News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
একবার রোপন করলে পাঁচবার ধানের ফলন দিবে!
জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর আবিষ্কার।
তিনি ঢাবির কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন। কৃষিবিদ বলে তাই ভুল করবেন না।
©

💠NewsZone
❤‍🔥154😱24🫡2216👏5🔥4😍4🏆3
🌼একক_ভর্তি_পরীক্ষা হলে সেকেন্ড টাইমার দের সুবিধা ও অসুবিধা -

🌼সুবিধা -
১) এমন কিছু বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পাবা যেগুলোতে আগে সেকেন্ড টাইম অফ ছিলো।

২) ভর্তি পরীক্ষা দুইবার দেয়া যাবে। অর্থাৎ ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম। সর্বোচ্চ যদি দেয়, তাহলে তিনবার দিতে পারে। কিন্তু ২২ ব্যাচ একবারই অর্থাৎ এবার দিতে পারছে। তিনবার দিলে হয়তোবা আরো একবার দেয়া যাবে। Not sure। বয়সের বাধা তুলে দেয়ার একটা কথা চলছে।

৩) সেকেন্ড টাইমার দের কোনো মার্কস কাটা যায় না। যেমন চবিতে ৫ কাটা যায়। তেমন কোনো মার্কস কাটবে না। সবাই একই পদ্ধতি অনুসরণ করবে। আমি ভারতের সিস্টেম এর আলোকে বললাম।

🌼অসুবিধা -

১) অসুবিধা বলতে গেলে একবার এই পদ্ধতিতে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে ওখানেই পড়তে হয়। ভর্তি হয়ে গেলে পরে আর পরবর্তী পরীক্ষা দেয়া যাবে না।

২) একটি/দুইটি পরীক্ষা দিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এলিজিবল হতে হবে। আগের নানান ইউনিটে পরীক্ষা দেয়ার সুযোগ ছিল। যদি একক হয়, তবে সেই সুযোগ টুকু কমে যায়। তবে এতে ভয়ের কিছু নাই। আমি নিজেও শুধু জাবি আর GST তে এক্সাম দিয়েছিলাম ২১ সালে। পরীক্ষা ১ টা হলেও, তাকদীরে থাকলে সেখানেই তুমি চান্স পাবে ইন শা আল্লাহ। আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হতে হবে।

যদিও এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। তাই এখন পড়াশোনা কিভাবে করবা? জাবি GST রাবি চবির জন্য যেভাবে পড়তে, সেভাবেই পড়তে থাকো। আলাদা কোনো স্ট্র্যাটেজি নিয়ে এখনই ভাবতে হবে না। আর টেনশন করারও কোনো কারণ নাই। শুভকামনা❤️


🖋️Sanjidur Rahman Nobel, JU
🔥9663😢17❤‍🔥12🥰1🤩1👌1😍1
Forwarded from PDF Zone
🔶এক পোস্টে এডমিশনের জন্য সকল Important PDF


👉Link:Click Here
🔥10❤‍🔥5
এরকম সাম্প্রতিক জিকের জন্য ফলো করো Exam Mate Page


🔰Link:https://www.facebook.com/ExamMate21
😍1611🔥2🥰2🫡2
HSC-22

GST

গুচ্ছের ৬ষ্ঠ ধাপের চূড়ান্ত ভর্তি শুরু, কাল বিকাল ৪ টা পর্যন্ত চলবে; ৮৩০ টি ফাকা আসনের বিপরীতে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করেছে ৬০০ জন; সিট এখনও ফাকা ২০০ টির মতো

💠NewsZone
22👌8💔5😱2🫡2
HSC-23

MEDI

জানুয়ারিতে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে পরীক্ষা আয়োজন করা যেতে পারে। তবে এটি নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর। আমরা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়কে অবহিত করবো। এরপর তারা যে নির্দেশনা দেবে আমরা সেভাবেই আগাব।

— মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

©Admission Informer

💠NewsZone
🤯55😭34🔥14😱1110🥰3🫡3😢2🤩2
HSC-23

MEDI

নির্বাচনের কারণে ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

💠NewsZone
😢80❤‍🔥2310🤯10🔥8💔7🫡6😍3🥰1👌1🏆1
👏👏💥
👏5446🥰7❤‍🔥6👌6🔥4🤩4🏆2😍1💯1
প্রাকৃতিক দুর্যোগ, জরুরি অবস্থা বা মহামারি অবস্থায় শিক্ষা বোর্ডগুলোকে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান রেখে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন, ২০২৩’ খসড়া চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

💠NewsZone
😱348❤‍🔥6🤝4😢2🥰1👏1👌1
এইচএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল ৩০ নভেম্বর প্রকাশিত হবে।

💠NewsZone
😭74🔥34😱1411👏11👌7😢5🫡4🥰2
অফলাইনে যারা কোচিং করছো
রাস্তাঘাটে সাবধানে চলাচল করবে
নিজের কলেজের আইডিকার্ড বা কোচিং এর আইডিকার্ড নিয়ে চলবে যেন রাস্তায় পুলিশ বা কেউ জিজ্ঞাসাবাদ করলে দেখাতে পারো।

আজকে আমি একটু শান্তিনগর গিয়েছিলাম কাজে এত বড় বড় সমাবেশ হচ্ছে নিজেরই আতংক লেগেছে।

নেক্সট কিছুদিন হয়ত আনরেস্ট সিচুয়েশন থাকতে পারে। stay Safe.

#Collected

💠NewsZone
😢12631🫡8💔7🔥6🤯3🥰2👏2😇2❤‍🔥1😱1
HSC-23

MEDI

স্বাস্থ্যমন্ত্রীর ব্যস্ততার কারণে মেডিকেল ভর্তি বিষয়ক সভা বাতিল

💠NewsZone
😢96🫡54👏18🤯16🤩15💔12👌10😭6😱5😇2🤗1
HSC-23

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা হচ্ছে না

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা নিতে প্রায় প্রস্তুত হচ্ছিলো, তবে বিভিন্ন কারণে এ বছর সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক পরীক্ষা না হওয়ার সম্ভবনাই বেশী, যদিওবা এই শিক্ষাবর্ষে সব বিশ্ববিদ্যালয়ের একক পরীক্ষার বিষয়ে অধ্যাদেশ জারির সম্ভবনা সর্বোচ্চ, তবে গুচ্ছ অধিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে পুনরায় পরীক্ষার দিনক্ষণ তারিখের বিষয়ে বৈঠক হবে ২৬ অক্টোবর এ থেকে বলা যায় এ বছর সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক পরীক্ষা হচ্ছে না।

💠NewsZone
🥰8432😭19🤝15👏7💔6😍3🔥2🤩2😢1
চট্টগ্রামে নির্মিত হল দক্ষিণ এশিয়ার প্রথম হাতি চলাচলের ওভারপাস!

💠NewsZone
😱79❤‍🔥18🔥8👌64😭3👏2🥰1
প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় এবার নেতৃত্ব দিবে চুয়েট। আর কৃষি গুচ্ছে সিভাসু

💠NewsZone
🥰65😱2821😢12😍7👏4👌2😭2🤯1💯1
HSC-22

GST

শাবিপ্রবির কোটায় সাবজেক্ট প্রাপ্তদের ভর্তি আজ ২০ অক্টোবর, ওয়েবসাইটে থেকে ডিটেইলস জেনে নাও

💠NewsZone
🥰25🔥8❤‍🔥3
গুচ্ছে মাইগ্রেশন চালুর দাবিতে ভর্তিচ্ছুদের রিট খারিজ

💠NewsZone
🥰44😭16😢8🏆5🤝4❤‍🔥3🤩2
আমাদের সোনার বাংলাদেশকে একটি সাধারন ঘড়ির ব্যাটারির জন্য‌ও অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হয়!

আমার প্রশ্নটা হলো বাংলাদেশের Education System আছে মূলত কিসের জন্য?

শিক্ষার্থীদের দুশ্চিন্তা ফ্রীতেই দেওয়ার জন্য?
😢155💯22👏14💔14🔥6❤‍🔥4👌3🤯1
HSC-23

MEDI

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারের আসন সংখ্যা(আপডেটেড)।

💠NewsZone
😍10048❤‍🔥16😭8🥰6👏6🔥4😢4😱1
😢120🫡5👏4💯42😱2
নতুন শিক্ষাক্রম অনুযায়ী ২০২৪ সালে নবম শ্রেণিতে কোনো বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন থাকছে না। সোমবার (২৩ অক্টোবর) এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

💠NewsZone
😢39👏34🤯12💔7😭6😱2🤩1👌1🫡1