“নতুন কারিকুলাম আবার ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে! ২০২৪ ব্যাচ থেকে PSC ও JSC পরিক্ষা
নেওয়ার চূড়ান্ত ঘোষণা।”
#ru_insiders
💠 NewsZone
নেওয়ার চূড়ান্ত ঘোষণা।”
এমন একটি ফেইক নিউজ ছড়িয়ে পড়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এমন কিছু জানানো হয়নাই।
#ru_insiders
💠 NewsZone
😐180🤷♂53🗿31🔥27🫡27😍21💔15😢10😱5🆒5⚡3
HSC-23
AGRI
💠 NewsZone
AGRI
এবারও সবার শেষে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী মে অথবা জুন মাসে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
💠 NewsZone
❤152🔥21👏9❤🔥6😍6🤷♂3🥰3👌3🎉2💯2🆒1
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সর্বমোট আবেদন করেছেন ২ লক্ষ ৫৪ হাজার ৬৫৯ জন
• 'এ' ইউনিট - ১ লক্ষ ১ হাজার ৬৬৩ জন
• 'বি' ইউনিট - ৬৮ হাজার ৩৯৬ জন
• 'সি' ইউনিট - ১৮ হাজার ৭৯৫ জন
• 'ডি' ইউনিট - ৫৯ হাজার ৯০৬ জন
• 'বি-১' ইউনিট - ২ হাজার ৭৬৩ জন
• 'ডি-১' ইউনিট - ৩ হাজার ১৪৬ জন
😭82😐33🫡26❤18😨13👏9🔥8💔5⚡3😍3🏆3
Forwarded from Exam Mate[Courses]
✅Exam Batch- মানবিক,বিভাগ পরিবর্তন
স্বপ্নের সাথে,স্বপ্ন পূরণের খোঁজে এগিয়ে চলছে কিছু পরিশ্রমী শিক্ষার্থী। তাদের এই স্বপ্নকে বাস্তবায়নে গতবারের মতো এবারও Exam Mate এর থাকছে কিছু ভিন্ন আয়োজন।
মানবিক,বাণিজ্যিক(যাদের GK,বাংলা,English প্রয়োজন) এবং বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ২০জানুয়ারি হতে Varsity Mate 2.1 এ রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
শুধুমাত্র বাংলা,জিকে,ইংরেজি দাগিয়েই পেতে পারো ২৬ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।
তাই,এক ঢিলে তিন পাখি মারতে চাইলে যুক্ত হয়ে যেতে পারো এই এক্সাম ব্যাচটিতে।
✅Enroll Process
✅Routine
স্বপ্নের সাথে,স্বপ্ন পূরণের খোঁজে এগিয়ে চলছে কিছু পরিশ্রমী শিক্ষার্থী। তাদের এই স্বপ্নকে বাস্তবায়নে গতবারের মতো এবারও Exam Mate এর থাকছে কিছু ভিন্ন আয়োজন।
মানবিক,বাণিজ্যিক(যাদের GK,বাংলা,English প্রয়োজন) এবং বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ২০জানুয়ারি হতে Varsity Mate 2.1 এ রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
শুধুমাত্র বাংলা,জিকে,ইংরেজি দাগিয়েই পেতে পারো ২৬ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।
তাই,এক ঢিলে তিন পাখি মারতে চাইলে যুক্ত হয়ে যেতে পারো এই এক্সাম ব্যাচটিতে।
✅Enroll Process
✅Routine
❤9🔥2😨2👏1😍1
সবাই সব জায়গায় আবেদন করছে এবং পরীক্ষাগুলো খুব কম গ্যাপ দিয়ে যার কারনে সব জায়গায় আবেদন বেশি।
এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।
পড়ায় মনোযোগ দিন,চিন্তা করে সময় পার হবে শুধু আর কোনো কিছুই হবে না।
এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।
পড়ায় মনোযোগ দিন,চিন্তা করে সময় পার হবে শুধু আর কোনো কিছুই হবে না।
❤208🔥23🕊16❤🔥10👌6💯6😇3🆒3⚡2🥰2🏆1
✅HSC 23-GST
জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা প্রদান পূর্বক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
🛑 Follow NewsZone For more important information
জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সময়সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা এবং ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা প্রদান পূর্বক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
🛑 Follow NewsZone For more important information
🔥90❤53😢29😭14💔10🤷♂8👏8😨7❤🔥4🥰3👌3