Forwarded from Exam Mate[Courses]
Exam Mate এর তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে
তো আর দেরি কিসের!
লুফে নাও এই সুযোগ এখনি
আজ ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত সকল পেইড কোর্সে থাকবে ২১% ডিসকাউন্ট।
তো আর দেরি কিসের!
লুফে নাও এই সুযোগ এখনি
কোর্সসমূহ:
1) MediMate 2.0 - Medical Exam Batch
Fee:-499tk Now 395 tk Only
2) GKE Mate 2.0- General
Knowledge & English Exam Batch
Fee:-200tk Now 158 tk Only
❤🔥8😍2❤1
আজকে তোমাদের রেজাল্ট দেবে তোমরা সবাই জানো। আর সবাই অনেক টেনশনে আছো।
হ্যাঁ, একটা কথা যে আজকে রেজাল্টটা তোমাদের জীবনে একটা নির্দিষ্ট সময়ের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা তোমার নিজের থেকে অথবা তোমার মানসিক শক্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ না। তাই কখনোই রেজাল্ট নিয়ে খুব বেশি খুশি অথবা কষ্ট পাওয়ার কিছু নেই।
আজকে যদি তোমার রেজাল্ট ভালো হয়, ধরে নিলাম GPA-5 আসে, তবে তুমি শুধুমাত্র এডমিশনে ওইটুকু নাম্বারই পাবে যতটুকু রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া আছে। আর কারো যদি রেজাল্ট খারাপ হয় ধরে নিলাম GPA-4 পয়েন্ট কিছু একটা তাহলে খুব বেশি হলে তোমার অল্প কিছু নাম্বারই কাটা যাবে। যদি তুমি একটি mcq ও GPA-5 পাওয়া তোমার কোনো বন্ধুর থেকে সঠিক উত্তর করে আসতে পারো তোমার ভর্তি পরীক্ষায়; তাহলে তুমি তার থেকে অনেক বেশি এগিয়ে যাবে।
তাই এখন কোন চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, পরীক্ষার রেজাল্ট এর কোন প্রভাব যেন তোমার অ্যাডমিশন প্রস্তুতির উপর না পড়ে সেই আশায় আমি তোমার কাছে রাখবো।
আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক, অবশ্যই, তিনি উত্তম পরিকল্পনাকারী।
💠News Zone
হ্যাঁ, একটা কথা যে আজকে রেজাল্টটা তোমাদের জীবনে একটা নির্দিষ্ট সময়ের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা তোমার নিজের থেকে অথবা তোমার মানসিক শক্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ না। তাই কখনোই রেজাল্ট নিয়ে খুব বেশি খুশি অথবা কষ্ট পাওয়ার কিছু নেই।
আজকে যদি তোমার রেজাল্ট ভালো হয়, ধরে নিলাম GPA-5 আসে, তবে তুমি শুধুমাত্র এডমিশনে ওইটুকু নাম্বারই পাবে যতটুকু রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া আছে। আর কারো যদি রেজাল্ট খারাপ হয় ধরে নিলাম GPA-4 পয়েন্ট কিছু একটা তাহলে খুব বেশি হলে তোমার অল্প কিছু নাম্বারই কাটা যাবে। যদি তুমি একটি mcq ও GPA-5 পাওয়া তোমার কোনো বন্ধুর থেকে সঠিক উত্তর করে আসতে পারো তোমার ভর্তি পরীক্ষায়; তাহলে তুমি তার থেকে অনেক বেশি এগিয়ে যাবে।
তাই এখন কোন চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, পরীক্ষার রেজাল্ট এর কোন প্রভাব যেন তোমার অ্যাডমিশন প্রস্তুতির উপর না পড়ে সেই আশায় আমি তোমার কাছে রাখবো।
আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক, অবশ্যই, তিনি উত্তম পরিকল্পনাকারী।
💠News Zone
❤122❤🔥15🥰12🔥9
নানা সংকটে বহির্বিশ্বে গ্রহনযোগ্যতা হারাচ্ছে দেশের এমবিবিএস ডিগ্রি
সারাবিশ্বে মেডিকেল কলেজের আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। প্রতিবেশী ভারত, এমনকি নেপালও তাদের স্বীকৃতি পেয়েছে। কিন্তু পিছিয়ে বাংলাদেশ। আগামী সাত মাসের মধ্যে শর্ত পূরণ করে স্বীকৃতি না পেলে আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের অনেক দেশে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি গ্রহণযোগ্যতা হারাবে।
💠 NewsZone
সারাবিশ্বে মেডিকেল কলেজের আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। প্রতিবেশী ভারত, এমনকি নেপালও তাদের স্বীকৃতি পেয়েছে। কিন্তু পিছিয়ে বাংলাদেশ। আগামী সাত মাসের মধ্যে শর্ত পূরণ করে স্বীকৃতি না পেলে আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের অনেক দেশে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রি গ্রহণযোগ্যতা হারাবে।
💠 NewsZone
😢161😭21💔16👏12🔥11🥰8🤩7❤5😨1
দেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ১৫ বছরের দেবজ্যোতি!
দেবজ্যোতির প্রোগ্রামিং চর্চার আরেকটি অনুপ্রেরণা ছিলো ইনফরমেটিক্স অলিম্পিয়াড। ২০২২ সালের আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (IOI) ২১১.৫১ স্কোর করে ১২৬তম হয়, এরই সাথে পেয়ে যায় ব্রোঞ্জ পদক। একই ধারায় ২০২৩ এ রৌপ্যপদক পায় সৌম্য। শুধু এখানেই থেমে নেই এই তরুণ, সাথে ব্রোঞ্জ অর্জন করে এশিয়া প্যাসিফিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড ২০২৩ এ। সামনের ইনফরমেটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ের লক্ষ্য দেবজ্যোতির। তার লক্ষ্যের তালিকায় আছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার উপাধি পাওয়ার মত সপ্ন, আর তার জন্যেই নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছে।
© Short Stories
💠 NewsZone
দেবজ্যোতির প্রোগ্রামিং চর্চার আরেকটি অনুপ্রেরণা ছিলো ইনফরমেটিক্স অলিম্পিয়াড। ২০২২ সালের আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (IOI) ২১১.৫১ স্কোর করে ১২৬তম হয়, এরই সাথে পেয়ে যায় ব্রোঞ্জ পদক। একই ধারায় ২০২৩ এ রৌপ্যপদক পায় সৌম্য। শুধু এখানেই থেমে নেই এই তরুণ, সাথে ব্রোঞ্জ অর্জন করে এশিয়া প্যাসিফিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড ২০২৩ এ। সামনের ইনফরমেটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ের লক্ষ্য দেবজ্যোতির। তার লক্ষ্যের তালিকায় আছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার উপাধি পাওয়ার মত সপ্ন, আর তার জন্যেই নিয়মিত চর্চা চালিয়ে যাচ্ছে।
© Short Stories
💠 NewsZone
🔥87❤58🫡16👏3😱2👌1💯1
সুখবর!
প্রতিদিন Synonym Antonym এবং Daily GK শেখার জন্য Exam Mate নিয়ে এসেছে Daily Quiz Section
🔰Link:Click Here
প্রতিদিন Synonym Antonym এবং Daily GK শেখার জন্য Exam Mate নিয়ে এসেছে Daily Quiz Section
🔰Link:Click Here
🔥33❤🔥8😍3🍓1
👇👇👇[PDF,Book,Note,Exam]
📔প্রয়োজনীয় PDF
1.Medical:Click Here
2.Varsity :Click Here
👉প্রয়োজনীয় বই:Click Here
📔প্রয়োজনীয় PDF
1.Medical:Click Here
2.Varsity :Click Here
👉প্রয়োজনীয় বই:Click Here
❤🔥6🥰3💘3💯1
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে টেলর সুইফটের ওপর চালু হলো নতুন কোর্স
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পেয়েছেন গায়িকা টেলর সুইফট। এ কোর্সের নাম 'টেলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড'। সুইফটের সংগীত, লিরিক ও সাংস্কৃতিক প্রভাব পড়ানো হবে এ কোর্সে।
💠 NewsZone
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পেয়েছেন গায়িকা টেলর সুইফট। এ কোর্সের নাম 'টেলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড'। সুইফটের সংগীত, লিরিক ও সাংস্কৃতিক প্রভাব পড়ানো হবে এ কোর্সে।
💠 NewsZone
🤯96❤43🫡27😱19👏10💔7😢6😍4😭4👌2💯2
HSC-23
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসার জন্য পুনরায় বিবৃতি দিয়েছে BSMRSTU শিক্ষক সমিতি।
বিবৃতিতে বলা হয়েছে,'যদি ইউজিসি একক ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করার দায়িত্ব পালনে ব্যার্থ হয় তবে পূর্বঘোষিত সিদ্ধান্ত মোতাবেক বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি পূর্বের ন্যায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসার দাবীতে অনড় থাকবে।'
- বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি
💠 NewsZone
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসার জন্য পুনরায় বিবৃতি দিয়েছে BSMRSTU শিক্ষক সমিতি।
বিবৃতিতে বলা হয়েছে,'যদি ইউজিসি একক ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করার দায়িত্ব পালনে ব্যার্থ হয় তবে পূর্বঘোষিত সিদ্ধান্ত মোতাবেক বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি পূর্বের ন্যায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরে আসার দাবীতে অনড় থাকবে।'
- বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি
💠 NewsZone
🫡78❤18👏10🏆5💔5🥰3🤩3😍3🔥2👌2🆒2
একটা ওয়েভ গেছে,আরেকটা ওয়েভ আসতে পারে।
কিছুক্ষনের মধ্যে আরেকটা আসতেও পারে।
সবাই নিরাপদে অবস্থান করো
কিছুক্ষনের মধ্যে আরেকটা আসতেও পারে।
সবাই নিরাপদে অবস্থান করো
😢109🤯8😱4🆒4❤🔥3