News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

GST

কারিগরি কারণে বর্তমানে "Migration Stop" বন্ধ আছে।
পরবর্তী মাইগ্রেশনের পূর্বেই "Migration Stop" আবার চালু করা হবে।


💠NewsZone
🔥16😢5🤝2
Did you gate that!?


I mean "get"
🫡59🤩13👏4👌32🤝2🔥1🥰1😍1🏆1
HSC-22

GST

গুচ্ছের স্পট এডমিশনের আপাতত কোনো সম্ভাবনা নেই; সিট ফাঁকা সাপেক্ষে শিক্ষার্থীদের প্রদত্ত সাব্জেক্ট চয়েস অনুসারে মাইগ্রেশন চলমান থাকবে

💠NewsZone
❤‍🔥46😇4🔥3🥰32👏2👌2
HSC-22

GST

গুচ্ছে মাইগ্রেশন বন্ধের অপশন চালু হয়েছে; কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে লগ ইন করে করতে পারবে

💠NewsZone
🔥9
Forwarded from PDF Zone
🔔Notice

তোমরা যারা তোমাদের নিজস্ব Youtube Channel এ Class Content নিয়ে কাজ করতে চাও তারা @Exam_Mate_Official এ যোগাযোগ করবে।

শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে মাথায় রেখে Exam Mate এর ভিন্নরূপে এই আয়োজনে যে সুবিধাসমূহ তুমি পাচ্ছো:

১.তোমার Class Content দিয়ে মেধা যাচাই এবং মনোবল বৃদ্ধির একটা বড় সুযোগ
২.তোমার Class Content যদি আসলেই ভালো হয় তাহলে Youtube Channel এর Promotion নিয়ে চিন্তা করতে হবে না
৩.অনলাইনে ভালো Teacher হ‌ওয়ার বড় সুযোগ পাবে।

Trump Card:থাকছে Exam Mate এর Instructor হ‌ওয়ার সুযোগ।


            ☘️Thanks and regards!
                         Exam Mate
😍124👌3😇2👏1
খুলনা বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগামীকাল থেকে।

©
🫡83😢2514🔥14🥰2
তাতে কি?

আমাদের দেশে সাইবার ৭১ নামের নিউজ পোর্টাল সরি হ্যাকার গ্রুপ আছে🥱
😁146🫡246👏6👌5😢4🥰1💯1
🔥44❤‍🔥96🫡5👏4👌3🏆3😍2😇2🤝1
নির্ধারিত শর্ত না মানায়‌ ১৩টি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে চূড়ান্ত নোটিশও দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত পূরণ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। অন্যথায় ফার্মেসি বিভাগে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়গুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ৩১ অক্টোবর ও সরকারি বিশ্ববিদ্যালয়কে ৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ ব্যস্তবায়নে সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে মানবিক দিক বিবেচনা করে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন পাবে। নোটিশে দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—শিক্ষক সংকট কাটানো, পাঁচটি ল্যাবরেটরি স্থাপন, প্রয়োজনীয় রাসায়নকি সামগ্রী পর্যাপ্ত পরিমাণে রাখা, সমৃদ্ধ লাইব্রেরি তৈরি ইত্যাদি।

বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের সচিব মোহাম্মদ মাহবুবুল হক বলেছেন, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে। তাদের পরামর্শে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছিল। তবে তারা কর্ণপাত করেনি।‌

জানা গেছে, সরেজমিন পরিদর্শন করে চলতি মাসে সিদ্ধান্তটি নিয়েছে কাউন্সিল কর্তৃপক্ষ। নির্দেশ অমান্যকারী কোনো বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনার্স কোর্সে (বি.ফার্স) শিক্ষার্থী ভর্তি করলে সেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন দেবে না কাউন্সিল। শিক্ষার্থী পাস করার পর পেশাগত সনদ দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে সংস্থাটি।

দেশের ৪৩টি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ নিয়ন্ত্রণ করে ফার্মেসি কাউন্সিল। সংস্থাটির প্রতিনিধিরা ২৮টি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে ল্যাব সংকট, যন্ত্রপাতি অকেজো, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ নানা কারণে ১৩টি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন নবায়ন স্থগিত করেছে। তাদের শিক্ষার মান উন্নয়নে কিছু সুপারিশ ও নির্দেশনা দিয়েছে। দু’তিন‌মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখতে হবে।

১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চারটি সরকারি ও ৯টি বেসরকারি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, স্ট্যামফোর্ড, আশা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, বরেন্দ্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, টেস্ট ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি।‌

©Admission Informer

💠NewsZone
😢72👏17🥰10❤‍🔥6🏆62🔥2🫡2
এরকম Confusion Clear এর জন্য Exam Mate পেইজে যুক্ত হয়ে যাও

Page Link:https://www.facebook.com/ExamMate21?mibextid=ZbWKwL
12🥰4
মেডিকেলের প্রশ্নফাঁসের অভিযোগে এবার আটক থ্রি ডক্টরস কোচিংয়ের মালিক

💠NewsZone
👌130🫡56👏33💔14🔥10🤗10❤‍🔥5😢5
প্রশ্নপত্র পেয়ে মেডিকেলে চান্স পাওয়া ১৭৫শিক্ষার্থীর/ডাক্তারের ব্যাপারে খোঁজ নিচ্ছে সিআইডি। হতে পারে ছাত্রত্ব/লাইসেন্স বাতিল।

© চ্যানেল ২৪

💠NewsZone
🔥198👏58👌16🥰14😢149🤩8🫡5💯4
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’ এর ভাষ্য মতে তাদের বিরুদ্ধে ফার্মেসী অনুষদের শিক্ষার্থী ভর্তি করার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
😍39👏7😢6🥰5👌2🏆2🔥1
মেডিকেল প্রশ্ন ফাঁসে জড়িত আসামীদের দেয়া তথ্য, বিভিন্ন চেক ও ফরেনসিক তথ্য বিশ্লেষণ করে ১৭০+ জন মেডিকেল স্টুডেন্ট কে সনাক্ত করেছে সিআইডি। ইতোমধ্যে তাদের ব্যক্তিগত তথ্য ও একাডেমিক রেজাল্ট চেয়ে বিভিন্ন মেডিকেলে চিঠি পাঠানো হয়েছে। খুলনা মেডিকেলে ২২ জনকে সনাক্ত করা হয়েছে।

২০০৬, ২০১৫ সালে ভয়াবহ আকারে প্রশ্ন ফাঁস করে এসব চক্র। এছাড়াও ২০০৫,২০১০,২০১৩,২০১৭ সালেও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে।

💠NewsZone
👏153😢71🔥17🤩14❤‍🔥10🫡9👌8😭5🏆4💯3🥰2
HSC-22

GST-(NSTU)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি ২৭ ও ২৮ আগস্ট; ক্লাস শুরু ২৯ আগস্ট

💠NewsZone
🔥27😢1511❤‍🔥4🥰2
প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে মেডিকেল ভর্তি কোচিং প্রতিষ্ঠান মেডিকোর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশের ফ্রিল্যান্সার কোচিং পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব)।

💠NewsZone
👏136😍2117🔥12👌12💔7🫡4💯1
Forwarded from PDF Zone
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করার জন্য প্লাটফর্মটি Create করা হয়েছে‌।

এখানে তোমরা একে অপরের Problem Solve করে দিতে পারবে

📌Join Link:https://news.1rj.ru/str/tust_2023
14😍6😢1
বিষয়টা হাস্যকর না?😄
👏182👌17🫡15🥰14🤩14💯10😇10🏆4😍3🤝3🤗3
Good News!

Now You can Use AI in Solver Group

⚫️Link:https://news.1rj.ru/str/Thesolvers21/677770
🔥15😍2
GK এর Recent Information গুলো আমাদের Fb পেইজে এভাবে দেওয়া হবে

Page Link:https://www.facebook.com/ExamMate21
🔥18🥰6🏆1
প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয় করল ভারত। তাদের এই সাফল্যের জন্য ইসরো (ISRO) অবশ্যই অভিনন্দন পাওয়ার যোগ্য। এবার আমাদের দেশের দিকে তাকানো যাক। আমাদের দেশের যে একটা মহাকাশ গবেষণা সংস্থা আছে সেটাই বা কতজন মানুষ জানেন। আমাদের দেশের মহাকাশ গবেষণা সংস্থা স্পারসো ( SPARRSO), যার প্রধান একজন বিসিএস ক্যাডার। তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। চাকরিতে যোগদান করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে। তাকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার নেই। তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেই তিনি এই পদে আছেন। অন্যদিকে ইসরোর চেয়ারম্যান একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। কাজ করেছেন এই ফিল্ডের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়েই। তারপরেই এসেছেন বর্তমান অবস্থানে। স্পারসোর ওয়েবসাইটে গিয়ে যদি তাদের সাম্প্রতিক গবেষণার তালিকা দেখেন তাহলে দেখবেন মহাকাশ বিষয়ক বেশিরভাগ কাজই কৃষি বিষয়ক, রিমোট সেন্সিং আর ম্যাপিং নিয়ে। শেষ করব একটা ইন্টারেস্টিং পয়েন্ট দিয়ে। স্পারসোর ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে স্ক্রল করবেন। "অন্যান্য ভিডিও " নামের একটা সেকশন পাবেন। এখানে যে ভিডিওটি আছে সেটা মূলত ভুট্টা চাষ, পোকা শনাক্তকরণ আর ভুট্টার রক্ষণাবেক্ষণ নিয়ে। ভিডিওর এক পর্যায়ে বলা হয়, " ভুট্টা গাছের পাতায় পিনের মত ছোট ছিদ্রের উপস্থিতি বা পোকার পায়খানা দেখে পোকা শনাক্ত করা সম্ভব। " এখন ভুট্টার পোকার পায়খানা দেখে স্পারসো বাংলাদেশকে কিভাবে মহাকাশে নিয়ে যাবে সেটা আমার কাছে বোধগম্য না।🙂

©

💠NewsZone
😢145💯41👏23🫡18🔥10🤩9😇6😭5👌4😍2🏆2