প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী জারিন তাসনিম শরিফ। আর্কিটেকচার ও ডিজাইন বিভাগের ‘দ্য গ্লোবাল উইনার ২০২২’ হয়েছেন তিনি। তার আন্ডারগ্র্যাজুয়েট থিসিস ‘ওয়েস্ট ইন দ্য সিটি: অ্যাগলোমেরেটিং লোকাল ইকোনমি অব মাতুয়াইল ল্যান্ডফিল’ এর জন্য অ্যাওয়ার্ডটি পান তিনি। 🌎NewsZone
❤45👏11🔥6
সভা বিষয়ে একাধিক সূত্র জানিয়েছে, এ সভায় মূলত গুচ্ছের ভর্তির প্রক্রিয়ার সফটওয়্যারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গুচ্ছের কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ায় যে ওয়েবসাইট ব্যবহার করা হবে; সেটার কাজের ধরন, আবেদনের ক্রম-প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।
তবে এ সূত্র জানিয়েছে, গুচ্ছের এ সভায় গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ ব্যাপারে আলোচনা করা হবে। যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
🌎NewsZone
তবে এ সূত্র জানিয়েছে, গুচ্ছের এ সভায় গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ ব্যাপারে আলোচনা করা হবে। যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
🌎NewsZone
😁36😢26🤯7👏5❤4🤔2🤩1
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া নিয়ে উপাচার্যদের সভা এ মাসেই অনুষ্ঠিত হবে। উপাচার্যদের ওই সভায় গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে উপাচার্যদের কর্মব্যস্ততায় এখনো তারিখ নির্ধারণ করতে পারেননি গুচ্ছ কমিটি। তবে আগামী বুধবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যেই এ সভা অনুষ্ঠিত হবে। 🫡
🌎NewsZone
এদিকে উপাচার্যদের কর্মব্যস্ততায় এখনো তারিখ নির্ধারণ করতে পারেননি গুচ্ছ কমিটি। তবে আগামী বুধবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যেই এ সভা অনুষ্ঠিত হবে। 🫡
🌎NewsZone
😁53😢5❤4🤯4👏3🎉2🤩1
ব্রেকিংঃ গুচ্ছের সভা ২৯ সেপ্টেম্বর।
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া নিয়ে উপাচার্যদের সভা আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ওই সভায় ভর্তি প্রক্রিয়ার যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।
সোর্সঃডেইলি ক্যাম্পাস।
🌎NewsZone
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া নিয়ে উপাচার্যদের সভা আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ওই সভায় ভর্তি প্রক্রিয়ার যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।
সোর্সঃডেইলি ক্যাম্পাস।
🌎NewsZone
😁62👏4😢3🥰2🤩2
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেটঃ
যশোর বিজ্ঞান প্রযুক্তির ভর্তি ওয়েবসাইট তৈরি সম্পন্ন।।
ওয়েবসাইটের তথ্যানুসারে Requirement:
১. জীববিজ্ঞান অনুষদের বিষয় পেতে গেলে জীববিজ্ঞানে অবশ্যই ১০ পেতে হবে।
২.প্রকৌশল অনুষদের সাবজেক্ট পেতে গেলে গনিতে অবশ্যই ৭ পেতে হবে।
৩. গনিত বিষয় পেতে গেলে গনিতে ৬ পেতে হবে।
৪. পদার্থ ও রসায়ন পেতে গেলে গনিতে নূন্যতম ৫ পেতে হবে।
⚠️ নোটিশ দিলে পুরোপুরি বুঝা যাবে
🌎NewsZone
যশোর বিজ্ঞান প্রযুক্তির ভর্তি ওয়েবসাইট তৈরি সম্পন্ন।।
ওয়েবসাইটের তথ্যানুসারে Requirement:
১. জীববিজ্ঞান অনুষদের বিষয় পেতে গেলে জীববিজ্ঞানে অবশ্যই ১০ পেতে হবে।
২.প্রকৌশল অনুষদের সাবজেক্ট পেতে গেলে গনিতে অবশ্যই ৭ পেতে হবে।
৩. গনিত বিষয় পেতে গেলে গনিতে ৬ পেতে হবে।
৪. পদার্থ ও রসায়ন পেতে গেলে গনিতে নূন্যতম ৫ পেতে হবে।
⚠️ নোটিশ দিলে পুরোপুরি বুঝা যাবে
🌎NewsZone
🔥23😢13
🎓২৭ বছর বয়সেই হার্ভার্ড, স্ট্যানফোর্ড আর অক্সফোর্ডের ডিগ্রি
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়ছেন জেমি বিটন। এটা তাঁর সপ্তম ডিগ্রি। নিউজিল্যান্ডের এই তরুণ তাঁর প্রথম দুটি ডিগ্রি নিয়েছেন হার্ভার্ড থেকে—ফলিত গণিতে স্নাতক আর অর্থনীতিতে স্নাতকোত্তর। সেখানে তাঁর থিসিস উপদেষ্টা ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থসচিব ল্যারি সামারস। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিষয়ক এমবিএ ও মাস্টার্স করেন তিনি। লোকনীতির (লোকপ্রশাসন) ওপরে ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আর বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর পাঠ্য ছিল গ্লোবাল অ্যাফেয়ার্স। এখন তিনি ক্রিমসন এডুকেশন নামে একটি শিক্ষা সহায়ক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা। #Collected
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়ছেন জেমি বিটন। এটা তাঁর সপ্তম ডিগ্রি। নিউজিল্যান্ডের এই তরুণ তাঁর প্রথম দুটি ডিগ্রি নিয়েছেন হার্ভার্ড থেকে—ফলিত গণিতে স্নাতক আর অর্থনীতিতে স্নাতকোত্তর। সেখানে তাঁর থিসিস উপদেষ্টা ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থসচিব ল্যারি সামারস। এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিষয়ক এমবিএ ও মাস্টার্স করেন তিনি। লোকনীতির (লোকপ্রশাসন) ওপরে ডিগ্রি নেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আর বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর পাঠ্য ছিল গ্লোবাল অ্যাফেয়ার্স। এখন তিনি ক্রিমসন এডুকেশন নামে একটি শিক্ষা সহায়ক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা। #Collected
👏15❤13🤯13🔥3🤩1
কৃষি গুচ্ছ
ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্তিমুলক উষ্কানি দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে একটি চক্র।সবাইকে সতর্ক থাকার আহ্বান।
- পাঠশালা বার্তা
🌎NewsZone
ফলাফল নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্তিমুলক উষ্কানি দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে একটি চক্র।সবাইকে সতর্ক থাকার আহ্বান।
- পাঠশালা বার্তা
🌎NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
🤔10👏7😢6❤5🤯5
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শর্তভিত্তিক সার্কুলার
⚠️গরুত্বপূর্ণ নোটিশ,
একা কলেজে বা অফিসে যাওয়া প্রতিটি মেয়ের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার বার্তা। আপনি যদি রাস্তায় কোন শিশুকে তার ঠিকানা দেখিয়ে চিৎকার করতে দেখেন এবং আপনাকে তাকে সেই ঠিকানায় নিয়ে যেতে বলেন, তাহলে সেই শিশুটিকে সরাসরি থানায় নিয়ে যান এবং দয়া করে তাদের সেই ঠিকানায় নিয়ে যাবেন না। মেয়েদের চুরি, ধর্ষণ ও অপহরণ করার এটা একটা নতুন উপায়। অনুগ্রহ করে সকল মেয়ে এবং ছেলেদের ফরওয়ার্ড করুন যাদের বোন এবং বন্ধু আছে। দয়া করে এই বার্তাটি ফরওয়ার্ড করতে লজ্জাবোধ করবেন না। আমাদের একটি বার্তা একটি মেয়েকে বাঁচাতে পারে।⚠️
©️copypost
একা কলেজে বা অফিসে যাওয়া প্রতিটি মেয়ের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার বার্তা। আপনি যদি রাস্তায় কোন শিশুকে তার ঠিকানা দেখিয়ে চিৎকার করতে দেখেন এবং আপনাকে তাকে সেই ঠিকানায় নিয়ে যেতে বলেন, তাহলে সেই শিশুটিকে সরাসরি থানায় নিয়ে যান এবং দয়া করে তাদের সেই ঠিকানায় নিয়ে যাবেন না। মেয়েদের চুরি, ধর্ষণ ও অপহরণ করার এটা একটা নতুন উপায়। অনুগ্রহ করে সকল মেয়ে এবং ছেলেদের ফরওয়ার্ড করুন যাদের বোন এবং বন্ধু আছে। দয়া করে এই বার্তাটি ফরওয়ার্ড করতে লজ্জাবোধ করবেন না। আমাদের একটি বার্তা একটি মেয়েকে বাঁচাতে পারে।⚠️
©️copypost
❤97🔥8👏4
ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি এটা তাদের ব্যর্থতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো, ইনশা-আল্লাহ।
-ড.মির্জা গালিব।
বর্তমানে Dr.Mirza Galib ভাই আমেরিকার বিশ্ববিখ্যাত
Howard University তে associate professor হিসেবে জয়েন করেছেন, অভিনন্দন স্যার🎉
@সংগৃহীত
-ড.মির্জা গালিব।
বর্তমানে Dr.Mirza Galib ভাই আমেরিকার বিশ্ববিখ্যাত
Howard University তে associate professor হিসেবে জয়েন করেছেন, অভিনন্দন স্যার🎉
@সংগৃহীত
🔥80❤49👏14🥰9
📌 HSC-21: GST Update
ভর্তি নিয়ে গুচ্ছের দুই সভা কাল
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুটি সভা অনুষ্ঠিত হবে। প্রথম সভাটি হবে টেকনিক্যাল কমিটির। আর দ্বিতীয় সভাটি হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় সভাটি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। দুটি সভাই জগন্নাথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ওই সূত্র আরও জানায়, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আবেদন গ্রহণ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার ধাপগুলো ঠিক করতে প্রথমে সভা করবে টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল কমিটির সভায় ভর্তি সংক্রান্ত নীতিমালার খসড়া করা হবে। এই খসড়া গুচ্ছের উপাচার্যদের সভায় উত্থাপন করা হবে। উপাচার্যরা এটি দেখে চূড়ান্ত অনুমোদন দেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার আমাদের দুটি সভা রয়েছে। প্রথম সভাটি টেকনিক্যাল কমিটির। আর দ্বিতীয় সভাটি উপাচার্যদের। দুটি সভাতেই ভর্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।
জানা গেছে, এবার শুধুমাত্র এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা ফি জমা দিতে হবে। এছাড়া ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে।
এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।
SOURCE: TDC
ভর্তি নিয়ে গুচ্ছের দুই সভা কাল
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুটি সভা অনুষ্ঠিত হবে। প্রথম সভাটি হবে টেকনিক্যাল কমিটির। আর দ্বিতীয় সভাটি হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় সভাটি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। দুটি সভাই জগন্নাথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
ওই সূত্র আরও জানায়, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আবেদন গ্রহণ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার ধাপগুলো ঠিক করতে প্রথমে সভা করবে টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল কমিটির সভায় ভর্তি সংক্রান্ত নীতিমালার খসড়া করা হবে। এই খসড়া গুচ্ছের উপাচার্যদের সভায় উত্থাপন করা হবে। উপাচার্যরা এটি দেখে চূড়ান্ত অনুমোদন দেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার আমাদের দুটি সভা রয়েছে। প্রথম সভাটি টেকনিক্যাল কমিটির। আর দ্বিতীয় সভাটি উপাচার্যদের। দুটি সভাতেই ভর্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।
জানা গেছে, এবার শুধুমাত্র এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা ফি জমা দিতে হবে। এছাড়া ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে।
এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।
SOURCE: TDC
🤔28❤4👏3😁1😢1