News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🔥40🫡1811😍7❤‍🔥5👌3🏆3👏2
একক ভর্তি পরীক্ষা কি হবে? চলো এই বিষয়ে কিছু কথা বলা যাক - আগাম ধারনা নিয়ে রাখা ভালো।

অধ্যাদেশ জারি মানে হলো রাষ্ট্রপতি নিজে একটা আদেশ দিবেন। সংসদের কোন অধিবেশন না থাকলে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। সেই আদেশ মানতে যে কেউ বাধ্য।

এই আদেশ ঢাবি, বুয়েট, CKRUET, জাবি, রাবি চবি সহ সকল বিশ্ববিদ্যালয় মানতে বাধ্য থাকবে। গতবার JNU IU BSMRSTU এই তিনটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হতে চাইলেও রাষ্ট্রপতির প্রজ্ঞাপন এর কারণে বের হতে পারেনি। এই তিনটা ভার্সিটির শর্ত ছিল আগামী বার যেন সবাই একই পদ্ধতির মধ্যে আসে। গুচ্ছে এবার ভোগান্তি আরও বেড়ে যাওয়ায় সবাই একক ভর্তি পরীক্ষা ২৩-২৪ সালেই নেয়ার জন্য উদ্যোগ নিতে চাচ্ছে। বিশেষ করে UGC । একক পরীক্ষা না হলে কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে যেতে পারে। যদি প্রজ্ঞাপন জারি হয়, তাহলে ধরে নাও সামনের বার ই একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদি না হয়, তাহলে পসিবল হবে না। যদিও একদমই নিশ্চিত ভাবে বলছি না। আমি জাস্ট ধারনা দিলাম

সিস্টেম টা আসলে কেমন হবে?

১) প্রথমে শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এনটিএ গঠন করা। ভারতেও এনটিএ আছে। এনটিএ করবে সরকার।

২) এটি হওয়ার পর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই এনটিএর অধীন ভর্তির জন্য পরীক্ষা হবে। এ পরীক্ষা দুই ধাপে হতে পারে।

৩) প্রথম ধাপে সবার জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মতো অভিন্ন বিষয়ে পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে যাঁর যাঁর বিভাগভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিষয়ের ওপর পরীক্ষা হবে। দুই ধাপের এ পরীক্ষা একসঙ্গেও হতে পারে, আবার আলাদাভাবেও হতে পারে। একসঙ্গে হলে অভিন্ন বিষয়ের পরপর বিভাগ অনুযায়ী প্রশ্নপত্র দেওয়া হবে। তবে এগুলো প্রাথমিক সিদ্ধান্ত। কত ঘণ্টায়, কত নম্বরে পরীক্ষা হবে, সেগুলো পরে ঠিক হবে।

৪) বিশ্ববিদ্যালয়গুলো তখন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে বিজ্ঞপ্তি দেবে। কোনো বিষয়ে কী যোগ্যতা লাগবে, তা–ও বলে দেবে। সেখানে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল থেকে কত নম্বর নেবে এবং এনটিএ পরীক্ষা থেকে কত নম্বরের ভিত্তিতে ভর্তি করা হবে, তা জানিয়ে দেওয়া হবে। এরপর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা তাঁদের ফলাফল অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন করবেন। এ জন্য তাঁদের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। কারণ, পুরো কাজটি হবে অনলাইনে।

আশা করি বুঝতে পেরেছো ওভারঅল সিস্টেম টা কেমন থাকবে )



🖋️ Sanjidur Rahman Nobel, JU.
❤‍🔥82😢26😭8🔥6🤩6🥰5👌5
Exam Mate Special Folder:

📌Link:https://news.1rj.ru/str/addlist/7OSW5uOTVrsyZGY1
❤‍🔥5🔥1👏1😍1
Forwarded from PDF Zone
Chapter Wise পরীক্ষা দেওয়ার অন্যতম Best Platform হলো Exam Mate Bot

এখানে পরীক্ষার্থীদের সংখ্যা 1k কিংবা 2k না,7k+ পর্যন্ত ক্রস করেছে ।

এছাড়া সাথে থাকছে Web App System🔥

🛑Bot Link:Click Here
🔥12😍2
HSC-22

GST

আগামী ১৭ এবং ১৮ অক্টোবর গুচ্ছের শেষ ধাপের চূড়ান্ত ভর্তি অনুষ্ঠিত হবে। এরপর আর কোনো শিক্ষার্থী ভর্তি করা হবে না। আগামীকাল বৃহস্পতিবার সবকিছু গুছিয়ে নেওয়া হবে। এরপর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

💠NewsZone
🔥39😢5🤩3👏1🤗1
ক্রিকেট অলিম্পিকে !

💠NewsZone
😱43❤‍🔥16👏2🤩2💯2🔥1
HSC-22

GST

গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ মেরিটের সকল নোটিশ তুলে নিয়েছে কর্তৃপক্ষ।

💠NewsZone
😍19👌6🤯3😢2🤩1
HSC-22

GST

গুচ্ছের ম্যাসেজপ্রাপ্তি ও ড্যাশবোর্ডের প্রবলেম সলভ হয়েছে; যাদের ড্যাশবোর্ডে সাব্জেক্ট শো করছিল না তারা এখন লগ ইন করে রেজাল্ট ও সাব্জেক্ট দেখতে পারবে

💠NewsZone
🫡105
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হতে যাচ্ছেন বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আগামীকাল রবিবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

💠NewsZone
45🫡26🤩2💔2🥰1👏1
NTA পদ্ধতি আজ চূড়ান্ত হয়েছে মিটিং এর মাধ্যমে।সামনে রাষ্ট্রপতি অধ্যাদেশ আসছে।
মিটিং এর সিদ্ধান্ত :
১. এক্সাম হবে এপ্রিল মাসে।
২. দায়িত্ব তে থাকবে ঢাবি,রাবি,জাবি,চবি।
৩. কোন লিখিত থাকবেনা।
৪. ঢাবি বাদে সেকেন্ড টাইম থাকবে।
সূত্র- ডেইলি ক্যাম্পাস।
🔥112😢60😱2215🫡6👌5🤯2😍1
HSC-23

Agri

আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সিভাসুতে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ' এবং কুড়িকৃবিতে কৃষি ও মাৎস্যবিজ্ঞান অনুষদ' চালু হবে।যার ফলে কৃষিগুচ্ছে আসন বাড়বে ৩০+৩০+৩০=৯০ টি।

💠NewsZone
🔥5315🥰4👏2🤩2👌1
HSC-22

Agri

২০২২-২৩ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি পরবর্তী অটোমাইগ্রেশনের রেজাল্ট এই সপ্তাহে প্রকাশিত হতে পারে।

💠NewsZone
🔥34👌4
একবার রোপন করলে পাঁচবার ধানের ফলন দিবে!
জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর আবিষ্কার।
তিনি ঢাবির কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন। কৃষিবিদ বলে তাই ভুল করবেন না।
©

💠NewsZone
❤‍🔥154😱24🫡2216👏5🔥4😍4🏆3
🌼একক_ভর্তি_পরীক্ষা হলে সেকেন্ড টাইমার দের সুবিধা ও অসুবিধা -

🌼সুবিধা -
১) এমন কিছু বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পাবা যেগুলোতে আগে সেকেন্ড টাইম অফ ছিলো।

২) ভর্তি পরীক্ষা দুইবার দেয়া যাবে। অর্থাৎ ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম। সর্বোচ্চ যদি দেয়, তাহলে তিনবার দিতে পারে। কিন্তু ২২ ব্যাচ একবারই অর্থাৎ এবার দিতে পারছে। তিনবার দিলে হয়তোবা আরো একবার দেয়া যাবে। Not sure। বয়সের বাধা তুলে দেয়ার একটা কথা চলছে।

৩) সেকেন্ড টাইমার দের কোনো মার্কস কাটা যায় না। যেমন চবিতে ৫ কাটা যায়। তেমন কোনো মার্কস কাটবে না। সবাই একই পদ্ধতি অনুসরণ করবে। আমি ভারতের সিস্টেম এর আলোকে বললাম।

🌼অসুবিধা -

১) অসুবিধা বলতে গেলে একবার এই পদ্ধতিতে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে ওখানেই পড়তে হয়। ভর্তি হয়ে গেলে পরে আর পরবর্তী পরীক্ষা দেয়া যাবে না।

২) একটি/দুইটি পরীক্ষা দিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এলিজিবল হতে হবে। আগের নানান ইউনিটে পরীক্ষা দেয়ার সুযোগ ছিল। যদি একক হয়, তবে সেই সুযোগ টুকু কমে যায়। তবে এতে ভয়ের কিছু নাই। আমি নিজেও শুধু জাবি আর GST তে এক্সাম দিয়েছিলাম ২১ সালে। পরীক্ষা ১ টা হলেও, তাকদীরে থাকলে সেখানেই তুমি চান্স পাবে ইন শা আল্লাহ। আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হতে হবে।

যদিও এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। তাই এখন পড়াশোনা কিভাবে করবা? জাবি GST রাবি চবির জন্য যেভাবে পড়তে, সেভাবেই পড়তে থাকো। আলাদা কোনো স্ট্র্যাটেজি নিয়ে এখনই ভাবতে হবে না। আর টেনশন করারও কোনো কারণ নাই। শুভকামনা❤️


🖋️Sanjidur Rahman Nobel, JU
🔥9663😢17❤‍🔥12🥰1🤩1👌1😍1
Forwarded from PDF Zone
🔶এক পোস্টে এডমিশনের জন্য সকল Important PDF


👉Link:Click Here
🔥10❤‍🔥5
এরকম সাম্প্রতিক জিকের জন্য ফলো করো Exam Mate Page


🔰Link:https://www.facebook.com/ExamMate21
😍1611🔥2🥰2🫡2
HSC-22

GST

গুচ্ছের ৬ষ্ঠ ধাপের চূড়ান্ত ভর্তি শুরু, কাল বিকাল ৪ টা পর্যন্ত চলবে; ৮৩০ টি ফাকা আসনের বিপরীতে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছে ৬০০ জন; সিট এখনও ফাকা ২০০ টির মতো

💠NewsZone
22👌8💔5😱2🫡2
HSC-23

MEDI

জানুয়ারিতে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে পরীক্ষা আয়োজন করা যেতে পারে। তবে এটি নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর। আমরা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়কে অবহিত করবো। এরপর তারা যে নির্দেশনা দেবে আমরা সেভাবেই আগাব।

— মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

©Admission Informer

💠NewsZone
🤯55😭34🔥14😱1110🥰3🫡3😢2🤩2
HSC-23

MEDI

নির্বাচনের কারণে ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

💠NewsZone
😢80❤‍🔥2310🤯10🔥8💔7🫡6😍3🥰1👌1🏆1
👏👏💥
👏5446🥰7❤‍🔥6👌6🔥4🤩4🏆2😍1💯1
প্রাকৃতিক দুর্যোগ, জরুরি অবস্থা বা মহামারি অবস্থায় শিক্ষা বোর্ডগুলোকে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান রেখে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন, ২০২৩’ খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

💠NewsZone
😱348❤‍🔥6🤝4😢2🥰1👏1👌1