News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেনঃ

শাবিপ্রবির (SUST)- ৩৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী।
নোবিপ্রবির (NSTU)- ১৯৮ জন শিক্ষক-শিক্ষার্থী।
জবির (JnU)- ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী।
খুবির (KU)- ১২১ জন শিক্ষক-শিক্ষার্থী।
মাভাবিপ্রবির (MBSTU)- ১১৯ জন শিক্ষক-শিক্ষার্থী।
পবিপ্রবির (PSTU)- ১১৭ জন শিক্ষক-শিক্ষার্থী।
হাবিপ্রবির (HSTU)- ১১২ জন শিক্ষক-শিক্ষার্থী।
কুবির (CoU)- ৮৯ জন শিক্ষক-শিক্ষার্থী।
পাবিপ্রবির (PUST)- ৮৮ জন শিক্ষক-শিক্ষার্থী।
ইবির (IU)- ৭৩ জন শিক্ষক-শিক্ষার্থী।
বশেমুরবিপ্রবির (BSMRSTU)- ৬৮ শিক্ষক-শিক্ষার্থী।
ববির (BU)- ৬৩ জন শিক্ষক-শিক্ষার্থী।
যবিপ্রবির (JUST)- ৫৪ জন শিক্ষক-শিক্ষার্থী।
জাককানইবির (JKKNIU)- ৩০ জন শিক্ষক-শিক্ষার্থী।
বশেফমুবিপ্রবির (BSFMSTU)- ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী।
রাবিপ্রবির (RMSTU)- ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী।

তথ্যসূত্র: এডি সায়েন্টিফিক ইন্ডেক্স র‍্যাংকিং ২০২৪।

💠 NewsZone
🥰7061😱18🫡11🔥63👌3😍2🍓2😢1
গবেষক সংখ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে

১ম ঢাবি (৬৬৫)
২য় বুয়েট (৫০৩)
৩য় বাকৃবি (৩৯২)
৪র্থ শাবিপ্রবি (৩৭৮)
৫ম রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৩৭)
৬ষ্ঠ কুয়েট(২০৯)
৭ম নোবিপ্রবি (১৯৮)
৮ম জবির (১৭৮)
৯ম খুবি (১২১)
১০ম মাভাবিপ্রবি (১১৯)

💠 NewsZone
❤‍🔥76😱11🥰8😢6🫡5👌42🔥1👏1
এই বাবা তার ছেলে'কে খুঁজে পাচ্ছেন না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষে পড়ুয়া তার ছেলে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ছিল। আগুন লাগার পর থেকে ফোন বন্ধ। এই বাবা এখন ঢাকার এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন তার ছেলেকে খুঁজে পেতে। আপনারা আর কিছু না পারেন। অন্তত তার ছেলেকে খুঁজে দিন।

খুজে পেলে প্লিজ কল : 01724164611
😢356😭76💔5😨4😱1👌1💯1
HSC-23

BUET

বুয়েটের লিখিত পরীক্ষার তারিখ ১৬ মার্চ থেকে পরিবর্তন করে ৯ মার্চ করার চিন্তাভাবনা করা হচ্ছে; ১০ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে


©TDC

💠 NewsZone
👏41👌12😢9😐9🔥7😨7❤‍🔥3😍3🆒21💯1
HSC-23

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই দিনে আবেদন করেছে প্রায় ৪৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী।


‘এ’: ২৪ হাজার
‘বি’: ৭ হাজার
'বি’-১ :৪ শত
‘সি’: ২ হাজার
‘ডি’: ৭ হাজার
‘ডি’-১: ৪ শত


💠 NewsZone
🤯46😢27🫡12👌4😐2😨2❤‍🔥1💯1
নকল থেকে সাবধান।


আমাদের Exam Mate & Phobia সিরিজের নাম কপি করে অনেক গ্রুপ আছে চারপাশে, এমনকি আমাদের পোল + ইনফো ডিরেক্টলি কপি করে চালিয়ে দেয়।
তাই একই নামের Fake কোনো চ্যানেল থেকে পাওয়া কোনো তথ্যর দায়ভার আমরা নিবো না
😢44😱6❤‍🔥31
HSC-23

মেডিকেল ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি আবেদন একই সাথে শুরু হতে পারে; সার্কুলার প্রকাশের ক্ষেত্রে একই সাথে বা একদিন আগ পিছ করে দিতে পারে


💠 NewsZone
🥰2412💯2
HSC-23

BUP

বিইউপির শর্টলিস্ট প্রকাশ আগামীকাল


💠 NewsZone
😨24❤‍🔥14🫡8👌5💯2🤝2🥰1😐1
ইতিমধ্যে আমাদের ব্যাচের কার্যক্রম শুরু হয়ে গেছে।

এবার যেহেতু সব কাছাকাছি সময়ে পরীক্ষা তাই আমাদের ব্যাচটাও এবার এভাবে সাজানো হয়েছে যাতে একজন স্টুডেন্ট তার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারে আমাদের মাধ্যমে।

আর যে কোনো সমস্যায় আছে Bot System, যার মাধ্যমে স্টুডেন্টরা তাদের ডাউট গুলো খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবে ২৪/৭।

তো আর দেরি কিসের!

ব্যাচ নিয়ে বিস্তারিত
👏11😍4😢3🍓2
HSC-23

BUP

এবারে FASS te - 21635 জন
FBS te - 11592 জন
FST te- 20652 জন
FSSS te- 20393 জন পরীক্ষা দিতে পারবে..


💠 NewsZone
29🫡10🔥5😭5🆒2💯1
FST-Eligible-List-2023-2024.pdf
12.7 MB
13💯1
News Zone
HSC-23 BUP এবারে FASS te - 21635 জন FBS te - 11592 জন FST te- 20652 জন FSSS te- 20393 জন পরীক্ষা দিতে পারবে.. 💠 NewsZone
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপির ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ

১. বিইউপি ক্যাম্পাস [মিরপুর সেনানিবাস]
২. MIST [মিরপুর সেনানিবাস]
৩. মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ [মিরপুর সেনানিবাস]
৪. ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ [ইসিবি চত্ত্বর]
৫. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ [ঢাকা সেনানিবাস]
৬. শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ [ঢাকা সেনানিবাস]
৭. বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ [কুর্মিটোলা]
৮. বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ ঢাকা [তেজগাও]
৯. শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ [ঢাকা সেনানিবাস]
❤‍🔥33🔥11😭5🫡511👏1👌1
HSC-23

BUP

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিইউপির FST(সাইন্স) তে প্রতি আসনে লড়াই করবে প্রায় ১৩৮ জন..


💠 NewsZone
💔55🤯21👏189🫡7👌43💯2🔥1🥰1💘1
HSC-23

RU

আজ থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন।


💠 NewsZone
59🔥14👏8🥰3😍3❤‍🔥2💯2🕊1😇1🫡1
নতুন প্রিলিমিনারি (প্রাথমিক) গ্রহাণুর আবিষ্কার করেছে জনপ্রিয় বিজ্ঞান গ্রুপ ‘একটুখানি ফিজিকস’ তিন শিক্ষার্থী। গত ১০ই অক্টবরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন(IASC) কর্তৃক আয়োজিত গ্রহাণু সন্ধানের এক ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাঁরা এই কাজ করে। মজার ব্যাপার হলো, গ্রহাণুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয়েছে BD1971। বাংলাদেশের নামে এটাই প্রথম কোনো গ্রহাণু

নামকরণ করা এই তিন শিক্ষার্থীরা হলেন নারায়ণগঞ্জের সরকারি কদম রসূল কলেজের অন্তর চন্দ্র, টাঙ্গাইলের ইব্রাহিম খান সরকারি কলেজের শিক্ষার্থী আতিক হাসান এবং ময়মনসিংহের শহীদ সায়েদ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী নওশিন জাহান। 

💠 NewsZone
🔥13039👏14😱14🤯12🫡5🕊4❤‍🔥32👌1😍1
Forwarded from Exam Mate[Courses]
মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্য Exam Mate নিয়ে আসলো Medical Model Test 2.0


Course Start:10 January,2024

🛑Features:

1.Paper Final,Subject Final,Model Test

2.অনুশীলনীর প্রশ্নের পরীক্ষা

3.Poll,Quiz Bot Special Exam

4.Suggestion


নিজের প্রস্তুতিকে গুছিয়ে নিতে join করতে পারো আমাদের প্রোগ্রামে।

বি:দ্রঃউক্ত প্রোগ্রামটি MediMate 2.0 এবং MediMate 2.1 এর সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি

Routine

Enroll Process
13👏2
সরকারি চাকরিতে বিষয় কোড না থাকা বিভাগের জন্য সুখবর ইউজিসির

বিষয় কোড না থাকার কারণে বিসিএসসহ সব চাকরিতে নিজ বিভাগের নাম ব্যবহার করে আবেদন করতে পারেন না স্নাতক সম্পন্ন করা হাজার হাজার শিক্ষার্থী। বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে হয় ‘অন্যান্য’ ক্যাটাগরির মাধ্যমে। পান না শিক্ষা ক্যাডারসহ বিষয়ভিত্তিক কোনো চাকরিতে আবেদনের সুযোগ।


তাই যেসব বিভাগের নাম ও বিষয় কোড সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত নয়, সে বিভাগগুলোর তালিকা চেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির পক্ষ থেকে এ সংক্রান্ত পত্র ইতিমধ্যে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।


💠 NewsZone
50😐6🔥4😨4🆒3👏2🎉2🫡2❤‍🔥1🥰1🕊1
HSC-23

DU

❇️ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন পরিসংখ্যান (২০২৩-২৪)

▪️বিজ্ঞান ইউনিট - ১ লাখ ২২ হাজার ৮২ টি
▪️কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট - ১ লাখ ১২ হাজার ২২৬ টি
▪️ব্যবসায়ে শিক্ষা ইউনিট - ৩৭ হাজার ৬৫০ টি
▪️চারুকলা ইউনিট - ৭ হাজার ৩৮ টি

🔹মোট আবেদন - ২ লাখ ৭৮ হাজার ৯৯৬ টি

❇️মোট আসন

▪️বিজ্ঞান ইউনিট - ১৮৫১ টি
▪️কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট - ২৯৩৪ টি
▪️বাণিজ্য ইউনিট - ১০৫০ টি
▪️চারুকলা ইউনিট - ১৩০ টি

🔹মোট আসন ৫৯৬৫ টি

❇️ আসন প্রতি লড়বে

▪️বিজ্ঞান ইউনিট - ৬৬ জন
▪️কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট - ৩৮ জন
▪️বাণিজ্য ইউনিট - ৩৬ জন
▪️চারুকলা ইউনিট - ৫৪ জন

🔹গড়ে লড়বে ৪৭ জন

বি.দ্র: গত বছরের চেয়ে এবার আবেদন কমেছে ২০ হাজার। এর মধ্যে বিজ্ঞান ইউনিটে ৫ হাজার, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ হাজার, ব্যবসায়ে শিক্ষা ইউনিটে ৫ হাজার আবেদন কম পড়েছে।

💠 NewsZone
🔥50👏1510🆒8😭7💔4🫡4❤‍🔥3💯1