News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
ছোটবেলার সঙ্গী ছিলো! ভালো থেকো Nat Geo! 🥹

তথ্য : একটি যুগের সমাপ্তি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় (বাংলাদেশেও) আর কোনোদিন National Geographic চ্যানেল সম্প্রচারিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ওয়াল্ট ডিসনি কোম্পানি। এটি ছাড়াও, বেবি টিভি, ন্যাশনাল জিওগ্রাফিক ওয়াইল্ড, স্টার চাইনিজ মুভিজ, স্টার মুভিজ ও Star World চ্যানেলগুলোর সম্প্রচারও বন্ধ ঘোষণা করেছে ডিসনি কর্তৃপক্ষ!

Source: Rappler

©hatman science
😢146💔16🤯6👏4😁4🫡2😭1
Forwarded from Exam Mate[Courses]
Medi-Mate 2.0 এর সাথে যুক্ত থাকলেই Access পেয়ে যাবে Mate Series এর, যেখানে থাকছে:

1. Routine Wise Exam
2. Sudden Test
3.অনুশীলনীর প্রশ্ন Solve
4.Poll,Quiz Test
5. Quizbot Special Exam
6. Premium Notes


তাছাড়াও থাকছে Index System.
যেখানে তুমি কয়েক সেকেন্ডেই সকল Content খুঁজে পাবে।

MediMate 2.0 = Complete Medical Preparation

Medi-Mate 2.0 Enroll Process
3👌2
ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যমতে সন্ধ্যা ৬. ৪৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.৩।

বিস্তারিত : https://www.somoynews.tv/news/2023-10-02/5SMxAMIA
😢55😭6😱5
😢4211
🤖 Tokyo-based start-up Tsubame Industries has developed a 3.5-ton robot suit, the Archax, inspired by a popular animation series, 'Mobile Suit Gundam'. The $3 million robot, named after the avian dinosaur archaeopteryx, has cockpit monitors that allow pilots to control arms and hands with joysticks.

🦿 The robot, which will be unveiled at the Japan Mobility Show, has two modes: upright 'robot mode' and a'vehicle mode', which can travel up to 10 km per hour.

💬 “Japan is very good at animation, games, robots and automobiles so I thought it would be great if I could create a product that compressed all these elements into one,” said Ryo Yoshida, CEO, Tsubame Industries.

⚙️ Tsubame Industries is part of several startups working on robotic exoskeletons, with applications ranging from assisting delivery workers with heavy loads to military "super soldier" suits.

💠NewsZone
🔥2311🥰2👏2😱2
🔥36🏆17😍4
🔥27🏆17🥰4👏1👌1
🏆39❤‍🔥13🔥6👏43
🫡143😁29👏27❤‍🔥2421😱13👌6🔥5🥰5
HSC-22

GST

গুচ্ছের বিশেষ পর্যায়ের মেরিট প্রকাশিত; প্রাথমিক ভর্তি ৫ ও ৬ অক্টোবর, চূড়ান্ত ভর্তি ৮ ও ৯ অক্টোবর

💠NewsZone
🔥28😢14
বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনিদাতা সারাহ ইসলাম।

দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টা থেকে আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা পর্যন্ত দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ); অন্যটি প্রতিস্থাপন করা হয় কিডনি ফাউন্ডেশনে। সারাহ ইসলাম নামের (২০) এক তরুণীর দান করা কিডনি দুই নারীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। ওই তরুণী কর্নিয়াও দান করে গেছেন।

💠NewsZone
🫡10133😢15👏6❤‍🔥3💯3🥰2🤩1
দেশের ৬ জেলায় নতুন ছয়টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)


জানা গেছে, কক্সবাজার, ভোলা, নড়াইল, রাজবাড়ী, জয়পুরহাট এবং বরগুনায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে। 

<> কক্সবাজারে 'কক্সবাজার বিশ্ববিদ্যালয়' নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভৌগলিক অবস্থান বিবেচনায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; সমুদ্রবিজ্ঞান; দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মৎস্য বিজ্ঞান বিষয় প্রাধান্য দেওয়া যেতে পারে।

<> দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। জেলাটি দ্বীপ হওয়ায় পার্শ্ববর্তী জেলাসমূহের সাথে এর দূরত্ব অনেক। এই জেলায় বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। ভৌগলিক অবস্থান বিবেচনায় এই বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান; দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে প্রাধান্য দেওয়া যেতে পারে।

<> নড়াইলে ‘এস এম সুলতান বিশ্ববিদ্যালয়' নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। শিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত স্থান বিধায় এই বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়কে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

<> জয়পুরহাটে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। এ জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয় হিসেবে ভৌগলিক অবস্থান ও খনি প্রাপ্তি বিবেচনায়  কৃষি; ভূতত্ত্ব ও খনিবিদ্যা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

<> বরগুনা জেলা হতে পার্শ্ববর্তী জেলাসমুহে কম দূরত্বে বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় এই জেলায় একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। ভৌগলিক অবস্থান বিবেচনায় মৎস্য বিজ্ঞান; দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা; সমুদ্রবিজ্ঞান; জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত বিষয় অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

💠NewsZone
🤩37👏16👌9🫡42❤‍🔥1🔥1🏆1
Forwarded from Nursing Mate (시파트)
শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী

২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেলেন জেলবন্দি ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী৷
😢46🫡3025🤩8😱4👏3💔3❤‍🔥1🥰1🤯1
2015
2019
And now 2023
First Match win 🇧🇩

Congratulations 🐅


💠NewsZone
🥰74🔥26❤‍🔥2117🏆5🤩2😍2👏1
আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন আরও ১ হাজার ৩১ শিক্ষার্থী!!

মোট আসন হবে ৫৩৮১ টি।
🔥14575🫡25😢17💔11🥰10😍6👌4👏3🤩3🏆1
আগামী বছর থেকে মেডিকেলের আসন সংখ্যা হবে ৫৩৮১ টি; আসন বাড়ছে ১০৩১ টি

©ইন্ডিপেন্ডেন্ট টিভি
🥰10569😢26❤‍🔥7🤯7😱7👌6🔥3🏆1
🔥40🫡1811😍7❤‍🔥5👌3🏆3👏2
একক ভর্তি পরীক্ষা কি হবে? চলো এই বিষয়ে কিছু কথা বলা যাক - আগাম ধারনা নিয়ে রাখা ভালো।

অধ্যাদেশ জারি মানে হলো রাষ্ট্রপতি নিজে একটা আদেশ দিবেন। সংসদের কোন অধিবেশন না থাকলে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। সেই আদেশ মানতে যে কেউ বাধ্য।

এই আদেশ ঢাবি, বুয়েট, CKRUET, জাবি, রাবি চবি সহ সকল বিশ্ববিদ্যালয় মানতে বাধ্য থাকবে। গতবার JNU IU BSMRSTU এই তিনটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হতে চাইলেও রাষ্ট্রপতির প্রজ্ঞাপন এর কারণে বের হতে পারেনি। এই তিনটা ভার্সিটির শর্ত ছিল আগামী বার যেন সবাই একই পদ্ধতির মধ্যে আসে। গুচ্ছে এবার ভোগান্তি আরও বেড়ে যাওয়ায় সবাই একক ভর্তি পরীক্ষা ২৩-২৪ সালেই নেয়ার জন্য উদ্যোগ নিতে চাচ্ছে। বিশেষ করে UGC । একক পরীক্ষা না হলে কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যেতে পারে। যদি প্রজ্ঞাপন জারি হয়, তাহলে ধরে নাও সামনের বার ই একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি না হয়, তাহলে পসিবল হবে না। যদিও একদমই নিশ্চিত ভাবে বলছি না। আমি জাস্ট ধারনা দিলাম

সিস্টেম টা আসলে কেমন হবে?

১) প্রথমে শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এনটিএ গঠন করা। ভারতেও এনটিএ আছে। এনটিএ করবে সরকার।

২) এটি হওয়ার পর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই এনটিএর অধীন ভর্তির জন্য পরীক্ষা হবে। এ পরীক্ষা দুই ধাপে হতে পারে।

৩) প্রথম ধাপে সবার জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মতো অভিন্ন বিষয়ে পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে যাঁর যাঁর বিভাগভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিষয়ের ওপর পরীক্ষা হবে। দুই ধাপের এ পরীক্ষা একসঙ্গেও হতে পারে, আবার আলাদাভাবেও হতে পারে। একসঙ্গে হলে অভিন্ন বিষয়ের পরপর বিভাগ অনুযায়ী প্রশ্নপত্র দেওয়া হবে। তবে এগুলো প্রাথমিক সিদ্ধান্ত। কত ঘণ্টায়, কত নম্বরে পরীক্ষা হবে, সেগুলো পরে ঠিক হবে।

৪) বিশ্ববিদ্যালয়গুলো তখন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে বিজ্ঞপ্তি দেবে। কোনো বিষয়ে কী যোগ্যতা লাগবে, তা–ও বলে দেবে। সেখানে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল থেকে কত নম্বর নেবে এবং এনটিএ পরীক্ষা থেকে কত নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে, তা জানিয়ে দেওয়া হবে। এরপর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা তাঁদের ফলাফল অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করবেন। এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। কারণ, পুরো কাজটি হবে অনলাইনে।

আশা করি বুঝতে পেরেছো ওভারঅল সিস্টেম টা কেমন থাকবে )



🖋️ Sanjidur Rahman Nobel, JU.
❤‍🔥82😢26😭8🔥6🤩6🥰5👌5
Exam Mate Special Folder:

📌Link:https://news.1rj.ru/str/addlist/7OSW5uOTVrsyZGY1
❤‍🔥5🔥1👏1😍1
Forwarded from PDF Zone
Chapter Wise পরীক্ষা দেওয়ার অন্যতম Best Platform হলো Exam Mate Bot

এখানে পরীক্ষার্থীদের সংখ্যা 1k কিংবা 2k না,7k+ পর্যন্ত ক্রস করেছে ।

এছাড়া সাথে থাকছে Web App System🔥

🛑Bot Link:Click Here
🔥12😍2
HSC-22

GST

আগামী ১৭ এবং ১৮ অক্টোবর গুচ্ছের শেষ ধাপের চূড়ান্ত ভর্তি অনুষ্ঠিত হবে। এরপর আর কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না। আগামীকাল বৃহস্পতিবার সবকিছু গুছিয়ে নেওয়া হবে। এরপর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

💠NewsZone
🔥39😢5🤩3👏1🤗1