পেয়ে থাকে, তাও দেখা যাচ্ছে। এছাড়া আরেকটা নতুন সংযোজনও হয়েছে। সাবজেক্ট বাই সাবজেক্ট ওয়েটিংয়ে কততম, তা দেখা যাচ্ছে।
এভাবে অনেকেই এই চোরাই লিঙ্ক দিয়ে নিজের সাবজেক্ট এবং ওয়েটিং পজিশন দেখে ফেলে। অফিশিয়ালি পাবলিশ হওয়ার আগেই সাবজেক্ট দেখতে পাওয়া, এটিও ছিল একটা কারিগরি ত্রুটি।
বিষয়টা নজরে আসলে গুচ্ছ কমিটি লিঙ্কটা ডাউন করে দেয়। ফলে এখন আর সেই চোরাই লিঙ্ক দিয়ে সাবজেক্ট চয়েস লিস্ট দেখা যাচ্ছে না।
প্রকৃত বিষয় হলো, গুচ্ছের ওয়েবসাইট আপডেট করার কাজ এখনো শেষ হয়নি। শেষ হওয়ামাত্রই তারা অফিশিয়ালি পাবলিশ করে দিবে। তখন শিক্ষার্থীদের ড্যাশবোর্ডেই প্রাপ্ত সাবজেক্ট দেখা যাবে।
কাজেই এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই।
© Admission Informer
💠NewsZone
❤104🫡31💔7❤🔥2🔥1
অনেকেই একটি AI ব্যবহার এর শিকার হচ্ছে যেটা আপনার যেকোন ছবি দিয়ে nude photo তৈরি করে দিতে পারে। এবং অনেক মেয়েকেই এভাবে হয়রানি করা হচ্ছে।
যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে nude ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।
এর পাশাপাশি যদি কেউ নিজে থেকে আপনাকে থ্রেট দেয় এবং এ ধরণের ছবি দেখায় তাহলে আপনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটেও কেইস করতে পারবেন। তারা আইপি এড্রেস দিয়ে আসামী কে আটক করতে পারবে।
Cyber 71, We Work to protect Bangladesh এ আপনি আপনার সমস্যা জানাতে পারবেন, তারা দ্রুত গতিতে পদক্ষেপ নিবেন।
©Fairooz Faizah Beether
যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে nude ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।
এর পাশাপাশি যদি কেউ নিজে থেকে আপনাকে থ্রেট দেয় এবং এ ধরণের ছবি দেখায় তাহলে আপনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটেও কেইস করতে পারবেন। তারা আইপি এড্রেস দিয়ে আসামী কে আটক করতে পারবে।
Cyber 71, We Work to protect Bangladesh এ আপনি আপনার সমস্যা জানাতে পারবেন, তারা দ্রুত গতিতে পদক্ষেপ নিবেন।
©Fairooz Faizah Beether
❤164👌41👏16🔥12😢12❤🔥7💯5🥰2
বছরে তিনটি সেমিস্টার পরিচালনা করবে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এ বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। রাজধানীর গুলশানের একটি হোটেলে রোববার (৩০ জুলাই) রাতে সমিতির এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যেসব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পরিচালিত হচ্ছে সেসব বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরিচালানার বিষয়ে সমাধানে আসতে গঠন করা হবে কারিগরি কমিটি। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।
© Admission Informer
💠NewsZone
যেসব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পরিচালিত হচ্ছে সেসব বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরিচালানার বিষয়ে সমাধানে আসতে গঠন করা হবে কারিগরি কমিটি। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।
© Admission Informer
💠NewsZone
👏43💔9❤🔥5😢4🥰2
News Zone
Photo
আমার সাথে যেই ছেলেটাকে দেখছেন, সে যদি একদিন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়ে যায়, তাহলেও আমি বিস্মিত হবো না।
আমি এটা মোটেও বাড়িয়ে বলছি না। আবেগ দিয়ে বলছি না। ছেলেটা যে অর্জনের কথা আমাকে শুনিয়েছে, তাতে আমার এমন বিশ্বাসই হওয়ার কথা।
দেশ থেকে ফেরার আগের দিনের ঘটনা। আমি সেদিন প্রচণ্ড ক্লান্ত। কথা বলার মতো শক্তি নাই। কিন্তু এই ছেলেটা আমার সাথে দেখা করতে চায়। একপর্যায়ে আমি তাকে বাসায় আসতে বলি। সে বাসায় চলে আসে। তারপর সে ধীরে ধীরে আমাকে তার কথা বলতে থাকে। আমি বিস্ময় নিয়ে শুনতে থাকি।
নটরডেম কলেজ থেকে এ বছর পাশ করা এই ছেলে “ফুল ব্রাইট স্কলারশিপ” নিয়ে আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যাচ্ছে ব্যাচেলর করতে। SAT পরীক্ষায় ১৬০০ নম্বরের মধ্যে ১৫৩০ পেয়েও সে সন্তুষ্ট না। আমি তার কথা শুনছি আর অবাক হচ্ছি। সে আরো কতো কতো অলিম্পিয়াডে যুক্ত ছিলো। সে বই লিখতেছে। ১৮ বছরের একটা ছেলে এতকিছু কি করে করলো—সেটা ভেবে আমি নির্বাক হয়ে যাই।
আন্ডারগ্রেজুয়েটে ফুল ব্রাইট স্কলারশিপ পাওয়া একটা বিরল বিষয়। তাকে বললাম, তুমি তোমার স্পিরিট ধরে রাখো। তুমি অনায়েসে আমেরিকার টপ সুপারভাইজরের আন্ডারে পিএইচডি করতে পারবে। হতে পারে সেটা নোবেল বিজয়ী বিজ্ঞানীও। তারপর পোস্টডক করে আমেরিকার সেরা স্কুলে শিক্ষকতা শুরু করবে। নিজের গবেষণা শুরু করবে। সে পথটা স্মুথ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ তুমি যথারীতি পার করেছো। যে ছেলে অনায়েসে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারতে, সে হতে চাইছে বিজ্ঞানী! কী অসাধারণ!
তার বাবা কৃষক। কশবার একটা গ্রামের স্কুল থেকে পাশ করা ছাত্র সে। সে বললো—তার মা-বাবা এখনো বুঝে উঠতে পারছে না, আমেরিকার ইউনিভার্সিটি কেন তাকে বিমান ভাড়া দিয়ে দেশ থেকে নিয়ে যাবে। তার মা-বাবা ভয় পাচ্ছে, যদি তাদের সন্তানকে আর কখনো ফিরতে দেয়া না হয়!
আমি তাকে বলেছি—তুমি আমেরিকা যাওয়ার ছয় মাসের মাথায় তাদেরকে নিয়ে যাবে। তুমি তোমার বাবাকে একটা পোস্টকার্ড দিয়ে যাবা। এবং বলবে, সেই পোস্টকার্ড যেনো এম্বাসি এবং ইমিগ্রেশনে দেখায়। পোস্টকার্ডে লিখে দিবে—This card holder is a proud Dad of an undergraduate who is one of the few recipients of a Fulbright scholarship from the US Government.
এই পোস্টকার্ড দেখিয়ে তিনি আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন অনায়েসে।
তাকে (Naimul Islam Rifat) অভিনন্দন জানান। তার এই সাফল্যের কথা ছড়িয়ে দিন অন্যদেরকে জাগিয়ে তুলতে।
……………………
@RAUFUL ALAM
আমি এটা মোটেও বাড়িয়ে বলছি না। আবেগ দিয়ে বলছি না। ছেলেটা যে অর্জনের কথা আমাকে শুনিয়েছে, তাতে আমার এমন বিশ্বাসই হওয়ার কথা।
দেশ থেকে ফেরার আগের দিনের ঘটনা। আমি সেদিন প্রচণ্ড ক্লান্ত। কথা বলার মতো শক্তি নাই। কিন্তু এই ছেলেটা আমার সাথে দেখা করতে চায়। একপর্যায়ে আমি তাকে বাসায় আসতে বলি। সে বাসায় চলে আসে। তারপর সে ধীরে ধীরে আমাকে তার কথা বলতে থাকে। আমি বিস্ময় নিয়ে শুনতে থাকি।
নটরডেম কলেজ থেকে এ বছর পাশ করা এই ছেলে “ফুল ব্রাইট স্কলারশিপ” নিয়ে আমেরিকার নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যাচ্ছে ব্যাচেলর করতে। SAT পরীক্ষায় ১৬০০ নম্বরের মধ্যে ১৫৩০ পেয়েও সে সন্তুষ্ট না। আমি তার কথা শুনছি আর অবাক হচ্ছি। সে আরো কতো কতো অলিম্পিয়াডে যুক্ত ছিলো। সে বই লিখতেছে। ১৮ বছরের একটা ছেলে এতকিছু কি করে করলো—সেটা ভেবে আমি নির্বাক হয়ে যাই।
আন্ডারগ্রেজুয়েটে ফুল ব্রাইট স্কলারশিপ পাওয়া একটা বিরল বিষয়। তাকে বললাম, তুমি তোমার স্পিরিট ধরে রাখো। তুমি অনায়েসে আমেরিকার টপ সুপারভাইজরের আন্ডারে পিএইচডি করতে পারবে। হতে পারে সেটা নোবেল বিজয়ী বিজ্ঞানীও। তারপর পোস্টডক করে আমেরিকার সেরা স্কুলে শিক্ষকতা শুরু করবে। নিজের গবেষণা শুরু করবে। সে পথটা স্মুথ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ তুমি যথারীতি পার করেছো। যে ছেলে অনায়েসে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে পারতে, সে হতে চাইছে বিজ্ঞানী! কী অসাধারণ!
তার বাবা কৃষক। কশবার একটা গ্রামের স্কুল থেকে পাশ করা ছাত্র সে। সে বললো—তার মা-বাবা এখনো বুঝে উঠতে পারছে না, আমেরিকার ইউনিভার্সিটি কেন তাকে বিমান ভাড়া দিয়ে দেশ থেকে নিয়ে যাবে। তার মা-বাবা ভয় পাচ্ছে, যদি তাদের সন্তানকে আর কখনো ফিরতে দেয়া না হয়!
আমি তাকে বলেছি—তুমি আমেরিকা যাওয়ার ছয় মাসের মাথায় তাদেরকে নিয়ে যাবে। তুমি তোমার বাবাকে একটা পোস্টকার্ড দিয়ে যাবা। এবং বলবে, সেই পোস্টকার্ড যেনো এম্বাসি এবং ইমিগ্রেশনে দেখায়। পোস্টকার্ডে লিখে দিবে—This card holder is a proud Dad of an undergraduate who is one of the few recipients of a Fulbright scholarship from the US Government.
এই পোস্টকার্ড দেখিয়ে তিনি আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন অনায়েসে।
তাকে (Naimul Islam Rifat) অভিনন্দন জানান। তার এই সাফল্যের কথা ছড়িয়ে দিন অন্যদেরকে জাগিয়ে তুলতে।
……………………
@RAUFUL ALAM
🔥205❤109❤🔥17🫡15🥰11👌4🏆3👏2
ChatGPT এর Alternative! Google এর Bard.
Google এর বার্ড এক্সেস নিতে পারবেন: bard.google.com থেকে।
দিন দিন আধুনিক AI সম্বলিত নতুন নতুন ফিচারস আনছে বার্ড। বার্ড কে কোন কিছু জিজ্ঞাসা করলে ছবি সহ উত্তরও দেয়। এছাড়া বার্ডের উত্তর কে আপনার সুবিধামত সহজ ভাষায় রুপান্তর করতে পারবেন। ধরুন বার্ড আপনাকে একটা উত্তর দিয়েছে সেটার ইংলিশ আপনি বুঝতেছেন না। তাহলে আপনি সহজ ইংরেজিতে উত্তর রুপান্তর করতে পারবেন, এরকম ৫টি অপশন থাকছে।
এছাড়া বার্ডকে ছবি পাঠিয়ে সেই ছবির সকল লেখাকে টেক্সটে পরিবর্তন করতে পারবেন। এরকম আরো অনেক সুবিধা থাকছে।
স্টুডেন্টদের জন্যে Bard ও ChatGPT এক আশীর্বাদ। সঠিকভাবে কাজে লাগাতে পারলে AI প্রযুক্তি আপনার জীবনকে অনেক সহজ করে দিবে। গাদা গাদা বইয়ের উপর নির্ভরতা কমাবে।
💠NewsZone
Google এর বার্ড এক্সেস নিতে পারবেন: bard.google.com থেকে।
দিন দিন আধুনিক AI সম্বলিত নতুন নতুন ফিচারস আনছে বার্ড। বার্ড কে কোন কিছু জিজ্ঞাসা করলে ছবি সহ উত্তরও দেয়। এছাড়া বার্ডের উত্তর কে আপনার সুবিধামত সহজ ভাষায় রুপান্তর করতে পারবেন। ধরুন বার্ড আপনাকে একটা উত্তর দিয়েছে সেটার ইংলিশ আপনি বুঝতেছেন না। তাহলে আপনি সহজ ইংরেজিতে উত্তর রুপান্তর করতে পারবেন, এরকম ৫টি অপশন থাকছে।
এছাড়া বার্ডকে ছবি পাঠিয়ে সেই ছবির সকল লেখাকে টেক্সটে পরিবর্তন করতে পারবেন। এরকম আরো অনেক সুবিধা থাকছে।
স্টুডেন্টদের জন্যে Bard ও ChatGPT এক আশীর্বাদ। সঠিকভাবে কাজে লাগাতে পারলে AI প্রযুক্তি আপনার জীবনকে অনেক সহজ করে দিবে। গাদা গাদা বইয়ের উপর নির্ভরতা কমাবে।
💠NewsZone
🔥85❤🔥22🥰6👏4🫡2🏆1😇1🤗1
Subject Reviews with AC.pdf
6.7 MB
📌Subject Reviews
এখানে অনেকগুলো (৬৪ টি) বিষয়ের বিস্তারিত আলোচনা করা আছে। কোন বিষয় কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কোন বিষয়ে ক্যারিয়ার কেমন, অনেক কিছুই বলা আছে। চাইলে দেখে নিতে পারো তোমার পছন্দের বিষয়ের বর্ননা।
©Admission Conversation and SOT
💠NewsZone
এখানে অনেকগুলো (৬৪ টি) বিষয়ের বিস্তারিত আলোচনা করা আছে। কোন বিষয় কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কোন বিষয়ে ক্যারিয়ার কেমন, অনেক কিছুই বলা আছে। চাইলে দেখে নিতে পারো তোমার পছন্দের বিষয়ের বর্ননা।
©Admission Conversation and SOT
💠NewsZone
🔥34❤🔥14❤6🫡3🥰2
All Subjects Review By UDVASH .pdf
1.7 MB
🥰22❤7🫡6❤🔥5
চলতি সেশন (২০২৩-২৪) এ বিশ্ববিদ্যালয়সমূহের সম্মিলিত একক ভর্তি পরীক্ষার সম্ভাবনা খুব ক্ষীণ; নির্বাচন, আইন প্রণয়ন, আলাদা সংস্থা গঠন সময়সাপেক্ষ বিষয়; যা এই মুহুর্তে করা অসম্ভব প্রায়
©Admission Informer
💠NewsZone
©Admission Informer
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
👏38😢22❤🔥9🫡7🥰6👌5🔥2🤩2🏆1💔1
রাজধানীতে নতুন প্রতারণা কৌশল
৬ থেকে ৮ জনের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্রটিকে পুলিশ বলছে ‘বয়ান পার্টি’। ভোরবেলা হাঁটতে বের হন এমন নারীরাই হয় চক্রটির মূল টার্গেট। একজনকে পীর সাজিয়ে চক্রের সদস্যরাই তার প্রশংসা করতে থাকেন টার্গেট ব্যক্তির কাছ থেকে সব হাতিয়ে নেয়ার জন্য।
💠NewsZone
৬ থেকে ৮ জনের একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্রটিকে পুলিশ বলছে ‘বয়ান পার্টি’। ভোরবেলা হাঁটতে বের হন এমন নারীরাই হয় চক্রটির মূল টার্গেট। একজনকে পীর সাজিয়ে চক্রের সদস্যরাই তার প্রশংসা করতে থাকেন টার্গেট ব্যক্তির কাছ থেকে সব হাতিয়ে নেয়ার জন্য।
💠NewsZone
😢70🫡9😍3